১০ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু আজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (৮ জুন) শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসব ২০২৩’। বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

গত ৬০ বছরে বাংলাদেশের চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হবে ১০ দিনব্যাপী এই উৎসব।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের ও সৈয়দ সালাহউদ্দিন জাকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন, শুভেচ্ছা বক্তব্য দেন বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী।

কিংবদন্তী শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’।আরও থাকছে নির্মাতা মোরশেদুল ইসলাম নির্মিত ‘চাকা’। আগামীকাল প্রদর্শিত হবে ‘সূর্যকন্যা’, মেঘের অনেক রং’, ‘শিল্পাচার্য’, ‘চাক্কি’ ও ‘ঘুড্ডি’।

১০ জুন দেখানো হবে ‘আহা’, ‘সূর্য দীঘল বাড়ি’, ‘মুক্তির গান’ ও ‘সে’ সিনেমাগুলো। ১১ জুন প্রদর্শিত হবে ‘রীনা ব্রাউন’, ‘আধিয়ার’, ‘রোকেয়া’ ও ‘কালীঘর’। ১২ জুন ‘শঙ্খনাথ’, ‘ধড়’, ‘গেরিলা’, ‘ডুব সাঁতার ও ইতি সালমা, ১৩ জুন ‘স্বপ্ন ডানায়’, ‘মেঠোপথের গান’, ‘মেঘমল্লার’, ‘আগামী’ ও ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ১৪ জুন প্রদর্শিত হবে ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘জন্মসাথী’, ‘চন্দ্রাবতী কথা’, ‘শিরোনামহীন’, ‘ভুবন মাঝি’, ও ‘মিছিলের সুখ’।

জানা গেছে, ১০ দিনব্যাপী এই উত্সবে ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তার মধ্যে ২২টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা, ১৩টি প্রামাণ্যচিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উত্সবের প্রদর্শনী অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকেল ৩টা, বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

সূত্র: ইত্তেফাক




হেড-স্মিথে দিশেহারা ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের শুরুটা যেভাবে হয়েছিলো তাতে মনে হচ্ছিলো দিনটা ভারতেরই হতে যাচ্ছে। দলীয় ২ রানেই শূন্যহাতে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। ৭৬ রানেই অজিরা হারিয়েছিলো ৩ উইকেট। তবে এরপরই দিনের শেষভাগে এসে ভারতের বোলারদের ওপর এক প্রকার তান্ডব চালিয়েছিলেন ট্রাভিস হেড আর স্টিভেন স্মিথ। দুজন মিলে নিরবিচ্ছিন্ন জুটিতে তুলেছেন ২৫১ রান। হেডের প্রায় দেড়শ ছোঁয়া ইনিংসের সঙ্গে স্মিথের শতরানের হাতছানি দেওয়া ইনিংসে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩২৭ রান।

বুধবার (৭ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথপমদিন ইংল্যান্ডের ওভালে টস জিতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে ভারতের পেসারদের সামনে শুরুতে বেশ ধুকতে হয়েছে অজি ব্যাটারদের। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের লাগাম নিজেদের দিকে টেনে নিয়েছেন দুই অজি ব্যাটার হেড আর স্মিথ মিলে।

দিনের শুরুতেই দলের মাত্র ২ রানের মাথাতেই শূন্য রানেই ফেরেন অজি ওপেনার খাজা। ভারতের পেসার সিরাজের আউটসুইঙ্গে খাজা ধরা পড়েছেন ভারতের উইকেটরক্ষক শ্রীকর ভরতের হাতে।

দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড অয়ার্নার আর মার্নাস লাবুশানে মিলে চেষ্টা করেছিলেন জুটি গড়ার। তবে লাঞ্চের আগে প্রথম সেশনের শেষভাগে দুজনই একসঙ্গে ফিরলে আবারই বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। ৬৯ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৪৩ রানেই ফেরেন ওয়ার্নার। মাত্র ৫ রানের ব্যবধানে দলীয় ৭৬ রানেই মোহাম্মদ শামির বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন লাবুশানে।

এরপর দিনের বাকি দুই সেশন ভারতীয় বোলারদের হতাশই করেছেন হেড আর স্মিথ। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে লাঞ্চের পর দেখেশুনে খেলতে থাকেন। দিনের শেষ সেশনে এসে খোলস ছেড়ে ভারতীয় বোলারেদ্র উপর চড়াও হয়েছেন দুই অজি ব্যাটারই।

স্মিথ কিছুটা ধীরস্থির খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন হেড। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে মাত্র ৬০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া হেড সেঞ্চুরি করেছেন ১০৬ বলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করা প্রথম খেলোয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসও গড়েছেন হেড। দিনশেষে হেড অপরাজিত আছেন ১৫৬ বলে ১৪৬ রানে।

এদিকে, স্মিথ শুরুটা করেছিলেন বেশ ধীরস্থিরভাবে। ১৪৪ বলে ফিফটি ছোঁয়ার পর ইনিংসের গতি বাড়িয়েছেন স্মিথ। দিনশেষে স্মিথ অপরাজিত আছেন ২২৭ বলে ৯৫ রান। দুই অজি ব্যাটার মিলে ৩৭০ বলে ২৫১ রানে জুটি গড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটি পুরোটাই নিজেদের করে নিয়েছে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরের গোপীনাথপুরে প্রবাসীর বাড়িতে হামলা; আহত ৩

মুজিবনগরের গোপীনাথপুর গ্রামের প্রবাসী ফিরাতুল ইসলামের বাড়িতে গত ৬/৬/২০২৩ রাত ১০ টার সময় সদল বলে হামলা চালিয়েছে একই গ্রামের কয়েকজন দুর্বৃত্ত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে একই দিনে সন্ধ্যারাত্রে কথা কাটাকাটির জের ধরে এই হামলার ঘটনাটি ঘটনো হয়েছে। হামলার সময় তারা নিজেদেরকে ছাত্রলীগের কর্মী হিসেবে দাবি করে। তবে এ বিষয়ে স্থানীয় মেম্বার আব্দুস সাত্তারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তারা কোনোভাবেই ছাত্রলীগের কর্মী নয় বরং একটি উশৃংখল শ্রেণীবিশেষ।।

প্রবাসী ফিরাতুলের বাড়িতে প্রবেশ করে এই হামলার নেতৃত্ব দেয় গোপীনাথপুর গ্রামের লিটন ঢিকি র ছেলে জাহিদ‌, লিজ্জূর ছেলে লিজন‌, শাজাহান ঢিকির ছেলে সাহাজুল ,ফরজ উদ্দিনের ছেলে সোহাগ।

এ বিষয়ে মুজিবনগর থানায় তুহিন নামে একজন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে বাড়িতে প্রবেশ করে তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র সহ অন্যান্য উপকরণ ভাঙচুর করে। বাদী তুহিনকে লাঠি ও রড দ্বারা মারধর করে, তার মাকে মারধর করে এবং তার বোন দুই মাসের গর্ভবতী সন্ধাকেও লাথি মারে। এতে তারা মারাত্মকভাবে আহত হয়।

অন্যদিকে পাল্টাপাল্টি থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে অভিযুক্তরা।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন গোপিনাথপুরের মারামারির বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।  পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।




গরমে কলা সংরক্ষণের উপায়

বাজার থেকে সবচেয়ে সুন্দর কলাটিই নিয়ে এসেছিলেন। কিন্তু প্রচণ্ড গরমে কলা কালচে হয়ে গেছে। কালচে হওয়াটা হয়তো সমস্যা নয়। তবে কালচে কলা অনেক সময় খাওয়ার যোগ্য থাকে না। তবে তীব্র গরমেও ঘরোয়া কিছু পদ্ধতিতে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যেমন:

.কলা বাড়িতে আনলে ঝুলিয়ে রাখবেন। কারণ সমতল জায়গায় রাখলে কলার ভেতর থাকা ইথিলিন যৌগ বেশি কাজ করে। আর ইথিলিন সমসময় কলা দ্রুত পাকাতে ভূমিকা রাখে।
.কালচে হওয়ার ভয় থাকলে এয়ারটাইট ব্যাগে ভরে কলা ফ্রিজে রেখে দিন। তাহলেও হবে।
.অন্যান্য ফল থেকে আলাদা রাখুন কলা। অন্যান্য ফলের সঙ্গে একসঙ্গে রাখলে দেখতে সুন্দর লাগে। কিন্তু এভাবে কলার ওপর কালচে দাগ দ্রুত পড়ে।
.এই পদ্ধতিটি একটু অদ্ভুত। তবে কলা ভিনিগারে চুবিয়ে রাখলে কালচে দাগ দূর হয়।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গায় দৃগ্ধজাত পণ্য (মাঠা) পরিবহন ট্যাংকার ভ্যানের শুভ উদ্ভোধন

চুয়াডাঙ্গা ঝিনাইদাহ ও মেহেরপুর জেলায় আরএমটিপি প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন কতৃক বাস্তবায়িত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল(ইফাদ) ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় ‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’’ শীর্ষক ভ্যালূচেইন উপ—প্রকল্প বাস্তবায়িত উদ্ভোধন করা হয়েছে।

আরএমটিপি প্রকল্প থেকে চুয়াডাঙ্গা জেলা সদরের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোঃ সুমন আলীকে ট্যাংকার ভ্যান ক্রয় বাবদ ২৫০০০/— টাকা অনুদান প্রদান করলে অবশিষ্ট টাকা প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মোঃ সুমন আলী প্রদান করে ট্যাংকার ভ্যান ক্রয় করেন।

দৃগ্ধজাত ট্যাংকার ভ্যান গতকাল বুধবার সকাল সাড়ে দশটার সময় শুভ উদ্বোধন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ আব্দুল বারী, মনিটরিং এন্ড রেজাল্ট মেনেজম্যন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ইন্টারভেনশন ০৪ এর ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ শরিফুল আলম লিটন, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার লাইলাতুল ইসলাম এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।। চুয়াডাঙ্গা জেলায় এই ট্যাংকার ভ্যান এর ফলে এলাকায় মাঠার প্রচলন হবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরী হবে। দুগ্ধজাত পণ্যের বহুমূখীকরনের ফলে এলাকায় দুধের উৎপাদন ও চাহিদা বৃদ্ধি পাবে।




আলমডাঙ্গায় প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় কৃষকলীগ নেত্রী গ্রেপ্তার

আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় সাবেক কৃষকলীগের সভানেত্রী সামসাদ রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৮ টার দিকে পৌর এলাকার এরশাদপুর চাতাল মোড় থেকে আটক করে পুলিশ।

জানাযায়, বুধবার সকালে অষ্টম থেকে দশম শ্রেণীর পর্যন্ত ছাত্রদের অর্ধ বার্ষিকী পরিক্ষা চলছিলো। একই দিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন পরিক্ষার দিন ছিল। অর্ধ বার্ষিকী পরিক্ষার জন্য সামষ্টিক মূল্যায়ন পরিক্ষা নিতে দেরি হচ্ছিলো। সে সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিলো। এরমধ্যে সামসাদ রানুর ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্ক ছিলো। তার গায়ে রোদ লাগার কারণে সে বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্কুলে আসতেই কলার চেপে ধরে টানতে টানতে বিদ্যালয়ের শ্রেনীকক্ষের দিকে নিয়ে যায়। সেখানে কিলঘুষি সহ পায়ের স্যান্ডেল খুলে শিক্ষককে মারপিট করে। ভুক্তভোগী স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বাদী হয়ে বুধবার বিকেল ৫ টায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ।

প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, আমি অফিসের ভেতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর শুরু করা হয়।

প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যা ঘটেছে তা অত্যন্ত অপমানকর। আমি হতবিহ্বল হয়ে পড়েছি। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে ডেকেছিল। তার সাথে পরামর্শ করে আইনগত ভাবে বিকেলে থানায় মামলা দায়ের করেছি।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শিক্ষকের দায়েরকৃত মামলায় সামসাদ রানুকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় আজ (বৃহস্পতিবার) কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।




সরকারের সকল উন্নয়ন মানুষের কাছে তুলে ধরুন – জেলা প্রশাসক

মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যানদের বলেন,” সরকারের সকল উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে তুলে ধরুন। সরকারের টানা মেয়াদে আপনাদের নিজ নিজ এলাকায় কি পরিমান ভাতা দেওয়া হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট করা হয়েছে, আর্থিক ও খাদ্য সহায়তাসহ অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে তথ্য প্রমণসহ জনগণের মাঝে তুলে ধরুন।

গতকাল বুধবার দুপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজন ও গাংনী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এসব কথা বলেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, আপনারা জনপ্রতিনিধি আপনার এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ান। নিজ নিজ এলাকার আইন শৃংখলার উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালন করুন।

তিনি বলেন, এলাকার সামাজিক সম্প্রীতি সুরক্ষায় চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে। এসব কাজে প্রশাসন আপনাদের সাথে নিয়ে ও জনগণের পাশে থেকে সরকারের উন্নয়ন ও সুফল জনগণের কাছে পৌছে দিতে বদ্ধ পরিকর।”

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজন ও উপজেলা প্রশাসন, গাংনী এর ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপি ইউনিয়ন পরিষদ মৌলিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

গাংনী উপজেলার ৯টি ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও ইউপি সচিববৃন্দ তিনদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।




আলমডাঙ্গায় প্রধান শিক্ষককে জুতা পেটা করলো আওয়ামীলীগের নেত্রী

স্কুলের ছাত্ররা রোদ্রে বাহিরে দাড়িয়ে থাকায় ক্ষোভে প্রধান শিক্ষককে জুতা পেটা করলেন আওয়ামীলীগ নেত্রী সামসাদ রানু। তিনি সাবেক আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র। ঘটনাটি আলমডাঙ্গা সরকারি বহুমুখী পাইলট বালক বিদ্যালয়ে ঘটেছে। প্রধান শিক্ষককে অফিসে প্রবেশ করে জুতা পেটা করার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এঘটনায় রিপোর্ট লেখাপর্যন্ত আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছিলেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম খাঁন।

জানাগেছে, আলমডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসাদ রানু ওরফে রাঙা ভাবি। গত কয়েক দিনে তীব্র দাবদহে অতিষ্ঠ জনজিবন। প্রাথমিক স্কুল গুলো বন্ধ থাকলেও মাধ্যমিক পর্যায়ে সকল স্কুল চলমান রয়েছে। সামসাদ রানুর ছেলে অর্ক সে ওই স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র। বুধবার সকালে সামসাদ রানু তার ছেলের কাজের বিষয়ে স্কুলে আসেন। স্কুল সাড়ে সকাল ৯ টার বাজলেও কোন কক্ষ খোলা হয়নি। কিছুক্ষণ পর স্কুলের প্রধান শিক্ষক প্রবেশ করলে হঠাৎ চড়াও হয় সামসাদ রানু। ধাক্কা দিতে দিতে অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে প্রধান শিক্ষকে চড়-থাপ্পড় মারতে থাকে একপর্যায়ে তার পায়ের স্যান্ডেল খুলে মারতে থাকে। এতে প্রধান শিক্ষক শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিত হয়। ঘটনার পরপরই স্কুলের শিক্ষকেরা চড়াও হলে সামসাদ রানু ছটকে পড়ে। মুহুর্তে এঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তোভোগী প্রধান শিক্ষক রবিউর ইসলাম খান বলেন, বিদ্যালয়ের মধ্যেই সবার সামনে সামসাদ রানুর আমাকে লাঞ্চিত করেছেন। মারধর করেছেন।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ বার্ষিকী পরিক্ষা নেয়া হচ্ছিল। একই দিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন পরিক্ষার দিন ছিল। অর্ধ বার্ষিকী পরিক্ষার জন্য সামষ্টিক মূল্যায়ন পরিক্ষা নিতে দেরি হচ্ছিল। সেই শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। এরমধ্যে সামশাদ রানুর ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্ক ছিল। তার গায়ে রোদ লাগার কারণে আমি বিদ্যালয়ে আসতেই আমাকে কলার চেপে ধরে টানতে টানতে বিদ্যালয়ের শ্রেনীকক্ষের দিকে নিয়ে যান। আমাকে কিলঘুষি মারতে থাকেন। তার পায়ের জুতা খুলেও মারধর করে।

আকস্মিক মারধরে আমি অসুস্থ হয়ে পড়েছি। হাত-পা অবশ হয়ে যাচ্ছে। আমি বয়স্ক মানুষ। এমনিতেই শারীরিক দুর্বলতায় ভুগছি। পরিক্ষার শেষে আমি বাড়ি চলে এসেছি। বিষয়টি মোবাইলে ইউএনওকে জানিয়েছি।

অভিযুক্ত সামসাদ রানু বলেন, বিদ্যালয়ের কক্ষ না খোলায় আমার ছেলে সহ প্রায় ৮০০ শিক্ষার্থী সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। তীব্র তাপদহে শিক্ষার্থীরা হাসফাস অবস্থা। সোয়া ১০টার পর প্রধান শিক্ষকের বিদ্যালয়ে আসলে আমি তার নিকট গিয়ে কক্ষের তালা খোলার কথা বলি। তিনি জানান, এই দায়িত্ব আমার না, সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস ও কর্মচারি সিদ্দীকের। তিনি আমাকে উলটো বলেন, সহকারি প্রধান শিক্ষকসহ অন্যান্যরা আপনাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আমি তার জবাবে বললাম আমি এখানে কোন নেত্রী হিসেবে না, আমি অভিভাবক হিসেবে এসেছি। এরপরই আমি তার জামার কথা চেপে ধরে টেনে নিয়ে “তালা খোল” কক্ষের তালা খুলাইছি। তখন শিক্ষার্থীরা স্কাসে বসে।

প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, আমি অফিসের ভেতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর শুরু করা হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নূর বলেন, এই বিষয়টি লোক মারফতে জেনেছি। প্রধান শিক্ষকও আমার নিকট মোবাইল করেছিল। আমি তাকে আমার কার্যালয়ে আসতে বলেছি। কেউ যদি অন্যায় করেন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। তবে কাউকে মারধর করাটা এটা চরম অন্যায়। অভিযোগ প্রমানিত হলে ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গাংনী উপজেলার করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ই জুন) বিকেল ৪ টার দিকে করমদি গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ওই গ্রামের আজগর আলীর ছেলে। এসময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছে আরেক শ্রমিক করমদি বিলপাড়ার মৃত ছহিউদ্দিনের ছেলে আব্দুল হালিম (২৬)।

স্থানীয় ইউপি (তেঁতুলবাড়িয়া ইউনিয়ন) সদস্য তৌহিদুল ইসলাম জানান, মোস্তফা বুধবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের গোলজার হোসেনের ছেলে উলজার হোসেন এর বাড়ির টিনের বেড়া বাঁধাইয়ের কাজ করছিল। এ সময় অসাবধানতায় টিনে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা ও হালিম ভীষণ অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় করমদি গ্রামের সন্ধানী সংস্থা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর আলম খাঁ মোস্তফাকে মৃত ঘােষণা করেন এবং সহযোগী আব্দুল হালিমকে প্রাথমিক চিকিৎসা দেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




ঝাঁজাল জৈষ্ঠ্য – হাফিজুর রহমান

করছেটা কী সূর্য কাকা
তাপে ঝড়াচ্ছে ঘাম,
জল দিতে চাইলে মেঘ
রেগে বলে থাম।

ফল পাকে জৈষ্ঠ্যমাসে
তাপ ছড়ানো গরমে,
পশুপাখি হাঁপাচ্ছে সব
জনজীবন চরমে।

সুনসান নীরবতার রাতে
গোমড়া মুখের চাঁদ,
বুড়ি-কে বলে জ্যোৎস্নায়
বের কর না দাঁত।