মুজিবনগর সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

মুজিবনগরের ভারতীয় সীমান্ত থেকে শরিফুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি’র মুজিবনগর বিওপি ক্যাম্প।

আটক শরিফুল ইসলাম মুজিবনগর উপজেলার মাঝপাড়া এলাকার সাহাবুদ্দীনের ছেলে।

মাঝপাড়া ও ভারতের হৃদয়পুর সীমান্ত পিলার ১০৫/৩ এ এর নিকট থেকে তাকে আজ সোমবার দুপুরের দিকে আটক করা হয়।

৬ বিজিবির মুজিবনগর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করেন।

মুজিবনগর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছে শরিফুল ইসলামকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। পরে বিজিবির টহল দলের সামনে পড়লে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৪০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

এঘটনায় মুজিবনগর থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন

আড়ম্বর পরিবেশে মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ট্রপির মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ সোমবার (২৯ মে) বেলা দেড়টার সময় মেহেরপুর পৌর কমিউনিটি হলে টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১৬ টি ফুটবল একাদশকে একটি করে ফুটবল প্রদান করা হয়।

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের আহবায়ক প্রাক্তন মো. ফুটবলার এমদাদুল হকের  সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রফি মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক (অব), বীরমুক্তিযোদ্ধা ও প্রাক্তন কৃতি ফুটবলার ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, মেহেরপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন ফুটবলার আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস ছামাদ।

ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মাহাবুব চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।

মেহেরপুরের সিনিয়র সাংবাদিক রফিক উল আলম, তোজাম্মেল আযম, বিভিন্ন ফুটবল টিমের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ; আহত ১

আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোটরসাইকেল আরোহী সেলিম রেজা তপন মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়েছেন।

গতকাল রোববার দুপুরের দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিম রেজা তপন যাদবপুর গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান,কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন দুপুরের দিকে হারদীর থেকে মোটর সাইকেলযোগে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। যাদবপুর মোড়ের নিকট মসজিদের সামনে পৌঁছালে দুর্গাপুরের দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সেলিম রেজা তপনের মুখে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়।

এ সময় তার জিকসার মোটর সাইকেলে দুমড়ে মুচড়ে যায়। মারাত্মক আহত তপনকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে হারদী হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।




দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে চুড়ান্ত বাজেট ঘোষণা

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১ টার সময় হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এই চুড়ান্ত বাজেট ঘোষণা করেন হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিন।

২০২৩-২৪ অর্থ বছরে চুড়ান্ত বাজেটে সম্ভাব্য আই ও ব্যয় এর খসড়া অনুযায়ী ২৩-২৪ইং অর্থ বছরে ১কোটি ৮৪ লক্ষ ৬৩ হাজার ৫শত ৮৫ টাকার চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়।

হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, আ: হান্নান পটু, শাহজামাল, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল্লাহ সেলিম, সাবিনা ইয়াসমিন, রওশনারা খাতুনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম হোসেন।




দামুড়হুদা মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

দামুড়হুদা মডেল থানা আকষ্মিক পরিদর্শন এবং আর্থিক প্রণোদনা প্রদান করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গতকাল রবিবার রাত ৮টার দিকে সরজমিনে তিনি পরিদর্শন করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গতকাল রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সের সাথে থানা অধিক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণ বিষয়ে কথা বলেন। তিনি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও ওয়ারেন্ট নিষ্পত্তি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ হেডকোয়ার্টার্স নির্দেশিত জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবি সরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে এবং বিট পুলিশিং সভা/উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও, তিনি দামুড়হুদা মডেল থানার ০১/০১/২০০৫ খ্রি: হতে মে/২০২৩ খ্রি: পর্যন্ত মুলতবী মামলা সমূহের সিডিএমএস-এ এন্ট্রি কার্যক্রম পরিদর্শনকালে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ কার্যক্রমে সম্পৃক্ত পুলিশ সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, ওসি (অপারেশন) সফিউল আলম, সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, এসআই ওবায়দুর রহমানসহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।




মেহেরপুরের সেই বিতর্কিত রুপাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মেহেরপুরের বিতর্কিত নারী নিলুফার ইয়াসমীন রুপাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

গতকাল রবিবার (২৮ মে) সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন আহমেদ। এসময় বক্তব্য রাখেন আতাউর রহমান। মানববন্ধনে তারা ৫ দফা উল্লেখ করেন।

দফাগুলোর মধ্যে জাতীর পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে অসম্মান ও অবমাননা করে ব্যবহার। বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলা শাখার সদস্য ও আহবায়ক না হয়েও পদের অপ ব্যবহার নিয়মনীতি তোয়াক্কা না করে গার্ড অফ অনার গ্রহণ,বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ে মেহেরপুর জেলার সম্মান হানি করছে, প্রতিবাদ করায় নেতাকর্মী ওসাংবাদিকদের নামে মামলা ও জীবন নাশের হুমকী প্রদান।

এর আগে রুপার বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন সৈনিকলীগের সভাপতি তরুন আহমেদ।

এদিকে নিলুফার ইয়াসমীন রুপার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে মেহেরপুর শহরের সবচেয়ে আলোচিত হোটেল আটলান্টিকা কান্ডে চার্জশীট দিয়েছে পুলিশ।




দর্শনায় ৫০ বোতল ফেনসেডিল উদ্ধার

দর্শনায় ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করেছে পলাতক হিসাবে শাহাবুদ্দিনের বিরুদ্ধে।

জানাগেছে গত শনিবার দিনগত রাত ২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে অভিযান চালায় মদনা গ্রামে।

এ সময় দর্শনা থানার এসআই সোহেল রানা, এএসআই মামুনুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় মদনা (মাঝপাড়া) গ্রামস্থ জনৈক শাহাবুদ্দীন (৪২) এর পশ্চিম দুয়ারী দো-চালা আধাপাকা টিনশেড গোয়াল ঘরের মধ্যে। পুলিশ গোয়াল ঘরের মধ্যে থেকে পিলাষ্টিকে মোড়ানো ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ পলাতক হিসাবে মদনা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে শাহাবুদ্দীনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।




দামুড়হুদায় ‘জুলিও কুরি’ শান্তি পদক উপলক্ষে আলোচনা সভা

দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ  রবিবার সকাল ৯টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দামুড়হুদাৃ সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, সহকারী ব্যান বেইস অফিসার আব্দুল কাদির, সহকারী শিক্ষা অফিসার ছবির উদ্দিন, যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার রাকিব, দামুড়হুদা মডেল থানা তদন্ত ওসি শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন প্রমূখ।

সভায় সভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০তম বছর। ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেওয়া হয়। ১৯৭১ সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এর মাত্র দুই বছর পরে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে।

বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে ও ঐকমত্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপট বিবেচনায়, বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করেন। পরের বছর ১৯৭৩ সালের ২৩ মে, এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের ততকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার এটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




কোটচাঁদপুরের তালসার গ্রামের বোমার বিস্ফোরণ শিশুসহ আহত ৩জন

কোটচাঁদপুরের তালসার গ্রামের বোমার বিস্ফোরণ ঘটেছে। ওই ঘটনায় তিনজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে ওই ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

জানা যায়, গত শনিবার রাতে ১০ টার দিকে ছাদের উপর কিছু একটা পড়ার শব্দ পান সন্টু পাঠান।

আজ রবিবার বেলা ১১ টা দিকে মোবাইলে ফোন করে চাঁদা দাবি করেন ৫ লাখ টাকা। পরে স্মরন করিয়ে দেন বোমার কথা। বলেন,তুই এখনো মরিসনি। কালকে বোমাটা তাহলে বিস্ফোরন হয়নি। এ কথা বলে ফোন কেটে দেন তিনি। এরপর থেকে সারা বাড়ি বোমা খুজতে থাকি। তবে কোথাও পাওয়া যায় না।

তিনি বলেন,তখন বিকাল ৫ টা বাজে। আমার ছেলে বন্ধন পাঠান (৯) ও মেয়ের ছেলে খালিদ হোসেন ৮মাস ও ভাইয়ের মেয়ে মারিয়া খাতুন (১২) বাড়ির উঠানে খেলছিল।

এ সময় হাতে পায় অবিস্ফোরিত সেই বোমাটি। হঠাৎ করে বোমাটি হাত থেকে পড়ে যায়। এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে করে শিশু খালিদ হোসেন (৮মাস) ও মারিয়া খাতুন (১২)গুরুতর আহত হন। এছাড়া বোমার পিন্টার আহত হন বন্ধন পাঠান (৯)। আহদের তিনজনের মধ্যে দুইজন কে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রমিজ উদ্দিন (তপু) বলেন,তাদের গায়ে বোমার পিন্টারের চিহ্ন আছে। চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। অবস্থা তেমন গুরুতর না বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলার তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন,খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ছিলাম। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।




জীবননগরে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন

জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ।