কোটচাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন 

ঝিনাইদহের কোটচাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থা কোটচাঁদপুরের আয়োজনে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলায় ৫ -০ গোলে জয়লাভ করেন বলুহর ইউনিয়ন ফুটবল একাদশ। জানা যায়, উদ্বোধনি খেলায় অংশ গ্রহণ করে সাফদারপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও বলুহর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে।

খেলাটি শুরু হয় বিকাল ৫ টায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

খেলার প্রথমঅর্ধে তুমুল লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম অর্ধে ২ গোলের দেখা পাই বলুহর ইউনিয়ন ফুটবল একাদশ ।

বিরতির পর দুই দল মাঠে নামেন আবারও মনোবল নিয়ে। লড়াইও করেন গোলের জন্য। দ্বিতীয় অর্ধেও ৩ গোলের দেখা পায় বলুহর ইউনিয়ন ফুটবল একাদশ । আর ওই ৩ গোল দিয়েই শেষ হয় খেলা। সেই সুবাদে ৫-০ গোলে জয়লাভ করেন বলুহর ইউনিয়ন ফুটবল একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার, কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার অশিত বরণ পাল, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন রুস্তম কবির,সহকারী পরিচালক ছিলেন মাহফুজ আহম্মেদ লিখন, কাজী সোহেল ও হামিদুর রহমান।




সময়ের সঙ্গে সঙ্গে ‘না’ বলার ক্ষমতা আমার রয়েছে: রেখা

বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাকে এড়িয়ে চলেন। সম্প্রতি এক ম্যাগাজিনে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অনেক অজানা কথা ভাগ করে নিলেন বলিউডের ‘উমরাও জান’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাগাজিন সাক্ষাৎকারে রেখা জানান, ‘আজকের দিনে তরুণ প্রজন্মের মধ্যে অসাধারণ দক্ষতা রয়েছে, ওরা খুব প্রতিভাবান। আমি ওদের পথচলার শুরুটা দেখে খুব খুশি হই। আমার আনন্দ লাগে এই উত্থানটা দেখতে। আমার সঙ্গে ওরা একাত্ম হতে পারে দেখে ভালো লাগে, যেখানে আমার প্রজন্মের কত অভিনেত্রীকে নতুনরা আজ ভুলে গিয়েছে। ওরা কিন্তু আমার কাজকে মান্যতা দেয়, যা অল্প-স্বল্প কাজ এখন আমি করি, সেটাও এই শিল্পের প্রতি ভালোবাসা থেকেই।’ কেন অভিনয় থেকে দূরে রয়েছেন এমন প্রশ্নে তার জবাব- ‘সময়ের সঙ্গে সঙ্গে এখন ‘না’ বলার ক্ষমতা আমার রয়েছে’।

এদিকে একই সাক্ষাৎকারে রেখাকে নিয়ে বর্তমান বলি তারকাদের মতামতও উঠে এসেছে। সেখানে শাহরুখ খান জানান ‘রেখার ক্যারিশ্মা তুলনাহীন’, দীপিকা জানান, ‘রেখার ব্যক্তিত্ব একদম চুম্বকের মতো। ওনার একটা চাউনিতেই সমস্ত দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে যায়, ওনার পারফর্ম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য মাস্টারক্লাস’।

ম্যাগাজিনটির কভারশ্যুটে কাঞ্জিভরাম শাড়িতেই লেন্সবন্দি হয়েছেন রেখা। সঙ্গে হিরের গয়না, সিঁথি রাঙানো সিঁদুরে, মুখে বয়সের ছাপ নেই একবিন্দুও ।

সত্তর ও আশির দশকে হিন্দি সিনেমায় একচেটিয়া রাজত্ব করেছেন রেখা। ‘উমরাও জান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার ঝুলিতে যায় তার। এছাড়াও ‘খুবসুরত’, ‘ঘর’, ‘জুদাই’, ‘খুন ভরি মাংগ’, ‘সিলসিলা’-র মতো অজস্র হিট ছবিতে অভিনয় করেছেন রেখা।

বড়পর্দা থেকে দীর্ঘদিন গায়েব রয়েছেন রেখা। ২০১৫ সালে আর বাল্কি-র ‘শামিতাভ’ সিনেমায় শেষ অভিনয় করেছিলেন তিনি। পরে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ সিনেমাতে একটি গানে দেখা মেলে রেখার।

তবে সম্প্রতি স্টার প্লাসের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’র প্রচার ঝলকে দেখা মিলেছে রেখার। এই শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রেখা।




নিয়োগ দেবে হীড বাংলাদেশ, বেতন ৩৫ হাজার টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

শাখা ব্যবস্থাপক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন দুই বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত মাইকোফাইন্যান্স কর্মসূচীর সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও মোটর সাইকেল চালনায় সক্ষম হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

৩০,০০০ – ৩৫,০০০/- (মাসিক )।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ জুলাই, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে বিভিন্ন গ্রামের নারীদের মাঝে উপহার সামগ্রী বিতরন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পক্ষ থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের নারীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনয়তনে সদর উপজেলার বিভিন্ন গ্রামের নারীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম সদর উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন শতাধিক নারীর মাঝে উপহার সামগ্রী বিতরন করেন।

এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুথসোভা মন্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুল নেছা লতা, যুব মহিলা লীগের নেত্রী রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফুন্নেছা লতা এবং সাধারণ সম্পাদিকা রোজিনা আক্তার মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন।




মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা ম্যাজিস্ট্রেট

মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুল ইসলাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতি: জেলা ম্যাজিস্ট্রেট লিউজা উল জান্নাহ।

জেলা ম্যাজিস্ট্রেট কারাগারে পৌঁছলে ভারপ্রাপ্ত জেল সুপার জিএম আক্তারুজ্জামান তাকে স্বাগত জানান এবং কারারক্ষীদের একটি চৌকষ দল অনার গার্ড সালামী প্রদান করেন।

জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন ওয়ার্ড, কারা হাসপাতাল, রন্ধনশালা, ভিজিটরদের অপেক্ষাগার পরিদর্শন করেন ও বন্দীদের সাথে কথা বলেন।

তিনি কারাবন্দীদের জন্য আন্ত:ওয়ার্ড খেলাধুলা আয়োজন, ভালমানের খাবার পরিবেশন, তাদের নিয়মিত নৈতিক শিক্ষা প্রদান ও বিকল্প আয় বর্ধক কার্যক্রম গ্রহণ করার জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন। পরিশেষে পরিদর্শন বইয়ে পরিদর্শন নোট লিখেন ও স্বাক্ষর করেন




গাংনী সীমান্তে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মেহেরপুরের গাংনী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৫টায় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন (বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দিবাগত মধ্যে রাতে গাংনী উপজেলার শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪২/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা মাঠ নামক স্থানে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।

৪৭ বিজিবির শেওড়াতলা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ ইসরাইল শেখ এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল শেওড়াতলা মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে ফাঁদ পেতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ৪/৫ জন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে অগ্রসর হতে দেখলে বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা দৌড়ে ঝোপঝাড়ের আড়ালের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য একলাখ টাকা। উদ্ধারকৃত অস্ত্র গাংনী থানায় হস্তান্তর পূর্বক মামলা দায়ের করা হয়েছে।




টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে-বক্তারা

ব্যতিক্রম ধর্মী আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২১ তম জন্মদিন পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী গাংনী এতিমখানা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় এনটিভি পরিবারের পক্ষ থেকে এতিমখানার ৫ জন শিশুকে কোরআন শরিফ তুলে দেওয়া হয়।

৩৯এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজওয়ানুল বাশার তাপস আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মেহেরপুর-২ আসনের সাংসদ পত্নি লাইলা আরজুমান বানু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ-দৌলা রেজা, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আবু নাছের চৌধুরী সম্রাট, কালবেলার মেহেরপুর জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি, বাংলাটিভির জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাব্বী আহম্মেদ, প্রেসহাউজের এ্যাডমিন এ সিদ্দিকী শাহীন, সাংবাদিক খোকন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনে এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে, তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। তারা এনটিভির আগামী দিনের শুভেচ্ছা কামনা করেন।
দোয়া মোনাজাত শেষে এতিমখানার শিশু ও অতিথিবৃন্দ এক সাথে বসে দুপুরের খাবার খান।




জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল সেমাবার বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জাদ মিজা, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবি বিশ্বাস, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ।




টুইটারের সিদ্ধান্তে ব্লুস্কাইয়ের সুবিধা

টুইটার একাউন্ট ছাড়া এখন আর কোনো কন্টেন্ট দেখা যাবে না। ইলন মাস্কের দাবি, ডাটা স্ক্র‍্যাপিং হয় বলে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে টুইটারের পোস্ট এভাবে সীমাবদ্ধ করায় একাধিক সমস্যা হতে পারে। বিজ্ঞাপন কম পাওয়ার বিষয় তো আগে থেকেই আছে। এরসঙ্গে যুক্ত হয়েছে প্রতিযোগীদের সুবিধার বিষয়টি।

এই মুহূর্তে টুইটারের সামনে বড় প্রতিদ্বন্দ্বী ব্লুস্কাই৷ শোনা যাচ্ছে, ইনস্টাগ্রামও টুইটারের প্রতিদ্বন্দ্বী গড়ে তোলার জন্য কাজ করছে। ব্যবহারকারীরাও ইতোমধ্যে ব্লুস্কাই বা টুইটারের প্রতিযোগী প্লাটফর্মে ভিড় করছে। ব্লুস্কাই সম্প্রতি সবচেয়ে বেশি ব্যবহারকারীর সংখ্যার কথা স্বীকার করেছে।

ব্লুস্কাই মূলত একটি ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। গঠনের হিসেবে এটি টুইটার থেকে একেবারে আলাদা। তবে এই প্লাটফর্মে একাউন্ট করতে হলে ইনভাইটেশন জরুরি। ব্লুস্কাই অবশ্য এই বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া প্লাটফর্মটির কিছু অসুবিধা ঠিক করে অ্যান্ড্রয়েড ও আইওএসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দেওয়া হবে। টুইটারে ব্যবহারকারীর অনেক সীমাবদ্ধতা রয়েছে। ভ্যারিফাই করা টুইটার অ্যাকাউন্টে ১০ হাজার টুইট দেখা যায়। ভ্যারিফাই না করলে, ১ হাজার দেখা যাবে। আর নতুন অ্যাকাউন্টে ৫০০ টুইট পড়ার ব্যবস্থা রয়েছে। সঙ্গত কারণেই টুইটারের প্রতিযোগীরা বাড়তি সুবিধা পাচ্ছে এবার।

সূত্র: ইত্তেফাক




বৃষ্টির পানিতে চুলের যত ক্ষতি

বৃষ্টিতে ইচ্ছাকৃতভাবেই ভিজুন কিংবা অনিচ্ছাকৃতভাবে, চুলের ক্ষতি হবেই। মুষলধার কিংবা ইলশেগুঁড়ি যেভাবেই হোক, বৃষ্টি আপনার চুলের ক্ষতি করে। বৃষ্টিতে ভিজে ঘরে ফেরার পর লক্ষ্য করবেন চুল নিষ্প্রাণ হয়ে আছে।

বৃষ্টির পানিতে সালফার, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ও কার্বন থাকে। যাদের খুশকি আছে তাদের এক্ষেত্রে নানা অসুবিধা হতে পারে। তাই বৃষ্টিতে ভেজা চুলের আলাদা যত্ন নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। রইলো কিছু পরামর্শ:

.ভেজা চুল বেশিক্ষণ রাখবেন না। বৃষ্টির পানিতে রাসায়নিক উপাদান থাকে প্রচুর। তাই বাড়ি ফিরে শ্যাম্পু করে কন্ডিশনার করুন চুলে।
.বৃষ্টিভেজা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
.ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে রাখুন। তোয়ালেই পানি আস্তে আস্তে শুষে নেবে।

.সবসময় মৃদু শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। নাহলে চুল আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়বে।
.মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন।
.বর্ষায় দীর্ঘক্ষণ চুল বেঁধে রাখা স্বাস্থ্যকর নয়।
.সারারাত তেল লাগিয়ে পরেরদিন সকালে শ্যাম্পু করলে উপকার মিলবে।

সূত্র: ইত্তেফাক