নিয়োগ দেবে হীড বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে অভ্যন্তরীণ নিরীক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অভ্যন্তরীণ নিরীক্ষক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। প্রার্থীকে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে আভ্যন্তরীণ নিরীক্ষক পদে কাজ করার অভিজ্ঞতা সহ দাতা সংস্থার এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচীতে অডিট করার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচী ও প্রকল্পসমূহ নিয়মিত অডিট করা। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট এক্সেস বিষয়ে দক্ষ থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা ।

বেতন

৩০০০০ (মাসিক )।

শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০/- টাকা

কোম্পানির সুযোগ সুবিধাদি

• নিয়মিতকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী সকল পদের জন্য নির্ধারিত সুবিধাদি প্রদান করা হবে (যেমনঃ বাৎসরিক বোনাস, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ ভাতা, ইনফ্লেশন ইত্যাদি)।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৯ জুন, ২০২৩।

সূত্র : বিডিজবস




আইনজীবী ছাড়া বিনা খরচে জামিন পেলেন এক আসামি

আইনজীবী নিয়োগ করা ছাড়াই নিজের মৌখিক আবেদনের প্রেক্ষিতে আদালত থেকে জামিন পেলেন এক আসামি।

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ এই আদেশ প্রদান করেন। আদালত আসামিকে নিজ জিম্মায় মামলার পরবর্তী তারিখ আদালতে উপস্থিত হওয়ার শর্তে অন্তর্র্বতীকালিন জামিন মঞ্জুর করে আসামিকে জামিনে মুক্তির নির্দেশ প্রদান করেন।

খোজ নিয়ে জানা যায়, আসামি মোঃ কাবেল আলীর বিরুদ্ধে তার স্ত্রী ২০২০ সালে একটি যৌতুকের মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি মোঃ কাবেল আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হলে পুলিশ চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করেন। দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলে থাকার পর সম্প্রতি তাকে মেহেরপুর জেলখানায় স্থানান্তর করা হয়। আজ জেল খানা থেকে তাকে আদালতে হাজির করা হয়।

মামলাটি শুনানির জন্য ডাকা হলে কোন আইনজীবী না থাকায় আদালত আসামির বক্তব্য জানতে চান। আসামি তখন নিজেই শুনানি করেন এবং আইনজীবী নিয়োগ করার মতো তার পরিবারে কেউ নেই বলে জানিয়ে নিজেই মৌখিকভাবে জামিনের প্রার্থনা করেন। তার স্ত্রীর সাথে তালাক হয়নি এবং সংসারে এক সন্তান আছে জানিয়ে তিনি সংসার করার আগ্রহ প্রকাশ করেন। দীর্ঘ হাজতবাস এবং মামলার গুনাগুন বিবেচনায় আদালত তাকে নিজ জিম্মায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে মুক্তির আদেশ প্রদান করেন।




গাংনীতে অতিরিক্ত দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগ

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তার অনৈতিক যোগসাজসে সার বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তুলে জেলা প্রশাসক বরাবর তদন্তের আবেদন করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাহারবাটি ইউনিয়ন শাখার সভাপতি মো: মনিরুল ইসলাম।

অভিযোগে সাহারবাটি, কাজিপুর, ধানখোলা, বামন্দীসহ বিভিন্ন এলাকায় এই অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, বর্তমানে মাঠের ফসল পাকা ও কর্তন অবস্থায় বিরাজমান। যার কারনে ডিলারদের গুদামে পূর্ব মূল্যের রাসায়নিক সার পর্যপ্ত পরিমাণ মজুদ রয়েছে। বিগত ১০ এপ্রিল থেকে সরকার সকল রাসায়নিক সারের মুল্য বৃদ্ধি করেছে। যার কারনে ১০ এপ্রিল মাসের মজুদকৃত পূর্ব মূল্যের সার আউশ ও পাট আবাদে এলাকার কৃষকদের পাওয়ার কথা। সূত্র মতে, ১০ এপ্রিল এর পূর্বের সার বামন্দী বাজারের মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজের প্রোপাইটার জেনিস ফারজানা তানিয়ার গুদামে ইউরিয়া ৫ হাজার বস্তা, টিএসপি সাড়ে ৪ হাজার বস্তা, ডিএপি সাড়ে ৫ হাজার বস্তা, এমওপি ৩ হাজার ৬০০ বস্তা মজুদ ছিল।

গাংনীর গাঁড়াডোব বাজারের মেসার্স এনআর এন্টারপ্রাইজ প্রোপাইটার এনামুল হোসেনের গুদামে ইউরিয়া ৪ হাজার ৮০০ বস্তা, টিএসপি ৪ হাজার ৬০০ বস্তা, ডিএপি ৩ হাজার ২ শ বস্তা, এমওপি ৪ হাজার ৯০০ বস্তা, মজুদ ছিল, বামন্দী বাজারের মেসার্স ইসলাম এন্টারপ্রাপ্রাইজ যার প্রোপাইটার নুরুল ইসলামের গুদামে ইউরিয়া ৬ হাজার ২০০ বস্তা, টিএসপি ৪ হাজার ৭০০ বস্তা, ডিএপি ৩ হাজার ২০০ বস্তা, এমওপি ৩ হাজার ৩০০ বস্তা, মজুদ ছিল। বামন্দী বাজারের মেসার্স জামান ট্রেডার্স যার প্রোপাইটার আল আমিন (দায়ীত্বপ্রাপ্ত )গুদামে ইউরিয়া ৮ হাজার বস্তা, টিএসপি ৭ হাজার ৪০০ বস্তা, ডিএপি ২ হাজার ৫০০ বস্তা, এমওপি ৫ হাজার বস্তা মজুদ ছিল।

অভিযোগে আরো বলা হয়েছে, সারের দাম বৃদ্ধির সাথে সাথে অসাধু কৃষি কর্মকর্তা মো: আব্দুর রউফ এসব সার ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের মাসোহারা নিয়ে সারের মজুদকম দেখিয়ে উল্লেখিত মজুদকৃত সার কৃষকদের মাঝে প্রতি কেজি ২৭ টাকা দরে বিক্রি করাচ্ছেন। কৃষকদের কাছ থেকে বর্ধিত মূল্যে প্রতি কেজিতে ৫ টাকা বেশি দরে ১১ এপ্রিল ২০২৩ থেকেই বিক্রি করে আসছে। এই সার বিক্রির সময় রেজিস্ট্রারে কৃষকদের নামের তালিকা নাম মোবাইল গ্রাম সব সংরক্ষন করার কথা। কিন্তু সার বিক্রিতে কোনো রকম রেজিস্ট্রার সংরক্ষণ করা হয়নি। কৃষকরা ব্যবসায়ীদের কাছ থেকে রশিদ চাইলেও রশিদ দিচ্ছেনা। বরং কৃষকদের সাথে অসাদাচারণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দায়িত্বপ্র্প্তা ডিলারদের নিজ নিজ ইউনিয়নের গুদাম ঘর থেকে কৃষকদের মাঝে সার বিক্রির বিধান থাকলেও উপজেলা শহর ও বামন্দী থেকে তারা সার বিতরন করে থাকেন। এতে কৃষকরা চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। কিছু অসাধু কর্মকর্তার সহযোগীতার কারনে তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকেন।

এদিকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর জেলা প্রশাসক উপপরিচালক (ডিডি) কৃষি বিভাগকে তদন্ত করার জন্য চিঠি দেন। পরে জেলা প্রশাসক বরাবর আবারো আবেদন করেন কৃষক লীগ নেতা মনিরুল ইসলাম। সঠিক তদন্ত না হওয়ার আশংকায় তিনি জেলা প্রশাসনের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্তের অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রউফ বলেন, আমি গাংনীতে প্রায় দুই বছর চাকুরী করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা ভিত্তিহীন। তিনি সার ডিলারদের সরাসরি পক্ষ নিয়ে বলেন, এপ্রিল মাসের যে সার ডিলারদের কাছে মজুদ ছিল সেগুলো তারা নিয়ম মেনে রেজিস্ট্রার খাতা মেইনটেন করেই বিক্রি করেছেন। সারের ডিলাররা সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে না বিক্রি করে উপজেলা পর্যায়ে বা বামন্দীতে সার বিক্রি করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ২০০৯ সালের আগে ছিল। আমাদের রেজিস্ট্রেশনকৃত প্রতিটি ইউনিয়নে একজন করে সারের ডিলার রয়েছে। এখন তারা প্রতিটি ইউনিয়নে যেখানে সার বিক্রি করার কথা সেখানেই সার বিক্রি করেন। আবার উপজেলা পর্যায়ে বা বামন্দীর মত স্থানে তাদের একাধিক দোকান রয়েছে।




গাংনীতে লোডশেডিং ও দাবদাহে বিপাকে কৃষক

গাংনীতে ফসল উৎপাদন নিয়ে বেশ বিপাকে কৃষকেরা। একদিকে মাঠভর্তি আউশ মৌসুমের ধান, পাট সহ বিভিন্ন ফসল প্রচণ্ড দাবদাহের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরেকদিকে লোডশেডিংয়ে ফসল রক্ষা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা। তীব্র লোডশেডিংয়ে বিদ্যুচ্চালিত গভীর নলকূপগুলো বন্ধ থাকায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। যা নিয়ে কৃষকদের হাতাশা ও দুর্ভোগের শেষ নেই।

গাংনী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আউশ মৌসুমে উপজেলায় ৬ হাজার ৪’শ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে এবং প্রায় ১১ হাজার হেক্টর জমিতে পাট ফসলের চাষাবাদ করা হয়েছে। এছাড়াও মরিচ, বেগুন সহ বেশ কয়েকটি ফসল কয়েক হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হচ্ছে।

তীব্র ভ্যাপসা গরম ও উপর বৃষ্টি না থাকা সহ বিদ্যুৎয়ের লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি মাঠের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। গাংনী উপজেলার অধিকাংশ মাঠে বিদ্যুচ্চালিত গভীর নলকূপ সেচ কাজে কৃষকদের একমাত্র ভরসা। পৌর এলাকায় ২৪ ঘন্টায় ১২-১৪ ঘন্টা লোডশেডিং হলেও গ্রামঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অতিরিক্ত বেশি। ২৪ ঘন্টায় গ্রামঞ্চলে বিদ্যুৎ থাকছে ৫-৬ ঘন্টার মতো। তাও আবার ছিন্নভিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে গ্রাম এলাকায়।

উপজেলার কাজিপুর গ্রামের কৃষক মিকাইল হোসেন বলেন, ‘২ বিঘা ধান লাগিয়েছি ১৫ দিন হচ্ছে। এই কয়দিনে ধানের জমিতে সেচ দিয়েছি ৩দিন। আমিতো তাও ৩দিন পেয়েছি অনেক চাষি সেচ দিয়ে ধান লাগানোর পর আর সেচ পায়নি। কারেন্ট এই আসছে তো এই চলে যাচ্ছে এরকম অবস্থায় চলছে।’

হাড়াভাঙ্গা গ্রামের কৃষক জিল্লুর রহমান বলেন, ‘রোদ গরমে জমিতে পাট সব শুকিয়ে যাচ্ছে। সেচ দেওয়া প্রয়োজন কিন্তু যারা ধান লাগিয়েছে তাঁরাই এখনো সেচ পায়নি। আমরা কি করে এর মধ্যে পাটে পানি দেওয়ার জন্য ভীড় জামাবো! লোডশেডিং ঝামেলা না হলে কোন সমস্যায় ছিলো না।

বালিয়াঘাট গ্রামের কৃষক বাদল হোসেন বলেন, ‘কয়েক বিঘা জমিতে মরিচ লাগিয়ে এখন পানি দরকার কিন্তু বিদ্যুৎচ্চালিত মোটর অকেজো হয়ে যায় বিদ্যুৎ না থাকায়। আমার জমিতে সেচ দিতে পারলে গাছে দ্রুত মরিচ দাঁড়াত কিন্তু কিছুই হচ্ছে না।’

হাড়াভাঙ্গা গ্রামের আরেক কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘ধান, পাট, মরিচ, লাগানো ঘাস সহ সবকিছুর সেচ দরকার। এখন অধিকাংশ জমি মোটরের সেচের ওপর নির্ভর করে। কিন্তু লোডশেডিং হওয়ায় কৃষকদের খুব সমস্যা সৃষ্টি হয়েছে।’

গাংনী উপজেলা সেচ কমিটির সভাপতি মো: হারুন অর রশীদ বলেন, ‘লোডশেডিংয়ে বিদ্যুচ্চালিত গভীর নলকূপ চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে নলকূপ মালিকপক্ষকে। কৃষকদের অভিযোগের শেষ নেই। যেহেতু লোডশেডিং সারাদেশে একযোগে হচ্ছে সেজন্য অপেক্ষা করতে হবে এ সমস্যা সমাধানের জন্য। তবে পৌর এলাকা আর গ্রাম এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কতৃপক্ষ রীতিমতো ছলচাতুরী করছে; এটা উচিত না।’

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, দাবদাহের সাথে লোডশেডিং দুটোর ফলে মাঠের অনেক ফসলের সেচ ও উৎপাদন ব্যহত হচ্ছে। তবে আমরা আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।




মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সারাদেশে বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে সীমাহীন দূর্নীতির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচী ও মেহেরপুর বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
কর্মসূচীর নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস প্রমুখ।




মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্র নিহত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পুকুরে ডুবে আলিফ হোসেন (১৬) নামে ১০ম শ্রেনীর এক ছাত্র মারা গেছে।

আলিফ হোসেন আমঝুপি গ্রামের মৃতু আলমগীর হোসেনের ছেলে ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

আজ বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১২ টার দিকে তার বন্ধুদের সাথে কোলা গ্রামের একটি পুকুরে ডুবে মারা যান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আলিফ হোসেন তার অপর বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে যায়। অন্যান্য বন্ধুদের সাথে পুকুরের পানিতে খেলা করছিল। অসবাধনতা বসত সে গভীর পানিতে গিয়ে তলিয়ে যায়। পরে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।




মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখ আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর থেকে অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখকে আটক করেছে ডিবি ও মুজিবনগর থানা পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে মুজিবনগর থানার এস আই আশিক মুজিবনগর মুক্তিযোদ্ধা সংসদ ভবন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক বিজয় শেখ শিবপুর গ্রামের মৃত শাহাদুল শেখের ছেলে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আশিক অভিযান চালিয়ে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ব্র্যাণ্ডের মোবাইল সহ বিজয় শেখকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

ডিবির ওসি সাইফুল আলম জানান, অনলাইন জুয়ার এজেন্ট বদরুদ্দোজা রয়েলকে আটক করা হয়েছিলো গত বছরের ২৪ আগষ্ট। রয়েল পুলিশের কাছে বিজয় শেখসহ ১৫জনের নাম করে একটি স্বীকারোক্তি দিয়েছিলো। সেই স্বীকারোক্তী অনুযায়ী তদন্তে বিজয় শেখের সম্পৃক্ততার সত্যতা মেলে। বিষয়টি মুজিবনগর থানাকে জানালে মুজিবনগর থানা পুলিশ তাকে আটকের পর আমাদের কাছে হস্তান্তর করে। আমরা তার কাছে থেকে আইফোন ১৪ প্রো ম্যাক্স ব্র্যাণ্ডের একটি মোবাইল সিম সহ জব্দ করেছি। মোবাইলে অনলাইন জুয়ার প্রাথমিক তথ্য মিলেছে। বিকালে আদালতে তোলা হবে। আরো জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে রিমাণ্ডের আবেদন জানাবো।

এদিকে, অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ততা থাকা নিয়ে বিজয় শেখের নাম দীর্ঘদিন ধরে শোনাগেলেও সে ধরাছোয়ার বাইরে ছিলো। কয়েকবছরে অনলাইন জুয়ার মাধ্যমে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন বিজয়। নিজগ্রামে পুকুর ভরাট করে চারতলা ভবন নির্মান করে এলাকায় তাক লাগিয়েছেন। অথচ বছর তিন আগেও তার বাবা শাহাজুল শেখ মারা যান। এরপর বাবার স্যানিটারি সামগ্রী নির্মাণের ব্যবসার মাধ্য সংসার চালিয়েছেন।

উল্লেখ্য, পুলিশের দেওয়া তথ্যমতে মেহেরপুর জেলার বিভিণ্ন এলাকায় দুই শতাধিক তরুণ যুবক এই অনলাইন জুয়ার সাথে জড়িত। তারা অনলাইন জুয়ার মাধ্যমে নিজেরা কোটি পতি হয়েছে। আর অপরদিকে সর্বশান্ত হচ্ছে সাধারণ তরুণ যুবকরা। পুলিশ গত কয়েক মাসে প্রায় অর্ধশত অনলাইন জুয়ার এজেন্ট আটক করেছে।

… আরো বিস্তারিত পড়তে চোখ রাখুন আগামীকালের পত্রিকায়




কোটচাঁদপুরে আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে আত্ম*হত্যার প্রবণতা

কোটচাঁদপুরে আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার প্রবণতা। গেল এক মাসে কিটনাশক,ঘুমের ট্যাবলেট ও গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছেন ৩৩ জন। এরমধ্যে   পুরুষ থেকে নারীর সংখ্যই বেশি। জনসচেতনতার মাধ্যমে প্রতিরোধ করতে হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,গেল মে মাসে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কীটনাশক পান করে,ঘুমের ট্যাবলেট খেয়ে ও গলায় রশি দিয়ে ৩৩ জন আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। যার বেশির ভাগই ছিল নারী।

এরমধ্যে গেল ৩ তারিখে কিটনাশক পান করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ২ জন নারী, ৪ তারিখে ১ পুরুষ ১ নারী,৫ তারিখে ১ নারী, ৯ তারিখে ১ জন নারী, ১০ তারিখে ২ জন নারী, ১২ তারিখে ২ জন নারী, ১৩ তারিখে ২ জন নারী, ১৪ তারিখে ১ জন পুরুষ, ১৬ তারিখে ১ নারী, ১৭ তারিখে ১ পুরুষ, ১৮ তারিখে ১ পুরুষ ১ জন নারী, ২০ তারিখে ১ পুরুষ ১ নারী,২১ তারিখে ১ জন পুরুষ ১ জন নারী, ২২ তারিখে ১ জন নারী,২৩ তারিখে ২ জন নারী ১ জন পুরুষ,২৪ তারিখে ১ জন পুরুষ, ২৫ তারিখে ১ জন নারী, ২৭ তারিখে ১ জন নারী ২৯ তারিখে ১ জন নারী, ৩১ তারিখে ২ জন নারী।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম বলেন, আত্মহত্যা প্রতিরোধে কোন কমিটি নাই। তবে আমরা সব সময় এটা নিয়ে মানুষের সাথে কাজ করি।

তিনি বলেন, আত্মহত্যা একটা সামাজিক ব্যাধি, এটা সামাজিক ভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে।  আর এ কাজটি কারো একার পক্ষে করা সম্ভব না। সবাই সম্মিলিত ভাবে এগিয়ে এলে এটা প্রতিরোধ করা যেতে পারে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (এনেস্থিসিয়া) রাইসুল ইসলাম (জুয়েল) বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে এর কোন আইন নাই। তবে প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রগাম আছে। যার মাধ্যমে মানুষকে সচেতন হলে হয়।

এ এলাকায় মানুষ কেন আত্মহত্যার মত পথ বেচে নেন, এমন প্রশ্নে তিনি বলেন, শুধু কোটচাঁদপুর না, খুলনা বিভাগের মানুষ একটু বেশি ইমোশনাল। ছোট কিছুতেই ইমোশনাল হয়ে পড়ে, আর আত্মহত্যার দিকে ঝুকে পড়েন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, আত্মহত্যা প্রতিরোধে একক কোন কমিটি নাই। তবে বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা এ  সব কিছু নিয়ে কমিটি আছে, উপজেলা সহ প্রতিটি ইউনিয়নে।

যারা প্রতিরোধে কাজ করে থাকেন। কমিটিগুলো সক্রিয় আছে কি, জানতে চাইলে, তিনি বলেন, থাকার কথা। এরপরও খোজ খবর নিয়ে দেখছি,কি অবস্থা।

তিনি বলেন, এটা আইন করে বন্ধ করা সম্ভব না। জনসচেতনতার মাধ্যমে এটার প্রতিরোধ করতে হবে।




ম্যাকবুকে খেলা যাবে উইন্ডোজ গেম

অ্যাপল সম্প্রতি প্রোটোনের মতো একটি টুল চালু করছে। তারা তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে বেশকিছু চমৎকার ঘোষণা দিয়েছে। তারমধ্যে এই ঘোষণাটি গেমারদের জন্য বেশ চমৎকার। তাদের প্রোটোনের মতো টুল ডিরেক্ট-এক্স এর মাধ্যমে উইন্ডোজের গেম সহজেই ম্যাকবুকে চালু করতে সাহায্য করবে।

স্ট্রিম ডেক আর প্রোটনের মতো গেম পোর্টিং টুলকিট তারা বানিয়েছে। ক্রসওভার থেকে তারা সোর্স কোড নিয়ে টুলকিট তৈরি করেছে। উইন্ডোজ গেম ট্রান্সলেট করে তা দ্রুত ম্যাকে চালানোর সুবিধা করে দিবে এই টুলকিট।

উইন্ডোজের ৮৬ বিটনির্ভর সাপোর্ট আর উইন্ডোজ এপিআই এর মাধ্যমে এমনটি সম্ভব। কোনো পোর্টিং বা মোডিফিকেশন ছাড়াই গেম রান করা যাবে। গেমারদের জন্য এটি এক বড় খবর তো বটেই।




গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আসাদুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সু প্রভা রানী, আরএমও আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসের অফিস কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।