জীবননগর ভ্রাম্যমান আদালতে ৫জনকে জরিমানা

জীবননগর পৌর শহরে ভ্রাম্যমান আদাল অভিযান চালিয়ে ৫জনকে জরিমানা প্রদান করা হয়েছে।

আজ রবিবার বিকালে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র জীবননগর পৌর শহরে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের উপর অভিযান পরিচালনা করেন ।

অভিযানে প্রকাশ্যে ধূমপানের দায়ে ০৫ জনকে ২৫০টাকা জরিমানা করা হয়।

জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন,ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর একজন ব্যাক্তি যদি প্রকাশ্যে ধূমপান করেন তা হলে তার আমপাশের লোকজনের নানা ধরনের রোগ ব্যাধী হওয়ার সম্ভবনা রয়েছে এ জন্য প্রকাশ্যে কেউ ধূমপান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




দামুড়হুদার মুন্সিপুর মাঠে বিজিবির অভিযানে ১১ কেজি রুপার গহনা উদ্ধার

দামুড়হুদার মুন্সিপুর মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। এ অভিযানে ১১ কেজি রুপার গহনা উদ্ধার সহ একটি মোটরসাইকেল আটক করেছে।

এ রুপার গহনা উদ্ধার ও মটরসাইকেল আটক করে মুন্সিপুর বিওপি ক্যাম্প।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মুন্সিপুর গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারত হতে বাংলাদেশে রুপা পাচার করা হবে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় সীমান্তের মুন্সিপুর বিওপি’র বিশেষ টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯২/৫-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঠের মধ্যে এ্যাম্বুশের জন্য অবস্থান করে।

এ্যাম্বুশ কালীন আনুমানিক দুপুর ২ টার দিকে মুন্সিপুর গ্রামের সীমান্ত শুন্য লাইন সংলগ্ন কাঁচারাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাত একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে।

এসময় উক্ত অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টেরপেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া মোটর সাইকেলটি জব্দ করে। টহলদল জব্দকৃত মোটরসাইকেলের পিছনের ক্যারিয়ারের সাথে বাধা একটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগ দেখতে পায় এবং পরবর্তীতে উক্ত স্কচটেপ খুলে পলিথিনের ব্যাগের ভিতর হতে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২.৫৬ ভরি) ওজনের ভারতীয় তৈরীকৃত রুপার গহনা এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করে আটককৃত ভারতীয় তৈরীকৃত রুপাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায় বিজিবি।




আলমডাঙ্গায় তিন মাদকসেবীকে জেল-জরিমানা

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করার অপরাধে তিনজন মাদকসেবীকে তিনমাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। জব্দ করা হয়ে ১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের সরাঞ্জাম।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিদাসপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৬),পৌরসভা এলাকার কলেজপাড়ার আলী হোসেনের ছেলে নাসির উদ্দিন (৩১) ও গোবিন্দপুর গ্রামের মৃত খাজা আহম্মেদের ছেলে শামিম আহম্মেদ (৩৮)।

আদালত সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাপুলিশের একটি দল পৌরসভার হাউসপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের সরাঞ্জামসহ তিনজনকে সেবন অবস্থায় আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৫)৪ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

তথ্য নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক এসআই লিটন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় তিনজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




মুজিবনগরে বিশ্ব মা’ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা’ দিবস পালন উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার (১৪ মে) দুপুরে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ নানা শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদঙ্গিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রমোটর নূরুননেছা খাতুন।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেড প্রশিক্ষক আসিয়া খাতুন।




চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের জন্য জমির চেক বিতরণ

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ স্থাপনের লক্ষ্যে অধিগ্রহণকৃত জমির জমির ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়। চু্য়াডাঙ্গা সদরের জাফরপুর গ্রামে শশানতলায় বেলা সাড়ে চারটার সময় এই চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, এ সময় তিনি বলেন, সরকার কর্তৃক নির্ধারিত চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ স্থাপনের লক্ষ্যে এই জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে অধিগ্রহণকৃত মোট জমির মালিকদেরকে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্তদের মাঝে মাঝে আজকে চেক বিতরণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সকলকে চেক বিতরণ করা হবে।

চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সরকার কর্তৃক মোট অধিগ্রহণকৃত জমির পরিমাণ ৮৩.৭৩ একর। মোট টাকার পরিমাণ ৯৪কোটি ৪৬ লক্ষ ৬৫ হাজার ৩ শত ২ টাকা। অদ্য ৯ টি চেকে ১কোটি ৬৬লক্ষ ৮৫হাজার ৪শত ৩টাকা বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)আরাফাত রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মালিক আকবর , ৭নং পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আলম আলী সহ জেলা প্রশাসক ও বিজিবি উর্ধতন কর্মকর্তা বৃন্দ।




আলমডাঙ্গায় বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

স্কুল ছুটি, বাড়ির পাশে চুল কাটতে গিয়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার বেলা সাড়ে ১২ টায় জেহালা ইউনিয়নের রোয়াকুলি বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আয়ান রোয়াকুলি গ্রামের ওল্টু রহমানের ছেলে।

এঘটনায় স্থানীয়রা ওই ট্রাক চালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করে। এসময় উত্তেজিত জনতা ট্রাক চালক ও হেলপারকে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশ। তাদের উদ্ধার করে হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।

পরিবার সূত্রে জানাযায়, আয়ান রোয়াকুলি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি। এসুযোগে রবিবার সকাল ১১ টায় শিশু আয়ান নিজের শখের বাই সাইকেল নিয়ে রোয়াকুলি রেলস্টেশন গেইটে মাথার চুল কাটতে যায়।

চুল কেটে বাড়ি ফেরার পথে রোয়াকুলি বটতলা মোড়ে পৌঁছালে পিছন থেকে ধাক্কা মারে বালুবাহী ট্রাক। শিশু আয়ান সিটকে রাস্তার পাশে পড়লে ট্রাকের চাকা তার মাথার উপরে উঠে যায়। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করে। উত্তেজিত হয়ে ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দেয়। পরবর্তীতে তাদের দু’জনকে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোয়াকুলি বদরগঞ্জ মোড় থে‌কে চুল কে‌টে বাইসাই‌কেল চা‌লি‌য়ে শিশু আয়ান বা‌ড়ি ফিরছিলো। সে বটতলা মোড়ে পৌঁছালে বালি বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। ছিটকে রাস্তার উপর পড়লে ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক চালক ও হেলপারকে গণধোলাই করে পুলিশে দেয়।

এঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু আয়ানের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাতেই স্থানীয় কবর স্থানে শিশু আয়ানের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।

মুন্সিগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই তাপস কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত আয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় উত্তেজিত জনতার হাতে আটক ট্রাক চালক ও হেলপারকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।




মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মেহেরপুরের কলাইডাঙ্গা গ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত রফাতুল্লাহর ছেলে জারমান আলী (৫০) ও কলাইডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মল্লিকের ছেলে পনি মল্লিক (২২)।

আজ রবিবার (১৪ মে) বিকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হেরোইনসহ এই দুই মাদক কারবারিকে আটক করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম কলাইডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

হেরোইন উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২২, তারিখ ১৪/০৫/২০২৩ ইং।

আজ বিকালের দিকে আটকদের মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




কোটচাঁদপুরে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ শুরু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে সরকারি ভাবে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৩ শুরু হয়েছে।

চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ৫৫৬ মেট্রিকটন ধান ও চুক্তিকৃত ৬ টি মিলারের মাধ্যমে ২২১ মেট্রিকটন চাল ক্রয় করা হবে বলে জানা গেছে।

আজ রবিবার বিকালে সরকারি খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম খান বাবলু,ফারজেল হোসেন মন্ডল,লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী,সাবেক পৌর কমিশনার রাজেদুল ইসলাম রাজা মিয়া সহ খাদ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেজুর রহমান খান জানান, চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ৫৫৬ মেট্রিকটন ধান এবং মিলারদের নিকট থেকে ৪৪ টাকা কেজি দরে ২২১মেট্রিকটন সিদ্ধ চাল ক্রয় করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি উপজেলার কুশনা গ্রামের আশাদুল নামে একজন কৃষকের কাছ থেকে এক মেট্রিকটন ধান ক্রয় করা হয়।




দামুড়হুদায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই শ্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুজ্জামান।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার ইপসি, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাজিদ হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুগ্ন সম্পাদক শেখ হাতেম, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ সন্জু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, পবিত্র কোরআন শরিফে বাবার চেয়ে মায়ের অধিকার দেয়া হয়েছে তিনগুণ। সুতরাং সন্তানের জন্য মায়ের বিকল্প নেই। মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক অভিহিত করে তিনি আরও বলেন, বিষ্ণুপুরের একটি মা ৪টা সন্তান জন্ম দিয়েছেন। শত কষ্টকে বুকে চেপে মা আনন্দে উদ্দেলিত হয়ে হাসছে-খেলছে। এক কথায় মায়ের ঋণ কখনও শোধ করা যায় না।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহকারী সুমন ও সাথি খাতুন।




মেহেরপুরে আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করায় একজনের সাজা

আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করায় সোনা ভানু নামের এক মহিলাকে সাজা প্রদান করেছেন মেহেরপুরের সিনিয়র জুডসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ আজ রবিবার বিকেলে এই দন্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের এজলাস কক্ষে সি,আর ১৮০/২২নং মামলার সাক্ষ্য গ্রহন শুনানি চলছিলো। সেসময় ঐ মামলার পলাতক আসামি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসার পাড়ার জাহিদ হোসেনের স্ত্রী মোছাঃ সোনাভানু আদালতে উপস্থিত হয়ে চিৎকার চেচামেচি, উন্মুক্ত আদালতে বাদী ও বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবীকে উদ্দেশ্য করে অপমানজনক ও অশালিন ভাষা ব্যবহার এবং আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করেন।

আদালত বার বার তাকে নিষেধ এবং সতর্ক করলেও তিনি উক্ত কার্যকলাপ পুনরাবৃত্তি করতে থাকেন। এতে আদালতের ভাবমুর্তি ক্ষুন্ন এবং বিচার কাজে অযাচিত বিঘ্ন সৃষ্টি হয়।
আসামির উক্ত কার্য দন্ডবিধির ধারা ২২৮ এবং ফৌজদারি কার্যবিধির ধারা ৪৮০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ফৌজদারি কার্যবিধির ধারা ৪৮০ অনুযায়ী আদালত আসামিকে তাৎক্ষনিক গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।

আসামি তার অপরাধের বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে দন্ডবিধির ২২৮ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৪৮০ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেলখানায় পাঠানো হয়।