আলমডাঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত

আলমডাঙ্গা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুত্বর আহত হয়েছেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বকুল মোল্লা নামের এক ট্রাক চালককে আহতাবস্থা উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের উপজেলার রোয়াকুলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত ওই চালকের বাড়ি দামুড়হুদা থানার দর্শনার মোবারক পাড়ার বাবু মোল্লার ছেলে। এ ঘটনায় আহত ট্রাক চালককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাকটি চুয়াডাঙ্গা সদর উপজেলার দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক আসা খৈল বোঝাই ট্রাক আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের উপজেলার রোয়াকুলি নামক স্থানে পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চাপায় দুই ট্রাকচালক আহত হয়। তবে অপর বালু বোঝাই ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার পর রাত ৯ টার দিকে ট্রাকের ভিতর থেকে ট্রাক চালক বকুল মোল্লাকে বের করে।




মিরপুরে “ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ “এর বর্ধিত সভা অনুষ্ঠিত

“ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ “এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর সাতমাইল এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা: ইফতেখার মাহমুদ।

“ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ” এর সাধারণ সম্পাদক মওদুদ রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধুবইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খেদ আলী, উপজেলা যুবলীগ নেতা পলাশ, ইয়াসিন-মাহমুদা স্মৃতি যুব পরিষদ মিরপুর উপজেলা শাখার আহবায়ক বিপুল হোসেন, সাহেবনগর এলাকার মল্লিক সমাজের প্রধান রেজাউল করিম, রাজা সরদার, মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউর রহমান, কম্পন প্রতিবন্ধী সংস্থার সভাপতি সোহেল রানা, সরদার সমাজের প্রধান শাহাবুদ্দিন সাবা, সাব্বির জামান সাবেক মেম্বার জহুরুল ইসলাম শুকুর, সমাজসেবক আসাদুজ্জামান মামুন, রবিউল ইসলাম মাষ্টার, সমাজসেবক তাজউদ্দিন আহমেদ,“ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ” এ বর্ধিত সভার আয়োজন করে।




চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা (ডিবি) র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন দিকনির্দেশনায় জেলার প্রত্যেকটি থানা এলাকায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম নেতৃত্বে এসআই(নিঃ)/সুমন্ত বিশ্বাস সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/বিজন কুমার, এএসআই (নিঃ)/ মোঃ আবেদুর রহমান, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আজ শুক্রবার বেলা সাড়ে পাঁচটার সময় দামুড়হুদা থানাধীন মুক্তারপুর গ্রামস্থ বরুণ মিয়ার ইট ভাটার সামনে দামুড়হুদা টু কার্পাসডাঙ্গাগামী পাকা রাস্তার উপর গাঁজা বিক্রয়কালে আসামি ১) মোঃ নাজমুল হক (৩২), পিতা-কলিম উদ্দিন, সাং-পীরপুরকুল্লা, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০২ (দুই) কেজি গাঁজা, মূল্য অনুমান-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।




মেহেরপুরে শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড চক্রাপাড়া উদ্যোগে শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড চক্রপাড়ায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন শ্রেণী পেশার ফুটবল প্রেমিক দর্শকরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে কৃষি খামার শ্রমিকদের ১৩ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

মেহেরপুর বীজ উৎপাদন খামার-বিএডিসি বারাদীতে কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়নের ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (২১ জুলাই) সকালে বারাদী বীজ উৎপাদন খামার প্রাঙ্গনে কর্মসূচির সুচনা করা হয়। দশ দিন ব্যাপী এই কর্মসূচিটি ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হবে।

শ্রমিকদের বেতন বৃদ্ধি, চাকুরি নিয়মিতকরণ এবং বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান সহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বারাদী খামারের তালিকাভুক্ত শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। দশ দিনব্যাপী কর্মসূচির তালিকায় আছে খামার ও কেন্দ্র সমূহের অফিসের সামনে মিছিল, মিটিং, অবস্থান কর্মসূচী, মানববন্ধন, অনশন ও র‍্যালী।

বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাফ হোসেন বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবী আদায়ের লক্ষ্যে দশ দিনব্যাপী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি খামার শ্রমিকেরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কৃষি ফার্ম শ্রমিকদের ক্ষেত্রে সরকারি কোন নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে না।মএকই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ে না, তাদের নিয়োগ নিয়মিত করণ করা হচ্ছে না। সরকারি কর্মকর্তাদের ইচ্ছামাফিক শ্রমিক ছাটাই ও নিয়োগ চলছে।’

এ সময় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহাবুদ্দিন, আব্দুর রশিদ, মিঠুন আলী, সাবিরুল ইসলাম প্রমুখ।




মেহেরপুর জেলা যুবলীগের একাংশের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

যুবলীগ নেতা আজাদ শেখের হত্যার প্রতিবাদে ও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিএনপি-জামাতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সারা দেশের ন্যায় মেহেরপুরেও জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকাল সাড়ে পাচটায় মেহেরপুর জেলা যুবলীগের একাংশের আয়োজনে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

তবে কর্মসূচি প্রতিবাদ মিছিল ও সমাবেশের হলেও মিছিলের ব্যানারে লেখা ছিল “২০ মে ২০২৩ শনিবার, শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ” মেহেরপুরের বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে কর্মসূচিটি লাইভ করা হয়। ব্যানারের এই ভুল নিয়ে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

উল্লেখ্য ২০ জুলাই খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলার ১১ নং পেরুলিয়া ইউনিয়নের খেয়াঘাটে ওৎপেতে থাকা বিএনপি-জামাতের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী হামলায় ১১ নং পেরুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখ (৩০) নিহত হন এবং যুবলীগ কর্মী জনি সরদার গুরুতর আহত হন। বিএনপি-জামাতের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। একই সাথে যুবলীগ নেতা আজাদ শেখের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিএনপি-জামাতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।




ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ নিহত ১: আহত ৩ জন

ফুটবল খেলা নিয়ে দর্শকদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ১ জন নিহত আর ৩ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠের এ ঘটনা। বর্তমানে আহত দুই জন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মৃত হানিফ মন্ডলের চাচা সুমন হোসেন বলেন, শুক্রবার বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। খেলা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দর্শকদের দুটি পক্ষ। এরপর মারামারি ঘটনা ঘটে। ওই মারামিতে মারা গেছে আমার ভাইপো হানিফ মন্ডল (৩০)। সে মহেশপুরের আলমপুর ৪ নম্বরের রফিকুল ইসলামের ছেলে।

এছাড়া আহত হচ্ছেন,ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫),মোকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭),শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান(৩৫)।

মৃত হানিফ মন্ডল আলমপুর ৬ ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে। পারিবারিক জীবনে তিনি ২ সন্তানের জনক। বর্তমানে তাঁর মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে রয়েছে। আর আহতদের মধ্যে দুই জন চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা বলেন, হানিফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এ ছাড়া আহত অবস্থায় পেয়েছি ৩ জনকে। এদের মধ্যে ২ জনকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আরেক জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন,ঘটনা শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলাম। এসে দেখি ফুটবল খেলা নিয়ে মারামারিতে হানিফ নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন ৩ জন। আমরা মৃত দেহের সুরতহাল করেছি। ময়না তদন্তের জন্য ও পাঠাব। তবে তাদের বাড়ি মহেশপুর থানায় হওয়ায় মামলা হবে ওই থানায়।




মেহেরপুরে কর্নেল আবু তাহেরের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে শহীদ কর্নেল আবু তাহের (বীরউত্তম) এর ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ জুলাই বিকাল ৫ টায় মেহেরপুর জেলা প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা জাসদের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে, যুবজোট নেতা নুরু উস সাফা প্লাবনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে কর্ণেল আবু তাহেরের দীর্ঘ সংগ্রামী জীবন তুলে ধরে জেলা জাসদের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু বলেন কর্নেল আবু তাহেরের রাজনৈতিক দর্শনের প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা বর্তমান প্রেক্ষাপটেও একইভাবে প্রযোজ্য।

আলোচনা অরোও বক্তব্য রাখেন রাখেন মেহেরপুর জেলা জাসদের সাবেক সভাপতি হারুনর রশীদ। এ সময় জেলা জাসদ ও যুব জোটের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




রোমানিয়ায় গিয়ে প্রতারনার শিকার মুজিবনগরে দুই যুবক; থানায় অভিযোগ

মেহেরপুরের মুজিবনগরে ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের দেশ রোমানিয়ায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন সজিব মোল্লা ও দেলোয়ার হোসেন নামের দুই যুবক। ভালো বেতনের কাজের আশায় গিয়ে ৩ মাসের মধ্যে সব কিছু খুইয়ে নিঃস হয়ে বাড়ি ফিরেছেন তারা।

এ ঘটনায় মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সাদ্দাস হোসেন নামের এক দালালের বিরুদ্ধে মুজিবনগর থানায় আলাদা আলাদা অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

প্রতারণার শিকার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের হজরত আলীর ছেলে দেলোয়ার হোসেন তার লিখিত অভিযোগে বলেন, উপজেলার দারিয়াপুর গ্রামের আত্তাব উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন দুর্ধর্ষ ও প্রতারক। প্রতারক সাদ্দাম হোসেন নিজেকে আদম ব্যবসায়ী হিসেবে দাবি করে বিভিন্ন দেশে চাকরি দিয়ে থাকেন। ৬০ হাজার বাংলা টাকা বা ২৫৫০ লেই এর বেতনে ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ দেবো। তার সরল কথায় বিশ্বাস করে সহায় সম্বল বিক্রি করে ৭ লাখ ৭০ হাজার টাকায় চুক্তি করি। পরে রোমানিয়া গেলে কোন দায়িত্ব না নিয়ে সে দেশের একটি ৯তলা বিল্ডিংএর একটি কক্ষে তালা মেরে রেখে দিতো। পরে হাতে পায়ে ধরে দেশে পাঠিয়ে দেয়ার অনুরোধ করি সাদ্দামকে। কিছুদিন পর বিভিন্ন কাগজপাতিতে সাক্ষর করে ও দেশে আমার বাবা-মার লোক মারফতে সাক্ষর নিয়ে আমাকে দেশে পাঠিয়ে দেয়। সেই সাথে ৫ লাখ টাকা ফেরত দেবার আশ^াস দেয়। পরে দেশে এসে সে টাকা চাইলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। দেলোয়ার হোসেন আরও বলেন, আমার সাথে যখন তার চুক্তি হয় তখন সে দেশেই নিজ বাড়িতে ছিল। এখন সে ইতালিতে আছে।

একই অভিযোগ করেন উপজেলার রামনগর গ্রামের আসলাম মোল্লার ছেলে সজিব মোল্লা। তিনি বলেন, রোমানিয়াতে যাওয়ার ১০ দিনের মধ্যে আমার ভিসা বাতিল হয়ে যায়। পরে সাদ্দাম আমার কাছে আরও ৪ লাখ টাকা চাই, ইতালিতে পাঠিয়ে দেবার কথা বলে। কিন্তু আমার কাছে টাকা না থাকায় দিতে অপরাগতা প্রকশ করি। তখন সে আমাকে একটি বদ্ধ ঘরে তালা মেরে রেখে দিতো। পরে আমি সুযোগ বুঝে খাবার কেনার নাম করে পালিয়ে সে দেশের পুলিশের আশ্রয় নিই। কিছুদিন পর আমাকে দেশে পাঠিয়ে দেয়া হয়।
এ বিষয়ে দালাল সাদ্দামের সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, যারা দেশে ফিরে গেছে তারা নিজ দায়িত্বে ফিরে গেছে। আমার কাছে লিখিত প্রমান আছে।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, ঘটনার তদন্ত চলছে। শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




জীবননগরে মশা নিধন কাযক্রমের উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার জীবননগর পৌর সভা প্রাঙ্গণে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জীবননগর পৌর সভার কাউন্সিলার মোঃ জয়নাল আবেদীন, খোকন মিয়া, আপিল উদ্দিন, আবুল কাশেমসহ জীবননগর পৌর সভার, কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু, এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে। মাঠ বা ভবনে জমে থাকা পানি প্রতিদিন অন্তর সরিয়ে ফেলতে হবে। বাড়ির বা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট প্লেসসহ মানুষ থাকে এমন জায়গার আশ পাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই ডেঙ্গু, থেকে সবাইকে পরিত্রাণ দিতে পারে।