বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

৩৬ বছরের অপেক্ষার প্রহর পেরিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জিতে তৃষ্ণা মিটিয়েছে আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপ দিয়েই বাংলাদেশের সঙ্গেই যেন অন্যরকম এক সম্পর্ক তৈরি হয়েছে আর্জেন্টাইনদের। এবার পবিত্র ঈদুল আজহার দিন বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট বাংলাদেশিদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হয়।

সেই পোস্টে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পলের ছবিসহ একটি ঈদ কার্ড শেয়ার করে শুভেচ্ছা বার্তায় লেখা হয়, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

বাংলাদেশকে শুভেচ্ছা জানানো ঐ পোস্টে আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর হিসেবে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের নাম ও লোগোও ব্যবহার করা হয়েছে।




আলমডাঙ্গায় নাতির সামনে, ট্রাক চাপায় প্রাণ গেলো দাদার

বিয়াই বাড়ি ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল আকুব্বর (৭০) নামের এক বৃদ্ধর। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকুব্বর হোসেন বৈদ্যনাথপুর গ্রামের মৃত খেদআলী মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার দুপুরে ছেলে ও দুই নাতিকে নিয়ে বৃদ্ধ আঠারোখাদা গ্রামে বিয়াই বাড়ি কোরবানি দাওয়াতে যায়। বিকেলে ফেরার পথে ছেলে মোটরসাইকেল চালাচ্ছিলো। দুই নাতিকে নিয়ে পিছনে বসেছিল বৃদ্ধ আকুব্বর । মোটরসাইকেল উদয়পুর গ্রামের মাঠের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসে ট্রাক । বৃষ্টি হওয়াই, মোটরসাইকেল ব্রেক দিতেই স্লিপ করে। গাড়ির পিছন থেকে ছিটকে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়েন বৃদ্ধ আকুব্বর। সেখানেই তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




মেহেরপুরের চাঁদবিলে শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখনে পর্যন্ত চেইনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঘটনার সময় চাঁদবিল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সামুরা বাড়ির পাশে ফুফুর বাড়ি  যাচ্ছিল। এসময় তারা সড়কের পাশে দাড়িয়ে ছিলো। এ সময় মোটরসাইকেল যোগে এক যুবক তাদের  কাছে গিয়ে সামুরাকে বলে মা তোমার বয়সের আমার এক মেয়ে আছে। তার জন্য চেন বানাবো, তোমার চেনটা একটু দেখি। এই বলে গলা থেকে চেনটি নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

পরে সামুরার চিৎকারে স্থানীয়রা তাকে ধাওয়া করলেও মুহুর্তের মধ্যে সে পালিয়ে যায়। স্থানীয় কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে ছিনতাইকারী দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে মেহেরপুর সদর থানায় জিডি করা হয়েছে।




বর্ষায় ঘি খাওয়ার অভ্যাস গড়ুন

বর্ষায় রোগের সংক্রমণ খুবই ভয়াবহভাবে বেড়ে যায়৷ এ সময় খাদ্যতালিকায় ঘি যুক্ত করতে পারলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। ঘিয়ের দাম বেশি। তারপরও ঘি খাওয়ার অভ্যাস গড়লে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু ঘি কেন খাবেন? একবার ভেবে দেখুন।

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর
ভালো মানের ঘিতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে৷ সেই সাথে বর্ষাকালে সর্দি-কাশি ও ফ্লু প্রতিরোধ করে। ঘিয়ে ভিটামিন এ, ডি, ই, কে এর পাশাপাশি ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। তাই রোগপ্রতিরোধ-ক্ষমতা বাড়ার কারণগুলো না বোঝার কারণ নেই।

বিপাকক্রিয়া বাড়ে
বিপাকক্রিয়া বাড়লে স্বাস্থ্য ভালো থাকে। দৈনন্দিন জীবনে আমাদের অনিয়মের কারণে বিপাকক্রিয়ায় সমস্যা হয়৷ ঘি শরীরে শক্তি বাড়ায়৷ ফলে বিপাকও হয় ভালো।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়
মস্তিষ্ক সবসময় ফ্যাট বার্ন করে। আর মস্তিষ্কের জন্য ঘি সবচেয়ে আদর্শ স্নেহজাতীয় খাদ্য। মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বাদাম যেমন কার্যকর ঘিও তেমনি কার্যকর।

ভিটামিনে সমৃদ্ধ
ভিটামিন এ, ডি, ই, কে বাদেও কিছু ভালো উপাদান রয়েছে ঘিতে। তবে ভালো মানের ঘি কিনতে হবে। দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ যেমন জরুরি তেমনি হাড়ের গড়নের ক্ষেত্রেও ভিটামিন ডি জরুরি।

অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া উৎপাদন করে
ঘি অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া উৎপাদন করে। ফলে হজমও ভালো হয়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে কোরবানির পশুর চামড়া নিয়ে হতাশা

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আবু হানিফ দেড় লাখ টাকায় গরু কিনে কোরবানি দিয়েছেন। তার ইচ্ছে ছিল ধর্মীয় নিয়মনীতি অনুসারে কোরবানির পশুর চামড়া বিক্রি করে সেই টাকা আশপাশের দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিবেন। কিন্তু দেড় লাখ টাকা দামের গরুর চামড়ার দাম ব্যবসায়ীরা বলছেন মাত্র ১০০ টাকা।

আবু হানিফ বলেন, ঈদুল আজহার নামাজের জামাত শেষ হওয়ায় কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বৃষ্টি। একদিকে বৃষ্টিতে যেমন কোরবানির পশু জবাই ও মাংস কাটতে ভোগান্তি হয়; অন্যদিকে কোরবানির পশুর চামড়া বিক্রি করার জন্য কোন চামড়ার ব্যবসায়ী না পেয়ে ভোগান্তি আরও বাড়ে। চামড়ার একদিকে চাহিদা কম অন্যদিকে দু’একজন ব্যবসায়ী এসে নিজ ইচ্ছেমতো দাম বলছে। কিছুই করার নেই দেড় লাখ টাকার গরুর চামড়া অল্প দামেই বিক্রি করতে হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর, হাড়াভাঙ্গা, কাজিপুর, নওদাপাড়া সহ বেশকিছু এলাকায় ঘুরে সর্বত্র এমনই চিত্রের দেখা মেলে। এমন অবস্থায় পশুর চামড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোরবানিকারীরা।

কোরবানির পর চামড়া কিনতে আসছেন না কোনো ব্যবসায়ী। কোনো কোনো এলাকায় দু’একজন ব্যবসায়ীকে পাওয়া গেলেও দাম বলছেন খুবই কম। গরুর চামড়া আকার ভেদে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বলছেন। ছাগলের চামড়ার ক্ষেত্রে বিষয়টা আরও করুণ। এ চামড়ার কোনো ক্রেতাই নেই। তারপরও দুয়েকটা বড় বড় ছাগলের চামড়া ১৫ থেকে ৫০ টাকার মধ্যে কিনেছে চামড়া ব্যবসায়ীরা।

একই উপজেলার সাহেবনগর গ্রামের মোখলেছুর রহমান বলেন, একটি ছাগল কোরবানি দিয়েছিলাম; চামড়া বিক্রি করতে গিয়ে ১৫ টাকা দাম পেয়েছি।

হাড়াভাঙ্গা গ্রামের জিল্লুর রহমান বলেন, কোরবানি পশু ছাগলের চামড়া বিক্রি করতে না পেরে অবশেষে ফেলে দিতে হয়েছে। একজন চামড়া ব্যবসায়ী এসে ছাগলের চামড়াটি দেখে কোন দামই বলেনি। নেওয়াই নাকি সম্ভব না বললেন তিনি।

কথা হয় এক চামড়া ব্যবসায়ীর সঙ্গেও। গরুর চামড়ার দাম একেবারেই কম কিন্তু ছাগলের চামড়া বিক্রি না হওয়ার কারণ জানতে চাইলে চামড়া ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, যেটার কোন চাহিদা নেই সেটা কিনছি না৷ চামড়ার দাম তো আমি কমাচ্ছি না। আমি যেখানে বিক্রি করবো সেখান থেকে কম দামেই কিনতে বলা হয়েছে।




চা খেয়ে ফেরার পথে বিপত্তি/ দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ গেলো দুই স্কুলছাত্রের

চুয়াডাঙ্গা থেকে চা খেয়ে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জিসান  আহমেদ (১৩) ও সামিউল ইসলাম বিজয় (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৩ টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, তিনটা মোটরসাইকেলে ৬জন বন্ধু মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় যায় চা খেতে। সেখানে চা খেয়ে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লেগে রক্তাত্ব জখম হয় জিসানসহ তার তিন বন্ধু।

স্থানীয়দের সহায়তায় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জিসান ও সামিউল ইসলাম বিজয়কে মৃত ঘোষনা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুই ছাত্রের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই স্কুলছাত্র নিহত

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে জিসান (১৩) সামিউল ইসলাম বিজয় (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৩ টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, তিনটা মোটরসাইকেলে ৬জন বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লেগে রক্তাত্ব জখম হয় জিসানসহ তার তিন বন্ধু।

স্থানীয়দের সহায়তায় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জিসান ও সামিউল ইসলাম বিজয়কে মৃত ঘোষনা করেন।

জিসান ও সামিউল ইসলাম বিজয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুই ছাত্রের অবস্থা আশংকা জনক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সাইফুল ইসলাম বলেন,মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ায় বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।




রেডিটে থার্ড পার্টি অ্যাপের সুবিধা

রেডিটের বিভিন্ন কমিউনিটির মডারেটররা সম্প্রতি কোম্পানির কাছে কিছু খোলা চিঠি পাঠিয়েছে। মূলত বিগত কদিন কমিউনিটির সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করছে তারা। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ ফেরাতে তারা একাধিক পরামর্শ দিয়েছেন। এমনকি কোম্পানিতে মডারেটর অ্যাডভোকেট নিয়োগের কথাও উঠেছে।

চলতি মাসে এপিআই এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৮০০০ এর মত সাবরেডিট নিজেদের কার্যক্রম বন্ধ রেখেছিল। প্রথমে ৪৮ ঘণ্টা বন্ধ থাকার ঘোষণা দিলেও অধিকাংশ সাবরেটিড আরো বেশিক্ষণ বন্ধ ছিল। এপিআই মূল্যবৃদ্ধির ফলে অ্যাপোলোর মত জনপ্রিয় রেডিট থার্ড পার্টি অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দেয়।

খোলা চিঠিতে সমঝোতার ভিত্তিতে সমাধানের কথা বলা হলেও রেডিট তাদের সিদ্ধান্তে অটল৷




ভুটানের বিপক্ষে নামার আগেই সুখবর পেলো বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমি ফাইনালে ওঠার আশা নিয়েই এই ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। তবে এই ম্যাচে মাঠে নামার আগেই ফিফার কাছ থেকে দারুণ এক সুখবর পেয়েছে বাংলাদেশ। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে জামাল তপুদের।

সদ্যি হালনাগাদ করা ফিফা র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে ১৯১ নম্বরে অবস্তান করছে লাল সবুজের জার্সিধারীরা। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপককে হারানোর পরই রেটিং পয়েন্ট বেড়ে র‍্যাংকিংয়ে উন্নতি হিয়েছে টাইগারদের। আজকের ম্যাচে ভুটানকে হারাতে পারলেও বাড়বে রেটিং পয়েন্ট, তবে তাতে র‍্যাংকিংয়ে অবশ্য আর উপরে ওঠা যাবে না।

নিজেদের শেষ ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ে ১৫৪ নম্বর দল মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর পরই ৭.৫৯ রেটিং পয়েন্ট বেড়ছে বাংলাদেশের। ৮৯১.৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ব্রুনাইকে টপকে র‍্যাংকিংয়ে ১৯১ তম স্থানে উঠে এসেছে জামাল-তপুরা।

আজ ভুটানের বিপক্ষে জিতলে ২.৫৬ রেটিং পয়েন্ট যোগ হবে তবে তাতে র‍্যাংকিংয়ে কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের।

আজ রাত ৮টায় নিজেদের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




সৌদি আরবের সাথে মিল রেখে হরিণাকুণ্ডুতে ঈদুল আযহার নামাজ আদায়

সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পৃথক তিনটি স্থানে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮জুন) সকাল আটটায় উপজেলার পৌর এলাকায় চটকাবাড়িয়া গ্রামের জামে মসজিদে, নিত্যানন্দপুর গ্রামের মসজিদে এবং ভালকী গ্রামের মসজিদে প্রায় একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

চটকাবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত ঈদের নামাজের ঈমাম, মাওলানা রেজাউল ইসলাম জানান, বৃষ্টির জন্য নামাজ দেরিতে পড়তে হয়েছে, তিনি আরও বলেন পবিত্র সৌদি আরবের সাথে আমাদের নামাজ আদায় করা উচিৎ, কারণ তাদের আমরা অনুসরণ করি এটা সবারই করা দরকার। চটকাবাড়িয়া মসজিদের এই জামাতে প্রায় শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

এছাড়া উপজেলার ভালকী ও নিত্যানন্দপুর গ্রামেও প্রায় শতাধিক মুসল্লীর অংশগ্রহণে ঈদুল আযহা’র নামজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজের পর উপজেলার প্রায় তিনশত পরিবার পশু কোরবানি করেছেন। উল্লেখ, বিগত বেশ কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছে।