নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ডিস্ট্রিবিউশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী ষ্টোর কীপার (ফ্যাক্টরি)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে বানিজ্যে স্নাতক পাস হতে হবে । হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

১৫০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইনের (www.akijbiri.com/career) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২২ জুন , ২০২৩।

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে বিজিবি’র অভিযানে উদ্ধার হওয়া ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়ায় প্রায় ৮ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫৮ বিজিবি।

আজ বুধবার (২১জুন) সকালে খালিশপুর ৫৮ বিজিবির হেডকোয়ার্টারে এ মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বিজিবি’র কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল এমারাত হোসেন, ৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেসময় ২০২১ সালের ১৩ মার্চ হতে চলতি বছরের ২১ জুন আটককৃত বিভিন্ন প্রকার দেশি-বিদেশি মদ ধ্বংস করা হয়। যার মধ্যে ভারতীয় ফেনসিডিল, সিরাপ, দেশি-বিদেশি মদ , ইয়াবা, গাজা ও হেরোইন ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ১০ লাখ ৫ হাজার ৯৫৮ টাকা বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি।




হরিণাকুণ্ডতে বজ্রপাতে দুইটি গরুসহ এক কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বজ্রপাতে দুইটি গরুসহ একজন কৃষকের নিহতের ঘটনা ঘটেছে।

আজ বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলার পারদখলপুর গ্রামের গোয়ালবাড়ি মাঠে বজ্রপাতে এই ঘটনা ঘটে।

নিহত গোলাপ মুন্সী (৬০) একই গ্রামের মৃত ইলাহী মুন্সীর ছেলে। একই ঘটনায় পার্শ্ববর্তি পার্বতীপুর গ্রামের আল মামুন নামের অপর এক কৃষক গুরুতর আহত হয়ে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বজ্রপাতে কৃষকের দুইটি গাভী গরুর মৃত্যু হয়েছে, যার আনুমানিক বাজার মুল্য দেড় লক্ষ টাকা।

স্থানীয়রা জানান, প্রতিদিনে ন্যাঢ নিহত গোলাপ মুন্সী দুপুরে গ্রামের মাঠে গরুর ঘাষ খাওয়াতে যান, এসময় হঠাৎ বজ্রপাতের ফলে দুইটি গ্রভিগরুসহ তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হঠাৎ বজ্রপাতের ফলে ওই কৃষক এবং দুটি গাভি গরুর মৃত্যু হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও তিনি জানান।




অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী

‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’—এ থিমকে উপজীব্য করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে।

অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা— সবই থাকছে এ পর্বে।

কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দীঘি ও চিত্রনায়ক আদর আজাদ।

ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদের। ‘আমার নাম মিস বুবলী’, ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স।

আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান।

এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।




দশ বছর বয়সীরা ব্যবহার করতে পারবে মেটার কোয়েস্ট হেডসেট

মেটা কদিন আগে তাদের মিক্স রিয়েলিটি হেডসেট চালু করেছিল। তাদের নতুন কোয়েস্ট ৩ হেডসেট ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

জাকারবার্গের কোম্পানি এখন অগমেন্টেড রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটির খাতে সবচেয়ে বড় কোম্পানি। কিন্তু ১০-১২ বছর বয়সীদের পক্ষে এই গ্যাজেট ব্যবহার করা সম্ভব ছিল না। কিন্তু মেটা কোয়েস্ট ২ আর কোয়েস্ট ৩ মডেল অল্পবয়সীদের উপযুক্ত করে তুলছে।

মূলত বাবা-মা তার সন্তানদের এ গ্যাজেট ব্যবহারের নিয়ন্ত্রণ পাবেন। বয়স অনুযায়ী এই অগমেন্টেড রিয়েলিটিতে স্টোর থেকে এমন অ্যাপই পাওয়া যাবে। মেটা বলছে, বাবা-মা এখন সন্তান কি দেখছে এবং ব্যবহার করছে তার নিয়ন্ত্রণ পাবে। ফলে প্রযুক্তির অপব্যবহারের সুযোগ এখানে নেই। বিশেষত এই বয়সীদের সামনে কোনো বিজ্ঞাপনও আসবে না। ফলে ভুল বা খারাপ কিছু দেখার সম্ভাবনাও ক্ষীণ।




বর্ষা, নুসরাত ও বিপাশার জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিলেন আদালত

মেহেরপুরে চাঞ্চল্যকর আটলান্টিকা হোটেল কাণ্ড ঘটনায় চাঁদাবাজি ও পর্ণগ্রাফি মামলার আসামি বর্ষা, নুসরাত ও বিপাশার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন আদালত।

বুধবার দুুপুরে মেহেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে বর্ষা, নুসরাত ও বিপাশা জামিন আবেদন করে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তার জামিনাদেশ বৃদ্ধি করে পরবর্তি শুনানির দিন ধার্য করেছেন।

মামলায় আসামি বিপাশার পক্ষে আলমগীর হোসেন, নুসরাত ও বর্ষার পক্ষে ইয়ারুল ইসলাম এবং সরকারি পক্ষে কোর্ট পুলিশ পরিদর্শক কৌসুলির দায়িত্ব পালন করেন।

বিপাশার আইনজীবী আলমগীর হোসেন বলেন, বিপাসার শিশু সন্তান অসুস্থ থাকায় মানবিক বিবেচনায় বিজ্ঞ বিচারক তারসহ অপরাপর তিন আসামির জামিনাদেশের মেয়াদ বৃদ্ধি করে আগামী ৬ জুলাই শুনানীর দিন ধার্য করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার একই আদালত একই মামলায় বাংলাভিশনের সাংবাদিক তুহিন আরন্যকে এবং গত বৃহস্পতিবার ডিবিসির মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার করণ, দেশটিভির প্রতিনিধি রেক্সোনা আরা ও কথিত সমাজকর্মী নিলুফার ইয়াসমিন রুপাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠায় আদালত।

আদালত সূত্রে জানা গেছে, বাংলাভিশনের সাংবাদিক তুহিন আরন্য, ডিবিসি চ্যানেলের সাংবাদিক আবু আক্তার করণ, দেশ টিভির সাংবাদিক রেক্সোনা আরা ও নিলুফার ইয়াসমিন রুপাসহ ১৭ আসামিকে অভিযুক্ত করে হোটেল আটলান্টিকা কাণ্ড মামলায় পুলিশ আদালতে চার্জশিট দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে পেনাল কোডের ৪১৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারাসহ ২০১২ সালের পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮(১),৮(২), ৮(৩), ৮(৪) ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমানিত হওয়ায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

চার্জশিটে অভিযুক্তরা হলেন- বাংলাভিশনের মেহেরপুর প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ওরফে তুহিন আরন্য, ডিবিসি টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার করন, দেশ টিভির প্রতিনিধি রোকসানা আরা, এশিয়ান টিভির প্রতিনিধি মিজানুর রহমান জনি, কথিত সাংবাদিক নাজনিন খান প্রিয়া, ছন্দা খাতুন, আটলান্টিক হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন জোয়ার্দার, আব্দুস সালাম, হাসিবুল হক জয়, নেহাল আল মুকিত, শাহাজান আলী, মোছা. রুপা, নুসরাত, বর্ষা, সুমন রহমান বিমান ও বিপাশা।

পুলিশের চার্জশিট থেকে জানা যায়, একটি নারী চক্র গড়ে তুলে মেহেরপুর শহরের আভিজাত শ্রেনীর হোটেল আটলান্টিকার মালিক মতিয়ার রহমান ও তার ছেলে মামুন বিভিন্ন ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা বা অভিজাত শ্রেনীর মানুষকে সুন্দরী নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা ভিডিও ধারণ করেন। এবং সেই ভিডিও দিয়ে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই চক্রে বিভিন্ন এলাকার প্রায় ডজনখানেক সুন্দরী নারী জড়িত ছিলো।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মনোয়ার হোসেন নামের এক এনজিও কর্মী সদর থানায় নারী চক্রের প্রধান হোতা প্রিয়া খানকে আসামি করে দণ্ডবিধির ৪১৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা করেন।




গরমে ঘামে ভেজা শরীরের অস্বস্তি এড়াতে

বৃষ্টি পড়ছে। ঠান্ডাও হচ্ছে। কিন্তু বৃষ্টি থামার পর আবার ভ্যাপসা গরম। ক্লান্তি আর অবসাদের মধ্যে একটু ঠান্ডা হয়তো লেগেছিল। কিন্তু রাস্তায় সেই একই যন্ত্রণা। আর জবজবে ভিজে থাকা শরীর ভয়াবহ অস্বস্তিকর। স্বাস্থ্যের জন্যও বটে। বর্ষায় এমন ভ্যাপসা গরমে ঘাম এড়াবেন কিভাবে? চলুন জেনে আসি:

.গরমে মশলাযুক্ত ও তেলেভাজা খাবার এড়িয়ে চলুন। কাঁচা লবণ না খাওয়াই ভালো। এতে ঘামে দুর্গন্ধ হয় প্রচুর।
.গরমে সুতি কাপড় পরা ভালো। প্যান্টের ক্ষেত্রে গ্যাবার্ডিনই ভালো।

.প্রচুর পানি পান করুন। বর্ষাতেও গরম এত সহজে কমে না। তাই প্রচুর পানি পান করতে পারলে হাইড্রেটেড থাকা যায়।
.বৃষ্টির পরপরই রাস্তায় থাকবেন না। ওই সময় ভ্যাপসা গরম থাকে বেশি।
.যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন এড়াতে পারলে ভালো। ব্যস্ত সড়কও এড়াতে পারলে প্রচণ্ড গরমে অস্বস্তি থেকে দূরে থাকা যায়।

.গোসল করার সময় প্রাকৃতিক কিছু হার্ব পানিতে মিশিয়ে নিন যাতে শরীর সতেজ থাকে।
.ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করুন।
.এই সময়ে একই জামা দুইদিনের বেশি না পরাই ভালো। বাসি জামা গরম ও ঘামের প্রকোপ বাড়াতে পারে।




সেনেগালের কাছে বিধ্বস্ত ব্রাজিল

ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলো ব্রাজিল। এরপর থেকে যেন জয় প্রায় অচেনাই হয়ে গেছে সেলেসাওদের জন্য। আন্তর্জাতিক প্রীটি ম্যাচে মরক্কোর কাছে হারতে হয়েছে বিশ্বকাপের পর। এরপর পুচকে গিনির বিপক্ষে জিতলেও সেনেগালের কাছে আবারও ধরাশয়ী হলুদ জার্সিধারীরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার পরও ৪-২ গোলে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের কাছে হারতে হয়েছে ব্রাজিলকে।

মঙ্গলবার লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। আগের ম্যাচে গিনির বিপক্ষে জয় পাওয়ায় সেই ধারা ধরে রাখার আশা ছিলো ব্রাজিলের প্রতি। তবে সেটি আর হয়নি, হারতে হয়েছে সাদিও মানের দলের বিপক্ষে। শুধু হারই নয়, গুনে গুনে ৪ গোল হজম করেই হারতে হয়েছে ব্রাজিলকে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের পর থেকে এখনো কোচ বিহীন রয়েছে। গত বছর বিশ্বকাপের পর কোচের পদ থেকে সড়ে দাঁড়ান তিতে। এদিকে ফেব্রুয়ারিতে গোঁড়ালির ইনজুরিতে পড়া নেইমার এখনো সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেননি।

ম্যাচের ১০ মিনিটে ভিনিসিয়াসের ক্রসে লুকাস পাকুয়েতার হেডে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকান জায়ান্টরা। স্ট্রাসবার্গ ফরোয়ার্ড হাবিব ডিয়ালোর বাম পায়ের জোরালো ভলিতে ২২ মিনিটেই সমতায় ফেরে সেনেগাল। ৫২ মিনিটে পিএসজি ডিফেন্ডার মারকুইনহোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেনেগাল। ইনজুরির কারনে বিশ্বকাপে খেলতে না পারা মানে তিন মিনিট পর দুর্দান্ত কার্লিং শটে ব্যবধান ৩-১’এ নিয়ে যান।

৫৮ মিনিটে সেনেগালিজ গোলরক্ষক মোরি ডিয়াওয়ের ভুলে মারকুইনহোস গোল করলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল। স্টপেজ টাইমের সপ্তম মিনিটে পেনাল্টি স্পট থেকে নিজের দ্বিতীয় গোল করেন মানে। সঙ্গে নিশ্চিত করেন সেনেগালের দুর্দান্ত এক জয়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পুলিশের অভিযান গ্রেফতার-৬

মেহেরপুর জেলা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৬ আসামি গ্রেফতার করেছে।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ২, সিআর মামলার ১ ও ১৫১ ধারায় ১ জন, গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ১ জন আসামি।

গত মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আজ ভোররাত পর্যন্ত জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে
এসব আসামি গ্রেফতার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এই অভিযান চালান।

গ্রেফতারকৃতদের আজ বুধবার বেলা ১১ টার সময় আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




প্রিজন ভ্যানে তোলার ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাংবাদিক তুহিন আরন্যকে কোর্ট হাজতে থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ছবি তুলতে গিয়ে লাঞ্চনার শিকার হয়েছেন মেহেরপুরের কয়েকজন সাংবাদিক। লাঞ্চিত করার অভিযোগ উঠেছে এখন টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ মুন্না, প্রতিদিনের বাংলাদেশের মেহেরপুর প্রতিনিধি মেহেরাব হোসেন অপি ও অনু নামের এক যুবকের বিরুদ্ধে।

এক পর্যায়ে রাজু হোসেন নামের এক ফ্রিল্যান্সিং সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় আসামির লোকজনরা।

গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পিছনে সাংবাদিক তুহিন আরন্যকে জেলে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এঘটনায় সেখানে থাকা মেহেরপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার নাসিম হাসান, আমাদের অর্থনীতির মাসুদ রানা, সময়ের সমীকরণের সোহান রেজাসহ অন্যান্য সাংবাদিকরা ভয়ে ছবি তুলতে পারেনি। কেউ কেউ ছবি তোলার চেষ্টা করলে তাদেরকেও থামিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী ফ্রিল্যান্সিং সাংবাদিক রাজু হোসেন জানান, মেহেরপুরের চাঞ্চল্যকর আটলান্টিকা হোটেল কাণ্ড মামলায় সাংবাদিক তুহিন আরন্যর জামিন না দিয়ে তাকে জেলে পাঠিয়েছেন আদালত। এমন সংবাদ পেয়ে সেখানে ছবি তুলতে যায় ছবি তুলতে গিয়ে সাংবাদিক মেহেরাব হোসেন অপি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় সাংবাদিক মুজাহিদ মুন্না, অনুসহ বেশ কয়েকজন আমাকে বাঁধা দেয় এবং মোবাইলটা ছিনিয়ে নেয়। পরে আমাকে নিয়ে তারা সাংবাদিক তুহিন আরন্যর ভাই তুষারের একে মটরস শোরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে আমার মোবাইলের ছবি মুছে দেয় এবং আমাকে নানারকম হুমকি প্রদান করে।

এ ঘটনায় রাজু হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে মেহেরপুর প্রতিদিনকে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সময়ের সমীকরণের সাংবাদিক সোহান রেজা জানান, সাংবাদিক মেহেরাব হোসেন অপি সাংবাদিক রাজু ভাইকে গালাগালি করছেন এবং মোবাইল কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করছিলো। পরে মুজাহিদ মুন্না রাজুর মোবাইল কেড়ে নিয়ে রিস্টার্ট করে দিলো। সাংবাদিকের কাজ সত্যটা তুলে ধরা। তারা সাংবাদিকের কাজে বাধা হয়ে দাড়ালো।