ঝিনাইদহে জাসদ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের পুনর্মিলনী অনুষ্ঠান

বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের (১৯৭২-১৯৯১) সাবেক নেতৃবৃন্দের পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী ঝিনাইদহ আইনজীবী সমিতির কার্যালয়ে এই সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রলীগ নেতা ও জাসদের স্থায়ী কমটির সদস্য মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান খুররম এর সঞ্চালনায় এই আলোচনা ও স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী সভায় জেলা ছাত্রলীগ ও জাসদের সাবেক নেতা এপিপি এ্যাড.ইসমাইল হোসেন, এ্যাড.এ কে এম মনোয়ারুল হক লাল, এ্যাড. সাদাতুর রহমান হাদী, মনিরুজ্জামান জামান, মনিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, এ্যাড. আসাদুজ্জামান, চন্দন চক্রবর্তী, শামীম আখতার বাবু, মনিরুজ্জামান মানিক, শাহানুর আলম, শরাফত হোসেনসহ অন্যান্য সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা তাত্বিক নেতা সদ্য প্রয়াত সিরাজুল আলম খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ছাত্রলীগের অতীত ঐতিহ্য ও বিভিন্ন আন্দলোন সংগ্রামে তাদের জীবনের সুখ-দুঃখময় ও জয় পরাজয়ের স্মৃতি তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

১৯৭২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত যে সকল নেতারা জেলা শাখার নেতৃত্ব দিয়েছেন তাদের পুরাতন স্মৃতি রমন্থন করেন। আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজ ও আড্ডার মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শেষ করা হয়।




কোটচাঁদপুরে আম গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

কোটচাঁদপুরে আম গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌরসভাধীন বড়বামনদহ গ্রামের।

জানা যায়, শনিবার সকালে বড়বামনদহ গ্রামের বকুল মিয়ার আম বাগানে আম ভাংছিল। ওই সময় সে গাছের ডাল ভেংঙ্গে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন,মৃত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন,তাঁর স্বজনরা। পরে তাকে দেখে স্বজনদের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, এখনো পর্যন্ত এ ধরনের ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।




ঢাকায় নিয়োগ দেবে এসিআই মটরস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সিকিউটিভ – সাপ্লাই চেইন , ইয়ামাহা মটরসাইকেল।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকানো বিষযে স্নাতক পাস হতে হবে। বয়স ২২ থেকে ৩৫ বছর।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ জুন, ২০২৩।

সূত্র: বিডিজবস।




জীবননগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

চুয়াডাঙ্গা-জীবননগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে শাখারিয়া সীমান্ত ইউনিয়ন প্রবীন কেন্দ্রে এ পুরস্কার বিতরণ ও সম্মননা প্রদান করা হয়।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার ও সম্মননান তুলেদেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মালেক মোল্লা, সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সমিতি শাজাহান আলী, সাধারন সম্পাদক মোঃ আজিজুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বকুল হোসেন ও সাজ্জাদ হোসেন ।




ওটিটি প্ল্যাটফর্মে কিছু নিয়ম চালু প্রয়োজন: প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমার দুনিয়ায় এক নামেই তাঁকে সকলে চেনেন। টলিপাড়া বলে তিনিই ‘ইন্ডাস্ট্রি’। সেই সিনেমার দুনিয়ার মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি পা রেখেছেন ওটিটির পর্দাতেও। সেখানেও নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে গল্প বলার একটা দারুণ মাধ্যম ওটিটি। এই মাধ্যমে এখন প্যান ইন্ডিয়া মানের গল্প উঠে আসছে। এটা সমস্ত পরিচালকের কাছেই একটা দারুণ সুযোগ। এখানে এখন আর শুধুই যৌনতা আর হিংসা দেখানো হচ্ছে না। ওটিটিতে আজকাল বড় বড় প্রোজেক্টও হচ্ছে। তবে ওটিটির জন্য বিশেষ কিছু নিয়ম জারি করা প্রয়োজন।

তিনি বলেন, ভারতে এখন বহু সিনেমা, সিরিজ, শো তৈরি হচ্ছে। শুধুই হিন্দি, বাংলা, পাঞ্জাবি, তামিল, তেলুগু বা মারাঠি নয়, সর্বভারতীয় স্তরে কাজ হচ্ছে। আমি হয়ত মুম্বাই কিংবা পঞ্জাবে বসে কাজ করছি, অথচ আমার অভিনীত সিরিজ, সিনেমা গোটা দেশ দেখতে পাচ্ছে। এমন অনেক গল্প আছে যেগুলো সিনেমায় পুরোটা, ঠিকভাবে বলা হয়ে ওঠে না। সেক্ষেত্রে ওটিটি একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। এটা এমন একটা মাধ্যম, যেটা আজ হচ্ছে, চাইলে কেউ সেটা ২০ বছর পরও দেখতে পাবেন।

বিক্রমাদিত্য মোতওয়ানের ‘জুবিলি’ ও হানসাল মেহতার ‘স্কুপ’, দুটিই তুলনামূলক ভারী বিষয়বস্তু নিয়ে তৈরি ওয়েব সিরিজ। যেখানে প্রশংসিত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়। পাশাপাশি ওয়েব সিরিজের দুটিও প্রশংসিত হয়েছে।

সূত্র: ইত্তেফাক




কাঁথুলি ইউপি একাদশকে হারিয়ে বাগোয়ান ইউপি একাদশ দ্বিতীয় রাউন্ডে

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ৭ম দিনের খেলায় গাংনী উপজেলার কাঁথুলি ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে হারিয়ে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন একাদশ দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।

উত্তেজনাপূর্ণ খেলাটিতে প্রথম অর্ধের ১৫ মিনিটের সময় বাগোয়ান ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে ১১ নং জার্সি পরিহিত ফরোয়ার্ড সবুজ দৃষ্টিনন্দন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর একই দলের ৯ নং জার্সি পরিহিত ফরোয়ার্ড অনিছুর রহমান ৪৩ মিনিটের সময় ১ ও দ্বিতীয় অর্ধের ১২ মিনিটের সময় তৃতীয় গোলটি করেন। তবে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে উভয় দলই কয়েকটি করে গোল করার সুযোগ হারান।

খেলায় বিচারকদের দৃষ্টিতে সেরা খেলোয়াড়ের হিসেবে নির্বাচিত হন বাগোয়ান ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে ফরোয়ার্ড আনিছুর রহমান। তাকে টুর্নামেন্টের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। এছাড়া লালন শাহ বালি ভান্ডারের পক্ষ থেকে একটি টি শার্ট উপহার দেওয়া হয়।

আনিছের হাতে সেরা খেলোয়াড়ের পুরুস্কার তুলে দেন মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য সচিব মাহাবুব চান্দু ও সম্পাদক ইয়াদুল মোমিন ।

এসময় মেহেরপুর ফুটবল টুর্নামেন্টের উপদেষ্টা কমিটির সদস্য, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম আব্দুস সামাদ, টুর্নামেন্টের আহবায়ক সাবেক কৃতি ফুটবলার এমদাদুল হক, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, ব্যবস্থাপনা সম্পাদক ও খেলা কমিটির সদস্য সচিব মাহাবুব চান্দু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নাসের চৌধুরী, খেলা পরিচালনা কমিটির নির্বাহী সদস্য, আমিরুল ইসলাম অল্ডাম, সেলিম রেজা, হাসানুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম, শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুব হাসান ডালিম উপস্থিত ছিলেন।

রেফারি হিসেবে মাঠে খেলা পরিচালনা করেন গাংনীর আব্বাছ উদ্দীন। তাকে সহযোগীতা করেন গাংনীর মাহাবুব রহমান ও মনিরুল ইসলাম। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন টুটুল আহমেদ। খেলার ধারাভাষ্যে ছিলেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।

উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে এলাকার ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।

আগামীকাল ১১ জুন, ৮ম ম্যাচে একই মাঠে বিকাল ৪ টার সময় মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন একাদশ ও গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বাওট শাপলা ক্লাবের মধ্যে লড়াই হবে।

খেলাটি একযোগে রাজধানী টিভি, রেডিও পায়রা, মেহেরপুর প্রতিদিনের ফেসবুক থেকে সরাসরি লাইভ দেখানো হবে।




গাংনীতে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ কুষ্টিয়ার ২ মাদক কারবারি আটক

গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ দুই স্কুল ছাত্র আটক করেছে গাংনী থানা পুলিশ।
আটকরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী গ্রামের খাইরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২০) ও একই এলাকার মিরাজুল ইসলাম ওরফে মিরাজের ছেলে তুহিন (৩৬)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।জাহিদ হাসান দশম শ্রেনীর ছাত্র।
আজ শনিবার (১০ জুন) দুপুরের দিকে কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্র্রন আইনে মামলা দিয়ে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার -৭

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের নিয়মিত ১২ ঘন্টার অভিযানে নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৭ আসামি গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ২ আসামি ও আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ ও সিআর মামলায় ১ জন, গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত ও আদালতের পরোয়ানাভূক্ত ৩ আসামি গ্রেফতার হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এই দুটি থানার বিভিন্ন গ্রামে পুলিশের পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার হয়।
পুলিশ সুপার মো: রাফিউল আলমের নির্দেশে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট থানাগুলোর ডিউটি রুম থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের আজ শনিবার (১০ জুন) আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে র‌্যাবের উপর হামলা: ৪ নং আসামি ভূট্টো গ্রেফতার

র‌্যাবের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত ৪ নং আসামি মন্টু ওরফে ভূট্টো মন্ডল (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর একটি দল।
গ্রেফতাকৃত ভূট্টো মন্ডল গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আমিন মন্ডলের ছেলে।
শুক্রবার দিবাগত রাতে র‌্যাবের একটি টিম গোপন সংবাদে খবর পেয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ভূট্টো মন্ডলকে গ্রেফতার করে।
গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার রায়কে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় ওই দিনই গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ার হোসেন সুইট নামে একজনকে গ্রেফতার করেন। র‌্যাব সদস্য আহত হওয়ার ঘটনার মামলার ৪নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে এই মামলার ২ আসামি গ্রেফতার হলো।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক বলেন, র‌্যাবের উপর হামলা করার পরপরই পলাতক ছিল আসামি ভূট্টো। তার লোকেশন সঠিক করেই অপরাশেন চালানো হয়।
গ্রেফতার ভূট্টোকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ব্যবহারকারীর অবস্থানও শনাক্ত করবে গুগলের ‘বার্ড’ চ্যাটবট

গত মার্চ মাসে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করে গুগল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে এবার বার্ড-এ ব্যবহারকারীদের অবস্থান শনাক্তের সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের অবস্থান বুঝে সহায়ক বিভিন্ন উত্তর দিতে পারবে চ্যাটবটটি।

জানা গেছে, অবস্থান শনাক্তকরণ সুবিধা চালু হলে কোনো প্রশ্ন করলেই প্রথমে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করবে বার্ড। এরপর ব্যবহারকারীর দেশ, স্থানীয় তথ্য ও সামাজিক অবস্থান বিবেচনা করে প্রাসঙ্গিক ফলাফল জানাবে। ফলে বর্তমানের তুলনায় চ্যাটবটটির মাধ্যমে আরও ভালো উত্তর পাওয়া যাবে।

গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীর আশপাশের রেস্তোরাঁ এবং বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যও জানাতে পারবে বার্ড চ্যাটবট। ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে। শুধু তা–ই নয়, বিভিন্ন প্রশ্নের প্রাসঙ্গিক ফলাফলও জানাতে পারবে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশনস) কাজে লাগিয়ে তৈরি বার্ড চ্যাটবটটিতে এরই মধ্যে অবস্থান শনাক্তের সুবিধার কার্যকারিতা পরীক্ষা করে দেখছে গুগল। বেটা সংস্করণ ব্যবহারকারীরা চ্যাটবটটিতে প্রবেশ করলেই একটি বার্তা দেখতে পারছেন। বার্তায় বলা হয়েছে, ‘আরও প্রাসঙ্গিক প্রতিক্রিয়া পেতে, আপনি বার্ডকে আপনার যন্ত্রের সুনির্দিষ্ট অবস্থান ব্যবহারের অনুমতি দিতে পারেন।’

সূত্র: গ্যাজেটস নাউ