১০০ ও ২০০ মিটার অ্যাথলেটিক্স বিভাগী পর্যায়ে প্রথম গাংনীর রিমন

বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় “অনূর্ধ্ব ১৫” বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় গাংনীর ঐতিহ্যবাহি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিমন হোসাইন ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শনিবার সকালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী এই তথ্য নিশ্চিত করেছেন।

রিমন হোসাইন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও এই উপজেলার চরগোয়াল গ্রামের কামরুল ইসলামের ছেলে।

রিমন হোসাইন ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী তাকে অভিনন্দন জানিয়েছেন।




জীবননগরে পুকুরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

জীবননগরে পুকুরের পানিতে ডুবে এক শিশু মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার সময় জীবননগর পৌর সভার ৩নং ওর্য়াডের রাজনগর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাদ হোসেন(০৯) রাজনগর পাড়ার দিনমজুর মোঃ হাফিজুর রহমানের ছেলে এবং স্থানীয় বেসরকারী ইকরা মাদরাসার ছাত্র।

ভুক্তোভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,শনিবার সাদ হোসেন বাচ্ছাদের সাথে খেলা করছিল এ সময় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কাটা পুকুরে গোসল করতে যায়।এ সময় অসাবধনতা বসত বাচ্ছাটি পুকুরের পানিতে ডুবে যায়।স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে নিহত সাদের লাশ উদ্ধার করে।

জীবননগর পৌর সভার ৩নং ওর্য়াড কাউন্সিলার মোঃ খোকন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাচ্ছাটি খেলা করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।যদি পুকুরটা ঘিরা থাকতো তা হলে হয়ত এ ধরনের ঘটনা ঘটতো না ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা বলেন,রাজনগর পাড়ায় একটি বাচ্ছা পানিতে ডুবে মারা গিয়েছে এটা আমি শুনেছি তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।এদিকে সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মাসহ গোটা পরিবার।




এবার টিকটকেও যুক্ত হচ্ছে এআই চ্যাটবট

মাইক্রোসফট, গুগলের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট নিয়ে কাজ শুরু করেছে টিকটক। এরই মধ্যে ‘ট্যাকো’ নামের একটি এআই চ্যাটবট নিজেদের প্ল্যাটফর্মে যুক্তের জন্য কাজও শুরু করেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক মাধ্যমটি। প্রাথমিকভাবে ফিলিপাইনের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী ওপর চ্যাটবটটির কার্যকারিতা পরখ করা হচ্ছে।

খুদে ব্লগ লেখার সাইট টুইটারে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি একটি চ্যাটবট টিকটকে যুক্ত করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই চ্যাটবট কাজে লাগিয়ে খুব সহজেই টিকটকে থাকা পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মতামত নেওয়ার পরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

ট্যাকো চ্যাটবটটি টিকটকের ডান দিকে ব্যবহারকারীর প্রোফাইল এবং লাইক, কমেন্ট ও বুকমার্কস অপশনের ওপরে যুক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও খুঁজে নিতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখার সুপারিশও করবে এই চ্যাটবট।

জানা গেছে, ফিলিপাইনের যে ব্যবহারকারীরা চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পেয়েছেন, তাঁদের একটি বার্তা পাঠিয়েছে টিকটক। বার্তায় বলা হয়েছে, ট্যাকো প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ট্যাকো ব্যবহারের অভিজ্ঞতা ভালো না–ও হতে পারে।
সূত্র: গ্যাজেটস নাউ




এয়ার অ্যাস্ট্রায় চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এয়ার অ্যাস্ট্রা। প্রতিষ্ঠানটি তাদের গ্রাউন্ড অপারেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ পয়েন্ট থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডাভিট গ্রহণযোগ্য হবে না।

জেন্ডার: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুন, ২০২৩




জনদুর্ভোগ; এ দায় কার ?

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বড় বাজার এলাকা। একেবারেই গাংনী উপজেলা শহরের প্রানকেন্দ্র। ব্যস্ততম শহরের এই যায়গা দিয়ে সারাদিন হাজার হাজার মানুষের যাতায়াত। সাম্প্রতিক সময়ে শহরের এই প্রধান যায়গাটিতে ড্রেন করতে গিয়ে ব্যাপক খোড়াখুড়ি করে গাংনী পৌরসভা। ঠিকাদারী প্রতিষ্ঠান ড্রেন নির্মাণ করে লেবেল না করেই রেখে দেই  স্থানটি।

সামান্য পানি হলে স্থানটিতে পানি জমে থাকে। প্রতিদিন ছোট খাটো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে ছোট খাটো যানবাহন পাখি ভ্যান, অটো, মোটরসাইকেল, কার, মাইক্রোসহ অন্যান্য যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। মাঝে মধ্যে এসব গাড়ির স্প্রিংসহ অন্যান্য পার্টেসের ক্ষতি হচ্ছে। আবার ধুলার সময় বড় কোনো যানবাহন চললে ধুলায় অন্ধকার হয়ে যায়।

পথচারি শরীফুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে এখান দিয়ে যাওয়ার সময় চরম ঝাঁকুনি খেতে হয়।

আকরাম আলী বলেন, প্রধান শহরের প্রধান যায়গায় এভাবে কাজ করে লেবেল না করেই চলে গেলো। তাহলে মেয়রের থাকার দরকার কি ? মেয়র কি নিজে এই রাস্তায় চলাচল করেনা ?

স্থানীয় কয়েকজন ব্যববসায়ী না প্রকাশ না করার শর্তে বলেন, গাংনীর প্রধান সড়কের উপর এই বিষয়টি মেয়রের দৃষ্টি দেওয়া উচিৎ।

এব্যাপারে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী বলেন, ওই স্থানে আগের স্টেমেটের কাজ। ওই স্টেমেটে লেবেল করার বিষয়টা ছিলনা। তবে, গাংনী পৌর সভার বেশ কিছু কাজ শুরু হচ্ছে। ঠিকাদারদের বলে ওই টুকু লেবেল করে দেওয়া হবে।




বিয়ের সময় নেই সাল্লু বাবার

বলিউডের চিরযুবক অভিনেতা সালমান খানের জীবনে বিভিন্ন সময় নারীদের আগমন ঘটলেও তা বিয়ের জল পর্যন্ত এখনও গড়াতে পারেনি। আর ৫৫ বছর বয়সেও রোমান্টিক এই তারকাকে বলা হয় ইন্ডাস্ট্রির মোস্ট অ্যালিজেবল ব্যাচেলর।

এদিকে, ভাইজান যেখানেই যাক না তাকে বিয়ে না করা নিয়ে শুনতে হয় নানা প্রশ্নও। আর সালমানও বিভিন্ন ভাবে মজা করে তার জবাব দেন। সম্প্রতি বিয়ে সম্পর্কে প্রশ্নের জবাব পাওয়া গেলো বিয়ের সময় নেই সাল্লু বাবার।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সালমান খান অভিনীত ‘অন্তিম’ সিনেমার প্রিমিয়ারে প্রতিবারের মতো সালমানকে বিয়ে করা নিয়ে প্রশ্ন করা হলে তার বোনের স্বামী অভিনেতা আয়ুশ শর্মা জানান সালমানের হাতে বিয়ে করার সময় নেই

তিনি আরো বলেন, আমার মতে তিনি এখন যেমন আছেন সেভাবেই সুখে আছেন। তাছাড়া তিনি নিজেই তার জীবনের সকল সিদ্ধান্ত নেন।

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’-এ ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় পুণরায় অভিনয় করেছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফ রয়েছেন তার সঙ্গে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া




থাইরয়েডের সুস্থতায়

প্রতি বছর ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় সারা বিশ্বে। থাইরয়েড সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই বিশেষ দিনটি পালন করা হয়। থাইরয়েড একটি ছোট্ট গ্রন্থি যা গলার কাছে থাকে। এর মাধ্যমে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোন হার্ট বিট ঠিক রাখতে সাহায্য করে।

পাশাপাশি, মেটাবলিজম, শরীরের বৃদ্ধির হার ও বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা ঠিক রাখে। এর গ্রন্থিটি ঠিকমতো কাজ না করলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। আবার স্বাভাবিক মাত্রার থেকে বেশি মাত্রায় কাজ করলে তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়। বেশি পরিমাণে থাইরয়েড হরমোন উৎপাদন হলে এই সমস্যা হয়।

ডাক্তার রেজানুর আহমেদ থাইরয়েডের সমস্যা প্রতিরোধে কিছু পানীয় নিয়ম করে খাওয়ার পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেই:

.থাইরয়েডের সমস্যা দূর করতে হলুদ মেশানো দুধ খেতে পারেন। এই দুধ নিয়মিত খেলে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
.আপেল সাইডার ভিনিগার একটি ক্ষারীয় প্রকৃতির পানীয় হয়। এই পানীয়টি রক্তে শর্করার হার নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি অনেকটা সময় পেট ভর্তি রাখতে সাহায্য করে। এক টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার পানিতে গুলে খেলে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
.বাটারমিল্কে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। এটি পেটের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুগুলির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। এগুলিই খাবার হজম করতে সাহায্য করে।

.বিটের রস ও গাজরের রস মিলিয়ে তৈরি হয় লাল রঙের শরবত। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিউয়েন্টস থাকে। পাশাপাশি থাকে লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট।
.সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। এটি প্রদাহ কমাতে সাহায্য করে। পালং শাক, আমলকি, পুদিনা ও ধনেপাতা মিশিয়ে এই শরবত বানিয়ে খান। এতে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ব্রয়লার মুরগি মাছ ডিমের দামও উর্ধমুখী

সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো হলেও দাম আগের মতোই রয়েছে। বেশিরভাগ সবজির দামই ৮০ টাকা কেজির মধ্যে রয়েছে।

এছাড়া চিনি, ডিম ও মাছ-মাংস আগের মূল্যেই রয়েছে। কোরবানির ঈদ আসন্ন হওয়ায় পেঁয়াজের দাম সামান্য কমায় সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনগুলোতে পেঁয়াজের দাম আরো কমবে।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে মেহেরপুর কাঁচাবাজার, গাংনী কাঁচাবাজার, ও বামন্দী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতারা বলছেন, বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রভাব কিছুটা হলেও কমতে শুরু করেছে। বেশ কয়েকটি পণ্যের দাম। অন্যান্য পণ্যের দাম না কমলেও অপরিবর্তিত রয়েছে।

গাংনী মাংসের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম প্রতি কেজি ১২০০ টাকা। এছাড়া প্রতি কেজি ব্রয়লার এখন ২৩০-২৪০ টাকা দরে, সোনালী ও লেয়ার মুরগী ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি খাচি ডিমের দাম ৩৫০ টাকা।

গাংনী মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রকারভেদে সাধারণ চাষের মাছগুলোর দাম কেজিতে বেড়েছে প্রায় ৫০-৬০ টাকা পর্যন্ত। ইলিশ-চিংড়ির পাশাপাশি দেশি (উন্মুক্ত জলাশয়ের) মাছের দাম কেজিতে বেড়েছে ৭০-৮০ টাকা পর্যন্ত।

বাজার ঘুরে দেখা গেছে, চাষের পাঙাস-তেলাপিয়া থেকে শুরু করে দেশি প্রজাতির সব ধরনের মাছের দাম বেড়েছে। আগে বাজারে প্রতি কেজি পাঙাস বিক্রি হতো ১৫০ থেকে ১৬০ টাকা, যা এখন ১৭০/৮০ টাকায় ঠেকেছে। অন্যদিকে তেলাপিয়া মাছের কেজি হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকা, যা আগে ১৩০-১৪০ টাকায় কেনা যেত।

রুই, কাতলা ও মৃগেল ছোট সাইজ বিক্রি হয়েছে ১৭০/১৮০ টাকা এক কেজির উপরে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকা কেজি দরে। সাইজে একটু বড় বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজিতে, যা আগে ২৮০ থেকে ৩২০ টাকা ছিল।

মুদি বাজারে বোতলজাত সয়াবিন তেল ২০০ টাকা এবং চিনি ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আমদানি করা চীনা রসুন ১৭০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজী ভান্ডার খ্যাত মেহেরপরের বাজারে গ্রীষ্ম মৌসুমের সবজির সরবরাহ ভালো। প্রতিকেজি বেগুন, করলা, বরবটি, ঝিঙা, পটল ৪০ ও আলু ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেশ কয়েকটি সবজির দাম ৬০ টাকা বা তারও নিচে রয়েছে।




মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট জমকালো আয়োজনে উদ্বোধন ২ জুন

মেহেরপুর ফুটবলের ইতিহাসে শতাব্দীর সেরা টুর্নামেন্ট উপহার দিতে চাই মেহেরপুর প্রতিদিন। “এসো ফিরি খেলার মাঠে” শ্লোগান নিয়ে আগামী ২ জুন শুক্রবার মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই টুর্নামেন্টেকে ঘিরে এলাকায় উচ্ছাস উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর আহবায়ক এমদাদুল হক বলেন, টুনাামেন্টে জেলার বিভিন্ন এলাকার ১৬টি ফুটবল দল অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টটি হবে মেহেরপুর জেলার ফুটবলের ইতিহাসের সেরা টুর্ণামেন্ট। টুর্ণামেন্টকে ঘীর আয়োজক কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজনের শুরুতেই থাকবে জমকালো উদ্বোধন।

মেহেরপুর সরকারি কলেজ মাঠটিকে এখন খেলার জন্য প্রস্তুত করার পাশাপাশি মাঠটিকে সজ্জিতকরণ করা হচ্ছে নতুন মোড়কে।

মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টে যে ষোলটি দল অংশ নিচ্ছে তারা হলো-আমঝুপি ইউনিয়নের চাঁদবিল শেরেবাংলা ক্লাব, কুতুবপুর ইউনিয়ন একাদশ, শ্যামপুর ইউনিয়ন একাদশ, বাগোয়ান ইউনিয়ন একাদশ, মোনাখালি ইউনিয়ন একাদশ, দারিয়াপুর ইউনিয়ন একাদশ, কাথুলি ইউনিয়ন একাদশ, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর ফ্রেন্ডস ক্লাব, আমঝুপি ক্লাব ও লাইব্রেরি, ফাস্ট ক্যাপিট্যাল অব বাংলাদেশ (এফসিপি), গাংনী ফুটবল একাডেমি, আমদহ ইউনিয়নের গোলাম রহমান স্মৃতিসংঘ, ধানখোলা ইউনিয়নের চিৎলা জাগরনী ক্লাব, কোলা ইলেভেন স্টার ক্লাব, মটমুড়া ইউনিয়নের বাওট শাপলা ক্লাব ও বুড়িপোতা ইউনিয়নের শালিকা টাইগার ক্লাব।




মেহেরপুরের আমঝুপিতে গরু চুরির হিড়িক

কোরবানি ঈদকে সামনে রেখে মেহেরপুরের বাড়ি বাড়ি গড়ে উঠেছে গরু মোটা তাজা করণ খামার।এই সুযোগে গরু চোরদেরও উৎপাত বেড়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার আমঝুপি গ্রামের ষষ্টিতলাপাড়া এলাকার প্রবাসি জাকির হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীর কাঁদায় শুয়ে পড়লে দুটি গরু ফেলে রেখে ১ টি গরু নিয়ে যায়। গরুটির আনুমানিক মুল্য দেড় লক্ষ টাকা বলে জানা গেছে।

এর আগের দিন রাতেও একই পাড়ার রাহিদুল ইসলামের বাড়ি থেকেও ২ দুটি গরু চুরি করে নিয়ে যায়। পরে মাঠ থেকে ১ টি গরু উদ্ধার করা সম্ভব হলেও একটি গরু নিয়ে যায় চোরের দল। গরুটির মুল্য আনুমানিক ১ লক্ষা টাকা বলে জানান গৃহকর্তা রাহিদুল ইসলাম।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গরু চুরির বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।