দামুড়হুদায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সম্পত্তি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল রাখাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গন্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছে। দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অপরদিকে বাল্যবিবাহ প্রতিরোধে দামুড়হুদা উপজেলায় বিবাহ পরানোর কাজে নিয়োজিত কাজী ও ইমামদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা সহ জবাব দিহিতায় রাখা হবে, প্রয়োজনে বাল্য বিবাহ পড়ানো কাজী ও ইমামদের বিরুদ্ধে সরাসরি মামলা হবে বলে ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার।
সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার তদন্ত ওসি শফিউল আলম, দর্শনা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা হোসনে জাহান, দর্শনা সরকারি কলেজের প্রফেসর সজিব আহমেদ, উজিরপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শামসুন নাহার, দর্শনা বিজিবি কমান্ডার জহির উদ্দিন, মুন্সিপুর বিজিবি বিওপি কমান্ডার শহিদুল ইসলাম, ঠাকুরপুর বিওপি কমান্ডার আবুল হোসেন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।