মুজিবনগরের বাগোয়ান ইউপি’র সামাজিক সম্প্রীতি কমিটির সভা

মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদে, সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর রতনপুর পুলিশ ক্যাম্প এর টু আইসি এস আই কবির, ইউপি সদস্য সোহরাব হোসেন, রকিবউদ্দীন, বাবুল মল্লিক, রমজান আলি, সিবাস্তিন মল্লিক ঝড়ু, সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা বানু রোজ, মাবিয়া খাতুন, মহিরম বিবি সহ ইউনিয়ন পরিষদের কর্মচারি বৃন্দ।

সামাজিক সম্প্রতি কমিটির সভায় আরো উপস্হিত ছিলেন, আনন্দবাস জামে মসজিদের ইমাম আল মোরাদ, ভবেরপাড়া জামে মসজিদের ইমাম নূর মহাম্মদ, বল্লভপুর মন্দির সভাপতি শ্রী রনজিত, ক্ষুদ্র ও নিগোষ্ঠি প্রতিনিধি শ্রী উত্তম দাসসহ মি: আদম মন্ডল, কুতুবউদ্দীন সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় মডেল থানা পুলিশের ওপেন হাউজ ডে- ২০২৩ অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এই স্লোগানে দামুড়হুদা মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা। এ সময় প্রধান অতিথি বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি ইত্যাদি বিষয়ে নির্দেশনামূলক ও জনসচেতনামূলক বক্তব্য রাখেন। তিনি পুলিশ এবং জনগণের দূরত্ব কমিয়ে একসঙ্গে কাজ করা সহ অপরাধ নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সেকেন্ড অফিসার শেখর চন্দ্র মল্লিক, ইউপি সদস্য লিয়াকত আলী, সামসুল ইসলাম, নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, হাসান আলী, মোছাঃ রুপালি খাতুন, শাহানাজ খাতুন, হাসিনা খাতুন। সভায় উপস্থিত বক্তারা মাদক ও আইন শৃঙ্খলা বিষয়ক নানা ধরনের তথ্য তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, আলেম ওলামাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিট ইনচার্জ এসআই সালাউদ্দিন।




মুজিবনগরে দুটি দোকান মালিকের ৭ হাজার টাকা জরিমানা 

মেহেরপুরের মুজিবনগরে দোকানে ও ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রি করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত অনুমোদিত পণ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি দোকানে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ অভিযান।

আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ উপজেলার কেদারগঞ্জ মোড় ও বাগোয়ান এলাকায় এই অভিযান চালান। এসময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ অভিযানকে সহযোগীতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাগোয়ান মোড়ে মেসার্স সাহান স্টোরে দোকানে ও ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রি করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত অনুমোদিত পণ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মিয়ারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রি ও মোড়কীকরণ, বিধি বহির্ভূত পণ্য বিক্রি করাসহ অন্যান্য অপরাধে একই এলাকার মেসার্স আব্দুল্লাহ ফাস্টফুডের মালিক মো: আব্দুল্লাহ আল মামুনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় দোকান দুটি থেকে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে পুড়ানো হয়। স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




নকল পণ্য শনাক্ত করবে ফিচারপ্রিন্ট অ্যাপ

নকল পণ্য শনাক্ত করাটা কঠিন। যথেষ্ট অভিজ্ঞতা ও জ্ঞান না থাকলে অনেক সময় বোঝা যায় না। তবে ওয়াশিংটনের আলিথেওন নামে একটি প্রতিষ্ঠান জানাচ্ছে, তাদের ফিচারপ্রিন্ট অ্যাপ সহজেই আসল-নকল পণ্য শনাক্ত করতে পারবে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একাধিক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে নকল পণ্য যাচাই করার জন্য অ্যাপ দিয়ে ছবি তুললেই হয়।

আলিথেওন জানাচ্ছে, বারকোড, এনগ্রেভ, স্টিকার দিয়ে তারা শনাক্ত করার পদ্ধতি রাখেনি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো পণ্যের উপরিভাগ যাচাই করে পণ্যটি আসল না নকল তা বুঝতে পারে। এমনকি ভাঙা কিংবা পুরনো পণ্যও এভাবে শনাক্ত করা যাবে। তবে ইউজার ইন্টারফেসের মাধ্যমে এই ফিচার কিভাবে ব্যবহার করা যাবে তা এখনো জানানো হয়নি। অ্যাপটি এখনো অ্যান্ড্রয়েড কিংবা আইওএসের জন্য উন্মুক্ত করা হয়নি।




দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে চুড়ান্ত বাজেট ঘোষণা

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টার সময় দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে এই চুড়ান্ত বাজেট ঘোষণা করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী।

২০২৩-২৪ অর্থ বছরে চুড়ান্ত বাজেটে সম্ভাব্য আই ও ব্যয় এর খসড়া অনুযায়ী ২৩-২৪ইং অর্থ বছরে রাজস্ব আয় ২৫ লক্ষ ০৩ হাজার ৭০০শ। উন্নয়ন হিসাব আয় ১কোটি ১১লক্ষ ৩০ হাজার ৮০০শ, সর্বমোট ১কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার ৫শত টাকার চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য লিয়াকত আলী, সামসুল ইসলাম, নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, হাসান আলী, মোছাঃ রুপালি খাতুন, শাহানাজ খাতুন, হাসিনা খাতুনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সচিব শামিম রেজা।




এইচএসসি পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিস সহকারী (সাপ্লাই চেইন)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে সর্বনিম্ন এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ২৮ বছর। শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী

প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। গাড়ির পার্টস কেনাকাটা সম্পর্কে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

ঢাকা (উত্তরা, বারিধারা)।

বেতন

১৪,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩১ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস




সুপারফুড চিয়া সিড

পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়া সিড বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাচীন অ্যাজটেক জাতি একে সোনার চেয়েও মূল্যবান মনে করতো। বীজ জাতীয় যেকোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী। চিয়া সিডে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসিড, কোয়েরসেটিন, কেম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক এসিড নামক অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।

উপকারিতা

.চিয়া সিডস এ রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে।
.চিয়া সিডে থাকা ওমেগা-৩ হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।
.বিশেষজ্ঞদের মতে, মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি উচ্চমাত্রার প্রোটিন আছে চিয়া সিডে, যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী।
.দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় চিয়া সিডে। যা হাড়ের স্বাস্থ্য রক্ষা এবং মজবুত করে তুলতে বিশেষ উপকারী।
.গবেষকদের দাবি, চিয়া সিডে এ স্যালমন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।
.চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।
.এছাড়া চিয়া সিড শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে সাহায্য করে,গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে এবং ভালো ঘুমাতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।

খাওয়ার নিয়ম

চিয়া সিডের নিজস্ব কোনো স্বাদ না থাকায় এটা সাধারণত সালাদ, কাস্টার্ড, স্মুদি যেকোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায়।

তবে খাওয়ার আগে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে ভালো উপকার পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে ও রাতে ঘুমানোর আগে ১ গ্লাস পানির মধ্যে ২ চা চামচ চিয়া সিড ও ২ চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায়।

অপকারিতা
.প্রতিটি খাবারের উপকারিতার পাশাপাশি বিপরীত অপকারিতাও থাকে কিছু না কিছু। তেমনই চিয়া সিডেরও কিছু অপকারিতা রয়েছে।
.কয়েকজন বিজ্ঞানীর দ্বারা পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, চিয়া সিড প্রোটেস্ট ক্যান্সার এবং স্তন ক্যান্সারকে বাড়িয়ে তুলতে পারে। সুতরাং এটি সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত।
.চিয়া সিড বেশি খেলে পেটের সমস্যা হতে পারে। কারণ চিয়া বীজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই অল্প পরিমাণে চিয়া খাওয়া উচিত। আর স্বাস্থ্য সমস্যা মনে হলে সাথে সাথে এটি খাওয়া বন্ধ কড়া উচিত।
.অতিরিক্ত চিয়া সিড খেলে ওজন অস্বাভাবিকভাবে কমে যেতে পারে।
.চিয়া সিড দেহের শর্করা নিয়ন্ত্রণ করে রক্তচাপ কমায়। তাই অতিরিক্ত চিয়া সিড সেবনে রক্তচাপ বেশি কমে যাওয়ার সম্ভাবনা থাকে।




মুজিবনগরে বাগোয়ান ইউপি ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের সচিব সালমা পারভিন বাজেট ঘোষনা করেন।

উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, রতনপুর পুলিশ ক্যাম্প এর ইনচার্য কবির, ইউপি সদস্য সোহরাব হোসেন, রকিবউদ্দীন, বাবুল মল্লিক, রমজান আলি, সিবাস্তিন মল্লিক ঝড়ু, সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা বানু রোজ, মাবিয়া খাতুন, মহিরম বিবি সহ ইউনিয়ন পরিষদের কর্মচারি বৃন্দ।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে আনন্দবাস জামে মসজিদের ইমাম আল মোরাদ, ভবেরপাড়া জামে মসজিদের ইমাম নূর মহাম্মদ, বল্লভপুর মন্দির সভাপতি শ্রী রনজিত, ক্ষুদ্র ও নিগোষ্ঠি প্রতিনিধি শ্রী উত্তম দাসসহ মি: আদম মন্ডল, কুতুবউদ্দীন সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে ১,৪৪,৬৫,৯৩৭ টাকার বাজেট ঘোষনা করা হয়।




জেমসের জাদুতে মোহিত হলো হলিউড

জীবন্ত কিংবদন্তি জেমসের কণ্ঠের জাদুতে এবার মোহিত হলো হলিউড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জমকালো গানের আসরে দেশীয় ব্যান্ড সংগীতে দর্শক মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস।

চলচ্চিত্র দুনিয়ার তীর্থভূমি হলিউডে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৭ ও ২৮ মে বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে পারফর্ম করেছেন নগর বাউলখ্যাত জেমস।

রঙিন মঞ্চে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে তোলে দর্শক হৃদয়। অনুষ্ঠানে সবার শেষে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’। এ গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান অন্য জগতে।

অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে।

বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে জেমসের পাশাপাশি আরও পারফর্ম করেন তানজিন তিশা, সজল নূর, নাজু আখন্দসহ নিউইয়র্কের এক ঝাঁক শিল্পী।

সূত্র: ইত্তেফাক




সৌদি ক্লাবের বড় অঙ্কের প্রস্তাবে রাজি মেসির বাবা

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। তবে এই বিশ্বকাপজয়ীর নতুন ঠিকানা কোথায় হবে সেটি এখনও ধোঁয়াশা। এরই মধ্যে নতুন করে ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সৌদি আরবের এক ক্লাবের ১২০ কোটি ইউরোর প্রস্তাবে রাজি হয়েছেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি।

ফরাসি সংবাদমাধ্যম ফুত মেরকাতোর এক প্রতিবেদনে জানা যায়, আগামী দুই বছরের জন্য মেসিকে ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদির একটি ক্লাব, বাংলাদেশি মুদ্রায় যার পরিমান ১৩ হাজার ৭৮০ কোটি টাকা। এতো বড় অঙ্কের প্রস্তাব পেয়ে আর না করতে পারেননি মেসির বাবা।

সৌদি আরবের ক্লাব আল হিলালের পক্ষ থেকে এর আগেই বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিলো। এর আগে সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে জানা গিয়েছিলো আল হিলালের পক্ষ থেকে দেওয়া ৬০ কোটি ইউরোর প্রস্তাবে রাজি হয়েছে মেসি। তবে সেই খবর মিথ্যা বলে জানিয়ে দেওয়া হয়েছিলো মেসির পক্ষ থেকে।

তবে গতবারের চেয়ে মেসিকে দেওয়া এবারের প্রস্তাবে টাকার অঙ্কটা একেবারে দ্বিগুন। এমন লোভনীয় প্রস্তাবে মেসির বাবার রাজি হওয়াটা অস্বাভাবিক নয়।

এদিকে নিজের পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফেরার জোর গুঞ্জন রয়েছে মেসিকে নিয়ে। তবে লা লিগার আর্থিক নীতির কারণে মেসিকে দলে ফেরাতে এখনও অফিসিয়াল কোনো প্রস্তাব দেয়নি বার্সা কর্তৃপক্ষ।

সূত্র: ইত্তেফাক