দামুড়হুদার সুবুলপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা 

দামুড়হুদার সুবুলপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে ভৈরব নদীর পাড়ে গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৈঠার তালে তালে বর্ণিল সাজে সজ্জিত নৌকা বাইচ দেখতে নদীর তীরে ভীড় জমায় হাজার হাজার নারী পুরুষ।

হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ১০টা নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে দৌলত হোসেনের দলের নৌকা, দ্বিতীয় ডালিম হোসেন দলের নৌকা এবং তৃতীয় আব্দুল খালেকের দলের নৌকা। বাঘাডাঙ্গা-কাঞ্চনতলার মোড় থেকে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে কয়েক রাউন্ডে চলে এ বাইচ। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শনার্থী ভৈরব নদীর পাড়ে এসে হাজির হন।

নৌকা বাইচ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ফুরুই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন,কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন, এএসআই মসলেম উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম বলেন এমন উচ্ছাসপূর্ণ আয়োজনে অংশ নিয়ে খুশি এলাকাবাসী। কোন কিছু প্রাপ্তির আশায় নয়, দর্শকদের আনন্দ দিতেই বাইচে অংশ নিয়েছেন তারা। বাঙ্গালীর শত বছরের ঐতিহ্যের ধারক ও বাহক নৌকা বাইচ আয়োজনে প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি।




আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ডলি খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার বিকেল ৪ টায় ভাংবাড়িয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডলি খাতুন ওই গ্রামের কৃষক মো. আক্কাস আলীর স্ত্রী।

আক্কাস আলী বলেন, তার স্ত্রী অসতর্কতাবশত ঘরের মধ্যে থাকা টেবিল ফ্যানের লাইন দিতে যায়। তার হাত দেয়ালের বৈদ্যুতিক সকেটে ঢুকে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় চায়ের দোকান থেকে ফিরে ঘরের ফ্লোরে পড়ে থাকতে দেখে চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভাংবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সোহানুর রহমান সোহান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুৎ হাটবোয়ালিয়া সাব-জোনাল অফিসের এজিএম আলমঙ্গীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে কারো মুত্যুর খবর তাদের জানা নেই।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে।




আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে—বক্তারা

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হাত থেকে আওয়ামীলীগকে বাঁচাতে হবে। উড়ে এসে জুড়ে বসা এমপি বা মন্ত্রী নয় আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের যারা মুল্যায়ন করবে, তাদের পাশে থাকবে এমন নেতাকে মনোনয়ন দিতে হবে। সামনে পুলিশ পেছনে পুলিশ নিয়ে নয়, ত্যাগী নেতা কর্মীদের পাশে নিয়ে চলবে সেই নেতাকে আমরা চাই। মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ঈদ শুভেচ্ছা মিটিং এ এসব কথা বলেন বক্তারা।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রীড নেতাকর্মীদের মুল্যায়ন করা ও তাদের দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করানোর তীব্র সমালোচনা করা হয়।

আজ রবিবার (২ জুলাই) বিকালে দারিয়াপুর হাট প্রাঙ্গনে এই ঈদ শুভেচ্ছা মিটিং এর আয়োজন করা হয়।

দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুভেচ্ছা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং সাবেক ঢাবি ছাত্রনেতা এমএএস ইমন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক টনিক বিশ্বাস, মুজিবনগর উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, মুজিবনগর উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটো, দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসানুল হক।

সমাবেশে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তুরের নেতা কর্মী ছাড়াও যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু।




মুজিবনগরে স্থানীয় সাংবাদিকের সহযোগিতায় মানসিক প্রতিবন্ধী খুঁজে পেল পরিবার

মেহেরপুরের মুজিবনগরে দীর্ঘ চার বছর ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী মিন্টু বাগচি মুজিবনগরের স্থানীয় সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমান(শের খান) ও সানোয়ার হোসেন ডালিম এর সহযোগিতার মাধ্যমে ফিরে পেয়েছে তার পরিবার।

মিন্টু বাগচি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হাইসুর গ্রামের নারায়ণ বাগচির ছেলে।

এ সম্পর্কে স্থানীয় সাংবাদিক হাসান মুস্তাফিজুর রহমান (শের খান) জানান, গত শনিবার সহকর্মী ডালিমের মাধ্যমে জানতে পারি যে শুক্রবার রাতে মুজিবনগর থানার টহল পুলিশ একজন মানসিক প্রতিবন্ধীকে আহত অবস্থায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছে।

গতকাল শনিবার সকালে আমরা হসপিটালে গিয়ে তাকে সেখানে ভর্তি অবস্থায় পাই এবং বিভিন্নভাবে তার সাথে কথা বলে তার পরিচয় উদ্ধারের চেষ্টা করি এবং জানতে পারি যে তার নাম মিন্টু বাগচি তার বাড়ি হাইসূর যেহেতু নামটা আমাদের অপরিচিত সেহেতু আমরা অনেক চেষ্টার পর জানতে পারি যে গ্রামটি গোপালগঞ্জ জেলায় এবং কাশিয়ানী উপজেলায়। পরে আমি আমার ভোরের কাগজের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মামুন ভাই কে ফোন দিলে তিনি সেখানকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাইসূর গ্রামের একটি বৃদ্ধাশ্রমের পরিচালক কে জানান। বেলা চারটার দিকে মিন্টু বাগচীর পরিবার আমার সাথে যোগাযোগ করে এবং তার চাচাতো ভাই পার্থ বাগচী শনিবার রাত দশটার সময় মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ আসেন তার কাছ থেকে আমরা জানতে পারি যে মিন্টু বাগচী ২০১৮ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছে তার চিকিৎসার উদ্দেশ্যে তার মা তাকে ইন্ডিয়ায় নিয়ে গিয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সেখান থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান পাওয়া যায়নি সে কিভাবে ভারত থেকে বাংলাদেশে এসেছে তা আমরা বলতে পারব না। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে দীর্ঘ চার বছর পরে আমরা আমাদের ভাইকে ফেরত পেয়েছি।

পার্থ বাগচি আজ রবিবার সকালে হাসপাতালে চিকিৎসা শেষে দীর্ঘ চার বছর পর তার ভাই মিন্টু বাগচিকে নিয়ে সে নিজ গ্রাম গোপালগঞ্জের হাইসূরের রওনা হয়।




এফসিবিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা নিলো মোনাখালী ইউনিয়ন একাদশ

মেহেরপুরে প্রথমবারের মতো শুরু হওয়া “মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩” এর পর্দা নেমেছে। মেহেরপুর সরকারি কলেজ ফুটবল মাঠে “মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩” এই আয়োজন শুরু হয়েছিল ২ জুন।

গতকাল শনিবার (১ জুলাই) বিকালে দর্শকদের মাঝে টান টান উত্তেজনা, আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে মেহেরপুর স্টেডিয়ামে মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর প্রতিযোগিতার পর্দা নামলো।

ফাইনাল খেলায় মোনাখালী ইউনিয়ন একাদশ ও ফাস্ট ক্যাপিটাল অব বাংলাদেশ (এফসিবি) অংশ নেয়। ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৩-২ গোলে এফসিবিকে হারিয়ে মোনাখালী ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেন।

টুর্নামেন্টের ম্যান অফ দি ম্যাচ ও ম্যান অফ দি টুর্নামেন্ট নির্বাচিত হন মোনাখালী ইউনিয়ন একাদশের গোলরক্ষক সুমন আহম্মেদ এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন বাওট শাপলা ক্লাবের অধিনায়ক সেলিম রেজা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান ও কৃতি ফুটবলার আব্দুর রহমান, আনিশা গ্রুপ ও রাজধানী টিভির চেয়ারম্যান এমএএস ইমন, রাঙামাটির যুগ্ম জেলা জজ ও মেহেরপুরের কৃতি সন্তান মিল্টন হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম।

এসময় মেহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ বিন হারুন জুয়েল, জনতা ব্যাংকের সাবেক এজিএম ও কৃতি ফুটবলার আব্দুস সামাদ, সাবেক সহকারি অধ্যাপক ও কৃতি খেলোয়াড় শামীম বসির, প্রিমিয়াম সুইটস এর কান্ট্রি ডিরেক্টর মাহবুবুর রহমান বকুল,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি রেসিডেন্ট ডা. সজীব উদ্দীন স্বাধীন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল মোনাখালী ইউনিয়ন একাদশকে ৫০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রপি এবং রানার্স আপ দলকে ৩০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রপি তুলে দেওয়া হয়। এছাড়া সেমিফাইনালে অংশ নেওয়া দুটি দল বাগোয়ান ইউনিয়ন একাদশ ও বাওট শাপলা ক্লাবকে ৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, টুর্নামেন্টের আহবায়ক এমদাদুল হক, সদস্য সচিব মাহাবুব চান্দু, নির্বাহী সদস্য মাসুদ করিম ধলস, মনিরুল ইসলাম মনি, আনোয়ারুল হক কালু, হাসানুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম, শামীম জাহাঙ্গীর সেন্টু, সামসুজ্জামান শামীম, আমিরুল ইসলাম অল্ডাম, মনিরুজ্জামান মঞ্জা, ইয়ারুল ইসলাম ও সেলিম রেজা।

খেলায় রেফারি ছিলেন, আব্বাছ উদ্দীন, সহকারি রেফারি ছিলেন, মাহবুব হোসেন ও সোহেল রানা।




দৈনিক যুগান্তরে চাকরির সুযোগ

দৈনিক যুগান্তরে ‘হেড অব অনলাইন’, ‘হেড অব মাল্টিমিডিয়া’, ‘হেড অব ডিজিটাল সেলস’, ‘হেড অব এসইও’, ‘জ্যেষ্ঠ সহ-সম্পাদক’, ‘সহ-সম্পাদক’, ‘গ্রাফিক্স ডিজাইনার’ ও ‘ডিজিটাল মার্কেটার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: দৈনিক যুগান্তর

পদের নাম: ‘হেড অব অনলাইন’, ‘হেড অব মাল্টিমিডিয়া’, ‘হেড অব ডিজিটাল সেলস’, ‘হেড অব এসইও’, ‘জ্যেষ্ঠ সহ-সম্পাদক’, ‘সহ-সম্পাদক’, ‘গ্রাফিক্স ডিজাইনার’ ও ‘ডিজিটাল মার্কেটার’।

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে। সাংবাদিকতায় স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যুনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে হেড অব অনলাইন ও হেড অব মাল্টিমিডিয়া পদের জন্য ন্যুনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিউজ পোর্টালে কাজ করছেন এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে সম্মক ধারণা রাখেন— এমন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট অফিস, ছবি ও ভিডিও সম্পাদনার টুলস ব্যবহারে দক্ষ হতে হবে।

বেতন: যোগ্যতা অনুসারে আকর্ষণীয় বেতন-ভাতা ছাড়াও যুগান্তরের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

আগ্রহীরা hr@jugantor.com  ওয়েবসাইটে ও আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।




মেহেরপুরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের শাখা উদ্বোধন

মেহেরপুর মহিলা কলেজ মোড় আইছুন পার্কে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মেহেরপুর শাখা উদ্বোধনের আয়োজন করা হয়।

রবিবার বিকেলে মেহেরপুর মহিলা কলেজ মোড় আইছুন পার্কের ২য় তলায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মেহেরপুর শাখার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি জুম মিটিং-এর মাধ্যমে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কুষ্টিয়া রিজিওনাল অফিসের রিজিওনাল ম্যানেজার মো: রিয়াজ উদ্দিন, কুষ্টিয়া শাখা ম্যানেজার মো: আসাদুজ্জামান, মেহেরপুর সোনালী ব্যাংকের ম্যানেজার তৌহিদুল ইসলাম, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মেহেরপুর শাখার ম্যানেজার বিপ্লব বসাক।

উদ্বোধনের সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে বিচার করতে এসে মহিলার কামড় খেলেন ইউপি সদস্য

বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টুর হাতে কামড় দিয়ে মাংস তুলে নিলেন তার ওয়ার্ডের ভোটার সকিনা খাতুন। আহত ইউপি সদস্য আলমগীর হোসেনকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামে গতকাল শনিবার বিকালের দিকে।

প্রত্যক্ষদর্শিরা জানান, যাদবপুর গ্রামের দুলাল অবৈধভাবে রাস্তার উপর বাঁধ দিয়ে জলবদ্ধতা সৃষ্টি করে। এতে স্থানীয়রা এর প্রতিবাদ জানান। ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টুকে স্থানীয়রা খবর দিলে লাল্টু সেখানে গিয়ে রাস্তার উপর বাঁধ সৃষ্টি করার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে দুলালের স্ত্রী সকিনা খাতুন ইউপি সদস্য আলমগীর হোসেনের হাত কামড়ে মাংস তুলে নেন। পরে আলমগীর হোসেনের চিৎকারে প্রত্যক্ষদর্শিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এঘটনার পর পরই উত্তেজিত জনতা সেই বাঁধ ভেঙ্গে গুড়িয়ে দেন।




আজ বিকেলে ‘মিশন জ্যাকপট’

চ্যানেল আইতে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মিশন জ্যাকপট’। এটি রচনা করেছেন ফাহরিয়ান চৌধুরী তন্ময় এবং পরিচালনায় রয়েছে সকাল আহমেদ। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি প্রমুখ।

গল্পের শুরুতেই দেখা যাবে, জয়নাল নামের এক লোক গাড়ি পার্ক করতে এসে আরেকটি গাড়ির জন্য অন্য পার্ক করতে পারে না। গাড়ি থেকে নেমে জয়নাল সেই গাড়ির সামনে এসে দেখে ভেতরে কেউ নেই, গাড়ির গ্লাসে একটা স্টিকার লাগানো। সেখানে লেখা ‘ইমার্জেন্সি কল’। তারপর নিচে একটা মোবাইল নম্বর। জয়নাল সেই নম্বরে কল দিলে হাবিব নামের এক লোক এসে অত্যন্ত লজ্জিত হয়ে বারবার সরি বলে এবং জয়নালকে চায়ের অফার দিয়ে এক কাপ চা ধরিয়ে দিয়ে জয়নালের থেকে চাবি নিয়ে হাবিবের পাশে দাঁড়ানো।

হাবিবের ড্রাইভার কামালকে চাবি দিয়ে বলে যে, হাবিব ও জয়নালের গাড়ি ঠিকমত পার্ক করে যেন চাবি দিয়ে যায়। হাবিব ও জয়নাল চা খেতে খেতে কথা বলতে থাকে। কিন্তু ১০ মিনিট হয়ে গেলেও কামাল আর চাবি নিয়ে আসে না। ঘটতে থাকে নানা ঘটনা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসএসি ব্যাচ-২০১৩ কর্তৃক মিলন মেলা ও প্রিতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রীতি ক্রিকেট ম্যাচে কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, হাসনাহেনা ও কদমফুল দল অংশ নেন।

প্রীতি ম্যাচে কাঠগোলাপ বনাম হাসনাহেনা, দ্বিতীয় ম্যাচ কৃষ্ণচূড়া বনাম কদমফুল, ফাইনাল ম্যাচ হাসনাহেনা বনাম কদমফুলের মধ্যে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় কদমফুল সেরা নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপি হই হুল্লোড় ও স্বতিচারণ অনুষ্টিত হয়।