মেহেরপুরে কোরবানির ঈদ বাজারে দেশীয় অস্ত্রের দামবৃদ্ধি

ঈদুল আজহা আমাদের দোরগোড়ায়। ঈদকে ঘিরে বেশ ভীড় জমছে দেশীয় অস্ত্র বিক্রির দোকানগুলোতে। কোরবানির পশু জবাই এবং মাংস কাটার জন্য ব্যবহৃত হবে চাপাতি, হাঁসুয়া, চাকু, বটি, ছুরি, ছোট’দা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। ক্রেতাদের ভীড়ের মধ্যে দেশীয় অস্ত্রগুলোর দামও দ্বিগুন বৃদ্ধি পেয়েছে।

গ্রামের কামারশালায় এখন আর তেমন একটা ভীড় নেই। বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে লোহার তৈরি দেশীয় অস্ত্র। স্বল্প সময়ে ঝামেলা ছাড়াই এসব দেশীয় অস্ত্র ক্রয় করছেন ক্রেতারা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য ছোট’দা, চাপাতি, হাঁসুয়া, চাকু, বটি, ছুরি প্রস্তুত করে বাজারে বিক্রি করতে এসেছেন অসংখ্য ব্যবসায়ী।

এসব লোহার তৈরি দেশীয় অস্ত্র সামগ্রী স্বাভাবিক বাজারের চেয়ে ঈদ বাজারে দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুন। ছোট’দা এখন বিক্রি হচ্ছে ৪৫০ টাকা মূল্য যা স্বাভাবিক বাজারে ৩২০ টাকা মূল্য বিক্রি হয়। চাপাতি বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা মূল্য যা স্বাভাবিক বাজারে বিক্রি হয় ১৮০-২৫০ টাকা মূল্য। ছুরি বিক্রি হচ্ছে ১৫০-২৫০ টাকা পর্যন্ত যা স্বাভাবিক বাজারে বিক্রি হয় ৭০-১২০ টাকা মূল্যেতে।

কামারশাল থেকে প্রস্তুত করে লোহার তৈরি দেশীয় অস্ত্রগুলো ব্যবসায়ীরা বিভিন্ন বাজারে বিক্রি করছেন। তবে তারা বলছেন লোহার দাম বৃদ্ধি পেয়েছে তাই এসমস্ত দেশীয় অস্ত্র সামগ্রীর দাম বাড়ানো হয়েছে।

গত (২৬জুন) সোমবার জেলার সর্ববৃহৎ বাণিজ্যখ্যাত বাজার বামন্দীতে সাপ্তাহিক হাটের দিন দেখা মিলে প্রায় ১০-১২ জন ব্যবসায়ীর। যারা লোহা ক্রয় করে কামারশালা থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে বাজারে বিক্রি করে সংসারে জীবিকা নির্বাহ করেন।

লোহার তৈরি দেশীয় অস্ত্র কামারশালা থেকে প্রস্তুত করে বিভিন্ন বাজারে বিক্রি করেন মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের আব্দুল গফুর। তিনি বলেন, ঈদকে সামনে রেখে বর্তমানে এসমস্ত দেশীয় অস্ত্র সামগ্রী স্বাভাবিক বাজারের চেয়ে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। স্বাভাবিক বাজারের চেয়ে এখন চাহিদা বেশি তাই দাম বাড়ানো হয়েছে।

ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, এসমস্ত দেশীয় অস্ত্র সামগ্রী তৈরি করতে লোহার পাশাপাশি কামারশালয় কয়লার দরকার হয়। এখন লোহার দাম বেড়েছে; তাছাড়া এখন কয়লার দাম বেশি সেজন্য স্বাভাবিক ভাবে দাম বেড়েছে তবে ঈদের জন্য সামান্য কিছু বাড়তি দাম ধরা হচ্ছে।

আরেকজন ব্যবসায়ী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মাসুদুর রহমান বলেন, অন্য হাটের চেয়ে ঈদের সিজনের হাট বলে মালামাল বেশি বিক্রি হচ্ছে, বামন্দী বাজারে বেচাকেনা বেশি হয় বলে আমি দূর থেকে প্রতি সপ্তাহে বামন্দী হাটে আসি। এখানে সিজন-অফসিজন সবসময়ই কমবেশি হয়।

কোরবানির পশু জবাইয়ের জন্য ছুড়ি কিনতে আসা ওয়াসিউল ইসলাম বলেন, দাম বেশি হলেও প্রয়োজনের তাগিদে কিনতে হবে। তাছাড়া কামারশাল থেকে তৈরি করতে বাড়তি ঝামেলা পোহাতে হবে। সেজন্য এখান থেকে কিনলাম।




‘ব্লাইন্ড’ নিয়ে ফিরছেন সোনম কাপুর

মা হওয়ার পর প্রথম পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আগামী মাসেই ওটিটিতে মুক্তি পেতে চলেছে সোনম অভিনীত সিনেমা ‘ব্লাইন্ড’। সম্প্রতি পরিচালক সোম মাখিজা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনম কাপুরের কয়েকটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘অন্ধদের জগতের এক ঝলক’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোম মাখিজার পরিচালনায় সোনম অভিনীত ‘ব্লাইন্ড’ সিনেমাটি জিও সিনেমায় আগামী ৭ জুলাই মুক্তি পাবে। মাখিজা পরিচালিত এই সিনেমাতে সোনম ছাড়াও আরও দেখা যাবে পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে এবং শুভম সরফকে।

জানা যায়, ‘ব্লাইন্ড’ মূলত ক্রাইম থ্রিলার। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। একটি অ্যাকসিডেন্টে চোখের দৃষ্টি হারান সোনম। আর দৃষ্টিহীন অবস্থাতেই কীভাবে তিনি একজন সিরিয়াল কিলারকে ধরবেন সেই গল্পই দেখা যাবে পর্দায়।

সোনম কাপুরকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ সিনেমায়। এর পর ২০২০ সালে ‘একে বনাম একে’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সূত্র: ইত্তেফাক




গুগল এডসেন্স এর বিকল্প সেরা ৫ এড নেটওয়ার্ক

বর্তমানে কম বেশি আমাদের সকলের মধ্য একটি ইচ্ছা থাকে যে অনলাইন থেকে ইনকাম করবো। আপনি এই ইচ্ছার থেকেই হয়তো নিজের একটি ইউটিউট চ্যানেল খুলে ফেলছেন বা আপনি একটি ইনকাম করার উদ্দেশ্য নিয়ে ব্লগ সাইট খুলতে চাচ্ছেন কিংবা আপনার আগেরি একটি ব্লগ সাইট বা ইউটিউব সাইট আছে। কিন্তু অনেক অনেক দুঃখ হলেও সত্যি যে আপনি সেই অনলাইন ওয়েবসাইট বা ইউটিউব কোনটি থেকেই ইনকাম করতে পারছেন না। অনেক কষ্ট করে সফলতা না পাওয়ার পর আপনি হয়তো এখন হতাশ। সফলতা না পাওয়ার অন্যতম একটি কারণ হলো Adsense এর কড়া নিয়ম বা কঠোর প্রাইভেসি পলিসি।

আমরা নতুন যারা আছি তারা হয়তো এই অ্যাডসেন্স এর পলিসি ফিলাপ করতে পারে না ফলে অ্যাডসেন্স ও আমাদের কপালে জোটে না। আর অ্যাডসেন্স না থাকলে অনলাইন থেকে ইনকাম করার স্বপ্ন টাও আর পূরণ হয় না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তো বন্ধুরা আজ আমি আপনাদের সেই স্বপ্ন পূরণ করতেই সাহায্য করবো। হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের অ্যাডসেন্স এর বিকল্প সেরা ৫ টি সাইট নিয়ে আলোচনা করবো। যেগুলো দিয়ে আপনি অ্যাডসেন্স না থাকলেও অ্যাডসেন্স এর থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

মিডিয়া ডট নেট

আমরা যদি অ্যাডসেন্স এর সেরা কোন বিকল্প খুঁজি তাহলে মিডিয়া ডট নেট কে গুগল অ্যাডসেন্স এর পরেই স্থান দেওয়া হবে। কারণ এই এডনেটওয়ার্ক ওয়েবসাইটে প্রায় ২০,০০০ এর ও বেশি কোম্পানি তাদের শেয়ারে নিজের প্রচার কাজ চালিয়ে যান। এই মিডিয়া ডট নেট ওয়েবসাইটটির মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স এর থেকেও অনেক বেশি পরিমাণ ইনকাম করতে পারেবেন। যদি আপনাদের ওয়েবসাইটে কাঙ্ক্ষিত টার্গেট অডিয়েন্স বা ভিউস থাকে। এই ওয়েবসাইটটির আরো একটি ভালো দিক হলো আপনি মনিটাইজ এর জন্য এপ্লাই করার পর আপনাকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্য রিপ্লাই করে জানাবে আপনার ওয়েবসাইটটি তাদের এডনেটওয়ার্ক এর এড পাবলিশ করার জন্য উপযুক্ত কিনা।

ওয়াইলিক্স মিডিয়া

আমরা যদি দ্বিতীয় স্থানে অ্যাডসেন্স এর সেরা কোন বিকল্প খুঁজি তাহলে ওয়াইলিক্স মিডিয়া দ্বিতীয় স্থানে আসতে বাধ্য। এটি গুগলের বিকল্প হিসাবে সেরা একটি এডস নেটওয়ার্ক ওয়েবসাইট। কারণ এর এডস সমূহ এতোটাই আকর্ষণীয় যে একজন ভিজিটর কে মুগ্ধ করে ফেলবে এডস ক্লিক করতে। আর বরাবর এর মতোই এডস এ যতো ক্লিক বেশি হবে আপনার ইনকাম ও ততো বেশি হবে। তাই ইনকাম বেশির দিক থেকে তুলনা করলে ওয়াইলিক্স মিডিয়া অ্যাডসেন্স এর সেরা বিকল্প হিসাবে কাজ করবে। ওয়াইলিক্স মিডিয়াতে মনিটাইজ পাওয়ার শর্ত সমূহ হলো—

এখানে কোন শর্ত পূরণ করতে হয় না। একাউন্ট করার সাথে সাথে আপনার অ্যাডসেন্স একাউন্ট টি সক্রিয় হয়ে যাবে।

সব দেশের ভিজিটর নিয়ে এপ্লাই করতে পারবেন। কান্ট্রি ভিজিটর এর কোন বাধা নেই। শুধুমাত্র বাংলাদেশের ভিজিটর নিয়েও একাউন্ট সক্রিয় করতে পারবেন।

তাবোলা ডট কম

আমরা যদি অ্যাডসেন্স এর সেরা কোন বিকল্প খুঁজি তাহলে তাবোলা ডট কমে আমাদের অজান্তেই এই লিস্টের তৃতীয় নাম্বারে চলে আসবে। তাবোলা ডট কম এর অ্যাডসেন্স সিস্টেম একদম ইউজার ফ্রেন্ডলি। তাই এখানে ইউজার বিরক্তের কোন প্রশ্নেই থাকবে না। ফলে আপনার ওয়েবসাইট এর ভিজিটর সংখ্যা দিন দিন বেড়ে যাবে। আর আপনার ইনকাম ও দিন দিন মাউন্ড এভারেস্ট এর মাথায় পৌঁছে যাবে। এই ওয়েবসাইটে আপনি যেকোনো ভাষায় কন্টেন্ট লিখেও মনিটাই এপ্রুভাল পেয়ে যাবেন। তবে তাবোলা ডট কম ছোট্ট খাটো কোনো ওয়েবসাইট এ তাদের মনিটাইজ এপ্রুভ দেয় না। আপনার ওয়েবসাইটে যদি মাসে সর্বনিম্ন ৫০০, ০০০ ভিজিটর থাকে তাহলে আপনি তাবোলা ডট কম মনিটাইজ পাবেন এ ব্যতীত পাবেন না। কারণ ভিজিটর কম ওয়েবসাইট গুলোতে তাবোলা তাদের এডস নেটওয়ার্ক এপ্রুভ করে না।

চিটিকা

আপনি যদি একজন ব্লগার ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে সেটি থেকে নিশ্চয়ই ইনকাম এর কথা ভাবছেন। কিন্তু গুগল অ্যাডসেন্স এর পলিসির কারণে আপনার স্বপ্ন টা পূরণ হচ্ছে না। তাদের জন্য এই চিটিকা এডস নেটওয়ার্ক ওয়েবসাইটটি কিন্তু সেরাদের একটি হতে চলছে। কারণ এখানে আপনাকে কোন টার্গেট ফিলাপ করতে হবে না। শুধুমাত্র একটি একাউন্ট খুলে নিলেই আপনি এডস পাবলিক এর অপশন পেয়ে যাবেন। আর এদের এডস গুলোও অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। এটি কিন্তু বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে সারাবছর প্রায় ৩৫০০.০০০ এডস পাবলিশার্স তাদের প্রডাক্ট প্রমোশন করে থাকেন। সবকিছু উপর ভিত্তি করে বলতেই হয় অ্যাডসেন্স এর বিকল্প

হিসাবে চিটিকা আপনার জন্য সেরা একটি ওয়েবসাইট হতে পারে।

মেগিড

আপনি যদি ব্লগার থেকে সফল হিসাবে ভালো ইনকাম করতে চান তাহলে আপনার জন্য মেগিড একটি সেরা চয়েস হতে চলেছে। কারণ এখানে ইনকামের হাই CPM এবং হাই CTR দেওয়া হয়। যার কারণে ইনকাম এর পরিমাণ সাধারণ এর চেয়ে অনেক বেশি হয়। তবে মেগিড সাধারণত অন্য সব এডস নেটওয়ার্ক এর থেকে একদম আলাদা। কেনো আলাদা সেটা এবার শুনুন। আপনার ওয়েবসাইটটি যদি ছোট খাট একটি ওয়েবসাইট হয় তাহলে কিন্তু মেগিড এ আপনার ওয়েবসাইটটি এডস পাবলিশ এর জন্য কখনো এপ্রুভাল পাবেন না। মেগিড এ আপনার ওয়েবসাইট টি এপ্রুভাল পেতে হলে মাসে সর্বনিম্ন ৩০০০০ হাজার থেকে ৯০০০০ হাজার ইউনিক ভিজিটর থাকতে হবে। তবেই এপ্লাই করার ২৪ ঘণ্টার মধ্য এপ্রুভ পেয়ে যাবেন। নয়তো আপনার ওয়েবসাইটটিকে এডস পাবলিশ করার জন্য অনুমোদন দেওয়া হবে না। মেগিড এর সেরা ফিচার হলো তাদের এডস সিস্টেম এমন করা থাকে যা আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট এর একদম মিশে যায়। ফলে আপনার কন্টেন্ট কোনটা আর এডস কোনটা সেটা সহজে বুজা যায় না। যার কারণে ইউজারের ক্লিক অনেক বেশি হয়। ফলে আপনার ইনকাম এর সংখ্যাও অনেক গুনে বেরে যায়।




ঝিনাইদহে লেডিস ক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিনাইদহে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে লেডিস ক্লাবের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সাদিয়া জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্নী শারমিন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার পত্নী জিনিয়া রহমান, সামন্তী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।

সেসময় শহরের বিভিন্ন এলাকার ২০০ অসহায় দুস্থ নারী ও পুরুষদের মাঝে সেমাই, চিনি, গুড়োদুধ, তেল, পোলাও চালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।




সঠিক সিরামে ত্বকের যত্ন

বয়স ৩০ পার হলেই ত্বকের লাবণ্য কমতে শুরু করে। ত্বকে নানা পরিবর্তন আসতে শুরু করে। এক্ষেত্রে সিরাম ব্যবহার করাই শ্রেয়। কিন্তু ত্বকের জন্য কেমন সিরাম ব্যবহার করবেন? সে বিষয়ে রইলো কিছু পরামর্শ:

শুষ্ক ত্বকের জন্য
ত্বক যদি হয় শুষ্ক তাহলে ভিটামিন ই সিরাম ব্যবহার করুন। গ্লাইকোলিক অ্যাসিড ও হাইড্রোলিক অ্যাসিডও থাকতে হবে। এগুলো ত্বককে ময়েশ্চারাইজ করবে।

তৈলাক্ত ত্বকের জন্য
ত্বক তৈলাক্ত হলে অনেক ভেবেচিন্তে সিরাম বাছাই করতে হয়৷ ত্বকে অনেক বেশি সিরাম তৈলাক্ততা আরও বাড়াতে পারে। সেক্ষেত্রে জেল বেজড সিরাম নেয়াই ভালো।

সাধারণ ও মিশ্র ত্বকের জন্য
এই ধরনের ত্বকের জন্য ভিটামিন সি ও রেটিনল সমৃদ্ধ সিরাম নেওয়া জরুরি।

ব্রণর সমস্যা বাড়তি হলে
স্যালিসিলিক অ্যাসিড ও জিঙ্কসমৃদ্ধ সিরাম ব্রণের সমস্যা বাড়তে দিবে না।

সজীব ত্বকের জন্য
ত্বকের সজীবতা ফিরে পেতে অ্যান্টি-অক্সিডেন্ট ও গ্রিন টি এর নির্যাসসমৃদ্ধ সিরাম ব্যবহার করুন।

সূত্র: ইত্তেফাক




টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু ৭ অক্টোবর, ৬ ভেন্যুতে ৯ ম্যাচ

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেলো ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেব বিশ্বকাপের। বাংলাদেশ নিজেদেরে প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা শুরুর দিনে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আজ মঙ্গলবার (২৭ জুন) ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসি। আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ৪৬ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ নভেম্বর।

উদ্বোধনের একদিন পর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগার বাহিনী। ১০ অক্টোবর একই মাঠে টাইগারদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বাংলাদেশ নিজেদের নয়টি ম্যাচ খেলবে সর্বমোট ৬ টি ভেন্যুতে। ১৪ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১৯ অক্টোবর পুনেতে তামিম ইকবালের দল মাঠে নামবে স্বাগতিক ভারতের বিপক্ষে।

২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর কোয়ালিফায়ারের এক নম্বর দলের বিপক্ষে কলকাতায় বাংলাদেশ লড়বে ২৮ অক্টোবর।

৩১ অক্টোবর কলকাতাতেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ মুখোমুখি হবে দুই নম্বর কোয়ালিফায়ার দলের বিপক্ষে। ১২ নভেম্বর পুনেতে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তামিম-সাকিবরা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর জেলা ম্যাজিস্ট্রেটের গণবিজ্ঞপ্তি জারি

মেহেরপুৃরে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা ম্যাজিস্ট্রেট গণবিজ্ঞপ্তি জারি করেছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল বুধবার (২৮ জুন) থেকে শুক্রবার (৩০ জুন) পযন্ত মেহেরপুর জেলায় রাস্তার মোড়ে মোড়ে, রাস্তা বা উন্মুক্ত ট্রাকে বা ভ্যানে সাউন্ড বক্স, লাউড স্পিকার দ্বারা উচ্চস্বরে গান বাজানো, অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা নৃত্য প্রদর্শন, জনমানুষের জন্য বিরক্তি উদ্রেগকারী আচরণ, পটকাবাজী, পটকা ক্রয়-বিক্রয়, উচ্চ গতিতে হর্ণ বাজিয়ে মোটর বাইক চলাচল ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে লিখিত ভাবে বলা হয়েছে।




মেহেরপুরে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

মেহেরপুরে কাঁচা বাজারে গত কয়েকদিন ধরে বেড়েছে কাঁচা মরিচের দাম। গতকাল সোমবার মেহেরপুর বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ।

মেহেরপুর বড় বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে খুচরা ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে। যা গত এক সপ্তাহ আগে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি ছিল। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ দাম ছাড়িয়েছে দ্বিগুণ।

বড় বাজার এলাকার খুচরা বিক্রেতাদের দাবি, বৃষ্টির অভাবে কাঁচা মরিচের গাছ মরে যাচ্ছে। কৃষকদের মরিচের গাছ মরে যাওয়ায় ফলন কমে গেছে। বাজারে মরিচ আমদানি কমে গেছে।

গাংনী বাজারের খুচরা বিক্রেতা খলিলুর রহমান জানান, বিভিন্ন পণ্যের দাম কিছুটা বেশি থাকায় ক্রেতাদের সঙ্গে প্রতিদিনই কথা কাটাকাটি হয়। এরমধ্যে হঠাৎ কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হওয়ায় ক্রেতাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়।

গাংনী বাজারের কাঁচামাল ব্যবসায়ী জিয়ারুল ইসলাম বলেন, কৃষকরা গত কয়েকদিন ধরে আগের মতো কাঁচা মরিচ সরবরাহ করতে পারছে না। আমদানি কমে যাওয়ায় দামও বেড়ে গেছে।

এনজিও চাকরিজীবী নাইম হোসেন কাঁচাবাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এমনিতেই নাভিশ্বাস ক্রেতাদের। এর মধ্যে প্রতিদিন খাদ্য তালিকায় প্রয়োজন এমন পণ্য কাঁচা মরিচের দাম বৃদ্ধি চিন্তার বিষয়। নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে না বলেই এমনটা হচ্ছে।’

এদিকে, নিয়মিত বাজার মনিটরিং না থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে যায় বলে অভিযোগ ক্রেতাদের।

মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, রেগুলার বাজার মনিটারিং হচ্ছে। নিরাপদ খাদ্য অধিদপ্তর ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরেও আরও জোরালোভাবে বাজার মনিটারিং করার ব্যবস্থা নেওয়া হবে।




আলমডাঙ্গায় সাবেক স্ত্রীকে দেখতে এসে গণধোলায়ের শিকার যুবক

বিচ্ছেদের প্রায় ১ বছর পর সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে গণধোলাই শিকার হয়েছে এক যুবক। আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে তাকে পুলিশে দেয় স্থানীয়রা।

গণধোলাই শিকার যুবক আনারুল ইসলাম (৩৮)চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কয়া ইউনিয়নের দত্তনগর গ্রামের খলিল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১০ বছর আগে দত্তনগর গ্রামের আনারুলের সাথে কুষ্টিয়া জেলার মীরপুর থানার খেজুরতলা ভেদামারী গ্রামের মৃত সাইদুল ইসলামের মেয়ে পিঞ্জিরার বিয়ে হয়।

তাদের সুখের দাম্পত্যজীবন ১০ বছর অতিক্রম করে। বৈবাহিক জিবনে বাচ্চা না হওয়ায় দুজনের সম্পর্কে ফাটল ধরে। গত ১ বছর পূর্বে দুজনের বিচ্ছেদও হয়। গত ৭ মাস পূর্বে পিঞ্জিরা খাতুনের সাথে আলমডাঙ্গার গোপালনগর গ্রামের আলিমের সাথে বিবাহ হয়। ইতোমধ্যে গত ২ মাস পূর্বে পিঞ্জিরা পূর্বের স্বামী আনারুলও দামুড়হুদা থানা এলাকায় বিয়ে করে। তবে, আনারুলের সাবেক স্ত্রী পিঞ্জিরা অন্তঃসত্ত্বা হবার খবর শুনে ছুটে আসে গোপালনগরে।

সাবেক স্ত্রীর সাথে যোগাযোগ না পেয়ে প্রায় গত ৪/৫ দিন দিন-রাতে ঘোরাঘুরি করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় পিঞ্জিরার বর্তমান স্বামীর নেতৃত্বে স্থানীয় যুবকেরা তাকে গণধোলাই দেয়। পরবর্তীতে গোপালনগর গ্রামের ঈদগাহ’র ঘরে আটকে রাখে।

খবর দিলে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক এসআই ইউসুফ আলি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই যুবককে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।

এ বিষয় গোপালনগর গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, সকাল ১১ টার দিকে অচেনা মানুষ আলিমের বাড়িতে উঁকিঝুঁকি দিতে থাকে। এলাকাবাসী সন্দেহ হয়। তাকে জিজ্ঞাবাদে সে দৌঁড়ে পালানোর চেষ্ঠা করে। স্থানীয়রা তাকে ধরে গণধোলাই শেষে পুলিশে তুলে দিয়েছে।

পিঞ্জিরার বর্তমান স্বামী আলিম জানান, এনজিও কর্মী পরিচয়ে সে এলাকায় ঘোরাঘুরি করে। গতকাল সোমবার সকালে সে আমার বাড়িতে উঁকিঝুঁকি মারে। এলাকার লোকজন তাকে আটকে মারপিট করে।

মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক এসআই ইউসুব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।




ঈদুল আযহা উপলক্ষ্যে আলমডাঙ্গায় প্রস্তুতি সভা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে আলমডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহীল কাফি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সহকারি সার্জন ডা. শারমিন আক্তার, থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আশাদুল হক মিকা।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, মডেল কেয়ার টেকার কাজী মাওলানা ওমর ফারুক, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, ইউনুচ আলী মন্ডল, এম সনজু প্রমুখ।

আসন্ন ঈদ উপলক্ষে পৌরসভাসহ পুরো উপজেলায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং নিরাপদে ঈদের নামাজ আদায়ের ব্যাপারে আলাপ-আলোচনা হয়।