আলমডাঙ্গার আলিহাট নগরে বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহায়তা

আলমডাঙ্গা উপজেলার আলিহাট নগরে বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ সহযোগিতা প্রদান করা হয়।

জানাগেছে, উপজেলা খাদেমপুর ইউনিয়নের আলিহাট নগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল গাফ্ফার। গত ১৪ জুন বুধবার বিকেলে রংপুর মাঠে পাঠ খেতে কাজ করছিলো। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবারকে নগত অর্থায়নের চেক প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সহকারি সার্জন ডা. শারমিন আক্তার, থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) একরামুল হোসেন প্রমূখ।




চুয়াডাঙ্গায় মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সন্মননা প্রদান 

চুয়াডাঙ্গায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সন্মননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ জুন) দুপুর ১টায় ওয়েভ ফাউন্ডেশনের কোষাঘাটা মিশ্রখামার মিলনায়তনে ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাসলিমা খাতুন, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী, পিকেএসএফের উপ-ব্যবস্হাপক ডা. সুলাইমান হোসেন ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা বলেন, পরিকল্পিত উপায়ে যেকোন কাজেই সফলতা আসে। সে কারনে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতে উন্নতী করতে হলে সংশ্লিষ্ট দপ্তরে কর্মরতদের সহায়তা নিতে হবে। সহায়তা নিয়ে এগুলে উদ্যোক্তাদের প্রতিষ্ঠান গুলো বড় পরিসর লাভ করবে। যা দেশ ও মানুষের কাজে আসবে।

অনুষ্ঠানে কৃষি মৎস্য ও প্রাণীসম্পদ খাতে সফলতার জন্য ৬ জন উদ্যোক্তাকে ক্রেস্ট ও নগদ টাকা দিয়ে সন্মাননা জানানো হয়।




বৃষ্টিতে ভোগান্তি কোরবানির পশু বেচাকেনায়

মেহেরপুরের গাংনী উপজেলার সর্ববৃহৎ বামন্দী নিশিপুর পশুহাটে শেষ মুহুর্তে কোরবানির পশু বিক্রি করে বেপারীদের মতোই ক্রেতারাও স্বস্তি পেতে চেয়েছিল। কিন্তু দফায় দফায় বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে কোরবানি পশু বেচাকেনার জন্য আসা ক্রেতা ও বিক্রেতাদের। তবে তূলনামূলক কম দামে কোরবানির পশু কিনতে পেরে ভোগান্তির মধ্যেই খানিকটা খুশী ছিলো ক্রেতারা।

বামন্দী নিশিপুর পশুহাটের ইজারাদারের তথ্য অনুযায়ী (২৬শে জুন) সোমবার ছিলো ঈদের পূর্বে কোরবানির পশু বেচাকেনার শেষ হাট। বামন্দীতে প্রতি শুক্রবার ও সোমবার সাপ্তাহিক পশুহাট বসে। স্বাভাবিক বেচাকেনার সাথে প্রতি ঈদের সময় ব্যাপকভাবে পশু বেচাকেনা যোগ হয়। সোমবার সকল থেকে বিকেল পর্যন্ত দেড় হাজার গরু ও দুই হাজার ছাগল ক্রয়বিক্রয় হয়েছে বলে জানান ওই হাটের ইজারাদার আমিরুল ইসলাম শেখ।

কোরবানির পশু গরু বিক্রি করতে আসা শোলমারি গ্রামের হাবিবুর রহমান বলেন, আমি পারিবারিক ভাবে একটি গরু পালন করেছিলাম। গরুটির দাম ধরেছিলাম দেড় লাখ টাকা কিন্তু বৃষ্টি আর বেপারী স্বল্পতায় গরুটি বিক্রি করতে হয়েছে এক লাখের কিছু বেশি টাকাতে। আজকে ঈদের আগে শেষ হাট তাই কিছুটা কমদামে গরুটি বিক্রি করতে হয়েছে। লোকসান না হলেও আশানুরূপ লাভ হয়নি।

তেতুলবাড়িয়া গ্রামের গরুর বেপারী আবুল সরদার বলেন, ঈদের আগে দুটি হাটেই আমাদের ভালো লাভ হয়নি। কিছুই করার নেই বৃষ্টির জন্য অল্প দামে ছেড়ে দিতে হয়েছে।

আরেকজন গরু বিক্রেতা সহড়াতলা গ্রামের আব্দুল আওয়াল বলেন, আজকে বিক্রেতা কম থাকায় গরুর দাম অনেকটা কমে গেছে। তারপর আবার দফায় দফায় বৃষ্টিতে হাটে মানুষ দাড়াতে পারেনি। তবে খুব একটা বেশি লাভ হয়নি বেপারীদের।

কোরবানির পশু গরু কিনতে আসা তেরাইল গ্রামের কাফিরুল ইসলাম বলেন, বৃষ্টির ভোগান্তি থাকলেও কম দামেই গরু কিনতে পেরেছি। এলাকার বাইরের গরু কেন পার্টি আজ খুব কম ছিলো তাই এই সুবিধা পেয়েছি আমরা।

কোরবানির পশু কিনতে আসা আরেকজন মেহেরপুর সদর উপজেলার মোনাখালি গ্রামের আইয়ুব আলী বলেন, কোরবানি দেওয়ার জন্য একটা ছাগল আর একটা গরু কিনলাম; গরু কম দামেই কিনতে পেরেছি কিন্তু ছাগলের বাজার চড়া থাকাই কম দামে কিনতে পারিনি। আর বৃষ্টিতে কাঁদা-গোবর লেগে পোশাকের অবস্থা খারাপ হয়ে গেছে।




মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

পোড়া তেল ব্যবহার, পূর্বের বাসি খাবার ফ্রিজে রেখে পুনরায় রান্না করে খাওয়ানোসহ বিভিন্ন অভিযোগে রেস্টুরেন্টে ও অননুমোদিত ও নিম্নমানের কসমেটিকস বিক্রির অভিযোগ দুটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (২৬শে জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক জেলা শহরের মহিলা কলেজ রোড ও বড়বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, শহরের মহিলা কলেজ রোডে মেসার্স সেভেন সেন্স রেস্টুরেন্টে পোড়া তেল ব্যবহার, পূর্বের বাসি খাবার ফ্রিজে রেখে পুনরায় রান্না করে খাওয়ানো, মেয়াদ বিহীন বার্গার ও স্যান্ডউইচ এর ব্রেড ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই রেস্টুরেন্টের বাসি খাবার ও পোড়া তেল জব্দ করে নষ্ট করা হয়।

এছাড়া মেসার্স পিংক লেডি কসমেটিকসকে অননুমোদিত ও নিম্নমানের কসমেটিকস বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয় ও অন্যান্য অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সবাইকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এসময় তাকে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: জিবরাইল হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম। মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।




অষ্টম শ্রেণি পাসে মুন্সীগঞ্জে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে ফর্কলিফট অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

ফর্কলিফট অপারেটর – এসিএসএল ।

যোগ্যতা

প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স ২৫ থেকে ৩৫ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

মুন্সীগঞ্জ (গজারিয়া)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

৫ জুলাই,২০২৩।

সূত্র : বিডিজবস




গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন তহিদুল ইসলাম (৪৫) নামের এক গরু ব্যবসায়ী।

আজ সোমবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার মিরপুর থেকে বামন্দী পশু হাটে আসার সময় এ ঘটনা ঘটে। তহিদুল ইসলাম মিরপুর বাস স্ট্যান্ড এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তহিদুলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, তহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে বামুন্দী পশু হাটের উদ্দেশ্যে রওনা দেন। মিরপুর বাস স্ট্যান্ড থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে লোকাল বাসে তিনি বামুন্দীর দিকে আসছিলেন। পথিমধ্যে তাকে অচেতন করে তার কোমরে থাকা ব্যাগের মধ্য থেকে ৬ লাখ টাকা নিয়ে সটকে পড়ে অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ অবস্থায় তোহিদুলকে গাংনী উপজেলার তেরাইল বাজারে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়। এ সময় স্থানীয়রা তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয়। পরে বামন্দী পশু হাটে থাকা তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তৌহিদুলকে নিয়ে কুষ্টিয়ার মিরপুর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে একইভাবে দুই ব্যবসায়ীকে অচেতন করে আড়াই লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।




গাংনীতে পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি সভা

মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬জুন) সকাল ১১ টার দিকে উপজেলা সভাপক্ষে এর সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।




আত্মত্যাগে ঈদুল আযহা-পারভীন আকতার

এ ত্যাগ যেন জীবন উৎসর্গের মহিমা,
খোদার খুশিতে বাজিছে সুখ দামামা।

আরশে আজীম কলবের শীর্ষ মুত্তাকীন,
রহমানুর রহিম মহব্বতে আলা মুসাদ্দেকীন।

দৃঢ় ঈমানের বাহন হৃদয়ের ধারণ করে,
স্বীয় পুত্র গলায় শানিত তলোয়ার ধরে।

অঝোর কেঁদেছিল পিতার হৃদয়খানি,
রহমাতুল্লিল আলামীনের এ সত্য বাণী।

আল্লাহু আকবর বলে যেই চালাল ছুরি,
খোদা খুশিতে দিশেহারা দুম্বা দিল ত্বরী।

ভালোবাসার ধনকে আত্মত্যাগ নিঃস্বার্থ,
তার চেয়ে বেশি আল্লাহ একমাত্র যথার্থ।

সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় সর্বাগ্রে তাই,
ঈদুল আযহা ত্যাগের উৎকৃষ্ট মহিমা পাই।

সামর্থ্যে সুস্থ সুন্দর পশু কুরবানী দেই যাহা,
মনের যত পশু বধের মন্ত্রই ঈদুল আযহা।




চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ‘ডার্ক ওয়েবে’ বিক্রির অভিযোগ

ডার্ক ওয়েবে চুরি করা চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সংখ্যা গুনে শেষ করার নয়। চ্যাটজিপিটি আসার পর যেকোনো চ্যাটবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী ভাষা অ্যাপ তাদের কার্যকারিতা খুইয়েছে। কিন্তু ব্যাপক জনপ্রিয়তার নেতিবাচকতা কি কম? চ্যাটজিপিটির প্রিমিয়াম অ্যাকাউন্টের ওপর নজর পড়েছে হ্যাকারদের।

সম্প্রতি সাইবারসিকিউরিটি ফার্ম গ্রুপ-আইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ লাখেরও বেশি চ্যাটজিপিটি লগিন ক্রেডেনশিয়াল বিক্রির জন্য ডার্ক ওয়েবে তোলা হয়েছে। ফার্মটি জানিয়েছে, জনপ্রিয় র‍্যাকুন ম্যালওয়ারের মাধ্যমে হ্যাকাররা ডাটা সংগ্রহ করছে। র‍্যাকুন যেকোনো সাধারণ ম্যালওয়ারের মতোই কাজ করে। অধিকাংশ সময় এটি ব্যবহারকারীর কম্পিউটারে সাধারণ অ্যাপ বা ফাইল আকারে ডাউনলোড হয়। তারপর ম্যালওয়ারটি ছড়িয়ে পড়ে ব্যবহারকারীর ডাটা চুরি করে নেয়।

এমনিতেও হ্যাকারদের কবলে চ্যাটজিপিটি অ্যাকাউন্ট নিরাপদ নয়। এ নিয়ে অনেক সমস্যা অতীতে খুঁজে বের করা হয়েছে। এর আগে গুগলের মতো বড় টেক কোম্পানি তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে তারা যেন চ্যাটজিপিটিতে সেন্সিটিভ কোনো তথ্য প্রদান না করে। যদি হ্যাকাররা চ্যাটজিপিটির হিস্ট্রি দেখে তাহলে এসব তথ্য সহজেই পেয়ে যাবে।

সমস্যার পরিধি বিশাল। অনেক প্রতিষ্ঠান তাদের নানা অবকাঠামোগত ব্যবস্থায় চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেছে। তাছাড়া সমস্যা এখানেই নয়। হ্যাক করা অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে। আপনি খরচ করে অন্যকে চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন ব্যবহারের সুযোগ করে দেওয়া মোটেও ভালো কিছু হতে পারে না।

সূত্র: ম্যাশেবল




এক যুগ পর জুটি বাঁধবেন শাহরুখ-ফারহা

ফারহা খানের পরিচালনায় শাহরুখ খান মানেই যেন সিনেমা সুপারহিট। তাদের ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সফল সিনেমার পর এ জুটির সিনেমা দেখতে একদশক থেকে যেন মুখিয়ে রয়েছেন ভক্তরা। এবার সেই সুখবরই দিলেন এই পরিচালক-অভিনেতা জুটি। খুব শিগগিরই আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

ইন্ডিয়াটুডের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক দশক পর জুটি বাঁধতে চলেছেন ফারহা খান এবং শাহরুখ খান। মূলধারার বাণিজ্যিক সিনেমার প্রযোজনার জন্য শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কথা ভেবেছেন দুজনেই। ইতোমধ্যেই ফারহার সঙ্গে প্রাথমিক একটি চুক্তিও করে ফেলেছে রেড চিলিজ।

জানা যায়, ‘পাঠান’-এর সাফল্য ও ‘জওয়ান’ নিয়ে অনুরাগীদের উন্মাদনার পর সর্বভারতীয় দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, এমন সিনেমার দিকেই আপাতত বেশি ঝুঁকছেন বলিউড বাদশা। সে কারণে ফারহান আখতারের ‘ডন ৩’ সিনেমাকেও না বলেছেন তিনি।

আপাতত অ্যাটলির ‘জওয়ান’ ও আরিয়ান খানের ‘স্টারডম’-এর প্রযোজনায় ব্যস্ত রেড চিলিজ। সেই কাজ শেষ করে তবেই নতুন প্রজেক্টে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: ইন্ডিয়াটুড