শিক্ষক নিয়োগ বাণিজ্যে মূল হোতা সাবেক মনি মেম্বার ও সুনীল মাস্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের কুকিয়াচাঁদপুর প্রতিবন্ধী স্কুলে শিক্ষক নিয়োগের ভারে স্কুল নিজেই হয়ে গেছে প্রতিবন্ধী। কিছু টিন আর ভাঙ্গাচুরা ছাপড়া ছাড়া আর কিছুই চোখে বাধেনা। শিক্ষক নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত মূলহোতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। শিক্ষক নিয়োগের নামে তাঁরা হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, কুকিয়াচাঁদপুর গ্রামের প্রতিবন্ধী স্কুলে শিক্ষক নিয়োগের নামে একই গ্রামের মৃত কিয়ামদ্দিনের ছেলে মনি সাবেক মেম্বার (৫৫) ও মৃত মুরালী মহন সাহার ছেলে সুনীল মাস্টার (৪৭) মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য ভ্যান ক্রয়ের নামে কয়েকজন ভ্যানচালকের কাছ থেকেও হাতিয়ে নিয়েছেন জন প্রতি ৫০ হাজার টাকা। সুনীল মাস্টার এবং মনি মেম্বার গড়ে তুলেছে তাদের সন্ত্রাসী কায়দার রাজত্ব বড় নেতা বনে গেছে নিজ এলাকায় ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে দেয়া হচ্ছে ভয়-ভীতি সহ অনেক হুমকি ধামকি। এই বিষয়ে সুনীল মাস্টার ও মনি মেম্বার এর সাথে মুঠো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করল তারা ফোন রিসিভ করেনি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুরো একেবারে পথে বসে গিয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।




চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রারের অফিসে হামলার প্রতিবাদে দামুড়হুদায় মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মোতালেবের দপ্তরে গতকাল মঙ্গলবার সকালে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে দামুড়হুদা উপজেলা সাব রেজিস্ট্রার অফিস ও দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতি মানববন্ধন করেছে।

গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে দামুড়হুদা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বজলুর রহমান, কোষাধ্যক্ষ শমশের আলী, দলিল লেখক সাইদুর রহমান, আঃ মজিদ, রেজাউল হক, সাজিদ হাসান সোহাগ, নকল নবিশ লিটন, সহ শতাধিক দলিল লেখক ও সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা রেজিস্ট্রারের অফিসে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার দাবী করে বলেন, অনতিবিলম্বে যদি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে।




একই রাতে ধরাশায়ী চার লাতিন পরাশক্তি

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন-কনমেবলের অধীনে ১০ দল। বিশ্বকাপ বাছাইয়ে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে ১০ দল একে অপরের মুখোমুখি হয় দুবার করে। ফলে প্রতিটি দলকে খেলতে হয় ১৮টি করে ম্যাচ। একই রাতে মুখোমুখি হয় ১০ দল, এতে ম্যাচ হয় ৫টি।

লাতিন সময় মঙ্গলবারের (১০ সেপ্টেম্বর) রাতটিও এর ব্যতিক্রম নয়। এতে রাতে হওয়া পাঁচ ম্যাচের চারটিতে ধরাশায়ী হয়েছে লাতিন আমেরিকা ফুটবল অঞ্চলের চার পরাশক্তি আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি ও উরুগুয়ে।

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসিহীন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় কলম্বিয়া। এতে প্রতিশোধ নেওয়া হয় কোপা আমেরিকা কাপে ফাইনালে হারের। কলম্বিয়ানদের কাছে এ হারে থেমে যায় আর্জেন্টাইনদের টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার জয়যাত্রা। এ বছর এটি লিওনেল স্কালোনির শিষ্যদের প্রথম হার। আর স্কালোনির অধীনে ৭৯ ম্যাচে এটি আর্জেন্টিনার সপ্তম হার।

এরপর ধরাশায়ী হয়েছে লাতিন ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল। হারের কষ্টটা সমানভাবে উপলব্ধি করছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পর প্রতিপক্ষের মাঠ থেকে হারের তিক্ত স্বাদ নিয়ে ফিরেছে ব্রাজিল।

আর্জেন্টাইনদের মতো প্রতিশোধের শিকার ব্রাজিলিয়ানরাও। কোপা আমেরিকায় গ্রুপপর্বের ম্যাচে সেলেসাওদের একমাত্র জয়টি এসেছিল প্যারাগুয়ের বিপক্ষে। তাও ৪-১ গোলের বড় ব্যবধানে।

এবার নিজেদের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে, সে হারের প্রতিশোধ নেয় প্যারাগুয়ে। এর আগে শেষবার আর্জেন্টিনা-ব্রাজিল একই রাতে হেরেছে গত বছর নভেম্বরে। ২০২৩ সালের উরুগুয়ের কাছে হেরে ছিল আর্জেন্টিনা। আর ব্রাজিলকে হারিয়ে ছিল কলম্বিয়া।

আর্জেন্টিনা-ব্রাজিলের মতো এ রাতে হেরেছে চিলি। সাবেক কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা বলিভিয়ার কাছে হেরেছে ২-১ গোলে। কনমেবলের দশ দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার নিচে বলিভিয়া (৮৩তম)। ঘরের মাঠে ৪৯তম স্থানে থাকা চিলিকে ২-১ গোলে হারায় তারা।

একটা জায়গায় স্বস্তি উরুগুয়ের। আর্জেন্টিনা-ব্রাজিল ও চিলির মতো হারতে হয়নি মার্সেলো বিয়েলসার দলকে। প্রতিপক্ষের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। আগের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লুইস সুয়ারেজ।

এ ছাড়া নিষেধাজ্ঞার কারণে একাদশে নেই বেশ কয়েকজন তারকা ফুটবলার। এ অবস্থায় প্রতিপক্ষের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করাকে বাজেভাবে দেখছেন না উরুগুয়ের সমর্থকরা। এ রাতে একমাত্র জয় পাওয়া দল ইকুয়েডর। পেরুকে ১-০ গোলে হারায় তারা।

সেপ্টেম্বরে আর কোনো ফিফা উইন্ডো নেই। আবার অক্টোবরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে কনমেবলের দলগুলো। এই উইন্ডোতে পয়েন্ট টেবিলে বেশ রদবল হয়েছে।

অষ্টম রাউন্ড শেষে কলম্বিয়ার কাছে হারলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে কলম্বিয়া। এরপর যথাক্রমে রয়েছে- উরুগুয়ে (১৫), ইকুয়েডর (১১), ব্রাজিল (১০), ভেনেজুয়েলা (১০), প্যারাগুয়ে (৯), বলিভিয়া (৯), চিলি (৫) ও পেরু (৫)।

লাতিন মহাদেশের দশ দল থেকে বিশ্বকাপে সরাসরি খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়টি। আর সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ ম্যাচ।
সূত্র: কালবেলা




পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ, এক দিন হবে ২৫ ঘণ্টায়

ঘড়ির কাঁটায় ২৪ ঘণ্টাকে এক দিন হিসাবে গণনা করা হয়। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাওয়ায় মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর ঘূর্ণনগতি কমে যাচ্ছে। এর ফলে পৃথিবীর দিনের সময় ধীরে ধীরে বাড়ছে। দিনের সময় বাড়ার এই হার সেকেন্ডের ভগ্নাংশতম হওয়ায় সাধারণভাবে বোঝা যায় না।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবারও জানালেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাড়ছে এবং তা এভাবে বাড়তে থাকলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বাড়বে। তবে তা কয়েক মিনিট নয়, পুরো ১ ঘণ্টা অর্থাৎ ১ দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা থেকে বেড়ে হবে ২৫ ঘণ্টা। যদিও সেই দীর্ঘ দিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ২০ কোটি বছর।

সম্প্রতি নতুন এই গবেষণার তথ্য জানিয়েছে ডেইলি মেইল। গবেষকরা জানিয়েছেন, চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাওয়ায় মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর ঘূর্ণনগতি কমে যাচ্ছে। এর ফলে পৃথিবীর দিনের সময় ধীরে ধীরে বাড়ছে। দিনের সময় বাড়ার এই হার সেকেন্ডের ভগ্নাংশতম হওয়ায় সাধারণভাবে বোঝা যায় না। এভাবে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলে ভবিষ্যতে পৃথিবীতে দিন ২৫ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন মেয়ার্স বলেন, ‘চাঁদ প্রতিবছর প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। যার অর্থ, আমাদের গ্রহের চারপাশ অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগছে। চাঁদ দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণনগতিও কমে যাচ্ছে। এমন এক সময় আসবে, যখন চাঁদ একটি স্থিতিশীল দূরত্বে পৌঁছে যাবে। তখন শুধু আমাদের গ্রহের এক দিক থেকে চাঁদ দেখা যাবে।’

গবেষকরা বলছেন, পৃথিবী থেকে চাঁদের বর্তমান দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এখন চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। চাঁদের এই দূরে চলে যাওয়াই পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারে।

বিজ্ঞানীদের তথ্যমতে, ১৪০ কোটি বছর বছর আগে চাঁদ কাছাকাছি থাকার কারণে পৃথিবীতে ১৮ ঘণ্টায় এক দিন হতো। চাঁদ ধীরে ধীরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন ধীরগতির হয়ে যাচ্ছে। চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে, তখন এর মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রের পানির ওপর টান তৈরি করে, যা আংশিকভাবে পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দিচ্ছে। পৃথিবীর জড়তা চাঁদের মাধ্যাকর্ষণ থেকে শক্তিশালী। পৃথিবী ও চাঁদের টানাটানিতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। আবার পৃথিবী তার অক্ষের ওপর চাঁদের কক্ষপথের চেয়ে অনেক দ্রুত ঘোরে। এসব কারণে পৃথিবীর গতি ধীরগতির হয়ে যাচ্ছে।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন দশ পকেট ব্রিজের নিকট এ দূর্ঘটনা ঘটে।

পরিচয় সনাক্ত করতে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)কে জানানো হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিত করবেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশ সুত্রে, গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়। পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, চিত্রা এক্সপ্রেস টেনে কেটে অজ্ঞাত এক নারী মারা গেছে। তার বয়স আনুমানিক ৪০ হতে পারে। আমরা মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে জানিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন সাংবাদিক সাকিব

ঢাকা থেকে বহুল প্রচারিত অনুসন্ধানমূলক জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিনিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন চুয়াডাঙ্গার তরুণ সাংবাদিক সাকিব আল হাসান।

তরুণ সাংবাদিক সাকিব জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভিতে চুয়াডাঙ্গা জেলা ক্যামেরা পারসন হিসেবে বর্তমানে কর্মরত আছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, আরটিভির ইউএই প্রতিনিধি এসএম শাফায়েত, আজকের পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি, ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক, বার্তা টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ, ঢাকা টাইমসসের জেলা সংবাদদাতা আহসান আলম, মেহেরপুর প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি সাকিব বিশ্বাস, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, উক্ত পত্রিকার প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন, উক্ত পত্রিকার অনলাইন ইনচার্জ সালিকিন মিয়া এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।




অপকর্ম বন্ধ ও ভূয়া সমন্বয়ক চিহ্নিত করতে মাঠে নেমেছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

সারাদেশে চাঁদাবাজি, দূর্ণীতি’ দখলদারিত্ব বন্ধসহ ভূয়া সমন্বয়ক চিহ্নিত করতে মাঠে নেমেছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াহিদ উজ জামান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পৃথক সময়ে মেহেরপুরে পৃথক পৃথক মতবিনিময় সভা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াহিদ উজ জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৫ তারিখের পর সারাদেশে ভূয়া সমন্বয়ক সেজে নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে এক শ্রেণীর ছাত্র। অভিযোগ উঠেছে, দেশে আগের মতোই কিছু স্বার্থন্বেশী মানুষ নিজেদের স্বার্থগুলো হাসিলের উদ্দেশ্যে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হলেও তাদের পেতাত্মারা ভর করেছে তাদের মাঝে।
এসব অপকর্ম যাতে কেউ করতে না পারে সেই লক্ষে প্রতিটি জেলায় গিয়ে শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি। কিন্তু অভ্যুত্থানপরবর্তীকালে কিছু দুর্ঘটনা ঘটেছে। আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আন্দোলন করেছি, ঠিক তেমনিভাবেই এখনো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে হবে।’ আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান, সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে মতবিনিময় সভা থেকে।
তিনি বলেন, আমাদের দেড় হাজার ভাই ও বোনের রক্তের বিনিময় যে নতুন বাংলাদেশে পেয়েছি। সেই বাংলাদেশে বিনির্মানে সাধারণ মানুষের ভূমিকা অপরিসীম। দেশের ৬৪ জেলার মানুষের চিন্তাধার মধ্যে ভিন্নতা রয়েছে। সেই ভিন্ন চিন্তাগুলো একজায়গায় করা হচ্ছে। নতুন বাংলাদেশ বিনির্মানে তাদের ভূমিকা থাকবে সবার শীর্ষে।

তিনি বলেন, স্বেরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে সারাদেশে আহত ও নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে। চিকিৎসা থেকে শুরু করে তাদের পরিবারের চাহিদাগুলোও জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, শহীদদের জন্য একটি ফান্ড তৈরির চিন্তা করছে সরকার। তাদের চিকিৎসার পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের স্বজনদের চাকুরি দেওয়ার মাধ্যমে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

সারাদেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে অপকর্ম করার কোন সুযোগ নেয়। দ্রুত জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। দেশে প্রাকৃতিক দূর্যোগের কারনে কমিটি দিতে বিলম্ব হচ্ছে।

তিনি আরও বলেন,‘সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বরতীকালীন সরকারকে সময় দিতে হবে।

সমন্বয়কের দলটি সকালে মেহেরপুর সরকারী কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে তারা সদর উপজেলা পরিষদ হলরুমে, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহীনি, রাজনিতিবিদ, জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক শামীম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, জেলা জামায়াতের আমির মাও. তাজউদ্দীন খান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, ইসলামি আন্দালনের জেলা আমীর মাওলানা আব্দুল কাদেরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে সাড়ে ৪ টার দিকে ডঃ শহীদ সাসুজ্জোহা পার্কে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিলিত হন সমন্বয়করা। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা কি হবে, কেমন বাংলাদেশে দেখত চান তার উপর নানা ধরনের পরামর্শ নেন তারা।

এসময় সমন্বয়ক দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হোসেন রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহানা ফারিনা, ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম, বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী জান্নাত, এনইউ বির শিক্ষার্থী তৌহিদ ইসলাম শুভ, ডিআই ইউ এর শিক্ষার্থী মোঃ বাবু খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্বজিৎ দত্ত উপস্থিত ছিলেন।




‘জেন–জি’ প্যাকেজ আনছে টেলিটক

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঘিরে আলোচিত শব্দবন্ধ ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’ অনুসারে তরুণদের জন্য ‘জেন জি’ প্যাকেজ চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলেছে, গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে এ বিষয়ে কথা বলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

তবে এই প্যাকেজে কী থাকছে, সুযোগ-সুবিধা কী, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক তরুণদের জন্য ‘জেন জি’ প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা আগ্রহ প্রকাশ করেন। এ সময় টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার ও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহকসেবা মনিটরিংয়ের পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।
সূত্র: কালবেলা




মুজিবনগর ও দর্শনা সীমান্তে ৩৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা ৬ বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে মুজিবনগর ও দর্শনা সীমান্ত থেকে ৩৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। এ ফেনসিডিলের উদ্ধারের ঘটনায় কোন চোরাচালানীকে আটক করতে পারেনী।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক পিএসসি সাঈদ মোহাম্মদ জাহদিুর রহমান, সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানায়, আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালয়িন ৬ বিজিবির অধীনস্থ মুজবিনগর বিওপি টহল কমান্ডার হাবলিদার রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মুজবিনগর সীমান্ত এলাকার মেইন পিলারের ১০৭ হতে ৫০ গজ বাংলাদশেরে অভ্যন্তর সোনাপুর মাঠে অভিযান চালায়, এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাচালানীরা ২৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন চোরাচালানীকে আটক করতে পারেনী।

অপরদিকে আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে দর্শনা সীমান্তের মেইন পিলারের ৭৭/২-এস হতে ২৫০ গজ বাংলাদশেরে অভ্যন্তরে জয়নগর গ্রামের আমবাগানে মধ্যে মাদক বিরোধী বিশেষ অভযিান পরিছালনা করে। এ সময় দর্শনা বিওপি টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে প্লষ্টিকের বস্তায় মোড়ানো ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করেতে পারেনী।




ঝিনাইদহে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম কে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম এর ছোট ভাই।

ঝিনাইদহ র‌্যাবের মেজর নাঈম আহমেদ জানান, নাশকতা মামলার আসামী রেজাউল মহিষাকুন্ডু এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়। রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, সরকারি চাকুরী দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারনা করাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।