মুজিবনগরে প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ নির্মাণ বন্ধের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

মুজিবনগরে প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ নির্মাণ বন্ধের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকনগর গ্রামবাসী।

রবিবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ চাই এর কোন বিকল্প নেই। প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ করতে হবে এটাই আমাদের দাবি।

স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মুজিবনগরকে বাংলাদেশের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এতে আমরা অর্জন করি সেই মহান স্বাধীনতা। সেই স্থানকে স্মরণীয় করে রাখার জন্য এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়। যার ফলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স- উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস ভবন, পশু সম্পদ ভবন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ অসংখ্য অফিস আদালতের জন্য জমি অধিগ্রহণ হয়। যার অধিকাংশ জমি মানিকনগর মৌজার মধ্যে এবং মানিকনগর গ্রামের অধিকাংশ জনগণ সরকারের উন্নয়ন এর কথা বিবেচনা করে সরকারি সকল স্থাপনার কথা চিন্তা করে তাদের জমি সরকারকে দিয়ে দিয়েছে।

মুজিবনগরের উন্নয়নের স্বার্থে এলাকাবাসী তাদের জমি-জমা সরকারকে দিয়ে দেয়। আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। তারই অংশ হিসেবে মুজিবনগরে একটি মডেল মসজিদ নির্মাণ হওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় কিছু কুচক্র মহল রাতারাতি বাড়ি নির্মাণ করে মসজিদটি নির্মাণ বন্ধ করার ষড়যন্ত্র করছে যা মুসলিম সমাজের মনে প্রচুর আঘাত করছে। মসজিদটি নির্মাণ বন্ধ হলে আমরা খুবই ব্যথিত হব। এখানে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতভিটা আছে। তাছাড়া পরবর্তীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আধুনিকায়নের জন্য যে ৫১ একর জমি অধিগ্রহণ করা হবে, সেই স্থানে যদি মসজিদ নির্মাণ না হয় তবে সেটি প্রশ্নবিদ্ধ হবে।

মানববন্ধন শেষে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মেহেরপুর জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।




বর্ণবাদ বিরোধী ম্যাচেই বর্ণবাদের শিকার ব্রাজিল

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটি ব্রাজিল খেলতে নেমেছিলো কিছুদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে। এই ম্যাচে প্রথমবারের মতো কালো জার্সি গায়ে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে কালো রঙের জার্সি পরে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা।

তবে বর্ণবাদ বিরোধী ম্যাচেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এক বন্ধু মাঠের বাইরে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ভিনিসিয়ুসের বন্ধু ফিলিপে সিলভা যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন এক নিরাপত্তাকর্মীর থেকে বাজে আচরণের শিকার হন।

এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে এক টুইট বার্তায় ভিনিসিয়ুস লিখেছেন, ‘যখন আমি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো জার্সি পরে খেলছিলাম, ঠিক সে সময়ে আমার বন্ধু বর্ণবাদের শিকার হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। স্টেডিয়ামের পেছনের অবস্থা খারাপ ছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে কোথায়?’




কোটচাঁদপুরে সাংবাদিক নাদিমের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকসি্গঞ্জের বাংলা নিউজ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কোটচাঁদপুরের সাংবাদিক সমাজ। রবিবার সকাল ১০ টায় স্থানীয় বাজার চত্বরে এ মানববন্ধন করা হয়।

জানা যায়,সম্প্রতি জামালপুরের বকসি্গঞ্জের বাংলা নিউজ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে দূবৃত্তরা হত্যা করেছেন।

ওই ঘটনার পর সারাদেশের সাংবাদিক সমাজ প্রতিবাদের ঝড় তুলেছেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশন, অনলাইন ও পত্রিকায়।

এর ধারাবাহিকতায় কোটচাঁদপুরের সাংবাদিক সমাজ রবিবার সকাল ১০ টায় স্থানীয় বাজার পায়রা চত্বরে মানববন্ধন করেন। ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন। এ সময় সাংবাদিকরা তুলে ধরেন,সারাদেশের সাংবাদিক হত্যা ও নির্যাতনের ইতিহাস। বলেন,এ পর্যন্ত যতগুলো সাংবাদিক এ ধরনের ঘটনার শিকার হয়েছে, তাদের পরিববার কেই বিচার পাননি।

সাংবাদিকরা বলেন,এর আগে যারা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন,তাদের প্রত্যেকের বিচারের দাবী জানানো হয়েছে মানববন্ধন থেকে। তারা আরো বলেন,আগের সব সাংবাদিকদের ন্যায় নাদিম হত্যার বিচারও যেন বিলম্বিত না হয়,সেদিকে খেয়াল রাখার অনুরোধ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,কোটচাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও ভোরের কাগজের সাংবাদিক কামাল হাওলাদার, কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের সভাপতি ও সংবাদের প্রতিনিধি অশোক দে,দৈনিক স্পন্দের আলমগীর কবির, দিগন্ত বানী সম্পাদক শাহ জামান,মানবজমিন প্রতিনিধি নজরুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি মইন উদ্দিন খান, আজকের পত্রিকা প্রতিনিধি সুব্রত কুমার, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এস এম রায়হান উদ্দিন,বীর জনতা ও গড়ব বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ বাশার, অগ্রযাত্রা প্রতিনিধি রমজান আলী, সোহেল চৌধরী, আবুল হাসান, আকিমুল ইসলাম সাজু,রোকনুজ্জামান,শামিম হোসেন, সোহাগ, শান্তি প্রমুখ।




নিয়োগ দেবে মেরী স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে প্যারামেডিক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

প্যারামেডিক (নারী)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা ২৪ মাস মেয়াদী প্যারামেডিক কোর্স পাস হতে হবে। নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসেবা প্রকল্পে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে এমআর এবং পিএসি (MR Training & PAC Training) প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে। প্রজনন স্বাস্থ্যসেবা, সংক্রমন প্রতিরোধ ও পরিবার পরিকল্পনায় প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। ক্লায়েন্টদের প্রতি যত্নবান এবং দলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল

ব্রাহ্মণবাড়িয়া।

বেতন

১৮,০০০ টাকা + অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৪ জুন, ২০২৩।

সূত্র : বিডিজবস




আলিয়ার অ্যাকশন ঝলক যেন মিশন ইম্পসিবল

বলিউডে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে এবার হলিউডে আসন গাড়তে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে আলিয়ার। আর শনিবার রাতে সিনেমার প্রথম ট্রেলার মুক্তির পর মিষ্টি মেয়ে আলিয়াকে এক ঝলক দেখেই ভক্তরা তার প্রশংসায় ভাসছেন । ৪৩ সেকেন্ডের টানটান অ্যাকশনধর্মী এই ট্রেলার দেখে অনেকটা ‘মিশন ইম্পসিবল’-এর কথা মনে পড়ছে অনেকের।

টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার মুক্তি পেয়েছে আলিয়া ভাটের প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’ এর ট্রেলার।

জানা যায় ভারতীয় সিনে দুনিয়ায় এই সিনেমাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে আলিয়ার জন্যই। এর আগে একটি সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘হলিউডে আমার প্রথম কাজ। ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে, আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা ও যত্ন পেয়েছি, আমি কখনও ভুলব না।’

ছবিতে সিআইএ এজেন্টের চরিত্রে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডটকে। তিনি বলেছেন, ‘হার্ট অফ স্টোন দুর্দান্ত হতে চলেছে। একেবারে অ্যাকশন থ্রিলারে মোড়া এই ছবি। এমনভাবে এই ছবি তৈরি করা হয়েছে, যাতে দর্শকরা বাস্তবের সঙ্গে মিল খুঁজে পান।’

অন্যদিকে এই সিনেমায় কেয়া ধাওয়ানের চরিত্র অর্থাৎ আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম তিনি কোনও ভরপুর অ্যাকশন ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন।




গাংনীতে ধানের জমিতে বিষ দিতে গিয়ে বৃদ্ধ অসুস্থ

জমিতে বিষ দিতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বার্থক আলী (৭০) নামের এক বৃদ্ধ।স্বার্থক আলী মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা পাঙ্গাসীপাড়া এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে।

আজ রবিবার (১৮ জুন) স্থানীয় খাগড়াজল মাঠে নিজের ধানের জমিতে বিষ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

সাথে সাথে বাড়িতে চলে আসেন তিনি। বাড়িতে এসে আরো অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর ২৫০ শয্যর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।




শ্যামপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমানের চাচার ক্ষমতার দাপট

চেয়ারম্যানের ভাইকে চাঁদা না দেওয়ায় রমজান আলী নামের এক ট্রাক্টর চালককে বেদম পিটিয়ে আহত করেছে। আহত রমজান আলী মেহেরপুর সদর উপজেলার রমনগর কলোনিপাড়া এলাকার খোয়ার আলীর ছেলে।

আহত রমজান আলী জানান, আমি নিজে একজন আওয়ামীলীগ কর্মী। আমি ট্রাক্টরে মাটি নিয়ে গোপালপুরের মধ্য দিয়ে যাওয়ার সময় শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতির চাচা হামিদুল ইসলাম ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি প্রথমে তাকে ৫ হাজার টাকা দিয়েছি। তারপর সে আবারো টাকা দাবি করে। তার দাবীকৃত টাকা না দিতে চাওয়ায় আমাকে বাটাম দিয়ে পিটিয়ে আহত করে।

মদনাডাঙ্গার কালু নামের এক আওয়ামীলীগ কর্মী জানান, চেয়ারম্যান হওয়ায় পর থেকে চেয়ারম্যান মতিউর রহমান ও তার ছোট চাচা হামিদুল ইসলাম বেপরোয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে মারপিট করেছে হামিদুল।

এদিকে রমজান আলী তাদের দুই ভাইয়ের বিচারের দাবীতে আওয়ামীলীগের মেহেরপুর জেলা শাখায় এসে নেতৃবৃন্দের কাছে বিচার দাবি করেন। পরে তারা আদালতে যাওয়ার জন্য রমজান আলীকে পরামর্শ দেন।

এব্যাপারে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, রমজান আলীসহ ৮ জন ট্রাক্টর চালকের ৪২ টি ট্রাক্টর এলাকার বিভিন্ন রাস্তায় মাটি নিয়ে যাচ্ছে। এতে পথ ঘাটের অবস্থা খারাপ হয়ে পড়েছে।রাস্তাগুলো কাদায় ভরে যাচ্ছে। আবার শুকনোতে ধুলো উড়ছে। তাই এলাকার নারী পুরুষ সবাই একত্রিত হয়ে আমার কাছে বিচার দিয়েছে। আমি তাদের নিষেধ করাই ৬ জন চালক বন্ধ রেখেছে। কিন্তু ওই দুই জন চালক তাদের ট্রাক্টর চালাচ্ছে। যে কারনে অনেকেই রমজানকে ধরে মারপিট করেছে। আমি ঢাকায় ছিলাম। আজকে এসেছি। সবিই নিজেদের ব্যাপার আজকে বিকালে উভয়পক্ষকে নিয়ে বসে মিমাংসা করে দেবো।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছে।

সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ ও রিকলমুলে ১ জন এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ১ আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আজ রবিবার (১৮ জুন) ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতদের আজ রবিবার (১৮ জুন) বেলা ১১ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌছে দেওয়ার লক্ষে স্মার্ট কর্ণারের যাত্রা

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্টকর্ণার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে ও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে।

শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্মার্ট কর্ণার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে।

এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশান প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর, প্রকৌশলী মো: তানভীর হাসান তালাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম।

এর আগে ফিতা কেটে কবির বিন আনোয়ার জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন। নির্বাচন পরিচালনা কমিটির “রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে “স্মাটর্ কর্ণার” এর উদ্বোধন করা হয়।




গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে পুকুরের পানিতে ডুবে ফারদিন হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু ফারদিন হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার সিঙ্গাপুর প্রবাসী ফরজ আলীর ছেলে। ফারদিন পূর্বমালসাদহ মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।

আজ শুক্রবার (১৬ জুন) বেলা ১টার দিকে হাড়িয়াদহ গ্রামের ইউনুস আলীর পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ফারদিন একা একা পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।