গাংনীতে ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেফতার

গাংনীতে ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ডাকাতি করার মামলায় ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম গাংনী উপজেলার কাথুলি এলাকায় অভিযান চালিয়ে এই দুই ডাকাতকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, গাংনী উপজেলার নওপাড়া গ্রামের কাবরান আলীর ছেলে মো: বেল্টু (৩৫) ও একই গ্রামের মাঠপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো: খোকন ওরফে বুদু(৪৫)।
ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ৯ এপ্রিল দিবাগত রাতে সাড়ে ৮ টার দিকে মাসে গাংনী উপজেলার সাহারবাটি-পুড়াপাড়া রাস্তার হোগলডাঙ্গা এলাকায় গাংনী শহরের ব্যবসায়ী সাদ্দাম হোসেন ওরফে সবুজকে রামদা দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এঘটনায় ৩৯৫/৩৯৭ প্যানাল কোড এর ধারায় গাংনী থানায় দায়ের করা মামলা নং ৮, তারিখ ৯/৪/২৩ ইং। ঘটনার কয়েক দিন পর এই ডাকাতির সাথে যুক্ত গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের দুলাল হোসেন, সুরজ আলী, কাজিপুর গ্রামের নাসির উদ্দীন ও কুষ্টিয়ার দৌলতপুরের রবিউল ইসলামকে গ্রেফতার ও মোটরসাইকেল, মোবাইল উদ্ধার করা হয়। এই ডাকাতির ঘটনায় এখনো ৩ আসামি গ্রেফতার হবে বলে জানিয়েছেন ওসি আব্দুর রাজ্জাক।
গ্রেফতারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
আগামিকাল রবিবার (২১ মে) সকালের দিকে আদালতে নেয়া হবে।




ফের কোয়াব সভাপতি দুর্জয়, সাধারণ সম্পাদক দেবব্রত

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ছিল আজ। প্রায় ১০ বছর পর ক্রিকেটারদের জন্য গঠিত এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো। তবে নির্বাচন প্রক্রিয়া ছাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনটির ফের সভাপতি হলেন নাঈমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোয়াবের প্রথম এজিএম শুরু হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিসিবি পরিচালক।

অনুষ্ঠানে বর্তমান ও সাবেক মিলিয়ে প্রায় ১ হাজার ক্রিকেটার উপস্থিত ছিলেন। তবে ছিলেন না তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এর আগেও সংগঠনটির সভাপতি ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। আর সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

সূত্র: ইত্তেফাক




ডিবি কার্যালয়ে নোবেলের সাবেক স্ত্রী, করলেন গুরুতর অভিযোগ

প্রতারণার মামলাসহ একাধিক অভিযোগে ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিলও। সেখানে নোবেলের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছেন তিনি।

শনিবার (২০ মে) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালসাবিল বলেন, আজ ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

ডিবি কার্যালয়ে থেকে বের হয়ে গণমাধ্যমে তিনি বলেন, আমি যখন নোবেলের সঙ্গে সংসার শুরু করি, তখন সে ভীষণ ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু হুট করে একটি চক্রের মধ্যে পড়ে নেশায় আসক্ত হয়ে পড়ে সে। এতে নোবেলের আচার-আচরণে ব্যাপক পরিবর্তন আসে। অন্য এক নোবেলে পরিবর্তন হয় সে। এখন পর্যন্ত যত সমালোচিত কাজ নোবেল করেছে তার সবই নেশাগ্রস্ত হওয়ার পর।

এক নারী এয়ার হোস্টেস নোবেলকে মাদক সরবরাহ করে দাবি করে সালসাবিল বলেন, এই চক্রের একজন নোবেলের সঙ্গে যোগাযোগ রাখে। সে তাকে মাদক সাপ্লাই দেয়। এমনকি তাদের এই সকল বিষয় নিয়ে আমি কথা বলায় আমাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হতো, তবে আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না।

তিনি বলেন, নোবেল মাদক সেবন করে বাসায় এসে আমাকে নির্যাতন করত। একদিন ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে মাদক সেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি।’

অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা তাকে গ্রেপ্তার করে ডিবি। গায়ক মাঈনুল আহসান নোবেলকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। সংশ্লিষ্ট সবার পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতকরণের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।’

শনিবার সকাল সাড়ে দশটায় মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন-২০২৩’ অনুষ্ঠানে এসব কথা বলেন মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  এস এম শরিয়ত উল্লাহ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটতরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। এ সময় জেলার সর্বশেষ আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে পুলিশ সুপার মেহেরপুরের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সিভল সার্জন’র প্রতিনিধি হিসেবে মেহেরপুর সদর উপজেলা স্বাস্হ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাশ, ডা.জামির মোহাম্মদ হাসিবুস সাত্তার তত্বাবধায়ক মেহেরপুর ২৫০ সয্যা জেনারেল হাসপাতাল, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেল সুপার, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ গাংনী ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জগন এবং মেহেরপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতিনিধি, জেলা ট্রাফিক বিভাগের প্রতিনিধি সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




দর্শনার ধীরু বাউল সহ ১০ জনকে সম্মাননা

অপ সংস্কৃতি রুখতে ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ অনুষ্ঠান বেশী বেশী প্রচার ও প্রসার করতে গত বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপি ঢাকা জাতীয় প্রেসক্লাবে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত সাংবাদিক জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে দুই বাংলার (ভারত-বাংলাদেশ) কবি সাহিত্যিক ও শিল্পীদের নিয়ে মিলন মেলা ও সম্মেলন অনুষ্টিত হয়।

বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ও চুয়াডাঙ্গার কৃতি সন্তান ধীরু বাউল ও কলকাতার শিল্পী ড.শিবানি দাসের কন্ঠে লালন সাঁইজির বিখ্যাত বাণী”” মিলন হবে কতদিনে” গানের মধ্যে দিয়ে শুভ সুচনা করা হয়।

কলকাতা বিশ্ববংগ সাহিত্য ও সংস্কৃতি সংগঠনের সভাপতি ড. রাধাকান্ত সরকারের সভাপতিত্বে দুদিন ব্যাপি এ বর্ণাঢ্য সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশেষ প্রতিনিধি ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে  ফরিদা ইয়াসমিন বলেন দেশে বা বিদেশে মাটিরগান লোকগান বাউল জারিগান, বিচ্ছেদি, যাত্রা নাটক হারাতে বসেছে।এক সময় গ্রামের বাঁশতলা বটতলা, হাটেরমোড়ে, বড় উঠানে এ সব লোকজ অনুষ্টান হইতো, তখন গ্রামের সব বয়সি মানুষ রাত জেগে বসে বসে শুনতো। কত ভালো না লাগতো। বর্তমানে সেই সব মাটিরগান সহ অন্যান্য অনুস্ঠান না থাকায় আমরা যেন রুক্ষ মেজাজি বদ মেজাজি হয়ে বড়দের সম্মান না দিয়ে ইচ্ছেমত চলছি।তবে দেরীতে হলেও কলকাতা বিশ্ববংগ সাংস্কৃতিক সংগঠন যে এতো বড় একটি দায়িত্ব নিয়ে দুই বাংলার কবি শিল্পীদের মিলনমেলা ঘটাতে পেরেছে তার জন্য সংগঠনটিকে ধন্যবাদ। তিনি বললেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা মহদ্বয়ের সাথে গত সপ্তাহে বেশ কয়েকটি দেশে গিয়েছিলাম, সেখানে কিছু কিছু সাংস্কৃতিক অনুস্ঠান দেখলাম,তবে আমার দেশের মাটিরগান বাউলগান বিচ্ছেদগানের যে সুর টান তা পেলামনা।তবে আমি কথা দিচ্ছি বাংলার চিরায়ত রুপ মাটিরগান ও লোকসংস্কৃতি উজ্জিবিত করতে আমার দেশে যত সহযোগিতা দরকার তা করবো,প্রয়োজনে সরকার বাহাদুরের সহযোগিতা প্রার্থনা করবো। বৃহস্পতিবার সন্ধায় দুদেশের শ্যামলি ও সৌহার্দ যাত্রী পরিবহনের পরিচালক শ্রী অবনি কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জাতীয় প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি শ্যামলদত্ত। একই হলরুমে প্রধান অতিথির বক্তব্যে জনাব শ্যামলদত্ত বলেন একটি দেশের পরিচয় বহন করে তার কৃষ্টি কালচারের উপর।আর তা হলো আমার দেশের সেই বাংলার লোকসংস্কৃতি, যার মধ্যে আছে লাঠি খেলা পিরেরগান ,ভাসানগান,গাজিরগান কিত্তন ভজন,কবিগান।যে সবগানে কোন উন্মাদনা নেই শুধু ভাবেরকথা আর মন প্রান জুড়ানো সুরের টান।সাথে একতারা দোতারা বাঁশি,বাংলার ঢোল, খমক রসদ যোগাতো।এখন সেগান খুব কমই হচ্ছে, সেগুলো খুব খুব দরকার।তিনি বল্লেন জাতিয় খেলা হাডুডু এ প্রজন্মের ছেলেরা তা বোঝেনা,কানামাছি, গাদি খেটেখেলা নাম শোনেনি।তিনি গ্রামিন ঐতিহ্যবাহি বিলুপ্ত প্রায় লোকজ অনুস্ঠান করার যে উদ্যেগ গ্রহন করা হয়েছে তা প্রশংসার দাবিদার।

তিনি বল্লেন এ বিষয়ে আমার সার্বিক সহযোগিতা থাকবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এ বি এম শহিদুল ইসলাম,পুলিশের সাবেক ডি আই জি জনাব মালিক খসরু,কলকাতা বংগোবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মীর সামী,ঢাকা বংগোবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট গোপালগন্জের কৃতি সন্তান কাজি মফিজুল হক, সাংবাদিক আঃ বারি, সোমা ইসলাম, দুলাল আহম্মদ, কবি সুভাষ বন্দোপদ্ধায়,শিবসংকর,গৌরি মজুমদার।পরে ভারতের ত্রিপুরা আসাম কলকাতা পশ্চিমবঙ ও বাংলাদেশের কুস্টিয়া,গাজিপুর,কুমিল্লা, চাঁদপুর কক্সবাজার, চট্রগ্রাম ব্রাক্ষনবাড়িয়া ও সিলেট অন্চলের কবি সাহিত্যিকরা কবিতা পাঠ ও। স্ব- স্ব দেশের লোককবিদের লেখা সংগীত পরিবেশন করেন। দর্শকদের অনুরোধে শাহ আঃ করিমের বিখ্যাত গান “”আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটি ধীরু বাউল গেয়ে দর্শক মাতিয়ে তোলেন। শেষে প্রধান অতিথির মাধ্যমে চুয়াডাঙ্গা তথা দর্শনার ছেলে বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউল ও কলকাতার শিল্পী ড,শিবানি দাস সহ ১০জন শিল্পী কবিকে উত্তরীয় পরিয়ে সম্মাণনা স্মারক প্রদান করেন।




বন্ধ হচ্ছে ডিজনির স্টার ওয়ার্স হোটেল

ডিজনির ব্যয়বহুল স্টার ওয়ার্স হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে। এই হোটেলে দুই রাত থাকলে হলে ৫ হাজার মার্কিন ডলার খরচ করতে হয়।

ডিজনি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সেপ্টেম্বরের ২৮-৩০ তারিখ পর্যন্ত তারা শেষ সেবা দেবে। স্টার ওয়ার্সের ভক্তদের জন্য গড়ে তোলা চমৎকার এই হোটেলটি ২০২২ সালে প্রথম চালু করা হয়। কিন্তু খুব বেশিদিন তারা ব্যবসা চালিয়ে যেতে পারেনি। মূলত ওরল্যান্ডোতে ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি থিম পার্ক গড়ার কাজ চলছে ডিজনির। তাই তারা ব্যয় কমাতে এই হোটেল বন্ধ করে দিচ্ছে।

শুরু থেকেই স্টার ওয়ার্স হোটেলের ব্যবসা ভালোর দিকে ছিল না। কারণ দামটা কম নয়। চমৎকার সাজসজ্জার এই হোটেলটি ডিজনির আর্থিক ক্ষতির চিহ্নই হয়ে থাকবে।

সূত্র: ইত্তেফাক




গায়ক নোবেল গ্রেপ্তার

গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ মে) নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতারণার অভিযোগ ও মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন।

গত ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে শুক্রবার আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম জানিয়েছেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। নোবেল চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যাননি। ওই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করা হয়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ৩০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা

মেহেরপুরে লিচু বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলছে গাড় লাল ও গোলাপি রংয়ের লিচু। সুস্বাদু ও রসালো এবং শাঁসে ভরপুর। প্রচন্ড তাপদাহ সহ্য করেও লিচুর বাম্পার ফলন হয়েছে চলতি মৌসুমে লিচু চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। লিচু আবাদ লাভজনক হওয়ায় চাষে ঝুঁকে পড়া কৃষকরা বলছেন,দেশের বাজারেই নয়,বিদেশে রপ্তানি করার সুযোগ সৃষ্টি হলে লিচু আবাদে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। তবে রপ্তানিমুখি করতে কৃষি বিভাগকে আন্তরিক হওয়ার দাবী কৃষকদের।

ব্যবসায়ীরা বলছেন মেহেরপুরের লিচুর পরিচয় পেলে পাওয়া যায় বেশি দাম এবং বাড়ে ক্রেতাদের চাহিদা । চলতি মৌসুমে ৩০ থেকে ৩২ কোটি টাকার লিচু উৎপাদনের সম্ভাবনা নিয়ে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কুষি বিভাগ।

মেহেরপুর জেলা জুড়ে রয়েছে অসংখ্য লিচুবাগান। জেলায় এবার ৬৯০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করেও চলতি মৌসুমে প্রায় ৪০০০ মেট্রিকটন লিচু উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। যা জেলার মানুষের চাহিদা পুরুনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় কদরে বিক্রি হচ্ছে মেহেরপুরের লিচু। বর্তমানে বাগানে বাগানে এবং হাটে বাজাওে চলছে লিচু ভাঙ্গা ও বেচা কেনার মহাউৎসব।

আম-কাঁঠালের পাশাপাশি জেলায় লিচুর চাহিদাও রয়েছে ব্যাপক। ভৌগলিক কারণে মেহেরপুরে আগাম জাতের লিচু চাষ হয়। দাম ভালো থাকায় জেলায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে লিচুর চাষ। তবে এবছর তেমন ঝড়ঝাপটা না থাকায় সব গাছেই লিচুর বাম্পার ফলন হয়েছে। অতিমাত্রায় তাপপ্রবাহের কারনে অনেক গাছের লিচুর খোঁষা ফেটে শুকিয়ে যাচ্ছে । অনেকেই খোঁষা ফেটে যাওয়া ঠেকাতে লিচু গাছে নিয়মিত সেচ দিচ্ছেন এবং লিচুতে পানি স্প্রে করছেন।

এবছর জেলায় দেশী ও আটি মোজাফ্ফর,বোম্বাই,আতা বোম্বাই ও চাইনা -৩ জাতের লিচুর চাষ হয়েছে। বাজারে উঠতে শুরু করেছে মোজাফ্ফর ও বোম্বাই জাতের লিচু। চাইনা -৩ জাতের লিচু বাজারে আসতে আরও দুএক সপ্তাহ সময় লাগবে।

মেহেররপুর সদর উপজেলার ঝাওবাড়িয়া গ্রামের লিচু চাষি আব্দুর রহিম জানান, নিজের ৫ বিঘা জমিতে লিচুর বাগান রয়েছে। পরিবারের চাহিদা পুরুনের পাশাপাশি আত্নীয় স্বজনদের লিচু দিয়ে থাকেন।অবশিষ্ঠ লিচু অন্যান্য বছর পাইকারি বিক্রি করলেও এবছর তিনি নিজেই খুচরা বাজারে বিক্রি করছেন। এক পন (৮০টি) লিচু বিক্রি করছেন ১৬০ টাকা থেকে ১৮০ টাকায়। অর্থাৎ ১০০০ লিচু বিক্রি হচ্ছে ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকায়।

ভিন্ন দেশে থেকে যেমন বিভিন্ন ফল আমদানি করা হয়,তেমনি ভাবে আমাদের মেহেরপুরের ফল লিচু সরকারি ভাবে বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরীর দাবী জানান এই বাগান মালিক। ভাল ফলন ও দামে অনেক খুশি বাগান মালিক আব্দুর রহিম।

মেহেরপুর পৌর কলেজ পাড়ার আরেক চাষি মো; উজ্জল হোসেন জানান, তিনবিঘা জমিতে লিচুর বাগান করেছেন। এক সপ্তাহ ধরে তিনি লিচু বিক্রি শুরু করেছেন। লিচু শেষ হলে তিনি লাভ লোকসান ভুঝবেন। তবে তিনি এবছর খরচ বাদ দিয়ে দুই লাখ টাকা লাভের আশা করছেন।

সদর উপজেলার ঝাওবাড়িয়া গ্রামের লিচু বাগান মালিক আব্দুল হান্নান জানান, তার তিন বিঘা জমিতে লিচুর বাগান করেছেন। উক্ত বাগানের লিচু পাকা শূরুর আগেই পাইকারি বিক্রি করেছেন। এবছর তিনি আড়াই লাখ টাকার লিচু বিক্রি করেছেন। তিনি আরও জানান, আমাদের মেহেরপুরের আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। আমের পাশাপাশি যদি লিচু বিদেশে রপ্তানি করার সুযোগ সৃষ্টি করা হয় তাহলে চাষিরা আরও লাভবান হবে।

গাংনীর সাহারবাটি গ্রামের বাগান মালিক গোলাম ফারুক জানান, তিনি দুই বিঘা জমিতে লিচুর বাগান করেছেন। এবছর প্রচুর লিচু হয়েছিল তার বাগানে। তিনি পেশায় একজন সরকারি চাকুরিজীবী তাই খুচরা বিক্রি সম্ভব হয়নি। একরকম বাধ্য হয়েই পাইকারি বিক্রি করতে হয়েছে লিচু। দেড় লাখ টাকায় বিক্রি করেছেন তার লিচু বাগান। সরকারের কাছে তিনি দাবী রেখে জানান, আমাদের দেশের মানুষের কাছে বিদেশি ফলের অনেক কদর রয়েছে। বিদেশ থেকে প্রতি বছর অনেক টাকার ফল আমদানি করা হয়। অথচ আমাদের দেশি ফল লিচু অনেক সু-স্বাদু। বিশেষ করে মেহেরপুরে উৎপাদিত ফল ফলালি দেশের বিভিন্ন জেলায় খ্যাতি অর্জন করেছে। বিদেশেও মেহেরপুরের আমের পাশাপাশি লিচুর খ্যাতি বয়ে আনতে চাই। সেজন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা।

লিচু সংগ্রহে নিয়োজিত শ্রমিক আব্দুল আজিজ ,চাঁদমিয়া ও গোলাম রব্বানি জানান, প্রায় এক মাস ধরে আমরা লিচুর বাগান পরিচর্যা করে আসছি। এখন লিচু সংগহ কাজে নিয়োজিত। প্রতিদিন আমাদের ৬০০ টাকা করে মজুরি দিয়ে থঅকেন বাগান মালিকরা। আমাদের একাজ চলবে আষাঢ় মাসের শেষ পর্যন্ত। শুধু আমরাই নয়, জেলার বিভিন্ন লিচু বাগানে কয়েক হাজার শ্রমিকের কর্ম সংস্থান হচ্ছে। আমাদের সাথে অনেকে রয়েছে যারা কলেজে লেখা পড়ার পাশাপাশি লিচুর বাগানে কাজ করে আর্থিক উপার্জনে পরিবারকে সহায়তা করছে।

বরিশাল জেলা থেকে মেহেরপুরে লিচুর পাইকারি ক্রেতা মানিক মল্লিক জানান, প্রায় প্রতি বছরই মেহেরপুরের লিচুর পাইকারি ব্যবসা করি। মেহেরপুরের লিচু দেশের বরিশাল,ভোলা,বরগুনা, চ্পাাইনবাবগঞ্জ,খুলনাসহ বিভিন্ন জেলায় বিক্রি করি। যখনই ক্রেতারা জানতে পারে আড়তে মেহেরপুরের লিচু এসেছে তখনই দেখা যায় ক্রেতাদের ভিড়। অনেকেই আমাকে অগ্রীম টাকা দিয়ে থাকেন মেহেরপুরের লিচ কেনার জন্য। ব্যবসা শুরু থেকে মেহেরপুরের লিচু আমাকে লাভের মুখ দেখিয়েছে।

মেহেরপুরের লিচু দেখতে সুন্দর ও খেতেও সুস্বাদু তাই ব্যবসা করে প্রশান্তি আসে। অর্থ নৈতিকভাবে অনেক সম্ভাবনা রয়েছে মেহেরপুরের লিচু আবাদে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার জানান, মেহেরপুরে ৮০ ভাগ বাগানে আটি লিচু চাষ হয়। এ লিচুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে- আটি মোজাফ্ফর জাতের লিচু আগাম পাকে। সংখ্যায় বেশি ধরে। পোকার আক্রমণ কম হয়। ফলের ৭০ ভাগই রসালো।এছাড়াও চায়না-৩ জাতের লিচু অনেক মোটা হয় । বর্তমান বাজারেও এর দাম বেশি। তবে এ লিচু পাকতে একটু সময় বেশি লাগে।

জেলায় এ বছর ৬৯০ হেক্টর জমিতে প্রায় ৪শ মেট্রিকটন লিচু উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩০ থেকে ৩২ কোটি টাকা। লিচুর মুকুল হওয়ার সময় থেকে এপর্যন্ত চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। বৈরী আবহাওয়াতেও মেহেরপুর জেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। দামও ভাল পাচ্ছে বাগান মালিকরা। তবে মেহেরপুরের আমের যেমন খ্যাতি ছড়িয়েছে দেশ বিদেশে তেমনি ভাবে লিচুর খ্যাতি রয়েছে। আগামেিত আম রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাথে যোগযোগ করে লিচু রপ্তানির ব্যবস্থা করা চেষ্টা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।




দামুড়হুদায় অগ্নিকাণ্ডে মেসার্স সাইম ট্রেডার্স পুড়ে ভস্নীভূত

দামুড়হুদার চারুলিয়া গ্রামে সার ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চারুলিয়া গ্রামের পুলপাড়া এলাকার মৃত নজরুল মাষ্টারের ছেলে শওকত আলী(৬০)।

শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়ির সাথে সার ও কীটনাশকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী শওকত আলীর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোডাউনে বৈত্যতিক তার ছিড়ে আগুন লাগতে পারে। শুক্রবার ভোর ৪ টার দিকে প্রথমে স্থানীয় এলাকাবাসীরা দেখতে পান। ততক্ষণে এক ঘন্টা ধরে আগুন জ্বলে পুড়ে গিয়েছিল বলে জানানো হয়। এসময় মসজিদে যাওয়া মুসল্লী ও প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সার ও কীটনাশকের পুরো সার, বীজ ও কীটনাশকের গোডাউনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ শওগত আলী কান্না জড়িত কণ্ঠে জানান,আমার দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় পাঁচ লাখ টাকা,হিসাব খাতাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, আমি শেষ। আমার আর পুঁজি বলতে আর কিছুই রইল না। এই দোকানের কামাই রোজগার দিয়েই সংসার ও সন্তানের লেখাপাড়ার খরচ চালাতাম। এখন কি হবে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমি খবর পাওয়া মাত্রই পুড়ে যাওয়া ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার জন্যে সর্বাত্বক চেষ্টা করছি। তিনি আরো বলেন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।




দামুড়হুদায় আলম সাধুর ধাক্কায় পাখি ভ্যান থেকে ছিটকে পড়ে বৃদ্ধের মৃত্যু

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের লক্ষিপুর (গয়েশপুর) গ্রামে পাখিভ্যান থেকে ছিটকে পড়ে আলমসাধুর ধাক্কায় জমেশ আলী(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮ টার দিকে গোপালপুর প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত জমেশ আলী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত ইয়াছিন মিস্ত্রির ছেলে।

জানা গেছে, বাড়ি থেকে পাখি ভ্যানে সকাল ৮ টার দিকে রামনগর উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি, পথের মধ্যে মোল্লাপাড়ায় চায়ের দোকানে চা পান করে আবারও রওনা দেন।

গোপালপুর উত্তর পাড়া প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে একটি আলমসাধু গোডাউন থেকে ভুট্টা নিয়ে রাস্তায় উঠছিল,ঠিক তখনই আলমসাধুর সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই পাখিভ্যান উল্টে নিহত হয় জমেশ আলী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, মরদেহ বাদ জুম্মা নিজ গ্রামে দাফন কার্য সম্পাদন করা হয়েছে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।