সম্মেলনের ১৩ মাস পর মেহেরপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সম্মেলনের ১৩ মাস পর আগামী তিন বছরের (২০২২-২০২৫ সালের) জন্য মেহেরপুর জেলা আওয়ামী লীগের ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

গত শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির অনুমোদন সাপেক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে আগামী তিন বছরের জন্য মেহেরপুর জেলা আওয়ামী লীগের ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের একাধীক প্রভাবশালী নেতার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে অনুমোদিত কমিটি এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে জেলা কমিটির সাধারণ সম্পাদক বলেছেন, ইন্টারন্যাল কারণে কমিটি প্রকাশ করা যাচ্ছে না। সবাই যখন পাবেন তখন আপনারাও (সাংবাদিকরা) পাবেন।

এর আগে গত ২০২২ সালের ১৬ মে মেহেরপুর সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সভাপতি, এমএ খালেককে সাধারণ সম্পাদক, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জিয়া উদ্দীন বিশ্বাস, আব্দুল মান্নান ও অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. ইয়ারুল ইসলামকে সহসভাপতি ও অ্যাড. ইব্রাহীম শাহীনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি জয়নাল আবেদীনকে জাতীয় পরিষদ সদস্য ঘোষণা করা হয়।

দীর্ঘ ১৩ মাস অপেক্ষার পর মেহেরপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় উচ্ছ্বসিত ও আনন্দিত জেলার নেতাকর্মীরা।

কয়েকটি নির্ভরযোগ্য সূত্রে নতুন অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন সভাপতি পদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, সহ-সভাপতি পদ পেয়েছেন অ্যাড. মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জিয়া উদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম বিশ্বাস, শহিদুল ইসলাম শাহ, আবুল কাশেম মাষ্টার, জহুরুল ইসলাম।

যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, অ্যাড. একেএম শফিকুল আলম, রেজাউল ইসলাম মাষ্টার, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টচার্য, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. শহীদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের মুন্সি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. খোন্দকার আব্দুল মতিন, আশরাফুল ইসলাম স্বপন, যুব ও ক্রীড়া সম্পাদক শাশ্বত নিপ্পন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আরিফুল এনাম বকুল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এএসএম নাজমুল হক সাগর, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, দফতর সম্পাদক মকলেছুর রহমান, উপ-দফতর সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা হিরা, প্রচার সম্পাদক আকবর জালাল, উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসলাম শিহির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রব। এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে রয়েছে গাংনী আসনের এমপি মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান মহা: আব্দুস সালাম, প্রফেসর আব্দুল মান্নান (সাবেক এমপি), জয়নাল আবেদীন (সাবেক এমপি), ইকবাল হোসেন বুলবুল, খ ম ইমতিয়াজ হারুন জুয়েল, মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, মোখলেছুর রহমান মুকুল, মোমিনুল ইসলাম, আহম্মেদ আলী, গোলাম মোস্তফা, রুৎ শোভা মন্ডল, গোলাম মোস্তফা, লুৎফুন্নেছা লতা, সৈয়দা মোনালিসা হোসেন, লাভলী ইয়াসমীন, ইদ্রিস আলী মাস্টার, আবুল কাশেম বাবলু, শাহ জামান, কামরুল হাসান চান্দু, আব্দুর রাজ্জাক, গোলাম সাকলায়েন সেপু, সাজেদুল ইসলাম। তবে বাকিদের নাম এখনও জানা সম্ভব হয়নি।

ছিটকে গেলেন হেবিওয়েট নেতারা
জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকেও বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের কমিটি থেকে যেসব হেবিওয়েট নেতা ছিটকে গেলেন তাদের মধ্যে রয়েছেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-২ আসনের একাধিকবার নির্বাচিত সাবেক এমপি মকবুল হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আয়ূব হোসেন, আরেক সাংগাঠনিক সম্পাদক ও আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের দূর্যোগ ও ত্রান সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা আওয়ামী লীগের সদস্য ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস পচু।
এ ব্যাপারে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, যারা পদ পদবী থেকে ছিটকে গেছেন তাদের ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন নির্বাচনে তারা দলের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল তাদের মাফ করলেও আপাতত পদ পদবী থেকে বঞ্চিত করেছে। আমরা তাদের নামগুলো পাঠিয়েছিলাম। হয়তো বা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এসব বিদ্রোহী নেতা কর্মীর বিরুদ্ধে বলায় তাদের ব্যাপারে সংশোধনী এনে এই শাস্তির আওতায় রেখেছে।

নতুন মুখ যারা
মেহেরপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে নতুন মুখ হিসেবে যারা কমিটি স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক হিসেবে সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় প্রচার প্রকাশনা উপকমিটির সদস্য এমএ এস ইমন শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এএসএম নাজমুল হক সাগর, সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, সদস্য পদে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী পত্নি সৈয়দা মোনালিসা, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, মিজানুর রহমান হিরন, জালাল উদ্দীন, আব্দুর রাজ্জাক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের ভাই আবুল খায়ের। জানা গেছে, মেহেরপুর মেহেরপুর জেলা আওয়ামী লীগের যেসব নতুন মুখ যুক্ত হয়েছেন তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এসব নেতাকর্মী তাদের রাজনৈতিক দক্ষতায় আওয়ামী লীগের মুল দলে যায়গা করে নিয়েছেন। এসব নেতা কর্মী স্থান পাওয়ায় আগামীতে আওয়ামী লীগ মেহেরপুর জেলায় একটি শক্তিশালী সংগঠণ হিসেবে প্রতিষ্ঠা পাবে।

সভাপতির পরিবারের ৫জনসহ ১০ জনই আত্মীয়
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পরিবারের ৫ জনসহ নিকট আত্মীয় ১০ জন মেহেরপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পেয়েছেন।
তারা হলেন-সভাপতি ফরহাদ হোসেন এমপি, সভাপতির দুলাভাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহসভাপতি, তার বোন শামীম আরা হিরা মহিলা বিষয়ক সম্পাদক, সভাপতির স্ত্রী সৈয়দা মোনালিসা, ভাই ইকবাল হোসেন বুলবুল, চাচা বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, চাচাত ভাই মোমিনুল ইসলাম, চাচাত ভাই আকবর জালাল ও বিয়াই (বোনের ভাসুর) সিরাজুল ইসলাম ও মামা সম্পর্কের রেজাউল হক মাস্টার বিভিন্ন পদ পেয়েছেন। দলের একটি বিশ্বস্থ সূত্র এ দাবী করেছেন কয়েকজন নেতা।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সাথে যোগাযোগ করার জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, ১০ জন নিকট আত্মীয় জেলা আওয়ামী লীগের কমিটিতে নেই। প্রতিমন্ত্রীর যেসব আত্মীয় স্বজন এই কমিটিতে ঠাই পেয়েছেন, তারা সবাই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এক্ষেত্রে নতুন করে কাউকে কোনো পদ পদবীতে রাখা হয়নি। তারা তাদের নিজের যোগ্যতা বলেই বিভিন্ন পদ-পদবীতে ঠাই পেয়েছেন।




জীবননগরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

জীবননগরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে জীবননগর হাইস্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন , সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

উক্ত খেলায় অংশ গ্রহন করেন ফরিদপুর চাদেও হাট মহিলা ফুটলব একাডেমী বনাম চুয়াডাঙ্গা মাহাতাব উদ্দিন মহিলা ফুটবল একাডেমী।উক্ত খেলাটির সার্বিক পরিচালনা করেন জীবননগর খেলোয়ার কল্যাণ সমিতির জীবননগর উপজেলা শাখার সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু।




জীবননগরে ড্রেন নির্মান কাজের উদ্বোধন 

জীবননগর পৌর শহরের মেইন বাসষ্ট্রান্ডে ৮৩লাখ১৩হাজার ৮৫৯টাকা ব্যায়ে ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর পৌর শহরের বাসষ্ট্রান্ড মসজিদের সামনে ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।




জীবননগরে সানমুন পার্কের শুভ উদ্বোধন

জীবননগরে সানমুন পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাসষ্ট্রান্ডের পাশে এ পার্কের উদ্বোধন করা হয়।

সানমুন পার্কের সত্বাধীকার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সানমুন পার্কের শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, সাংবাদিক সালাউদ্দিন কাজল, মিঠুন মাহমুদ, মুকুল, এ আর ডাবলু, তুহিন ,সানমুন পার্কের সত্বাধীকার মোঃ জসিম উদ্দিন, মাহাবুব হোসেন প্রমুখ।




গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু আহত

গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম হোসেন (১১) নামের এক শিশু মারাত্বক আহত হয়েছে।

তামিম হোসেন সহড়াবাড়িয়া গ্রামের মাহফুজ রহমান ওরফে লালনের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

আহত তামিমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশংকামুক্ত।

তামিমের বাবা লালন জানান, ঘরের গ্রীলের সাথে যাওয়া বিদ্যুতের তার লিক থাকায় গ্রীল বিদ্যুৎ হয়ে ছিল। গ্রীলে হাত দেওয়ার সাথে সাথে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্্রর জরুরী বিভাগের চিকিৎসক শরীফুল ইসলাম বলেন, বর্তমানে শিশুটি আশংকামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।




মেহেরপুরে ভৈরব নদে ডুবে মাদরাসা ছাত্র নিহত

ভৈরব নদে গোসল করতে গিয়ে আবু সাঈদ (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

নিহত আবু সাঈদ মেহেরপুর শহরের বেড়পাড়ার সাইফুল ইসলামের ছেলে ও স্থানীয় দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার হেফজো বিভাগের ছাত্র। (৪ পারার হাফেজ)।

আজ মঙ্গলবার (২৭ জুন) বিকালে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদরাসা থেকে বাড়ি এসে সাঈদ গোসল করতে ভৈরব নদে যায়। তার পর আর ফিরে আসেনি। ১ ঘন্টা পার হয়ে গেলে বাড়ির লোকজন তাকে খুজতে গিয়ে ভাসতে দেখে। পরে মরদেহ উদ্ধার করেন।




কোটচাঁদপুরে মাইকিং করে বিদ্যুৎ বিল আদায়

মটর সাইকেলের হাতলে ঝোলানো বিদ্যুৎ বিল আদায়ের সরঞ্জাম। পিছনে হ্যান্ড মাইক নিয়ে বসা স্থানীয় এক সহযোগী। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুৎ বিল আদায় লক্ষ্যে মাইকিং করে চলেছেন তারা। এ দৃশ্য দেখা যায় কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামে। শতভাগ আদায়ের লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া বললেন সাব- জোন অফিসের এজিএমকম শরিফুল ইসলাম।

জানা যায়,কোটচাঁদপুর সাব- জোন অফিসের আওতায় ৩২ হাজার ৯ শ ৯৮ জন গ্রাহক রয়েছে। প্রতি মাসে অফিসটি বিক্রি করেন,১ কোটি ৫০ লাখ টাকার বিদ্যুৎ। জুন মাসে বকেয়া বিল ছিল ২ কোটি ৫০ লাখ টাকা। আর বকেয়া বিল তুলতে ও লক্ষ্য মাত্রা পূরন করতে এ পথে হাটছেন অফিসটি।

জুন মাস পড়লে লক্ষ্য মাত্রা বেধে দেয়া হয় বকেয়া বিল আদায়ের। এরপর চলে বকেয়া বিল আদায়ের পরিকল্পনা। সে অনুযায়ী এ কাজ করা।

কোটচাঁদপুর সাব জোন অফিসের লাইন টেকনিশিয়ান খাইরুল আলম বলেন,বিদ্যুৎ বিল আদায়ের জন্য মাইকিং করা হচ্ছে। এতে করে গ্রাহকরা সজাগ হয়ে যান। তারা বিল দিতে চলে আসেন। এ পথে বিল আদায়ের পরিমান ও ভাল হচ্ছে।

তিনি বলেন, সকালে এসে এ গ্রামের একজন হ্যান্ড মাইক হাতে দিয়ে সারা গ্রাম মাইকিং করা হয়েছে। বলা হয়েছে বিল নেয়ার স্থানের নাম। একটু পর থেকে বিল আদায় শুরু করা হবে। এদিকে বাড়িতে বসে বিল দিতে পারায় খুশি গ্রাহকরাও।

ইকড়া গ্রামের গ্রাহক জিয়াউল ইসলাম ও শাহিন আলম বলেন,ব্যাংকে বিল দিতে গেলে সময় অপচয়।এরপর বাড়তি খরচ হয়, লাইনে দাড়াতে হয়।

বাড়ি থেকে বিল দিতে পারায় এ ধরনের ঝামেলা নাই। আবার বাড়তি কোন খরচও হয় না। এমন ব্যবস্থা প্রতি মাসে হলে ভাল হত। তাহলে বিল বকেয়া পড়তো না। গ্রাহকরা সারা বছর ব্যবস্থা চালু করার দাবী ও করেন সংশ্লিষ্টদের নিকট।

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কোটচাঁদপুর সাব জোনাল অফিসের এজিএমকম শরিফুল ইসলাম বলেন,জুন মাস পড়লে একটা লক্ষ্য মাত্রা দেয়া হয়। আর সেটি পূরন করতে নেয়া হয় এ ব্যবস্থা। জুন মাস পড়ার উপজেলার সর্বত্র মাইকিং করা হয়।

এর যেদিন যে এলাকায় বিল আদায়ে যান,তারা সেদিন সেই এলাকায় হান্ড মাইকিং নিয়ে গিয়ে বলা হয় বিল দিয়ে যাওয়ার কথা।

এতে করে গ্রাহকরা সজাগ হন বিল দেয়ার ব্যাপারে। আর এভাবে বিল আদায়ে শতভাগ আদায় করাও সম্ভব হয়। অন্যদিকে গ্রাহকদের বিল দেয়ার বাড়তি চাপ থাকে না জুন মাসে। কারন অন্য সব মাসে সময় অপচয় করে ব্যাংকে যেতে হত,এ মাসে যাওয়া লাগে না।

তিনি বলেন, এ অফিসে যোগদানের পর থেকে আমি এ ব্যবস্থায় বিল আদায় করে থাকি জুন মাস পড়লে।এতে বিল শতভাগ আদায় ও হয়। বিল আদায়ে অন্য সব অফিসের তুলনায় আমি এগিয়ে রয়েছি।এ বছরও তাঁর ব্যতয় ঘটবে না বলে আশা করছি।




মেহেরপুরে ইয়াংবাংলা ফিউচার লিডার্স এর উদ্যোগে আনন্দ র‌্যালি

স্মার্ট মেহেরপুর গড়ার লক্ষে ইয়াংবাংলা ফিউচার লিডার্স এর উদ্যোগে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইয়াংবাংলা ফিউচার লিডার্স এর মেহেরপুর জেলা শাখার সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী পত্নি সৈয়দা মোনালিসা ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ইয়াংবাংলা ফিউচার লিডার্স এর সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, অন্যতম সদস্য এসএম কুতুব উদ্দীন, সুমন আযম প্রমুখ।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী মহিলা লীগ, মহিলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




বরিশালে নিয়োগ দেবে মেরি স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরি স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে প্যারামেডিক পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন।

পদের নাম

প্যারামেডিক – নারী।

যোগ্যতা

প্রার্থীকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা ২৪ মাস মেয়াদী প্যারামেডিক কোর্সে উত্তীর্ণ হতে হবে। নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসেবা প্রকল্পে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে এমআর এবং পিএসি প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে। প্রজনন স্বাস্থ্যসেবা, সংক্রমণ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনায় প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। ক্লায়েন্টদের প্রতি যত্নবান এবং দলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল

বরিশাল।

বেতন-ভাতা

১৮,০০০ টাকা + অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন।

আবেদনের শেষ তারিখ

৫ জুলাই, ২০২৩

সূত্র : বিডিজবস




ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফান্ পার্কের শুভ উদ্বোধন অনুষ্ঠান

দামুড়হুদা সদরের পুড়াপাড়ায় ফ্যান্টাসি চুয়াডাঙ্গা নামের একটি ফুড এন্ড ফান্ পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের রাজা ব্রিকস এর সামনে শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, ফ্যান্টাসি চুয়াডাঙ্গার স্বত্বাধিকারী মোঃ রইচ উদ্দিন মোল্লা, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি মামুনুর রশিদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় ফুড এন্ড ফান্ পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু সহ আমন্ত্রিত অতিথিরা। পরিদর্শন শেষে আলী মুনছুর বাবু বলেন, বহুতল ভবনের ফাঁকে হারিয়ে যাচ্ছে শহরের মাঠ-ঘাট। শিশুদের মানসিক ও শারিরীক বিকাশের জন্য প্রয়োজনীয় বিনোদন স্থলগুলো হারিয়ে যাচ্ছে। বর্তমান ইট পাথরের দুনিয়ায় বিনোদনের জায়গা একেবারেই সংকীর্ণ হয়ে উঠেছে। এখানে চমৎকার পরিবেশে অসাধারণভাবে গড়েতোলা হয়েছে প্রতিষ্ঠানটি।

এসময় ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফান্ পার্কের স্বত্বাধিকারী মোঃ রইচ উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটি দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের পাশে স্থাপন করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ধূমপান মুক্ত থাকবে, আশা করি কোন প্রকার উশৃঙ্খলতা ও কুরুচিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে না। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে এখানে এসে একটু বিনোদন ও খাওয়া দাওয়া করতে পারে। আগামী ঈদুল আযহা উপলক্ষে সকল শ্রেণি পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নতুন নতুন মেনু সাজানো হবে।সুসজ্জিত পরিবেশে বৈচিত্র্যময় খাবারের সম্ভার পাবেন নতুন এ রেস্টুরেন্টটিতে। আমরা এখানে মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করবো। আমাদের এখানে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এসময় ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফান্ পার্কের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি ও দর্শনার্থীদের আপ্যায়ন করা হয়।