গাংনী পৌর মেয়র আহম্মেদের মাছের ঘেরে বিষ প্রয়োগ
গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর মাছের ঘেরে বিষপ্রয়োগে ৮০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ উপজেলার এলাঙ্গী গ্রামের বিলে মেয়র আহম্মেদের মাছের ঘেরে বিষ প্রয়োগের এই ঘটনা ঘটে।
মৎস্য চাষী সাগর হোসেন বলেন, মেয়র আহম্মেদ আলীর মাছের ঘেরের পাশেই আমার মাছের প্রজেক্ট রয়েছে। সে সুবাদে আমি রাতে ওই খানেই ছিলাম।
আহম্মেদ আলীর ৪৫ বিঘা আয়তনের মাছের ঘেরের বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা।
সকালের দিকে ঘেরের কর্মচারীরা দেখেন মাছ ধীরে ধীরে মারা যাচ্ছে। ঘের থেকে বিষের ব্যাগ উদ্ধার করা হয়েছে।
মেয়র আহম্মেদ আলী জানান, একটি চক্র শক্রতাবশত এমন কাজ করেছে। তবে তাদের আমি সনাক্তও করেছি। তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবো। তিনি বলেন, মাছ মারা যাওয়ায় আমার প্রায় ৮০ লাখ টাকার মাছ মারা গেছে।
গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষপ্রয়োগে দেশীয় প্রজাতিসহ বিভিন্ন প্রজাতির ব্যাপক মাছ মারা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই তথ্য নিশ্চিত করেছেন।