গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুলের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২ মে) বিকাল ৫টার দিকে গাংনী থানার রোড় থেকে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানার সঞ্চালনায় এবং মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

এসময় আরো বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহোযোগি সংগঠনের নেতা-কর্মীরা।




চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কতৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজ পারভিন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের কার্যালয় হতে চুয়াডাঙ্গা বড় বাজার কোর্ট কবরী রোড হতে আবার চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের কার্যালয় এসে শেষ হয়

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন, সহ-সভাপতি- পূর্ণিমা হালদার, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-কাজলী আক্তার , সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি ,আলমডাঙ্গা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি-আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬ নং ওয়ার্ড সভাপতি রুপালি, সাধারণ সম্পাদক ফাহিমা, ২নং ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক শিউলি সহ চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।




কোটচাঁদপুরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কোটচাঁদপুরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার বিকেলে সভা করা হয়।
দলীয় সুত্রে জানা যায়,রাজশাহীতে প্রকাশ্য জন সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকি দেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন বাংলাদেশ আওয়ামী লীগ। এর অংশ হিসেবে সোমবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠন গুলো এ কর্মসুচী পালন করেন।

এ উপলক্ষে ওইদিন বেলা ৩ টা থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকে দলীয় কার্যালয়ে। এরপর বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করেন। পরে বাজার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন দলটি। সমাবেশে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুননেসা মিকি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম,পৌর স্বেচ্ছা-সেবক লীগের আহবায়ক ও কাউন্সিলর জাহিদ হোসেন।




মেহেরপুরে স্বর্ণ চোরাচালান মামলায় কুতুবপুর ইউনিয়নের মজনু মেম্বর কারাগারে

মেহেরপুরে স্বর্ণ চোরাচালান মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বর মনজুর রহমান মজনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরের দিকে আদালতের বিজ্ঞ বিচারক তারিক হাসানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

মনজুর রহমান মজনু মেহেরপুরের ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ৬টি স্বর্ণ বার উদ্ধার সংক্রান্ত জি আর ৩৫৭/২২ মামলার আসামী।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর ভারতে পাচারকালে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের ৬টি সোনার বারসহ ২ পাচারকারীকে শহরের বড়বাজার এলাকার শিব মন্দিরের সামনে থেকে আটক করেছিলো মেহেরপুর থানা পুলিশ।

আটককৃতরা ছিলেন, নারায়নগঞ্জের বন্দর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৪) ও ঢাকার নয়াতলা-মগবাজার এলাকার শেখ আশরাফুল কবীরের স্ত্রী কানিজ ফাতেমা (৪০)।

মেহেরপুর সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছিলেন, একজন ইউপি সদস্যের মাধ্যমে স্বর্ণের চালানটি ভারতে পাচারের উদ্দ্যেশ্যে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। এর পর থেকেই মজনু মেম্বর হাইকোর্টের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আজ সোমবার (২২ মে)  মেহেরপুর জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন না মনজুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।




বঙ্গবন্ধুর স্বপ্নের কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব স্বীকৃত-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের স্বপ্ন ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের। স্বাধীনতার পর প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার লক্ষ্যে কাজ শুরু করে বঙ্গবন্ধু সরকার। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর সে স্বপ্ন আর পূরণ হয়নি। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেন। কিন্তু বিএনপি-জামায়ত জোট সরকার ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। কারণ সেগুলো চালু থাকলে মানুষ আর কেউ ধানের শীষে ভোট দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে।

সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জামায়াত-বিএনপি জোট সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিলো। সে সময় আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, এমপিকে হত্যা করা হয়েছিলো। হত্যা করতে চেয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। কিন্তু সে চেষ্টা ব্যার্থ করে দেয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও দেশের সাধারণ জনগন। আজ সেই শেখ হাসিনরা নেতৃত্বেই দেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। তবে থেমে নেয় দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। মনে রাখতে হবে নৌকায় ভোট দেয়া মানেই দেশের উন্নয়ন। আর উন্নয়নের সুফলভোগী সবাই। কারিগরী শিক্ষার উত্তর উত্তর সাফল্যের কারণে আগামীতে দেশে আর কোন বেকার থাকবেনা বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আজিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মনজুরুল মুরশিদ, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজন পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহবুবুল আলম রবি, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স এবং কর্মকর্তা-কর্মচারী বৃন্দ মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, কৃষকলীগ,, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।




মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায়  বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

অন্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিব সহ বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। র‍্যালিটি মেহেরপুর সরকারি কলেজ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।




মুজিবনগরে ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

২০ বোতল ফেনসিডিলসহ আলামিন হোসেন ওরফে আলাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটক আলামিন মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নুর ইসলামের ছেলে।

আজ সোমবার (২২ মে) বেলা ২ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি টিম আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়িতে ফেনসিডিল জড়ো করে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসত ঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আটক আসামি আলামিনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




কোটচাঁদপুরে ৭ দিন ব্যাপি ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্ভোধন

ভূমিসেবা সপ্তাহ -২০২৩ এর শুভ উদ্ভোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কার্যালয় চত্বরে এ সভা করা হয়।

ভূমিসেবা সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভুমি) নিরুপমা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জগন্নাথ সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সাবদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, দোড়ার আবদুল জলিল বিশ্বাস, কুশনার শাহরুজামান সবুজ, এলাঙ্গীর মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক চম্পা অধিকারী, সমবায় কর্মকর্তা মোছাঃজান্নাতারা হিরা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।




মুজিবনগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরের মুজিবনগরে ভৃমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে, স্মার্ট ভূমি সেবাই ভূমি মন্ত্রণালয় এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, জমি জমা সংক্রান্ত কাগজপত্র সরকারি রেটের চেয়েও বেশি টাকা কেহ অফিসে দিবেন না। যদি ভূমি অফিসের কোন কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবেন।

ভূমির নামজারি করতে কোন দালালের শরণাপন্ন হবেন না স্মার্ট বাংলাদেশে ভূমি সংক্রান্ত সবকিছুই অন্য অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন।




আদালতে জাল দলিল দাখিল; বাদীর ৩ বছর কারাদন্ড

আদালতে জাল দলিল দাখিল করার অপরাধে বাদী বাবুল হোসেনের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দীক।

আজ সোমবার (২২ মে) দুপুরের দিকে এই দান্ডাদেশ দেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, আসামি বাবুল হোসেন মেহেরপুর সিনিয়র সহকারী জজ আদালতে বাদী হয়ে দেওয়ানি ২৮৮/২০১০ নম্বর মামলা দায়ের করেন। এই মামলার বাদী বাবুল হোসেন আদালতে একটি দলিল দাখিল করেন যা আদালতের পর্যবেক্ষণে সন্দেহজনক মনে হয়। পরে মেহেরপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ ফারুক ইকবাল ওই দলিলের স্ট্যাম্প বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ট্রেজারি অফিসকে নির্দেশ প্রদান করেন। ট্রেজারি অফিস থেকে আদালতে দাখিলকৃত স্ট্যাম্পটি জালমর্মে প্রতিবেদন দেন। আদালতের পর্যালোচনায় বাদীর দাখিলকৃত স্ট্যাম্পটি জাল বলে প্রমাণিত হওয়ায় বিচারক মোঃ ফারুক ইকবাল ২০১৩ সালে নিজে বাদী হয়ে সিআর ৩৫৮/১৪ নম্বর মামলা দায়ের করেন।

উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দীক মামলাটির রায় ঘোষণা করেন। আসামি বাবুল হোসেনের বিরুদ্ধে দন্ডবিধির ৪৭১ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন, আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে প্রাণের নির্দেশ প্রদান করেন আদালত।