শশুর বাড়ির অপমান; বিষপানকারি সেই যুবক মারা গেছেন

 শশুর বাড়িতে বউ আনতে গিয়ে অপমানিত সেই যুবক রাইহান আলী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজজাক এই তথ্য নিশ্চিত করেছেন। রাইহান আলী গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাগানপাড়া এলাকার মহিবুল ইসলামের ছেলে।

গতকাল শুক্রবার (১২ মে) দুপুরের দিকে তেরাইল গ্রামের কোদালকাটি মাঠ নামক স্থান থেকে বিষপান করা মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্্র নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। শশুর বাড়ির লোকজনের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেন রাইহান আলী (১৮)।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, তার স্ত্রীর সাথে বেশ কিছুদিন যাবৎ কলহ চলছিল। কয়েকদিন আগে তার স্ত্রী রুমিয়া খাতুন পিতার বাড়িতে চলে যায়। গত বৃহস্পতিবার ব্উ আনতে শশুর বাড়ি বাদিয়াপাড়া গ্রামে যান রাইহান। শশুরবাড়ি গেলে তার বউ ভাত খাবেনা বলে জানিয়ে দেন। এছাড়া শশুর বাড়ির লোকজন অপমান করে তাড়িয়ে দেন। এঘটনায় ক্ষোভে হতাশা আর অভিমানে গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই মাঠে গিয়ে বিষপান করে। তাকে মূমূর্ষ অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখে মাঠের লোকজন উদ্ধার করে বাড়িতে নেন। পরে বাড়ির লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্্র ভর্তি করে। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তার মৃত্যু হয়।




মেহেরপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী মিয়ারুল হেরোইনসহ গ্রেফতার

১২ টি মাদক মামলার আসামি মিয়ারুল কে এবার ৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে মেহেরপুর সদর পুলিশ ফাঁড়ি।

সদর পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মাসুদুর রহমানের নেতৃত্বে এএসআই নাজমুল ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে ম্যাটার্নিটি হাসপাতালের গলি থেকে পুলিশ তাকে আটক করেন।

মাদক ব্যবসায়ী মিয়ারুল ইসলাম মেহেরপুর শহরের পৌর ভূমি অফিস পাড়ার মৃত শমসের আলীর পুত্র।

সে মেহেরপুর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানা, ডিবি পুলিশের হাতে একাধিকবার হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ অন্যান্য মাদদ্রবসহ গ্রেফতার হয়ে জেল খেটেছেন।এর আগে তার বিরুদ্ধে মাদক আইনে বারটি মামলা আদালতে চলমান রয়েছে। তার মামলার ঝুলিতে আরও একটি মাদকের মামলা যোগ হয়ে ১৩ টি মামলা হলো।

এএসআই নাজমুল বলেন, ‘আটককৃতকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দর্শনায় প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায়

দর্শনা নাগরিক কমিটির আয়োজনে দর্শনায় চাই স্বপ্নের দর্শনা, এই স্লোগানকে সামনে রেখে দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়রের কাছে দর্শনাবাসির প্রত্যাশা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৫ টায় দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদুল ইসলাম।

এ অনুষ্টানে অতীথী থেকে বক্তারা আলোচনা করেন,চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ’ লীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শহিদুল ইসলাম,দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু, চুয়াডাঙ্গ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুল রহমান, দর্শনা পৌর আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী,দর্শনা সরকারী কলেজের সাবেক উপধাক্ষ মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আকমত আলী,প্যানেল মেয়র রবিউল হক সুমন,কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান,কেরু এ্যান্ড কোম্পানির সাবেক এডি এম শেখ শাহাব উদ্দীন,দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম,সাধারন সম্পাদক হানিফ মন্ডল,সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল,সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন,এ অনুষ্টানটি পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ।বক্তারা বলেন দর্শনার উন্নয়নে দর্শনা পৌরসভাকে সঠিক পরিকল্পনা গ্রহন করতে হবে।
দর্শনার প্রতিটি মহল্লার সমস্যা চিন্হিত করে সমস্যা সমধান করতে হবে।

দর্শনা বাসির স্বপ্ন পৃরনে পৌরসভার মেয়রসহ সংশিষ্ট সকলকে হতে হবে আন্তরিক।সেক্ষেত্রে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।




স্নাতক পাসে চাকরির সুযোগ, বেতন ১৫ হাজার টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে মার্কেটিং কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

মার্কেটিং কো-অর্ডিনেটর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাতৃ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অথবা ফার্মাসিউটিকেলস কোম্পানিতে মার্কেটিং ও সেলস এ এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ পর্যায়ে মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে মাঠ পর্যায়ে সেবা বিপনণ কাজে সংস্থার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ফার্মেসী/গ্রাম্য ডাক্তার/ডাক্তার ও উদ্দিষ্ট জনগোষ্ঠির সাথে সুসম্পর্ক তৈরীর মানসিকতা থাকতে হবে।

প্রার্থীকে স্মার্ট, উদ্যোমী ও কর্মঠ হতে হবে। বৈধ লাইসেন্সসহ মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

কর্মস্থল

মৌলভীবাজার

বেতন

১৫,০০০ টাকা + অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৭ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস




গাংনীতে শশুর বাড়ি থেকে বউ আসছে না তাই; আত্ম*হত্যার চেষ্টা স্বামীর

শশুর বাড়িতে বউ আনতে গিয়ে অপমানিত। অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী রাইহান আলী (১৮)। রাইহান আলী গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাগানপাড়া এলাকার মহিবুল ইসলামের ছেলে।

আজ শুক্রবার দুপুরের দিকে তেরাইল গ্রামের কোদালকাটি মাঠ নামক স্থান থেকে বিষপান করা মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তবে, তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মারুফ ।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, তার স্ত্রীর সাথে বেশ কিছুদিন যাবৎ কলহ চলছিল। কয়েকদিন আগে তার স্ত্রী রুমিয়া খাতুন পিতার বাড়িতে চলে যায়। গতকাল বৃহস্পতিবার বউ আনতে শশুর বাড়ি বাদিয়াপাড়া গ্রামে যান রাইহান। শশুরবাড়ি গেলে তার বউ ভাত খাবেনা বলে জানিয়ে দেন। এছাড়া শশুর বাড়ির লোকজন অপমান করে তাড়িয়ে দেন।

এঘটনায় ক্ষোভে হতাশা আর অভিমানে গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই মাঠে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে মূমূর্ষ অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখে মাঠের লোকজন উদ্ধার করে বাড়িতে নেন। পরে বাড়ির লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বর্তমানে সে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা আশংকামুক্ত নয়।




গুগল হোমের নতুন আপডেট

আপডেট না বলে বলতে হবে রিভ্যাম্প। পুরোপুরি বদলে গেছে গুগল হোম। স্মার্ট হোম কন্ট্রোলার অ্যাপ জনপ্রিয় একটি অ্যাপ। আর জনপ্রিয়তার কথা ভেবেই অ্যাপটিকে নতুন অনেক কিছুই যুক্ত করা হয়েছে।

নতুনভাবে ফেভারিট ট্যাব, উন্নত ক্যামেরা ইন্টারফেস, এক ডজন নতুন ডিভাইসের সাপোর্ট এবং কন্ট্রোল অ্যাপটির আবেদন আরও বাড়িয়েছে। এখন আইফোনেই গুগল হোম দিয়ে ম্যাটার ডিভাইস সেটাপ করা যাবে
অবশ্য গুগল এখনই নেস্ট ক্যামেরা এবং এর নতুন অ্যাপ এখানে যুক্ত করেনি। একমাত্র প্রথম জেনারেশনের নেস্ট ক্যাম ইনডোর ও নেস্ট ক্যাম আউটডোর এই সুবিধা পাবে। গুগল তাদের হোম অ্যাপে আরও অনেক বড় সুবিধা আনছে বলে জানিয়েছে।

ক্যামেরা নোটিফিকেশনের অ্যানিমেটেড প্রিভিউ, অন রিস্ট কন্ট্রোল এবং ফেভারিট ট্যাবে অ্যাক্সেস আরও ভালো করা হবে। আপাতত এটি স্মার্টফোনে দেওয়া হচ্ছে। ট্যাবের জন্য করা আপডেট আসবে জুনে। নতুন পিক্সেল ট্যাবলেটে নতুন হাব মোড চালু করা হয়েছে। এই মোড দিয়ে তালা, ক্যামেরা এবং থার্মোস্ট্যাট নিয়ন্ত্রণ করা যাবে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারীসহ ৬ জন গ্রেফতার

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি ইউনিয়ন জামায়াতের আমির ও সাধারণ সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে আজ শুক্রবার (১২ মে) ভোররাত পর্যন্ত এসব আসামি গ্রেফতার করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেলের নেতৃত্বে থানার এসআই উত্তম কুমার, এসআই মোঃ আশিক, এস আই সজীব, এএসআই শিহাবসহ সঙ্গীয় ফোর্স গ্রেফতার অভিযানে অংশ নেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল আজ শুক্রবার বিকালে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মহাজনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মোঃ আব্দুল হামিদ (৬৫), মহাজনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মহাজনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মফিদুল ইসলাম (৫৫)।

এছাড়া আদালতের পরোয়ানাভূক্ত সিআর ৪৬/২৩ নং মামলার আসামি বল্লভপুর গ্রামের ফিতাজ উদ্দীনের ছেলে সোহরাব উদ্দীন, শরীফ উদ্দীন, আব্দুল মতিন ও সিআর ২৩১/২৩ নং মামলার আসামি বাগোয়ান গ্রামের জসিম উদ্দীনের ছেলে মো: দীপন শেখ।

গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন জেমস

শ্রোতা-দর্শকদের মাতাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস। সেখানে বৈশাখী মেলার কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় এই ব্যান্ড তারকা। আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে এই কনসার্টটি।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমে বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ব আমরা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরও ১০টি স্টেটে শো রয়েছে আমাদের।

‘আমাকে কখনোই কাজের পেছনে ছুটতে হয়নি’‘আমাকে কখনোই কাজের পেছনে ছুটতে হয়নি’
তিনি আরও বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরও বাড়বে। কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই এক মাস দেশটিতে থাকব।

প্রসঙ্গত, সবশেষ গেল ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটি কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। আর গানের সুরও করেছেন তিনি নিজেই। গানটি একটি ইউটিউব চ্যানেল মুক্তি পায়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৬

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ ও গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৫ আসামি গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম গ্রেফতার অভিযানে অংশ নেন।
শুক্রবার সকালের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




গাংনীর আব্দুল আলীম হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাংনীর পল্লী মহম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলীম হত্যা মামলার এজাহার নামীয় ৩ নং আসামি সেন্টু ও ৬ নং আসামি তার পিতা সাইদুল ইসলাম ওরফে সাদুকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
আজ শুক্রবার (১২ মে) দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার(১১ মে) বিকালের দিকে কুষ্টিয়ার দৌলতপুর থানার কাতলামারী গ্রামে তার আত্মীয় বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেন্টু মামলার এজাহার নামীয় ৩ নং আসামি এবং তার পিতা সাইদুল ইসলাম ওরফে সাদু এই মামলার ৬ নং আসামি।
গত মাসের শুক্রবার (২৮ এপ্রিল) সকালে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গাইন পাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে আব্দুল আলীমকে হত্যা করে।

গত মাসের (২৮ এপ্রিল) সকালে চাচা খলিলুর রহমানকে দিয়ে আব্দুল আলীমকে মাঠে ডেকে নিয়ে যায়। যেখানে আব্দুল কাদেরের ছেলে বান্টু, আব্দুল হান্নান, সুদু ও তার ছেলে সেন্টু, আব্দুল হান্নানের ছেলে রাশেদ, ইঞ্জিনিয়ার রাসেল আহম্মেদ দেশিয় অস্ত্র হাসুয়া, রামদা, ফলা, ঢাল নিয়ে সেই জমিতে আগে থেকে ওঁত পেতে থাকে। আব্দুল আলীম ওই মাঠে পৌঁছানো মাত্রই তারা সবাই মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ফলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এই ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার কয়েক দিন পর আব্দুল হান্নানকে গ্রেফতার করেন গাংনী থানা পুলিশ। এনিয়ে ৩ আসামি গ্রেফতার হলো।