জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধ মাসিক সভা

জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

আজ সোমবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলার সহকারী কমিশনার (ভৃমি) তিথি মিত্, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃনাসির উদদীন মৃধা,বীর মুক্তিযুদ্ধা সাইদুর রহমান প্রমুখ।




মেহেরপুরে বিএটির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সকলের জন্য ন্যায়বিচার শিশুশ্রম বন্ধ করুন’ এই স্লোগানে সোমবার সকালে গাংনী উপজেলার নওয়াপাড়া থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ইকো পার্কে গিয়ে শেষ হয় পরে ওখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মেহেরপুর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এরিয়া ম্যানেজার এ এস এম কামালের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও বাংলাদেশ টেলিভিশন এর জেলা প্রতিনিধি আল আমিন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ , কৃষক ও বিভিন্ন স্তরের মানুষজন। এ সময় ৫ জন কৃষক তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত নিশ্চিত করাই তাদেরকে সম্মানী স্মারক তুলে দেওয়া হয়।




ইজিবাইক ছিনতাই করতেই চালককে হত্যা, তিনজন গ্রেফতার

ইজিবাইক ছিনতাই করতেই হত্যা করা হয় মেহেরপুরের শোলমারী গ্রামের আব্দুর রহমানকে। আর ঘটনাটা ভিন্নখাতে প্রবাহিত করা ও মিশন শেষে নিরাপদে চলে যেতে পারায় আবাসিক হোটেলটিকে বেছে নেই ছিনতাইকারীরা।

ইজিবাইক চালক আব্দুর রহমান লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যেই দুই ঘাতককে গ্রেফতার ও ইজিবাইক উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফ করে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন।
গ্রেফতারকৃতরা হলো, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাার দুদরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখ ও মেহেরপুর শহরের আবাসিক হোটেল এজাজ প্লাজার মালিক ঝন্টু মিয়া।

এসময় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজমল হোসেন আরও বলেন, গত শুক্রবার ইজিবাইকসহ আব্দুর রহমান নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে পুলিশের স্বরণাপন্ন হয়েছিল। পুলিশের কয়েকটি টিম তখন থেকেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার মোটিভ উদ্ঘাটনের চেষ্টা করছিল। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশ এক সাথে এই বিষয়ে কাজ করছিল।

এএসপি আজমল হোসেন বলেন, ইজিবাইক, পাখি ভ্যান বা অন্যান্য যানবাহন ছিনতাইয়ের এটি একটি বিরাট চক্র। বিভাগীয় এই চক্রের সাথে এলাকার কিছু ছিনতাইকারি জড়িত। মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে নাহিদ হোসেন এই ছিনতাইকারী চক্রের সদস্য। তাকে দিয়েই মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়েছে আব্দুর রহমানকে। চুয়াডাঙ্গাতে ভাড়ায় যাওয়ার নাম করে তাকে বাড়ি থেকে ডেকে নেয় নাহিদ।

এএসপি আজমল হোসেন বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করেই এই হত্যাকান্ডের মোটিভ উদঘাটন করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত বাকী আসামিদেরও অল্পদিনের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫২) গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শুক্রবার (৯ জুন) সে বাড়ি থেকে ইজিবাইকসহ বের হন। তার পর আর ফিরে আসেনি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। তাকে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি অব্যাহত রেখেছিল।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

মেহেরপুর পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে, মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ২ জন, গাংনী থানা পুলিশের অভিযানে ২ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২ জন আসামি রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এই অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ২, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ২, সিআর মামলায় ১ ও ১৫১ ধারায় ১ আসামি রয়েছে।

রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময় জেলার পৃথক স্থানে পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন।
আজ সোমবার (১২ জুন) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ফাঁস হয়ে গেলো ওয়ানডে বিশ্বকাপের খসড়া সূচি

আসন্ন অক্টোবরে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর মাত্র চার মাস বাকি থাকলেও এখনও বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেনি আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেছে বিশ্বকাপের খসড়া একটি সূচি।

ওয়ানডে বিশ্বকাপের একটি খসড়া সূচি আইসিসির কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে বিসিসিআই। সেই সূচিরই কিছু অংশ ফাঁস করে দিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিনইনফো। ফাঁস হওয়া এই সূচি থেকেই জানা গেছে ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাব্য দিন-তারিখ। বাংলাদেশের ম্যাচের সময়সূচিও জানা গেছে ফাঁস হওয়া সেই সূচিতে।

ক্রিকইনফোর ফাঁস করা সেই সূচিতে দেখা যায়, ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের।

বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ১৫ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

এদিকে, গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান দুই দলের বিপক্ষেই বাংলাদেশের ম্যাচের স্থান আর সময়ও জানা গেছে ফাঁস হওয়া সেই সূচিতে। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর পুনেতে মাঠে নামবে বাংলাদেশ। আর কলকাতার ইডেন গার্ডেন্সে ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগার বাহিনী।

ফাঁস হওয়া সূচি অনুযায়ী এবারের আসরের সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ ও ১৬ নভেম্বর। আর বিশ্বকাপের সোনালি ট্রফি কে উঁচিয়ে তুলবে তা ঠিক করতে শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে ১৯ নভেম্বর। সেমিফাইনাল দুটির ভেন্যু জানা না গেলেও ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।




মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ ইং (১৫-১৮ জুন) পালন উপলক্ষে সাংবাদিকবৃন্দের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২জুন) বেলা ১২ টার সময় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এ ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়।

মেডিক্যাল অফিসার ডা: কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম ছিদ্দিকী।

এবছরে মেহেরপুর সদর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ১২১ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ২৪২ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ২০৩১৩ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

গাংনী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ২১৭ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৪৩৪ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৩৪২৬৩ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মুজিবনগর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৯৭ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ১৯৪ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৯৬৪৯ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মেহেরপুর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৩৯ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৭৮ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৪৪৩২ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সবমিলিয়ে মেহেরপুর জেলায় এবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অস্থায়ী/স্হায়ী/অতিরিক্ত মিলিয়ে মোট কেন্দ্র সংখ্যা ৪৭৪ টি, সকল কেন্দ্রে কাজ করবেন মোট ৯৪৮ জন কর্মী এবং ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের মোট ৬৮৬৫৭ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।




ইউটিউবকে টেক্কা দিতে আসছে স্পটিফাই

পছন্দের গান ইউটিউবে অফলাইনে ডাউনলোডের সুবিধা আছে। হয়তো ডাউনলোড নাই বা বলা হলো, সুবিধা তো আছে। এবার স্পটিফাই আনছে অফলাইন মিক্স। স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল এক সম্প্রতি এমন ঘোষণাই দিলেন।

২০২২ সাল থেকেই এমন কিছুর ঘোষণা পাওয়া যাচ্ছিল। তবে কবে আসবে এই ফিচার তা জানা যায়নি৷ তাছাড়া এমনটির অসুবিধাও আছে কিছু। তারপরও এবার আসছে এই আকাঙ্ক্ষিত ফিচার। কেউ অনলাইনে না থাকলেও নিজের অফলাইন প্লেলিস্ট থেকে গান শুনতে পারবেন।

সূত্র: ইত্তেফাক




আমে হোক রূপচর্চা

আম একটি ফল। রসালো ও সুস্বাদু এই ফল খাওয়াটাই স্বাভাবিক৷ তবে ফলেও কিছু পুষ্টিগুণ বা উপাদান থাকে যা ত্বকের পরিচর্যায় কাজে আসে। বিষয়টি অনেকে আন্দাজ করেন কিন্তু জানেন না সঠিক পদ্ধতি। আম দিয়ে কিছু ফেসপ্যাক বানিয়ে নেওয়া যায়। কাজটিও সহজ। মিরপুরের লাবণ্য বিউটি পার্লারের সুবর্ণা আক্তার জানালেন এই ফেসপ্যাকগুলোর কথা৷ এই ফেসপ্যাকগুলো তারা সচরাচর গরম বা বর্ষায় ত্বকে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। আজ সেই ফেসপ্যাকের কথাই জানাচ্ছি:

আমের খোসা ছাড়িয়ে আঁশ নিন। সেটির সঙ্গে ১ চা চামচ টক দই ও ৩ চা চামচ মুলতানি মাটি মেশান। উপাদানগুলো ব্লেন্ড করে ফেসপ্যাক স্মুথ করে বানান। ফেসপ্যাক ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। তারপর ত্বক ধুয়ে ফেলুন।

আমের পাল্পের সঙ্গে দুই চা চামচ টক দই, মুলতানি মাটি, গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। প্যাক ত্বকে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

এই ফেসপ্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ। কারণ বেসন দিলে তা ঘন হয় এবং ত্বকে লেপটে থাকে। এই প্যাকের জন্য আমের পাল্প লাগে অল্প। চার টেবিল চামচ আমের পাল্পের সঙ্গে ২ চা চামচ বেসন, ১ চা চামচ মধু ও ১ চা চামচ টক দই মিশিয়ে ব্লেন্ড করে নিন। মুলতানি মাটি সংগ্রহ করতে না পারলে সবচেয়ে ভালো হয় এই প্যাক। এই প্যাকও পনেরো মিনিট ত্বকে লাগিয়ে রেখে মুখ ধুয়ে নিন।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

৩ গ্রাম হেরোইন ও ৩০ পিচ ইয়াবাসহ আমেনা খাতুন (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে গাংনী থানা পুলিশ।

আটক আমেনা খাতুন গাংনী পৌরসভার শিশিরপাড়া গ্রামের মধ্যপাড়া এলাকার মতিয়ার রহমানের স্ত্রী।

এই মামলায় তার স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছে। আমেনা খাতুনের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন ও ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, আটক আমেনা খাতুন ও তার স্বামী মতিয়ার রহমান বাড়িতে মাদক জড়ো করে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিত্বে উপপরিদর্শক (এসআই) মিলন কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিয়ার রহমান পালিয়ে যায়। হেরোইন ও ইয়াবাসহ আটক হন স্ত্রী আমেনা খাতুন।

হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় আমেনা খাতুন ও মতিয়ার রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। আটক আমেনা খাতুনকে আজ সোমবার (১২ জুন) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুৃর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে অটোবাইক চালক হত্যাকান্ডের ২ আসামি আটক; অটোবাইক ও মোবাইল উদ্ধার

মেহেরপুর শহরে আবাসিক হোটেল এজাজে চাঞ্চল্যকর অটোবাইক চালক আব্দুর রহমান হত্যা মামলার আসামি সন্দেহে ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলো ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাার বুদরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখ।

আজ সোমবার (১২ জুন) ভোররাতের দিকে ঝিনাইদহ উপজেলার কালিগঞ্জ উপজেলার গোপালপুর থেকে রাজু শেখ ও কানারাইল গ্রাম থেকে বিপ্লব কুমার বিশ্বাসকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে ডিবি’র ওসি সাইফুল ইসলাম, এসআই কেএম রেজাউল আশরাফ আলীসহ পুলিশ এবং ডিবির সদস্যরা এই অভিযানে অংশ নেন।

ডিবি’র ওসি সাইফুল ইসলাম জানান, আজ ভোরের দিকে কালিগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনুবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পল্লব বিশ্বাসকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাজু শেখের শ্বশুরবাড়ি কানারাইল গ্রাম থেকে রাজু শেখকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তী মোতাবেক সেখান থেকে নিহত আব্দুর রহমানের অটোবাইক ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। অটোবাইক ছিনতাই উদ্দেশ্যে মূলত আব্দুর রহমানকে খুন করা হয় বলে জানা গেছে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের মোবাইল ট্রাকিং করে আব্দুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। হত্যার সঙ্গে জড়িত অপর আসামিদের দ্রুত আটক করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫২) গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।