মেহেরপুরে আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করায় একজনের সাজা

আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করায় সোনা ভানু নামের এক মহিলাকে সাজা প্রদান করেছেন মেহেরপুরের সিনিয়র জুডসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ আজ রবিবার বিকেলে এই দন্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের এজলাস কক্ষে সি,আর ১৮০/২২নং মামলার সাক্ষ্য গ্রহন শুনানি চলছিলো। সেসময় ঐ মামলার পলাতক আসামি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসার পাড়ার জাহিদ হোসেনের স্ত্রী মোছাঃ সোনাভানু আদালতে উপস্থিত হয়ে চিৎকার চেচামেচি, উন্মুক্ত আদালতে বাদী ও বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবীকে উদ্দেশ্য করে অপমানজনক ও অশালিন ভাষা ব্যবহার এবং আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করেন।

আদালত বার বার তাকে নিষেধ এবং সতর্ক করলেও তিনি উক্ত কার্যকলাপ পুনরাবৃত্তি করতে থাকেন। এতে আদালতের ভাবমুর্তি ক্ষুন্ন এবং বিচার কাজে অযাচিত বিঘ্ন সৃষ্টি হয়।
আসামির উক্ত কার্য দন্ডবিধির ধারা ২২৮ এবং ফৌজদারি কার্যবিধির ধারা ৪৮০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ফৌজদারি কার্যবিধির ধারা ৪৮০ অনুযায়ী আদালত আসামিকে তাৎক্ষনিক গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।

আসামি তার অপরাধের বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে দন্ডবিধির ২২৮ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৪৮০ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেলখানায় পাঠানো হয়।




ঝিনাইদহের কোটচাঁদপুরে মা দিবস পালিত

কোটচাঁদপুরে মা দিবস পালিত হয়েছে। আজ  রবিবার বিকেলে স্থানীয় অফিসার্স ক্লাবে এ মা দিবস করা হয়।

মা দিবসে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিরুপমা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম খান (বাবলু),কোটচাঁদপুর থানার পুলিশ সদস্য (ওসি তদন্ত) জগন্নাথ চন্দ্র, কোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক চম্পা অধিকারি।
অনুষ্ঠানে মায়ের অনুভূতি ব্যক্ত করেন,উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতা মেহেরুন নেসা।

সঞ্চালনায় ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।




এসিআই মোটরসে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের টায়ার ইউনিটে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২২ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: টেরিটরি ম্যানেজার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টায়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সোশ্যাল বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বয়স: প্রার্থী বয়সসীমা ২৬-৩৫ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ মে, ২০২৩




রোদ থেকে সুরক্ষার উপায়

রোদের তাপমাত্রা বাড়ছে দিন দিন। ক্ষণে ক্ষণে মেঘ জমে ঈশান কোণে। মেঘ কেটে আবার গনগনে রোদ। ভর দুপুরের গরম হাওয়া শরীর অস্থির করে তুলে। এই রোদে বাইরে বের হলে এবং অনেকটা সময় রোদে থাকলে মানবদেহে নানারকম সমস্যা দেখা দেয়। এ সমস্যা বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ হতে পারে। তাই রোদের প্রভাব থেকে বাঁচতে আপনাকে নিতে হবে সামান্য প্রস্তুতি। আর সে প্রস্তুতির কথা জানাচ্ছেন শাহিনুর আলম কলি।

উত্তরোত্তর মানুষের ব্যস্ততা বাড়ছে। সকাল বা দুপুরে—যেকোনো সময় কাজের তাগিদে বাইরে বের হতেই হয়। কারণ রোদের নাগাল থেকে বাঁচতে ঘরে বসে থাকলে তো আর জীবন চলবে না। তবে রোদের সাথে আপস নয়। কড়া রোদে শরীর ও ত্বকের সুরক্ষায় রোদচশমা, পানির বোতল, স্কার্ফ, টুপি আর সঙ্গে রাখুন একটা ছাতা। এখানেই শেষ নয়। রোদে ভালো থাকতে হলে আপনাকে বাইরে বের হওয়ার আগে আরও কিছু প্রস্তুতি নিতে হবে। সানস্ক্রিন ব্যবহার, ওয়েট টিস্যু সঙ্গে নেওয়া, হালকা সুতি পোশাক পরা এবং গোসলের সময় কিছুটা সচেতনতা।

লোকে বলে মেয়েরা নাকি ত্বকের ব্যাপারে সচেতন। হ্যাঁ, দীর্ঘ দিন সৌন্দর্য ধরে রাখতে মেয়েরা রোদের ব্যাপারে বেশ সচেতন। তবে ছেলেরাও এখন পিছিয়ে নেই সৌন্দর্যের প্রশ্নে। আসলে রোদ থেকে বাঁচতে অবহেলার সুযোগ নেই। কেননা সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকে মেলানিনের মাত্রা বাড়িয়ে ত্বকের রং কালো করে দেয়। প্রচণ্ড গরমে ঘাম হয়। ঘামাচি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। শুধু তাই নয়, ত্বকে ছত্রাক সংক্রমণও হতে পারে এ সময়। ত্বকে লালচে ভাব দেখা দেয়। মুখের ব্রণ বেড়ে যায়। হাতে পায়ে কালো ছোপ ছোপ দাগ পড়তে শুরু করে। বাহ্যিক এসব সমস্যার সাথে সাথে শরীরের অভ্যন্তরে রোদের খারাপ প্রভাব পড়ে। কড়া রোদে ডিহাইড্রেশন হয়ে শরীর দুর্বল হয়ে পড়ে। ঘামে মাথাব্যথাসহ সর্দি-কাশি বেশি হয়। সাধারণত সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রোদের তীব্রতা থাকে বেশি।

এই রোদে বাইরে বের হওয়ার সময় আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। রোদ থাক বা না থাক, বাইরে বের হওয়ার ১৫ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাজারে সান প্রোটেকশন ফ্যাক্টর যুক্ত লোশন, ক্রিম, পাউডার, স্প্রে পাওয়া যায়। আপনার প্রয়োজন মতো ইউভিএ ও ইউভিভি প্রতিরোধক সানস্ক্রিন কিনে নিন। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ধরনের সানস্ক্রিন এবং শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার-সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর মিশ্র ত্বকের জন্য অল স্কিন টাইপ সানস্ক্রিন ব্যবহার করা যায়। শুধু মুখে নয়, হাতে পায়ে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তার আগে পানিতে কয়েক ফোঁটা বেনজয়েল অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে গোসল করলে ঘামের দুর্গন্ধ হবে না এবং রোদে ত্বক কালচে হবে না। ওষুধের দোকানে পেয়ে যাবেন এই তেল। রোদে ত্বক তৈলাক্ত হয়ে যায়।

বাতাসের সাথে প্রচুর ধুলাবালি ঘুরে বেড়ায়। এসব ময়লা ত্বকে আটকে ব্রণ কিংবা রেশ হতে পারে। তাই সব সময় ত্বক পরিষ্কার রাখুন। প্রতিদিন কয়েকবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ওয়েট টিস্যু দিয়েও মুখ পরিষ্কার করা যায়। গরমে বেশি করে পানি পান করতে হবে। প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি একটু পর পর পান করা উচিত। এতে ডিহাইড্রেশন রোধ হবে এবং ত্বক ভালো থাকবে। গরমে শরীর সুস্থ রাখতে প্রচুর রসালো ফল আর সবজি খাওয়া উচিত। হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরে বাইরে বের হওয়ার চেষ্টা করতে হবে। আপনার রোদচশমা যেন অবশ্যই শতভাগ সূর্যের অতি বেগুনি রশ্মি রোধ করতে পারে, কেনার সময় সেদিকে নজর রাখুন।

বাইরে বের হলে ব্যাগে রাখা ছাতাটি ব্যবহার করতে আলসেমি করবেন না। ছেলেরা হ্যাটজাতীয় টুপি আর মেয়েরা স্কার্ফ পরতে পারেন। যাদের ত্বক পাতলা, বাইরে দীর্ঘ সময় থাকলে তাদের দুই ঘণ্টা পর পর নতুন করে ত্বকে সানব্লক লাগাতে হবে। কিছু ফেস পাউডার সানব্লকের কাজ করে। তবে দিনের রোদে তরল ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। এই রোদে ব্যবহূত প্রসাধনী মানসম্মত কিনা সেদিকে সচেতন থাকতে হবে। রোদ থেকে ঘরে ফিরে ঠাণ্ডা পানি দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। চাইলে টাটকা অথবা ফ্রিজে রাখা ঠাণ্ডা টমেটো দশ মিনিট ত্বকে লাগাতে পারেন। ত্বক ভালো থাকবে। তবে রেশ রয়েছে যাদের ত্বকে, তারা শুধু ঠাণ্ডা পানি বা ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন। ত্বক লালচে হয়ে জ্বালা করলে বরফ ঘষতে হবে। ত্বক ভালো রাখার জন্য সপ্তাহে এক থেকে দুই বার প্রাকৃতিক ফেশিয়াল প্যাক ব্যবহার করতে পারেন।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা প্রদান

চুয়াডাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের হাতে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল  সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়।

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, মা ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পৃথিবীব্যাপি বিশ্ব মা দিবস পালন করা হয়। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে।

এ সময় চুয়াডাঙ্গায় পাঁচজন স্বপ্নজয়ী মায়েদের হাতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন , চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।




অ্যান্ড্রয়েড ১৪তম সংস্করণে রয়েছে যেসব চমক

দেখতে দেখতে অ্যান্ড্রয়েড তাদের ১৪তম সংস্করণটিও নিয়ে এলো। আপাতত এটি বেটা ভার্সনে আছে। তবে নতুন সংস্করণে যা ফিচার যুক্ত হয়েছে তা অ্যান্ড্রয়েডের পুরো অভিজ্ঞতাই বদলে দিবে৷ নতুন ফিচারগুলো হচ্ছে

চলে এসেছে পাসকি,
গুগলে এখন আর ঘন ঘন পাসওয়ার্ড দিতে হবে না। গুগল চালু করেছে পাসকি। এই পাসকির মাধ্যমে একাধিক একাউন্টের পাসওয়ার্ড মনে না রেখে সহজেই পাসকি ব্যবহারে আনলক করতে পারবেন।

ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশন এবং লং ভলিউম অ্যালার্ট,
নোটিফিকেশন এলইডি নেই তো কি হয়েছে? এবার ফ্ল্যাশের মাধ্যমেই আপনি চিহ্নায়ক পাবেন।

ডাটা ব্রোকার আর নয়,
প্রতিটি অ্যাপই আপনার ডাটা সংগ্রহ করে বিক্রি করে। এটি পুরনো কথা। তবে এবার গুগল প্রতি মাসে আপনাকে জানিয়ে দেবে কোন অ্যাপ ডাটা সংগ্রহের পদ্ধতিতে বদল এনেছে। এভাবে আপনি ডাটা চুরির বিষয়েও পদক্ষেপ নিতে পারবেন।

আর্জেন্ট স্প্যাম নোটিফিকেশন আর নয়,
ঘন ঘন আর্জেন্ট নোটিফিকেশন আসে৷ কিন্তু সেটা আসলে স্প্যাম। প্রচুর বিরক্তিকর এই ফিচারটি বন্দ করার সুবিধা এবার এলো।

লকস্ক্রিন কাস্টোমাইজেশন,
পুরনো ঘড়ির ঢং বা লকস্ক্রিনে একই চেহারা দেখে বিরক্ত? এবার আপনি সবকিছুতেই নানা কাস্টোমাইজেশন করতে পারবেন।

ফাইল ট্রান্সফার আরও সহজ,
গুগলে এখন ফাইল ট্রান্সফার আগের থেকে আরও সহজ ও দ্রুত। অ্যান্ড্রয়েড ১৪ এর বিল্ট ইন এপিআই আপনাকে সাহায্য করবে।

কিবোর্ড, স্টাইলাস এবং টাচপ্যাডে পরিবর্তন,
কিবোর্ড, স্টাইলাস এবং টাচপ্যাডে অনেক বড় পরিবর্তন আনছে অ্যান্ড্রয়েড। ফলে স্ক্রলিং ও টাইপিং অভিজ্ঞতা হবে আরও ভালো।

টেক্সট এখন আরও বড়,
অ্যান্ড্রয়েড এর টেক্সট এখন আরও বড় হবে। টেক্সট পড়তে যাদের অসুবিধা হয় তারা নিশ্চিন্তে ছোটবড় করে নিতে পারবেন।

এইচডিআর ছবির চমক,
নতুন অ্যান্ড্রয়েডে ভিন্ন ধরনের জেপিইজি তোলা যাবে। তবে পুরনো ফোনেও তা ব্যবহার করা যাবে। কিন্তু এই ছবিগুলো হবে আগের তুলনায় ভালো এবং ডিটেইলের দিকে কোনো ঘাটতি থাকবে না।




সোমবার সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সোমবার (১৫ মে) অনুষ্ঠিত হতে যাওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রোববার (১৪ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৫ মে ২০২৩ তারিখ সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিলো। তবে ১৫ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। ১৬ মে ২০২৩ তারিখ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

এর আগে শনিবার (১৩ মে) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ছয় শিক্ষাবোর্ডের অনুষ্ঠিতব্য রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিলো।

সূত্র: ইত্তেফাক




হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতায় সালমান

১৩ বছর পর কলকাতায় শুধু পা-ই রাখলেন না…নাচে, গানে তার ভক্তদের মাতালেন বলিউড সুপারস্টার সালমান খান। গত কয়েক মাস ধরে পাওয়া প্রাণনাশের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে খোশমেজাজে মঞ্চে পারফর্ম করলেন সালমান।

ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে ছিলেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহার মতো বলিউড নায়িকারা।

নিজের হিট গান ‘ও ও জানে জানা’, ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুন্নি বদনাম হুয়ি’তে নেচে মঞ্চ মাত করেন তিনি। রোম্যান্টিক গানে পা মেলালেন সোনাক্ষী, জ্যাকলিন, পূজার সঙ্গেও।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ মে) দুপুরে কলকাতায় পা রেখেই সোজা কালীঘাটে যান সালমান খান। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ভাইজান। তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

এদিকে সুপারস্টারকে স্বাগত জানাতে হরিশ চ্যাটার্জি রোড যেন ভক্তদের ভিড়ে উপচে পড়ছিল। কোথাও সালমানের প্রমাণসাইজর কাটআউটে মালা পরিয়ে। অনেকে আবার মোবাইল ক্যামেরা তাক করে অপেক্ষায় ছিলেন, কখন তাদের নায়কের দেখা মিলবে। নায়কের ‘দর্শন’ পেতে কালীঘাটে হাজির হয়েছিলেন নেতাজিনগর সালমান খান ফ্যান ক্লাবের সদস্যরাও। উজ্জ্বয়ন চৌধুরী নামে ক্লাবের এক সদস্য বলেন, ‘সালমন খানকে ইস্টবেঙ্গল ক্লাবেও দেখবো। ওকে কালীঘাটেও দেখবো।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে হেরোইনসহ দু মাদক কারবারি আটক

৩ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আটকরা হলেন, মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার আহমদুল্লাহর ছেলে মিঠু (৪৫) ও বেড়পাড়া এলাকার আব্দুর রবের ছেলে হাবিব (৪০)।
শনিবার দিবাগত রাত ১০ টার দিকে মেহেরপুর শহরে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক(এসআই) সুমন মিয়া গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে এই দুই মাদক কারবারিকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
হেরোইন উদ্ধারের ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১২, তারিখ ১৩/০৫/২০২৩ ইং।
আটককৃতদের আজ রবিবার (১৪ মে) দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




দামুড়হুদায় বিজিবির অভিযানে ফেন্সিডিল সহ আটক ১

দামুড়হুদায় বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ ১জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে মুন্সিপুর গ্রাম থেকে।

থানা সূত্রে জানা গেছে দামুড়হুদা থানাধীন মুন্সিপুর বিজিবি ক্যাম্প কর্তৃক মুন্সিপুর গ্রামস্থ সীমানার মেইন পিলার ৯৩ এর ৫০ গজ দূরে জৈনক মোঃ মহসিন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ০২(দুই) বোতল ফেনসিডিল ও একটি সুজুকি জিকসার ১৫০ সিসি মোটরসাইকেল সহ ০১ জন আসামী গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামি হলেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ালগাছী ইউনিয়নের ধান্যঘরা গ্রামের জান মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (২৯)।

মুন্সিপুর বিজিবি ক্যাম্পের সহকারি কমান্ডার হাবিলদার মোঃ জামাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামিকে হাতেনাতে ০২(দুই) বোতল ফেনসিডিল ও একটি সুজুকি জিকসার ১৫০ সিসি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করেন। সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করতঃ আসামীকে হেফাজতে নেয়।

দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।