প্লেস্টোরে জনপ্রিয় অ্যাপের বিরুদ্ধে গোপনে তথ্য চুরির অভিযোগ

আইরেকর্ডার অ্যাপটি বেশিদিন হয়নি প্লেস্টোরে উন্মুক্ত করা হয়। এক বছর আগে উন্মুক্ত হওয়া অ্যাপটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। সুন্দর ইন্টারফেস এবং ব্যবহার করতে সহজ হওয়ায় অ্যাপটি অনেক গ্রাহকের ফোনে জায়গা করে নেয়। কিন্তু নতুন আপডেটের পর অ্যাপটিতে একটি ম্যালওয়ার কোড যুক্ত করে দেওয়া হয়েছে। এসেট নামে একটি সাইবারসিকিউরিটি ফার্ম প্রথম এই ম্যালওয়ার শনাক্ত করে এবং একটি ব্লগপোস্টে বিস্তারিত জানায়।

স্ক্রিন রেকর্ডিং অ্যাপের মধ্যে এই অ্যাপ ব্যাপক জনপ্রিয়৷ গুগল সম্প্রতি ডাটা প্রাইভেসির বিষয়ে কড়াকড়ি আরোপ করছে। কিন্তু তাদের নজরের বাইরে রয়ে গেছে ম্যালওয়ারটি। এই ম্যালওয়ারটি ব্যবহারকারীর ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা পারমিশন ছাড়াই ব্যবহার করছে।

যদিও গুগলে এখন অ্যাপ ব্যবহারের সময়েই প্রাইভেসি অপশন চালু থাকার কথা। কিন্তু তা সম্ভব হয়নি। প্রত্যেক ১৫ মিনিট পর ডিভাইস থেকে অ্যাম্বিয়েন্ট অডিও আপলোড করে দিচ্ছে ম্যালওয়ারটি৷ বিষয়টি গ্রাহক বুঝতেও পারছেন না। কিন্তু এই ম্যালওয়ার আবিষ্কারের পর আবার স্ক্রিন রেকর্ডার অ্যাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ




আলমডাঙ্গায় পশুহাটের সেড নির্মাণ কাজের উদ্বোধন

পরিচ্ছন্ন পৌর-নগরীতে জনদুর্ভোগ কমাতে মৎস্য প্রাণীসম্পদ অধিদফতরের উদ্যোগে মাছ মাংস ও ছাগল বিক্রয়ের নতুন সেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পৌর শহরের পশুহাট প্রাঙ্গণে পাইকারি মাছ মাংস ও ছাগল বিক্রয়ের সেড নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র হাসান কাদির গনু।

স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌর শহরে বাড়তে শুরু করেছে যানবাহন ও জনবসতি। বহুতল ভবন নির্মাণের পাশাপাশি সংকুচিত হয়ে পড়েছে সড়ক পথ। ইতোমধ্যে আলমডাঙ্গা পৌর শহরে মাছের পাইকারি ও সাপ্তাহিক দু’টি হাট বসানো হত পৌরসভা সন্নিকটে। ওই স্থানের নির্মিত আড়ৎ ঘর গুলো ভেঙে তৈরি করা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এরই কারণে উপজেলা মৎস্য ও প্রাণীসম্পদ অধিদফতরের উদ্যোগে ৬টি সেড নির্মাণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে পশুহাট প্রাঙ্গণে দু’টি সেড নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু। নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে কুষ্টিয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর কনকট্রাকশন। এছাড়াও পর্যায়ক্রমে ৪ টি সেড নির্মাণ করা হবে খুচরা বিক্রেতাদের জন্য। দু’টি মাছ ও দু’টি মাংস ব্যবসায়ীদের জন্য আধুনিক ভাবে নির্মাণ করা হবে সেড গুলো। এসব নির্মাণ কাজে ৬টি সেডের অর্থায়ন করছে মৎস্য ও প্রাণীসম্পদ অধিদফতর। দীর্ঘদিন মাছ ও মাংস বিক্রেতা ক্রেতাদের ভোগান্তির কারণ হচ্ছে ময়লা ও জলাবদ্ধতা। এদুটি দিক খেয়াল রেখেই নির্মাণ কাজ শুরু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন নিয়ে মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, বিশিষ্ট উদ্যোক্তা হিমেল, মেসার্স নুর কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী জিহাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র কমিশনার মুজিবুল হক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, বণিক সমিতির ক্যাশিয়ার আলাউদ্দিন, নুর কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার ওয়াহেদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা জুয়েল চৌধুরী প্রমুখ।




ইন্ডাস্ট্রিতে পূর্ণিমাই আমার সবচেয়ে ভালো বন্ধু: ফেরদৌস

প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় এক সঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নায়ক-নায়িকা ফেরদৌস ও পূর্ণিমা। ছটকু আহমেদ পরিচালিত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এরইমধ্যে ফেরদৌস ও পূর্ণিমা এ সিনেমার কাজ শেষ করেছেন। তারও আগে প্রায় শেষ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ।

এ জুটির তিনটি সিনেমাই এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘গাঙচিল’ নির্মিত হয়েছে ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। অন্যদিকে ‘জ্যাম’ প্রযোজনা করেছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী। এদিকে গত ঈদে পূর্ণিমা অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ও এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে। এতে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন পূর্ণিমা। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

তিনটি সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পূর্ণিমাই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক অটুট সবসময়। পূর্ণিমার সঙ্গে এর আগেও বেশ কিছু সিনেমাতে কাজ করেছি। সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির অপেক্ষায় যে তিনটি সিনেমা রয়েছে প্রত্যেকটি সিনেমারই কিন্তু গল্প এককথায় অসাধারণ। আমাদের দুজনেরই চরিত্রে যেমন রয়েছে বিচিত্রতা, লুকেও ভিন্নতা আছে। চেষ্টাও করেছি নিজেদের চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করা যায় সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক মুগ্ধ হবেন।’

পূর্ণিমা বলেন, ‘সত্যি বলতে কি ফেরদৌসের সঙ্গে সিনেমাতে অভিনয় করলে শতভাগ কম্পোর্ট জোনে কাজ করা যায়। যেহেতু আমার বন্ধু ফেরদৌস, তাই নিজেদের মতো করেই সবকিছু গুছিয়ে সিডিউল দিয়ে কাজটা ভালোভাবে করা যায়। ‘আহারে জীবন’, ‘গাঙচিল’, ‘জ্যাম’—তিনটি সিনেমা আমরা বেশ আন্তরিকতা নিয়ে সম্পন্ন করেছি। আমিও ভীষণ আশাবাদী সিনেমাগুলো নিয়ে।’

সম্প্রতি পূর্ণিমা তার বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। গত ১৫ মে ছিল চলচ্চিত্রে পূর্ণিমার ২৫ বছর পূর্তির দিন। আর ফেরদৌস আপাতত টানা কয়েকদিন পরিবারকেই একটু বেশি সময় দিবেন। কারণ তার বড় মেয়ে নুজহাতের পরীক্ষা চলছে। এর পরপরই তিনি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ সিনেমার শুটিংয়ে অংশ নিবেন।

সূত্র: ইত্তেফাক




‘বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সবাই বড় স্বপ্ন দেখছে’

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকারী কোচ নিক পোথাস। টাইগারদের সহকারী কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার বাংলাদেশের এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চালাচ্ছেন তিনি। কোচ হওয়ার পর বৃহস্পতিবার (১ জুন) প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন পোথাস।

বাংলাদেশ দলের কোচ হওয়ার কারণ জানিয়ে পোথাস বলেন, ‘এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। এদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর।’

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ সম্পর্কে তিনি আরও বলেন, ‘সব দেশই বিশ্বকাপের জন্য খেলবে, আমার মনে হয় না আমরা ব্যতিক্রম। এই দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, খেলোয়াড়রা সবাই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। আমরা বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। কে জানে বিশ্বকাপে আপনাকে কি দেয়?’

বিশ্বকাপকে ঘিরে নিজেদের পরিকল্পনা সম্পর্কে টাইগারদের সহকারী কোচ বলেন, ‘যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে আমরা ভাবছি না। যতখানি সম্ভব আমরা প্রস্তুতি নিতে চাই। প্রতিপক্ষ সম্পর্কে গবেষণা করব। নিজেদের সেরাটা দিব। যেকোনো খেলার বিশ্বকাপে আপনি এসবই করতে পারেন। আমরা যদি নিজেদের নিয়ে ভাবি তাহলে সব ঠিকঠাক হবে।’

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়ার জেরে স্বামী হারুন-অর-রশিদকে শ^াসরোধ করে হত্যার দায়ে স্ত্রী সর্জিনা খাতুনুকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। একই সাথে ২০ হাজার টাকার জরিমানাও করা হয়।

মামলায় রাষ্টপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০০৮ সালের ২৫ জুলাই ঝিনাইদহের শৈলকুপার উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের হারুন-অর-রশিদকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্ত্রী সর্জিনা খাতুন ও তার পরকীয়া প্রেমিকা লিটন হোসেন। এ ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম বাদী হয়ে শৈলকুপা থানায় সর্জিনা খাতুন লিটনকে আসামী করে মামলা দায়ের করে।

তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ২৪ ডিসেম্বর সর্জিনা খাতুন ও লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় স্ত্রী সর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। মামলার অপর আসামী লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে।




কার্পাসডাঙ্গায় ১০০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপসহ ২ জন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হইতে মুজিবনগর সড়কে কানাইডাঙ্গা মসজিদের মোড় থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি টাটা জেনন পিকআপসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই ইমরান হোসেন, এএসআই মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটকরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার লক্ষিকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে সাইদুল সরদার (৩৬) এবং বিনোদপুর গ্রামের বাসুদেব মণ্ডলের ছেলে গোপিনাথ মণ্ডল (৩৫)।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঝিনাইদহ সদরে ইজিবাইক চালক শাখাওয়াত হোসেন হত্যা মামলায় প্রধান পরিকল্পনাকারী জসিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত জসিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত শরিফুল হকের মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানায়, গত ১৫ মে রাতে সদর উপজেলার চাপড়ী গ্রামের মাঠে ইজিবাইক ছিনতাইকারীরা শাখাওয়াত হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুল পরিকল্পনাকারী জসিমের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে। ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। এতে ৩ থেকে ৫ জন জড়িত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এর সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদেরও দ্রুতই গ্রেফতার করা হবে।




মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট  উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা

বাদ্যের তালে তালে মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে মেহেরপুর শহরে জমকালো উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১১ টার সময় উদ্বোধনী শোভাযাত্রাটি মেহেরপুর টাউন হল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক মেহেরপুর প্রতিদিন অফিসে এসে শেষ হয়।

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের আহবায়ক প্রবীণ খেলোয়াড় এমদাদুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত উদ্বোধনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মেহেরপুরের কৃতি ও প্রবীন খেলোয়ার মাসুদ করিম ধলস, আনোয়ারুল হক কালু, মাহবুবুল হক মন্টু, আমিরুল ইসলাম অল্ডাম, মনিরুল ইসলাম, শামীম জাহাঙ্গীর সেন্টু, জাহাঙ্গীর হোসেন, মিঠু ইসলাম, মাহবুব হোসেন ডালিম, আজমাইন হোসেন, সাইফুল আযম তাপস, মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর সদস্য সচিব মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, স্টাফ রিপোর্টার এস এ সাদিক, আবু রায়হান নীরবসহ বিভিন্ন শ্রেনী পেশার উপস্থিত ছিলেন।




জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্মদিনে গাংনী মহিলা কলেজে দোওয়া মাহফিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিশীল উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. মশিউর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে গাংনী মহিলা ডিগ্রী কলেজে মিলাদ মাহফিল ও দোওয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টার সময় গাংনী মহিলা কলেজের হলরুমে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো: খোরশেদ আলীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এদিকে এই গুনি ব্যক্তির শুভ জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন গাংনী মহিলা ডিগ্রী কলেজ ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি, দৈনিক মেহেরপুর প্রতিদিনের প্রকাশক ও আনিশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস শুকুর ইমন।

মিলাদ মাহফিল ও দোওয়ার অনুষ্ঠানে উপাচার্য, প্রফেসর ড. মো. মশিউর রহমানের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া তার আগামীর পথ চলা যেনো সুন্দর ও মসৃন হয় সে দোওয়া করা হয়।




মেহেরপুরে কুরিয়ার সার্ভিসের অতিরিক্ত চার্জ; ভোক্তাদের অসন্তোষ

মেহেরপুর শহরের সেলিনা আক্তার বলেন, ঢাকাতে ছেলে ও মেয়ে থাকে। তাদের কাছে আম পাঠাতে হবে। তাই ২৫ কেজি আম পাঠালাম। এক হাজার টাকার আম কিনে পাঠানো খরচ লাগলো পৌনে চার’শ টাকা। ছেলে মেয়ে খাবে বলে কথা। ঝাউবাড়িয়া গ্রামের মনোয়ার হোসেন বলেন, ভাই থাকে চিটাগাং এ। নিজের জেলার আম। তার কাছে আম পাঠাতে খরচ হলো সাড়ে ৩শ টাকা।

তিনি বলেন, পাঠানো খরচ আর আম কেনা খরচ প্রায় সমান। কুরিয়ার সার্ভিসের এই খরচ নেওয়াটা গলাকাটা খরচ। সরকারের উচিৎ বেসরকারি কুরিয়ার ও পার্সেল সার্ভিসকে নিয়ন্ত্রণ করা। একটা নীতিমালা থাকা উচিৎ।

মেহেরপুর থেকে প্রতিদিন হাজার হাজার মন আম ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা শহরে যাচ্ছে। পিতা মাতা, ভাই বোন বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে তাদের স্বজনরা আম পাঠাচ্ছেন। জনগণের এই চাহিদাকে সুযোগ নিচ্ছেন
এসএ পরিবহন ও পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিমিেিটড, সদাগর, কুরিয়ার, ইউএসবি কুরিয়ারসহ নানা ধরনের বেসরকারি কুরিয়ার সেবাদানকারি প্রতিষ্ঠান।

গত মঙ্গলবার সরেজমিনে এসএ পরিবহন এবং কুরিয়ার সার্ভিস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে ভোক্তাদের সাথে কথা বললে তারা এসব সেবাদানকারী কুরিয়ার সার্ভিসের মুল্য নির্ধারন সরকারিভাবে হওয়া উচিৎ বলে মনে করেন। আজিমুদ্দীন ও নারগীছ আক্তার নামের দুই জন বলেন, কুরিয়ার সার্ভিসগুলো কত নিতে পারবে কত পারবেনা এই বিষয়গুলো সরকারিভাবে নির্ধারন হওয়া উচিৎ। যেভাবে তারা টাকা নিচ্ছেন মনে হচ্ছে সরকার বলে কিছু নেই। তারা আলদা রাষ্ট্রে নিজস্ব নিয়ম কানুনে চলে।

বামনপাড়া এলাকার সুরুজ আলী বলেন, আমার ছেলে সিলেটে থাকে। নিজ এলাকার এই সিজেনাল ফল তার খেতে মন চেয়েছে। তাই তার জন্য মাত্র ১০ কেজি আম পাঠাতে এসে খরচ হলো প্রায় ২শ টাকা। মুল্যটা বেশী লাগলো মনে হচ্ছে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মেহেরপুর শাখার ম্যানেজার রাশেদ আহম্মেদ বলেন, প্রতিদিন আমাদের এখান থেকে ৪শ থেকে ৫শ কেজি আম ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। আমাদের কোম্পানী সব চেয়ে ভাল সার্ভিস দিয়ে থাকে। আবার অন্যান্য কুরিয়ারের চেয়ে খরচ কম নিয়ে থাকে। তিনি বলেন, আমরা ঢাকার মধ্যে এক কেজি আম পাঠাতে খরচ নিই ১৩ টাকা, আর ঢাকার বাইরের জেলাগুলোতে খরচ নিয়ে থাকি কেজিতে ১৬ টাকা। কোন মালে কত খরচ নিতে হবে এটা নির্ধারণ করে থাকে আমাদের কর্তৃপক্ষ। আমাদের এখানে কোনো হাত নেই।

এদিকে এসএ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস কেজি প্রতি আম পাঠাতে নিচ্ছেন ঢাকার মধ্যে ১৫ টাকা ও ঢাকার বাইরের জেলাতে প্রতি কেজি আম পাঠাতে নিচ্ছেন ২০ টাকা।

এসএ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মেহেরপুর শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, সার্ভিসের দিক থেকে আমাদের উপরে কেউ নেই। তাই আমরা খরচ একটু বেশি নিয়ে থাকি। আমাদের সার্ভিস সবার চাইতে ভাল। এক কেজি আমে ১৫ টাকা ঢাকার ভিতর এবং ২০ টাকা ঢাকার বাইরে নেওয়া প্রসঙ্গে বলেন, এটা নির্ধারণ হয়ে থাকে হেড অফিস থেকে। আমাদের যেভাবে নির্দেশ দেই আমরা সেভাবেই নিয়ে থাকি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত চুয়াডাঙ্গা জেলার সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, এসব বড় কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের নীতিমালায় কি আছে কত টাকা নিতে পারবে এটা জানতে হবে। তবে, দাম নির্ধারণ করার ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কোনো কিছু করা যাবেনা। তাদের কাছ থেকে মাল ক্ষতিগ্রস্থ বা নষ্ট হলে সেক্ষেত্রে ওই গ্রাহক কোনো অভিযোগ দিলে সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে এ্যাকশন নেওয়া যাবে।