দাতের মাজন ভেবে বিষ দিয়ে দাত মাজা, হাসপাতালে ভর্তি

দাত ব্রাশ করা মাজন ভেবে ইদুর মারা বিষ দিয়ে দাত মেজে শিশু ফাতেমা খাতুন (৩) এখন হাসপাতালে।
ফাতেমা খাতুন গাংনী উপজেলার সানঘাট গ্রামের দাড়িয়াপাড়া এলাকার মহিবুল ইসলামের মেয়ে।
আজ বুধবার (১৭ মে) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। শিশু ফাতেমা খাতুন এখন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছে। তবে, তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আফরোজ।
ফাতেমার মা হুসনে আরা বলেন, ঘরের মধ্যে চৌকির নিচে ইদুর মারা বিষ ছিল। মেয়ে হামাগুড়ি দিয়ে সেখানে গিয়ে বিষ দাত মাজার পাউডার ভেবে দাত মাজতে শুরু করে। পরে আমি দেখে তাড়াতাড়ি তাকে নিয়ে হাসপাতালে চলে এসেছি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, এই প্রথম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের শিশু রোগীর বিষ শরীর থেকে ওয়াশ করা হলো। এর আগে বিষপান করা শিশুরোগীকে মেহেরপুর বা কুষ্টিয়াতে পাঠানো লাগতো। বর্তমানে শিশুটি সুস্থ আছে।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৮

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৮ আসামি গ্রেফতা হয়েছে।
এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ৩ জন, গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ১, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ২, সিআর মামলায় ১ এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ জন আসামি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার (১৭ মে) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম একাধিক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
পুলিশ সুপার মো: রাফিউল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই অভিযান চালান।
সংশ্লিষ্ট থানার জরুরী বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার (১৭ মে) সকালের দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।




মেহেরপুর শহরের শহিদ হামিদ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত শহিদ হামিদ সড়ক (সাবেক মেয়র মোতাসিম বিল্লাহ মতুর বাড়ি থেকে দবিরের মোড় পর্যন্ত) সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে রাস্তাটি সংস্কার কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব,২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আল মামুন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর থানা যুবলীগের সভাপতি আনু বিল্লাহ, মেহেরপুর জেলা যুবলীগের সদস্য,সাজেদুর রহমান সাজু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফুয়ান আহাম্মেদ রুপক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: জুয়েল রানা প্রমুখ।




মেহেরপুরে পপি ফামের্সীর মালিক আলাউদ্দীন মারা গেছেন

মেহেরপুর শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী “পপি ফার্মেসীর” ও পপি ডায়াগনস্টিক সেন্টারের স্বতাধীকারি মেহেরপুর সরকারি কলেজ সংসদের প্রথম নির্বাচিত ভিপি আলহাজ্ব আলাউদ্দীন বিশ্বাস মারা গেছেন। (ইন্নালিল্লাহী ও ইন্না এলাহী রাজিউন)।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে চার দিকে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যকালে তার স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রয়েছে।

আলাউদ্দীন বিশ্বাস দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে ভুগছিলেন। বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আজ মঙ্গলবার রাত ১০ টার সময় মেহেরপুর শহরের হোটেল বাজারের নিমতলা জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে সকল মসুলমান ও দ্বীনদারদের জানাযার নামাজে অংশ নেওয়ার জন্য পারিবারিকভাবে অনুরোধ জানিয়েছেন।




দর্শনায় পৃথক অভিযানে ১৭৫ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেফতার

দর্শনায় ঝিনাইদহ র‍্যাব ৬ ও দর্শনা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৫বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।

জানাগেছে গত  সোমবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় মদনা বাজার হতে প্রতাবপুরগামী পাকা রাস্তার উপর।

এ সময় দর্শনা থানার ওসি তদন্ত এস এম আমান উল্লাহ এর নেতৃত্বে, দর্শনা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নিরব হোসেন সঙ্গীয় অফিসার এসআই টিপু সুলতান, এসআই শামীম রেজা, এসআই সুজন অভিযান চালিয়ে মিলন মিয়া (৪০) কে গ্রেফতার করে। তার কাছন থেকে ১৩২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।সে ঝাঝাডাঙ্গা (বাগানপাড়া),ও মদনা (দক্ষিনপাড়ার মৃত্য মুজিবর রহমানের ছেলে।

গতকালই এস আই সোহেল রানা বাদি হয়ে শামীম রেজা নামে মাদক আইনে মামলা সহ আদালতে প্রেরন করেছে।অপরদিকে সোমবার ( ১৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ র‍্যাব ৬ মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা থানার আকন্দবাড়িয়া বটতলা বাজরের যাত্রী ছাউনির সামনে।

এ সময় র‍্যাব জীবনগর উপজেলার ছটাংগা পাড়ার শামীম রেজাকে (২২) গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাশি করে ৪৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ ঘটনায় র‍্যাব বাদি হয়ে দর্শনা থানায় শামীম রেজার মাদক আইনে মামলা দায়ের করেছে। গতকালই তাদের দুজনকে ১৯৭৪ সালের মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করছে।




তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হল মেহেরপুর

টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হল মেহেরপুরবাসী। মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টায় মেহেরপুরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে শীতল হাওয়ায় স্বস্তি মিলেছে। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল মেহেরপুর জেলাবাসী।

এসময় সড়কে সাধারণ মানুষদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তারা ভিজতে শুরু করেছে। ভিজতে শুরু করেছে ধুলোয় জমা সড়ক। যদিও মোখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই বৃষ্টি হবে বলে জানাচ্ছিল আবহাওয়া অধিদপ্তর।

মেহেরপুর শহরের হালদারপাড়া এলাকার চাকুরীজীবি নাইম রহমান বলেন, টানা গরমে জীবন ছিল ওষ্ঠাগত। টানা গরমের পর বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এতেই অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, মে মাসের শুরু থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো মেহেরপুর জুড়ে আজ রাতে বৃষ্টি হতে পারে।




ঠান্ডা পানি কি হার্টের জন্য ক্ষতিকর?

প্রচণ্ড গরম। অনেকেই সরাসরি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করেন। সরাসরি ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়ার একাধিক সমস্যা রয়েছে। তবে বেশ কয়েকটি সূত্র বলছে, এটি আপনার হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

হঠাৎ করে প্রচুর ঠান্ডা পানি পান করলে তা ক্ষতিকর হতে পারে। এতে ধমনীতে হঠাৎ ভ্যাসোস্পাজম সৃষ্টি করার কারণে বিরূপ পরিণতি হতে পারে। খাবার খাওয়ার মাঝখানে ঠান্ডা পানি খেলে এমনটা অনেক সময় বেশি ঘটে। ভারতের ম্যাক্স হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান পরিচালক মনজিন্দর সান্ধু গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন।

যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত ঠান্ডা পানি না খাওয়া ভাল। কারণ এটি হার্টের অ্যারিথমিয়াকে বাড়িয়ে তুলতে পারে ও এটি ভ্যাসোস্পাজমের কারণ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ভ্যাসোস্পাজম হলে রক্তনালীগুলো সরু হয়ে যায় ও রক্তের প্রবাহকে বাধা দেয়। ভ্যাসোস্পাজম হতে পারে বিভিন্ন ধরণের।

যেমন, করোনারি ভ্যাসোস্পাজম, সেরিব্রাল ভ্যাসোস্পাজম, স্তনবৃন্ত ভ্যাসোস্পাজম এবং হাত ও পায়ের আঙ্গুলের ভ্যাসোস্পাজম। করোনারি ভ্যাসোস্পাজম বেশিরভাগই ঠান্ডার কারণে ঘটে। এমনটি হলে কার্ডিয়াক অ্যারেস্ট, মূর্ছা যাওয়া, বুকে ব্যথা এবং তীব্র করোনারি সিনড্রোম দেখা দেয়। ঠান্ডাজনিত কারণে আঙ্গুল ও পায়ের আঙ্গুলের মধ্যে যে ভ্যাসোস্পাজম হয় তাতে ত্বকের রঙ পরিবর্তন হেপোরে এবং থরথর বা ঝাঁঝালো সংবেদন দেখা যায়।

অর্থাৎ আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার পানি পান করা। স্বাভাবিক তাপমাত্রার পানিই মূলত আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যদিও অনেকে মনে করেন ঠান্ডা পানি খেলে ডিহাইড্রেশনের সমস্যা দূর হয়। বাস্তবে এমনটি নয়। বরং আপনি খেয়াল রাখুন আপনার প্রস্রাবের রঙের দিকে। তাহলে বুঝতে পারবেন আপনি ডিহাইড্রেটেড কি-না।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গার বদরগন্জে রয়েল এক্সপ্রেসকে ওভারটেক করতে গিয়ে পৃর্বশা পরিবহন খাদে সুপারভাইজার সাগর নিহত

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী পৃর্বাশা পরিবহন ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পৃর্বাশা পরিবহনের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হয় সাগর (২৬)। আহত হয় ৯ যাত্রী।উদ্ধার কাজের সময় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভীস ও সিভিল ডিফেন্সের এক কর্মী আহত হয়।আহতের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানাগেছে গতকাল সোমবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায় পৃর্বাশা পরিবহনের এসি ঢাকা মেট্রো ব- ১৫-৫২৪২) পরিবহন বাসটি।চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের বদরগন্জ বাজার এলাকায় পৌছে রয়েল পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে বাসটি পড়ে যায়।এতে ঘটনাস্থলে নিহত হয় দর্শনা পৌরসভার ইসলামবাজারের বাবু কসাইয়ের ছেলে সাগর (২৬)।

আহত হয় দর্শনা পুরাতন বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর ছেলে রনি (৩৮) দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের পোলতাপাড়া ইউনিয়নের গ্রামের আলতাব হোসেনের ছেলে শাহাবুল হক(৫৫) আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গুপীনগর গ্রামের মন্ডল পাড়ার নৃর ইসলামের ছেলে আল আমিন (২৫) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শেখ পাড়ার ফরজ আলীর ছেলে মিরাজ (২৬) জীবনগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের দিদার হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৫) চুয়াডাঙ্গা কোর্টপাড়ার আকসেদ আলীর ছেলে পিনা ইসলাম (৫৫) চুয়াডঙ্গার সুমিরদিয়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মেহেরুন নেছা (৪২) ও ঢাকা মোহাম্মাদপুর এলাকার মহাসিন তালুকদারের ছেলে তাকি তালুকদার (২৮) আহত হয়।এছাড়া উদ্ধার কাজের জন্য বাসের জানালা কেটে উদ্ধার কাজের সময় আহত হয় ফায়ার সার্ভীসের হুসেন আলী।বাসের যাত্রী রনি বলেন বাসটির গতি বেশি ছিলো। রয়েল পরিবহনকে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে বাসিটি খাদে পড়ে যায়।

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ আব্দুল কাদের বলেন বাস দৃর্ঘটনায় যারা আহত হয়েছে ৯ জন তার মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। এর মধ্যে নাহিদ ফৈরদৌসকে ভর্তি রাখা হয়েছে। নিহত সুপারভাইজার সাগরের জনাজা শেষে মোবারকপাড়া কবরস্থানে দাফন সম্পর্ন হয়েছে।




টিকটক নতুন গান খোঁজার সুবিধা আনল

নিজেদের অ্যাপে গান খোঁজার নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অ্যাপটির সার্চ বারে ‘নিউ মিউজিক’ লেখার পর অনুসন্ধান বা সার্চ করলে গান খোঁজার একটি হাব অথবা হ্যাশট্যাগ দেখতে পাবেন ব্যবহারকারী। সেখান থেকে নতুন গান এবং নতুন শিল্পী খুঁজে পাওয়া যাবে।

নতুন গানের অনুসন্ধানে ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে এ সুবিধা চালু করেছে টিকটক। মার্কিন রক ব্যান্ড জোনাস ব্রাদার্স এবং গায়ক মিগুয়েলের মতো বড় তারকা এ উদ্যোগে যুক্ত হয়েছেন।

টিকটক বলছে, নতুন এ সুবিধা চালুর আগেই ইতিমধ্যে অ্যাপটিতে নিউ মিউজিক হ্যাশট্যাগের ১ হাজার ৮০০ কোটি (১৮ বিলিয়ন) ভিউ হয়েছে। এর আগে অনেক শিল্পী তাঁদের গান প্রচার করতে এবং দর্শকদের কাছে পৌঁছাতে টিকটকের মিউজিকলি অ্যাপ ব্যবহার করতেন। মিউজিকলি দিয়ে ব্যবহারকারীরা ভিডিও তৈরি করার সুযোগ পেতেন। যেখানে বিভিন্ন গানের সুরে ঠোঁট মেলানো যায়। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স মিউজিকলি অধিগ্রহণ করার পর এটি টিকটক অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়।

টিকটকের মিউজিক অপারেশনের গ্লোবাল হেড পল হোরিকান একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা নিউ মিউজিক হাব চালু করতে পেরে উচ্ছ্বসিত। এটি গান খোঁজার একটি বৈশ্বিক হাব। যেখানে বিশ্বের জনপ্রিয় তারকা, সুপারস্টার থেকে শুরু করে উদীয়মান গায়ক—সব ঘরানার শিল্পীরাই নিজেদের তুলে ধরতে পারবেন এবং তাঁদের গান নিয়ে উদ্‌যাপন করতে পারবেন।’

সূত্র: টেকক্রাঞ্চ




প্রিয় কর্মস্থল থেকে শেষ বিদায় নিলেন ফারুক

এফডিসির কারণে তিনি আজ হয়ে উঠেছেন বাংলার ‘মিয়া ভাই’। এফডিসির প্রতিটি ইট-বলির সঙ্গে যেন পড়তে পড়তে জরিয়ে আছেন এই নায়কের নাম। এই প্রতিষ্ঠানটি ছিলো তার প্রিয় কর্মস্থল- একথা অনেকবার বলেছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সেই এফডিসি থেকে শেষ বিদায় নিলেন তিনি।

মঙ্গলবার দুপুর ১ টায় ফারুকের মরদেহ এফডিসিতে নেওয়ার পর প্রিয় সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান নবীন-প্রবীণ সহকর্মীরা। মিয়াভাইকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন আলমগীর, সুজাতা, উজ্জল, রোজিনা, ফেরদৌস, মিশা সওদাগর, কাজী হায়ত, ওমর সানী, বাপ্পী চৌধুরী সহ অনেকেই।

এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, পরিচালিক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। সবার শ্রদ্ধা জানানোর শেষে তার জানাজা শুরু হয় দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও অসংখ্য ভক্ত-অনুরাগীরা অংশ নেন।

বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।

নায়ক ফারুক সিঙ্গাপুরের স্থানীয় সময় গতকাল সোমবার (১৫ মে) সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সূত্র: ইত্তেফাক