এড ব্লকারের কার্যকারীতা কমবে ইউটিউবে

বিজ্ঞাপনের কার্যকারীতা কমানোর জন্য ইউটিউব নতুন একটি পরীক্ষা চালাচ্ছে। এডব্লক থাকলে ইউটিউব এখন তা বন্ধ করতে বলবে অথবা তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে বলবে।

রেডিটে ব্যবহারকারীরা ইতোমধ্যে বেশকিছু স্ক্রিনশট দিয়েছে। ব্লিপিং কম্পিউটার নামে একটি অ্যাকাউন্ট প্রথম এই সতর্কীকরণ দেখতে পায়। কম্পিউটারে এড ব্লকার এক্সটেনশন আছে ওই কম্পিউটারে। সতর্কীকরণ নোটে বলা হয়েছে, ‘তিনটি ভিডিওর পর ভিডিও প্লেয়ার বন্ধ হয়ে যাবে।’ ওই নোটের নিচেই বলে হয়েছে, ‘আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। এড ব্লকারটি বন্ধ না করলে আপনার ভিডিও প্লেয়ার বন্ধ হয়ে যাবে।’

ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বৈশ্বিক পর্যায়ে একটি পরীক্ষা চালাচ্ছে। মানুষ যেন এড ব্লকার ছাড়া ইউটিউব দেখে অথবা তাদের প্রিমিয়াম প্ল্যান খরিদ করে।




ফিরে গেছি ৯১ এর সেই কৈশরে

দিনব্যাপি আড্ডা, স্মৃতিচারণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে এসএসসি ১৯৯১ এর ব্যাচের বন্ধুর বন্ধন মিলন মেলা ২০২৩ উদযাপিত হয়েছে।

মেহেরপুর কোর্ট রোডের শাধু বার্ন চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত মিলন মেলায় ১৯৯১ ব্যাচের প্রায় ২ শতাধিক বন্ধু অংশ নেন। মেহেরপুর প্রতিদিনের প্রকাশক ও রাজধানী টিভির চেয়ারম্যান এম এ এস ইমন, নিসান সাবের, মাহাবুবুল হক পোলেন, সামসুজ্জামান রন্টু, কাউছর আলী, ফররুক আহমেদ উজ্জল, রকিবুল হাসান রিপন।

আয়োজকরা বলেন, আজকের এই দিনে আবারও ফিরে গেছি ৯১ এর সেই কৈশরে। স্মৃতিচারণে ফিরে পেয়েছি আনন্দময় সেই দিনগুলি। এই আয়োজনের মধ্য দিয়ে বার বার মনে হচ্ছিল দুরন্তপনা।




আগামী নির্বাচন সংবিধানিকভাবেই হবে —-ডেপুটি স্পিকার টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসমুল হক টুকু বলেছেন, আগামী নির্বাচন সংবিধানিকভাবেই হবে। নির্বাচনে বাধাগ্রস্থ হওয়ার কোন সুযোগ নেই, বিশ্বের মোড়লরা একেকটি দেশকে একেকভাবে বিবেচনা করে কথা বলেন। একটি দেশের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা সংবিধান সম্মতভাবেই চলে। এক্ষেত্রে কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সমুচিত নয়।

গতকাল শনিবার (০১ জুলাই) দুপুরে গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান মহা: আব্দুস সালাম, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, তাই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে সংবিধান সম্মতভাবেই একটি জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় ব্যবস্থাপনা করবে আর সাধারণ মানুষ ভোট দিয়ে একটি নতুন সরকার গঠনের সুযোগ দেবে। যা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনে সব দল অংশ গ্রহণ করবে। কারণ রাজনৈতিক দল গঠন করা হয় একটি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। প্রতিটি দলের রাজনৈতিক দলের ইচ্ছে থাকে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জণগনের কল্যাণে কাজ করবে। তাই সব দল নির্বাচনে অংশ গ্রহণ করবে এটাই ডেপুটি স্পিকার হিসেবে আমার প্রত্যাশ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল আলম টুকুকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি চৌকস দল।

অনুষ্ঠানে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবীণ প্রবীন ছাত্রছাত্রীসহ শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। নবীণ-প্রবীণ ছাত্রছাত্রীদের মিলনমেলায় রুপ নেয় অনুষ্ঠানটি।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার -৩

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের নিয়মিত অভিযানে ৩ আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২ আসামি ও গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার ১ আসামি রয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত আজ রবিবার ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের (২ জুলাই) সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




দামুড়হুদায় বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বারক পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দামুড়হুদা প্রেসক্লাব-সাংবাদিক সমিতি’র দ্বিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কমিটির অভিষেক, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান, দামুড়হুদা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্থ মুভিং গ্রুপের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো মজিবুল হক। অনুষ্ঠানের প্রধান অলোচক ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন।

দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি শফিউল কবীর ইউসুফ, নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল হক আজিজ, দামুড়হুদা উপজেলা শ্রমীকলীগের সভাপতি হাজী আব্দুল কাদির, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু।

অনুষ্ঠানে অতিথি ছিলেন নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোমিনুল হক, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মান্নান, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মোঃ মাকসুদুর রহমান রতন, কার্পাসডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো আলমগীর রাসেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের মধ্যমনি ইন্জিনিয়ার মো মজিবুল হক কে দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেয়া হয়।

এরপর পবিত্র কোরআন তেলোয়াত করেন দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য মোমিনুল হক মনির, স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো জাহিদুর রহমান মুকুল।

অনুষ্ঠানে দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল কে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ শেষে একটি করে ক্যামেরা ব্যাগ ও একটি করে গেণ্জি তুলে দেন নেন অতিথিবৃন্দ।




দামুড়হুদায় নবীন আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আদর্শ সমাজ বিনির্মানে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টার সময় প্রতাপপুর আল মুখতার হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান ক্বারী মোঃ জুবাইদুর রহমান (জুবায়েরের) সঞ্চালনা ও কুড়ালগাছি ইউনিয়ন উলামা পরিষদের সহ-সভাপতি মাও: আলী আহমেদ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবীবী। উদ্বোধনী বক্তব্য পেশ করেন সহ-দপ্তর সম্পাদক মাওঃ মোঃ হেলাল উদ্দিন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও: রফিকুল ইসলাম নদভী, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি জুনাইদ আল-হাবীবী বলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ নিছক গতানুগতিক কোনো সংগঠনের নাম নয় এটা চুয়াডাঙ্গাবাসীর প্রাণের সংগঠন, চুয়াডাঙ্গার মানুষের দ্বীনি রাহবারি করার জন্য আপনারা এক ও ঐক্যের সাথে কাজ করবেন, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। উলামায়ে কেরামের মধ্যে যেন কেউ ফাটল তৈরি করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে এবং ঐক্যের সাথে চলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আব্দুর রাজ্জাক বলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ প্রতিষ্ঠাগ্ন থেকেই মানুষকে দ্বীনমুখী মসজিদমুখী করার চেষ্টা করছে, চুয়াডাঙ্গা জেলায় কোনো বাতিল ফেরকার ঠাঁই হবে না বলেও হুশিয়ারী করেন তিনি, তিনি বলেন ইদানীং আমরা লক্ষ্য করছি হেযবুত তাওহীদ সহ বিভিন্ন বাতিল সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে এব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যেন চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষের ঈমান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। আপনারা চুয়াডাঙ্গাবাসীর ঈমান আমল রক্ষার অতন্দ্র প্রহরী। উলামায়ে কেরামকে দশটি বিশেষ গুন অর্জনের কথা বলে তিনি বলেন, আজকের এই নবীন আলেমরা আগামী দিনের চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের দায়িত্বশীল, সুতরাং আপনাদের প্রতিটি কথা, কাজ চলা-ফেরা সব কিছু উলামায়ে কেরামের শান ওয়ালা হতে হবে।

এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: জীবননগর থানা শাখা উলামা পরিষদের সভাপতি মাও: মাহবুবর রহমান গওহরী, সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, দামুড়হুদা থানা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আকবর, দর্শনা থানা উলামা পরিষদের সভাপতি মাও: আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুফতি জুনাইদ আল-আজাদ। কৃতজ্ঞতা বক্তব্য রাখেন কুড়ালগাছি ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি আখতারুজ্জামান ফারুকী। পরে নবীন আলেমদের সংবর্ধনা প্রদান করা হয়।
সবশেষে মাওলানা রফিকুল ইসলাম নদভী সাহেবের দু’আর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।




মেহেরপুরে পবিত্র ঈদুল আযহার উদযাপন

সারা দেশের ন্যায় মেহেরপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহার। ঈদের দিন ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের পৌর ঈদগাহ ময়দানে। ঈমামতি করেন মাও. আব্দুল হান্নান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ ঈদ জামাতে অংশ নেন। সকাল সাড়ে ৮ টা ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হয় শহরের মেহরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন ঈদগাহ ময়দানে। ঈমামতি করেন মাও. মোঃ রোকন উদ্দীন।

এছাড়াও জেলার তিন উপজেলার ৩৭৪ টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। জেলায় ঈদের জামায়াতকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

ঈদুল আজহায় ১০৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। মুক্তির দ্বিতীয় দিনেই সুখবর বয়ে আনলো ‘প্রিয়তমা’। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে এটি। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমেল আশরাফ বলেন, এই সিনেমা যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী ৭ জুলাই থেকে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। খুব শিগগিরই হল লিস্ট দেওয়া হবে। আমি নিজে যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করবো সিনেমাটি দেখতে।

যুক্তরাষ্ট্রের পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতেও ‘প্রিয়তমা’ মুক্তি পাবে বলে জানান তিনি।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে মাস ব্যাপি শিশু বিনোদন ও আনন্দ মেলার উদ্বোধন

ঝিনাইদহে মাস ব্যাপি শিশু বিনোদন ও আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, বগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কে এম সালেহ সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।

ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু।




মুজিবনগরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩ জন

মুজিবনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল এবং প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে এর সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে মেহেরপুরের দিক থেকে ইন্ডিয়ান একটি ইয়ামাহা আর এক্স মোটরসাইকেল করে তিনজন দ্রুত গতিতে মুজিবনগরের দিকে যাচ্ছিল এ সময় মুজিবনগরের দিক থেকে একটি প্রাইভেট কারের সাথে

মেহেরপুর-মুজিবনগর সড়কের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটি ভেঙ্গে প্রাইভেট কারের নিচে চলে যায়।

এসময় সড়কের উপরে ছিটকে পড়ে রক্তাত্ব আহত হয় মোটর সাইকেলের তিন আরোহী কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডি নসিমদ্দির ছেলে তুষার (২৫) আনোয়ার হোসেনের ছেলে শাহজাহান (৩০) এবং সুরত আলীর ছেলের জীবন (১৮)। স্থানীয়রা এবং মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো গ ২৫-২৫১৩। এর মালিক মেহেরপুর এসএসসি ৯৯ ব্যাচের একটি অনুষ্ঠান যোগদিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিল।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবু সাইদ জানান, আহতদের মধ্যে সাজাহান ও জীবনের অবস্থা আশংকাজনক। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।