মেহেরপুরের আমঝুপিতে গরু চুরির হিড়িক

কোরবানি ঈদকে সামনে রেখে মেহেরপুরের বাড়ি বাড়ি গড়ে উঠেছে গরু মোটা তাজা করণ খামার।এই সুযোগে গরু চোরদেরও উৎপাত বেড়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার আমঝুপি গ্রামের ষষ্টিতলাপাড়া এলাকার প্রবাসি জাকির হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীর কাঁদায় শুয়ে পড়লে দুটি গরু ফেলে রেখে ১ টি গরু নিয়ে যায়। গরুটির আনুমানিক মুল্য দেড় লক্ষ টাকা বলে জানা গেছে।

এর আগের দিন রাতেও একই পাড়ার রাহিদুল ইসলামের বাড়ি থেকেও ২ দুটি গরু চুরি করে নিয়ে যায়। পরে মাঠ থেকে ১ টি গরু উদ্ধার করা সম্ভব হলেও একটি গরু নিয়ে যায় চোরের দল। গরুটির মুল্য আনুমানিক ১ লক্ষা টাকা বলে জানান গৃহকর্তা রাহিদুল ইসলাম।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গরু চুরির বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।




গাঁজাসহ মেহেরপুর শহরের আশিক আটক

১০০ গ্রাম গাঁজাসহ আশিক নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশ। আটক আশিক মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

আজ শনিবার (২৭ মে) ভোররাতের দিকে সদর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন। এসময় তার বাসত ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এসআই নাজমুল বলেন, বাড়িতে গাঁজা রেখেছে এমন সংবাদের ভিত্তিত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়।

আটক আশিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শনিবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




দামুড়হুদায় কৃষকদের মাঝে ২০টি ভ্যান বিতরণ

দামুড়হুদায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় আইপিএম মডেল ইউনিয়ন এর দল ভিত্তিক ভ্যান বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় দামুড়হুদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে দল ভিত্তিক ২০টি ভ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং সদস্য এপিএ বিশেষজ্ঞ পুল কৃষি মন্ত্রণালয়ের কৃষিবিদ ড: মোঃ হামিদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। তাই কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি দিয়ে কৃষি এবং কৃষককে বাঁচানোর জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। বর্তমান বাংলাদেশে ফরমালিন ও বিশ বাদে নিরাপদ সবজি উৎপাদনে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায় আনুষ্ঠানিকভাবে ২০টি গ্রুপে ২০টি ভ্যান দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপে ২৫ জন সদস্য রয়েছে। আইপিএম মডেল ইউনিয়নে মোট ৫০০ জন নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক কাজ করছে। এখানে সেক্স ফেরোমন ট্রাপ, আঠালো হলুদ ফাঁদ, আঠালো নীল ফাঁদ, মালচিং পেপার, নেট হাউজ, বায়ো পেস্টিসাইড ইত্যাদি কৌশল প্রয়োগ করে সবজি উৎপাদন করা হচ্ছে।
ক্ষতিকর রাসায়নিক বালাইনাশক প্রয়োগ না করে সবজি উৎপাদন হচ্ছে। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত নিরাপদ ও পুষ্টিকর।

উপজেলায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন এখন পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনে দেশে একটি মডেল ইউনিয়ন। বাংলাদেশে মোট ২০টি ইউনিয়নে এভাবে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে। আমাদের উপজেলায় তার মধ্যে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন একটি।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেন, দামুড়হুদা উপজেলা বালাইনাশক এসোসিয়েশনর সভাপতি মোঃ আঃ রাজ্জাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার মোঃ আজহার উদ্দিন।




কবে আসছে ‘টাইগার ৩’, জানালেন সালমান

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর শুটিং শেষ করেছেন সালমান খান। বিষয়টি শেয়ার করে তারকা নিজেই জানিয়েছেন এই বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি। এই দীপাবলিতে ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবার আশা প্রকাশ করেছেন সালমান।

দুবাইতে একটি পুরষ্কার অনুষ্ঠানের ফাঁকে মিডিয়ার সাথে আলাপচারিতায় সালমান বলেন, `গত রাতে আমি টাইগারের শুটিং করছিলাম এবং আমি টাইগার ৩ শেষ করেছি। এখন আপনারা দীপাবলিতে টাইগারকে দেখতে পাবেন। এটি খুব ব্যস্ত শুটিং ছিল, যদিও এটি ভাল ছিল।’

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফের সাথে পুনরায় মিলিত হবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সব সিনেমাতেই অভিনয় করেছেন ক্যাটরিনা। তৃতীয় সিনেমাটির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক হচ্ছে ইমরান হাশমির।

এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’-এ অভিনয় করেছিলেন ক্যাটরিনা এবং সালমান খান। সেই বছরের শীর্ষ-আয়কারী চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল ‘এক থা টাইগার’। এরপর আলি আব্বাস জাফর পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায় ২০১৭ সালে। এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে চলেছে যার নাম ‘টাইগার ৩।’

সূত্র: ইত্তেফাক




গাংনীতে কাজী নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন

গাংনীতে প্রেমের কবি, দ্রোহের কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী যথাযোগ্য মযার্দায় উদযাপিত হয়েছে।

গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে কাজী নজরুল ও রবী ঠাকুরের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলের স্মৃতিচারণ করা হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি সাজিয়া সিদ্দিকা সেতু।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আাওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহ সভাপতি ইয়াছিন রেজা, পথিকের পাঠশালা প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল ইসলাম পথিক, গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, বিআর লাইসিয়াম স্কুলের শিক্ষক মঞ্জুর মুর্শেদ শান্তি, গাংনী উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মশিউর রহমান পলাশ প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী কলা কুশলী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন,ক্ষুদে গানরাজ উদয়, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আজিজুল হক রানু, জুলফিকার আলী কানন, শিশু শিল্পী নীরব, সিয়াম প্রমুখ।

শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক শ্রোতাদের আকৃষ্ট করে।




মেহেরপুরে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৫ জন গ্রেফতার

মেহেরপুর জেলা পুলিশের নিয়মিত ১২ ঘন্টার অভিযানে কলেজ শিক্ষকসহ বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৩ আসামি, মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১ জন করে গ্রেফতার হন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, আদালতের পরোয়ানাভূক্ত সিআর ১৯৫/২২ নং মামলার আসামি গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বাঁশবাড়িয়া টেকনিক্যাল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিদাহ হাসান, সিআর মামলা নং ৩১/২৩ এর আসামি ছাতিয়ান গ্রামের কামাল হোসেনের স্ত্রী রেকছনা খাতুন ও সিআর ৫৬৫/২২ নং মামলার আসামি কাজিপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে ইউসুফ মন্ডল।

এছাড়া মেহেরপুর সদর থানা পুলিশ আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার একজন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার এক আসামিকে গ্রেফতার করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (২৬মে) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছে।




ছোটদের নজরুল – কনক কুমার প্রামানিক

ছোটদের জন্য লিখেছেন
গল্প ছড়া ও পদ্য,
বাংলা সাহিত্যে অমর তিনি
মনে হয় জীবন্ত।

মনটা যে তাঁর সহজ সরল
স্নেহ পূর্ণ প্রাণ,
নিপীড়িতের ভালোবাসায়
তিনি চির অম্লান।

তিনি মোদের জাতীয় কবি
আদর্শ যে মানবো,
অনুকরণ করবো তাঁকে
ভালো জীবন গড়বো।




উইন্ডোজ ১১ এর পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট মাইক্রোসফট কোপাইলট

উইন্ডোজ ১১-তে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্ট যুক্ত হচ্ছে। মাইক্রোসফট তাদের কোপাইলট এবার চালু করে দিচ্ছে। কোপাইলটে আমরা এজ, অফিস অ্যাপ এবং গিটহাবে ব্যবহার হতে দেখেছি। এবার উইন্ডোজ ১১ তেই সরাসরি এই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত থাকবে।

একবার চালু করলে কোপাইলট সবসময় সক্রিয় থাকবে। উইন্ডোজের হেড পানোস পানয় জানান এ কথা। ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবেই কোপাইলট কাজ করবে। যেকোনো কাজ দ্রুত করা কিংবা কোনো অ্যাপ ব্যবহারে সুবিধা বাড়ানোর জন্যই কোপাইলট থাকবে। এখন কোনো অ্যাপের ভেতর লেখা সংক্ষিপ্ত করা কিংবা সেটাকে আবার লেখা অথবা ব্যাখ্যার কাজও কোপাইলট করবে। বিং চ্যাটের মতো একটা ডায়লগ বক্স কোপাইলটে থাকবে। এখানেই আপনি প্রশ্ন করতে পারবেন বা সার্চ ইঞ্জিনের মতো কমান্ড দিতে পারবেন।

তবে সার্চ বার এখনই সরে যাচ্ছে না। কোপাইলট অনেকটা উইন্ডোজ ১০ এর করটানার মতো কাজ করবে। জুন থেকেই কোপাইলটের আপডেট উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা পেতে শুরু করবেন বলে জানা গেছে।

সূত্র: ইত্তেফাক




অলিম্পিক গেমস আয়োজনের আগেই অশাান্তি ফরাসি অলিম্পিক কমিটিতে

ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের আসর বসতে বাকি আর মাত্র ১৪ মাস। এরই মধ্যে পদত্যাগ করেছেন ফ্রেঞ্চ ন্যাশনাল অলিম্পিক কমিটির (সিএনওএসএফ) সভাপতি ব্রিজিত হেনরিখস। এমতাবস্থায় কমিটির সবাইকে একাত্ম থাকার আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা।

দেড় বছর যাবত অভ্যন্তরীন কোন্দল ও পূর্বসুরি ডেনিস ম্যাসেগ্লিয়ারের সঙ্গে মতবিরোধের জেরে কমিটির সাধারণ সভায় নাটকীয়ভাবে পদত্যাগ করেন হেনরিখস। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তিন মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক অ্যাস্ট্রিড গায়ার্ট।

বার্তা সংস্থা এএফপিকে ওউদিয়া বলেন,‘ আজ সেখানে কেউ জয়ী হয়নি।’ যোগ করেন, সম্ভবত ‘একটি বিজয় হয়েছে। সেটি হচ্ছে নৈতিকতা ও গণতন্ত্রের।’ টালমাটাল ফরাসি ক্রীড়াঙ্গনে এক বছরের মধ্যে হেনরিখের পদত্যাগের ঘটনাটি সর্বশেষ ঘটনা।

ফুটবল, রাগবি, জিমন্যাস্টিকস এবং টেনিসসহ দেশটির বেশ কয়েকটি ফেডারেশন বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জরিত। যে কারণে পদ ছেড়েছেন দেশটির দুই হাই প্রোফাইল কর্মকর্তা। মানসিক ও যৌন হয়রানির অভিযোগ উঠায় গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দীর্ঘদিন ধরে ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকা নোয়েল লো গ্রায়েত। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় পুরুষদের রাগবি বিশ্বকাপ আয়োজনের মাত্র কয়েক মাস আগে জানুয়ারিতে পদত্যাগ করেন সাবেক ক্রীড়া মন্ত্রী ও সাবেক রাগবি কোচ বার্নার্ড লাপোর্তা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক/৬টি ককটেল উদ্ধার

মেহেরপুর শহরের শেখপাড়ায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদল নেতা নাহিদ মাহবুব সানি (৩০) ও স্বেচ্ছাসেবক দল নেতা তারেক হোসেন ওরফে কালুকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ টি ককটেল উদ্ধার করেছে বলে দাবী পুলিশের।

বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের শেখপাড়ার একটি পরিত্যক্ত চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা পুলিশ।

আটকরা হলেন, মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো: তারেক হোসেন ওরফে কালু ও শহরের বড়বাজার এলাকার মৃত সাইদ মাহবুব জামানের ছেলে মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি।

পুলিশ জানায়, ঘটনার সময় শেখপাড়া পরিত্যাক্ত একটি চায়ের দোকানের সামনে বিএনপির ১০থেকে ১২ জন লোক নাশকতার উদ্দে্শ্যে সরকার বিরোধী মিটিং করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কেএম রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলগুলো ফেলে রেখে সবাই পালিয়ে গেলেও দুই জন আটক হন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে সন্ত্রাস দমণ আইনে ৬ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু বলেন, মিথ্যা ও সাজানো মামলায় বিরোধীদের দমন পিড়নে ব্যস্ত পুলিশ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েঅনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি দাবী করেন তিনি।