জাতীয় প্রতিভা অন্বেষণে মেহেরপুরের দুই কৃতি সন্তান

বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ পুরষ্কৃত হয়েছেন মেহেরপুরে দুই কৃতি সন্তান ।

মেহেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের মোঃ বাদশা খান বাংলা ভাষায় উপস্থাপনা বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে এবং মোঃ অনিক হাসান যন্ত্রসংগীত বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গতকাল মঙ্গলবার (১৬ তারিখে) ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এসময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।




গাংনীতে দুটি প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা

আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি পণ্য ও তারিখ মুল্য বিহীন নিম্নমানের অনুমোদিত কসমেটিকস বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে দুটি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ অভিযান।

আজ বুধবার (১৭ই মে) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক গাংনী উপজেলার গাংনী বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে কসমেটিকস ও ফার্মেসিসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি বলেন, গাংনী শহরের মেসার্স স্মরনীকা কসমেটিকস নামক প্রতিষ্ঠানে অভিযানে সময় বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়। আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি পণ্য ও তারিখ মুল্য বিহীন নিম্নমানের অনুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: আবির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে গাংনী শহরের মেসার্স হুদা মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সতর্ক করে ভালো ঔষধ ও অনুমোদিত ভালো মানের কসমেটিকস বিক্রয়ের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের একদল সদস্য।




চুলের জট থেকে মুক্তি পেতে

চুলের জট ছাড়াতে নাজেহাল অবস্থা। বিশেষ লম্বা চুলের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। তবে খুব সহজে ঘরোয়া উপায়েই এই জট ছড়ানো সম্ভব। কিভাবে? চলুন জেনে নেই

তেল
চুল শুষ্ক থাকলে জট বেশি হয়। তাই জট এড়াতে নিয়মিত চুলে তেল দিতে হবে। এছাড়াও চুলে নিতে পারেন স্টিম বাথ। নারকেল তেল ছাড়াও অলিভ অয়েল, ক্যাস্টার অয়েল, বাদাম তেল চুলের পক্ষে খুবই ভালো।

কন্ডিশনার
চুলের জট এড়াতে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। তবে কন্ডিশনার লাগানোর সময় কয়েকটি জিনিস খেয়াল করতে হবে। ভেজা চুলে কন্ডিশনার শুধুমাত্র চুলের ওপরের অংশে লাগাতে হবে। লাগানোর পর চুল ভালো করে ধুয়ে ফেলতে হবে।

চুল কেমনভাবে আঁচড়াবেন
চুলে জট থাকলে ভুলেও আগে গোড়া থেকে আঁচড়াবেন না। ডগ থেকে অল্প অল্প করে চুল নিয়ে আঁচড়ে যান। এতে মিলবে ফল।

চিরুনি ব্যবহার
চুলের জট ছাড়াতে আঙুলের চেয়ে ভালো আর কিছু হয় না! তবে জটের সমস্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেলে বড় দাঁড়ের চিরুনি ব্যবহার করতে পারেন।

তোয়ালের ব্যবহার
খসখসে তোয়ালে দিয়ে চুল মোছা ঠিক নয়। মাইক্রোফাইবারের তোয়ালে খুবই উপকারি তা ব্যবহার করতে পারেন। এই ধরনের ফাইবার চুলের থেকে নরম হয়। আবার তাড়াতাড়ি পানি শুষে নেয়। তবে চুল ভালো রাখতে নরম সুতির গামছার জুড়ি মেলা ভার।

বিনুনি
চুল বিনুনি করে রাখলে জটের সমস্যা কম হয়। তেল মেখেও চুল বিনুনি করে রাখতে পারেন। এছাড়াও সুতির চেয়ে সিল্কের বালিশের কভারে শুয়ে দেখতে পারেন, এতে চুলের জট কম হয়।

চুল কাটা
সাধারণত চুলের ডগা থেকেই জট পাকায়। ফলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে একবার চুলের ডগা ছাঁটা জরুরি। এতে চুল আরও সতেজ হয়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে দ্রুতগতির বাইক দুর্ঘটনা, ২ কিশোর আহত

মেহেরপুরের শোলমারী সড়কের তেরঘরিয়া বিলের কাছে দ্রুতগামী মোটরাসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ শাওন আলী (১৪) ও মোঃ সৌরভ (১৭) নামের ২ কিশোর আহত হয়েছেন।

আহত মোঃ শাওন আলী সদর উপজেলা শোলমারী পাঠানপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে এবং মোঃ সৌরভ একই গ্রামের জিব্রাইল ওরফে জিতু’র ছেলে।

আহতদের মেহেরপুর-২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আহতরা মোটরসাইকেল যোগে শোলমারী থেকে মেহেরপুর আসছিল। তারা মেহেরপুর শোলমারীর মাঝামাঝি তেরঘরিয়া বিলের রাস্তার পাশে পৌঁছালে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাওয়ার টিলারকে ধাক্কা মারে। এতে ওই দুই কিশোর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত শাওন আলীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।




গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি নিহত

কাজ করতে গিয়ে অসাবধানতা বিদ্যুতের তারে জড়িয়ে রাজমিস্ত্রি রুবেল হোসেন (২৫) নিহত হয়েছেন। রুবেল গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামের গোরস্থানপাড়া এলাকার জেল হকের ছেলে।

আজ বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রুবেল নিত্যনন্দনপুরের পন্ডিত মন্ডলের ছেলে ন্যাড়া মন্ডলের বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন। অসাবধান বশত বিদ্যুতের তারে শরীর স্পর্শ করলে ,মারাত্বক ভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




চির প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে ইন্টার

চ্যাম্পিয়নস লিগের হাই ভোল্টেজ ‘মিলান ডার্বি’ সেমিফাইনালের দ্বিতীয় লেগে চির প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে উঠলো ইন্টার মিলান। আগের লেগে ২-০ গোলে এগিয়ে থাকার পর দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় ইউরোপ সেরার ফাইনালের মঞ্চে পা রাখলো ইন্টার।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে সান সিরোতে সেমিফাইনালের ফিরতি লেগে স্বাগতিক হিসেবে মাঠে নামে ইন্টার মিলান। প্রথম লেগে একই মাঠে অতিথি হয়ে গিয়েও ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিলো নেরাজ্জুরিরা। এবার দ্বিতীয় লেগেও আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের গোলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার।

২০০৯-১০ মৌসুমের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলো ইতালিয়ান ক্লাবটি। শেষবার ফাইনালে উঠে শিরোপাও নিজেদের করে নিয়েছিলো ইন্টার। এবারও কি তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটবে কিনা সেটি সময়ই বলবে।

প্রথম লেগে ২-০ গোলে জিতে থাকায় ইন্টারের ফাইনালে যাওয়ার রাস্তাটা অনেকটা সহজই ছিলো। আর এসি মিলানের ফাইনালে যেতে হলে অভাবনীয় কিছু করতে হতো। সেটি অবশ্য আর পারেনি রোজ্জোনেরিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা হয় দুই দলের মধ্যে। এসি মিলানের ওপর চড়াও হতে চেয়েছিলো ইন্টার। অনবেক চেষ্টা করেও প্রথমার্ধে গো, আদায় করতে পারেননি কোনো দল।

দ্বিতীয়ার্ধেও মনে হচ্ছিলো গোলশূন্য সমতাতেই শেষ হবে দ্বিতীয় লেগের খেলা। তবে ৭৪ মিনিটে মার্টিনেজের গোলে নিশ্চিত হয়ে যায় ইন্টারের ফাইনাল। প্রতি-আক্রমণে ওঠা রোমেলু লুকাকুর কাছ থেকে বল পান মার্টিনেজ। প্রথম চেষ্টায় বল জড়াতে না পারলেও ফিরতি বল পেয়ে আর ভুল করেননি আর্জেন্টাইন এই তারকা।

মার্টিনেজের গোলেই ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত হয় ইন্টার মিলানের। বুধবার (১৭ মে) রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির মধ্যকার আরেক সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে ইতালির দলটি।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ছাত্রীর উপর শিক্ষকের বর্বরতা

বিদ্যালয়ে এক দিনের অনুপস্থিত হওয়ার জন্য লাভলী খাতুন ও শাহানাজ আক্তার নামের দুই ছাত্রীকে ছড়ি দিয়ে পিটিয়ে অজ্ঞান করলেন শিক্ষক। লাভলী খাতুন গাংনী উপজেলার দেবীপুর ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে, শাহানাজ খাতুন একই ক্লাসের ছাত্রী ও দেবীপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে।

আজ বুধবার (১৭ মে) সকাল ৯ টার দিকে এই মারপিটের ঘটনা ঘটে। এনিয়ে অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দীনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয়রা।

স্থানীয় হোমিওপ্যার্থী ডাক্তার শরীফুল ইসলাম জানান, লাভলী খাতুন ও শাহানাজ খাতুন নামের ছাত্রী শারীরিক অসুস্থতার কারণে একদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলো। আজ সকালে বিদ্যালয়ে আসলে তাদের কাছ থেকে ২০ টাকা ফাইন চান শিক্ষক জসিম উদ্দীন। তারা ফাইন দিতে না পারায় স্কেল দিয়ে বেদম প্রহার করতে থাকে। এক পর্যায়ে লাভলী খাতুন জ্ঞান হারিয়ে ফেলে। পরে অন্যান্য শিক্ষার্থীরা তাকে পানি ঢেলে সুস্থ করেন। বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য হিরোক হোসেন ঘটনাস্থলে পৌছান।

ইউপি সদস্য হিরোক জানান, আমি শুনেছি দুই ছাত্রীকে স্কেল দিয়ে পিটিয়েছে। তবে, একটা মারেই নাকি তার মাথা ঘুরে গেছে। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসেছি।

এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাকী বলেন, আমি কিছুই জানতাম না। গাংনীতে ছিলাম। খবর পেয়ে বর্তমানে স্কুলে এসেছি। আমার সাথে স্থানীয় ইউপি মেম্বর আছেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন একটা সুরাহা হয়ে যাবে। বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ২০ টাকা করে ফাইন নেওয়া ও ছড়ি ব্যবহার করে মারপিটের কোনো অনুমোদন আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এসব ব্যাপারে কড়া হুশিয়ারী দেওয়া আছে। ফাইন নেওয়ার কোনো বিধান নেই। আমি এই বিষয়ে কোনো অনুমোদনও দিইনি।

এব্যাপারে ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।




মেহেরপুর ভ্রাম্যমান আদালত, দুই ব্যবসায়ীর জরিমানা

সিগারেটের অবৈধ প্রচার করার অভিযোগে ফিরোজা খাতুন নামের এক ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ বুধবার বেলা ১২ টার দিকে মেহেরপুর শহরের কোর্ট সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।

সরকারি আইন অমান্য করে ফিরোজা খাতুন তার দোকানে সিগারেটের অবৈধ প্রচার করার দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ২০০৫ এর ৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সিগারেটের প্রচার সামগ্রীগুলো বিনষ্ট করা হয়, এছাড়া মুজিবনগর উপজেলার পুরন্দরপুর বাজারে রায়হান মোল্লার খাদ্য প্রতিষ্ঠানে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধারামতে উভয়ের নিকট হতে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও

দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নে মঙ্গলবার বিকাল ৩ টা সময় অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা, কাবিটা ২য় পর্যায়, কর্মসূচির প্রকল্প কাজের পরিদর্শন করলেন ইউএনও রোকসানা মিতা।

দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি পশ্চিম পাড়া রাস্তা ও ধান্যঘরা পূর্ব পাড়া রাস্তার ফ্ল্যাট সলিং এবং বুইচিতলা কমিউনিটি ক্লিনিক প্রাংগনে মাটি ভরাট প্রকল্প কাজ সরেজমিনে পরিদর্শন করেন নির্মাণমাধীন প্রকল্পের কাজের পরিদর্শন করলেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।এসময় উপস্থিত ছিলেন কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, পিআইও, মিজানুর রহমান।

অপরদিকে চলমান রাস্তার কাবিখা কাবিটা গ্রামীন অবকাঠামো উন্নয়ন মাটি ভরাট সংস্কার রাস্তার ফ্ল্যাট সলিং অন্তর্ভুক্ত রাস্তাতার কাজের উন্নত মানের ইট বালি সরবরাহ করা সহ দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।এছাড়া প্রকল্পের কাজের মান সন্তোষজনক।

সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, বর্ষা মৌসুমে জনগনের চলাচল সহ যে কোন সমস্যা আমরা দ্রুুততার সাথে সমাধান করবো। বর্তমান সরকারের অঙ্গিকার বাস্তবায়নে আমরা সকল সময় নিরলস ভাবে কাজ করে চলেছি।




মেহেরপুরে ৬ গ্রাম হেরোইনসহ চিহিৃত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর শহরের হালদারপাড়ায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ সঞ্জিত নামের এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে হালদার পাড়া থেকে তাকে গ্রেফতার করে।  মাদক ব্যবসায়ী সঞ্জিত হালদার পাড়ার মৃত দীলিপ বাঁশফোড়ের ছেলে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সঞ্জিত। এলাকার যুব সমাজকে নষ্ট করার মূল হোতা সে। তার বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।