চুয়াডাঙ্গা জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম নির্দেশনায় এক সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বেলা সাড়ে বারোটার সময় ০৬ দিন ব্যাপি অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন কোর্স ১০ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

পুলিশ সুপার দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফলতা ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)এইচ.এম গোলাম রাব্বি, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের আর আই আমিনুল ইসলাম সহ দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীবৃন্দ।




গুগল ফটোজের এডিটিং ফিচারে আসছে বড় পরিবর্তন

বড় স্ক্রিন অর্থাৎ ট্যাবলেটে গুগল ফটোজের ইন্টারফেজে আসছে বড় ধরনের পরিবর্তন। আপাতত ট্যাবলেট কিংবা ল্যান্ডস্কেপে এখন অ্যাপটি ব্যবহার করা হলে শুধু বাড়তি অংশই দেখা যায়। তাতে এডিংটিং-এর কোনো সুবিধা হয় না।

সম্প্রতি গুগল নিউজ টেলিগ্রাম চ্যানেল এডিটর কয়েকটি স্ক্রিনশট ও ছবি প্রকাশ করেছে। সেখানে ট্যাবলেট ও বড় স্ক্রিনের স্ক্রিনশট সহজেই চোখে পড়বে। এই স্ক্রিনশটগুলো মূলত ট্যাবলেটে গুগল ফটোজের আপডেট। পুরো ইন্টারফেসেই বদল আনা হয়েছে।

নতুন ইন্টারফেসে এডিটিং এর রসদ স্ক্রিনের পাশে থাকবে। এই মুহূর্তে এডিটিং এর সবকিছু নিচের দিকে আছে। এমনিতে ইন্টারফেস বাদে নতুন কোনো কিছুই যুক্ত হয়নি। গুগল ফটোজের এডিটিং টুলের মধ্যে এনহ্যান্স, ক্রপ, ম্যাজিক ইরেজার, কালার এডজাস্টমেন্ট ব্যাপক জনপ্রিয়। কিন্তু ট্যাবলেটে এতদিন এডিটিং করা বেশ কঠিন ছিল। সেজন্যই নতুন আপডেটটি আনা হয়েছে।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে আম সংগ্রহ শুরু

ঝিনাইদহের কোটচাঁদপুরে আম সংগ্রহ শুরু করেছেন চাষিরা। দিনপঞ্জি অনুযায়ী বুধবার (১০-০৫-২৩) থেকে এ আম সংগ্রহ শুরু করেন তারা। আড়ৎতে আড়ৎতে শোভা পাচ্ছে,আটি,শরিফা,গোবিন্দভোগ,গোপাল ভোগ আর বোম্বাই আম। এ বছর ১২ হাজার ৬ শ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দেশের তিনটি বৃহত্তর আম বাজার। যার মধ্যে রয়েছে সাতক্ষীরা, রাজশাহী ও কোটচাঁদপুর। ইতোমধ্যে ওই দুইটি বাজারে উঠতে শুরু করেছে আম।

গতকাল বুধবার সকাল থেকে আম সংগ্রহ শুরু করেছেন কোটচাঁদপুরের চাষিরা। এ বছর কোটচাঁদপুরে ৭ শ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এ উপজেলায় রয়েছে ১৭ শ টি বাগান। বাগানগুলো থেকে ১২ হাজার ৬ শ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
এ দিকে বুধবার আম সংগ্রহের খবরে,গেল কয়েকদিন আড়ৎদারেরা ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার পরিছন্নতায় ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে দিনপঞ্জি অনুযায়ী বুধবার সকাল থেকে আম সংগ্রহ শুরু করেছেন চাষিরা। এ দিন সকাল (১০-০৫-২৩) থেকে কোটচাঁদপুরে সংগ্রহ শুরু হয়েছে সব ধরনের আটি,শরিফা,গোপাল ভোগ,গোবিন্দ ভোগ,বোম্বাই আম।

এরপর দিনপঞ্জি অনুযায়ী একে একে সংগ্রহ করা হবে অন্যান্য আম। আগামী ১৮ মে থেকে সংগ্রহ করা হবে হিমসাগর, ২৮ মে লাংড়া আর হাড়িভাংঙ্গা,৫ জুন আম রুপালি, ১০ জুন কাটিমন,বানানা আর মল্লিকা, ২০ জুন ফজলি,২৫ জুন থেকে বিশ্বনাথ, আশ্বিনে ও বারি ৪ আম।

এ ব্যাপারে কোটচাঁদপুর আম বাজারের সভাপতি সঞ্চয় সাহা বলেন,বাংলাদেশে তিনটি বড় আম বাজার রয়েছে। যার মধ্যে দ্বিতীয় বড় আম বাজার কোটচাঁদপুর। এবছর ১০ এপ্রিল থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বাগান পরিদর্শন করছেন।

চাষি ও আড়ৎদারদের সঙ্গে সভাও হয়েছে। সংশ্লিষ্ট প্রকাশ করেছেন আম সংগ্রহের দিনপঞ্জি। আর ওই মোতাবেক বুধবার থেকে শুরু হয়েছে কোটচাঁদপুর বাজারে আম উঠা।

তিনি বলেন,গাছের আম দেখে খুশি হলেও আমরা দাম নিয়ে চিন্তায় আছি। কারন হিসেবে তিনি বলেন, কোটচাঁদপুর আম বাজারে দ্বিতীয় পর্যায় আম উঠে। এ বছর তিনটি বাজারে আম এক সঙ্গে বাজারে উঠায় ব্যাপারি ভাগ হয়ে যাবে। এতে করে আমের দামও কমতে পারে বাজারে।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, গেল বছরের তুলনায় বাগানে আমের উৎপাদন ভাল হয়েছে। ইতোমধ্যে আমরা বাগান পরিদর্শন করেছি। সে মোতাবেক আম সংগ্রহের দিনপঞ্জি বানিয়ে আড়ৎদারদের দেয়া হয়েছে।

তিনি বলেন, এ উপজেলায় ১৭ শ টি বাগানে আমের চাষ হয়েছে। সব ঠিক থাকলে এ বছর ১২ হাজার ৬ শ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে।




বিশ্বকাপ খেলতে রাজি পাকিস্তান!

২০২৩ সালে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট ও ওয়ানডে বিশ্বকাপ। তবে ভারতের সঙ্গে বিরোধের জেরে এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নামাজ শেঠি। তবে ওয়ানডে বিশ্বকাপে ভারত সফরে রাজি পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ৫ অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। ১৫ অক্টোবর আহমেদাবাদেই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।

সূচি এবং ভেন্যু চূড়ান্ত হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর আনুষ্ঠানিকভাবে তা ঘোষনা করা হবে। এর মধ্যে তারিখ এবং ভেন্যুতে পরিবর্তন করতে পারবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিবেদনে উল্লেখযোগ্য বিষয় হলো, এশিয়া কাপ নিয়ে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে কোন সমাধান না হলেও আইসিসি প্রতিযোগিতার জন্য ভারত সফরে সম্মত হয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এতে টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় সরে যেতে পারে।

চূড়ান্ত না হলে প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ম্যাচগুলো আহমেদাবাদ- হায়দারাবাদ-চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে খেলবে পাকিস্তান। এর আগে আইসিসির একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলো, বিশ্বকাপে নিজেদের বেশিরভাগ ম্যাচ চেন্নাই এবং কলকাতায় খেলতে চায় পাকিস্তান।

সূত্র: ওয়েবসাইট ক্রিকবাজ




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

মেহেরপুর সদর ও মুজিবনগর থানার গত ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে নিয়মিত ও আদালতের পরোয়ানাভূক্ত ৮ আসামি গ্রেফতার হয়েছে।
বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার (১১ মে) ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মুজিবনগর থানা পুলিশ নিয়মিত মামলায় ২ ও আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার ১জন, সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ জন, আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ১ ও জিআর মামলায় ২ জন গ্রেফতার হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিদের আজ বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছ্




মেহেরপুরে বাস চাপায় পশু চিকিৎসক নিহত, বাস উদ্ধার

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে রয়েল পরিবহনের চাপায় শামিম আহমেদ (৩০) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯ টায় মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে এই ঘটনা ঘটে। নিহত শামিম আহমেদ সদর উপজেলার সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানান, শামিম আহমেদ পশু চিকিৎসার জন্য নিজ গ্রাম থেকে বের হয়ে চাঁদপুর এলাকায় পৌছালে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস পিছন থেকে চাপা দেয়। এসময় শামিম ও তার পালসার মোটরসাইকেল বাসের নীচে পড়লে ঘাতক বাস চালক বেশ কয়েক গজ টেনে ছিচড়ে নিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মেহেরপুর ফায়ার সর্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক শামিম আহমেদকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল চালক রয়েল পরিবহনের চাপায় নিহত হয়েছে। হাসপাতাল থেকে শামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাযতে নেওয়া হয়েছে। রয়েল পরিবহন আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




গাংনীর বেতবাড়ীয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহোযোগিতা করলেন ইউএনও

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের বিশ্বাস পাড়ায় গত মঙ্গলবার (৯ই মে) বিকেলে আগুন লেগে ৩টি পরিবারের বসতঘর, আসবাবপত্র সহ ২টি ছাগল ও ১টি গরু পুড়ে যায়। এতে ওই ৩টি পরিবারের ২লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়। যা নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা।

এ ঘটনার একদিন না পেরুতেই বুধবার (১০ই মে) গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ক্ষতিগ্রস্ত ওই ৩টি পরিবারের সাথে দেখা করে সান্ত্বনা দেওয়া সহ সহোযোগিতার হাত বাড়িয়ে দেন।

এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপস্থিত ছিলেন কাজিপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মহিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, ফারুক হোসেন সহ অনেকেই।

উল্লেখ্য: মঙ্গলবার (৯ই মে) বিকেল সাড়ে ৩টার দিকে বেতবাড়ীয়া গ্রামের জলিল উদ্দিনের রান্না ঘরে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। ফলস্বরূপ পার্শ্ববর্তী ফজল বিশ্বাস ও নাজির উদ্দিন বিশ্বাসের বসতঘর আগুন লেগে যায়। পরে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।




জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক

মেহেরপুর জেলার শ্রেষ্ঠ চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

আজ মেহেরপুর জেলা পুলিশ লাইনস ড্রীল শেডে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে জেলার শ্রেষ্ঠ চৌকস ওসি নির্বাচন করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম, বিপিএম-পিপিএম সেবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

পরে ওসি আব্দুর রাজ্জাকের হাতে ক্রেষ্ট ও পুরুস্কারের নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার মো: রাফিউল আলম।

মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইফুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল

মেহেরপুর, ডিআইও-২ জেলা বিশেষ শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই মেহেরপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভার শুরুতে গত মার্চ ও এপ্রিল মাসের বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ৫ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো: রাফিউল আলম।

মার্চ ও এপ্রিল মাসে শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারি উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন গাংনী থানার এসআই মাসুদুর রহমান, মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ, বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইস্রাফিল হোসেন।




সদ্য ভূমিষ্ঠ হওয়া চার কন্যার পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় আলোড়ন সৃষ্টিকারী একসঙ্গে ভূমিষ্ঠ হওয়া চার কন্যার পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

বুধবার বেলা সাড়ে এগারোটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সদ্য একসঙ্গে ভূমিষ্ঠ হওয়া চার কন্যার জন্য মিষ্টি ও আর্থিক সহায়তা দেন। এসময় তিনি সদ্য ভূমিষ্ঠ হওয়া চার কন্যার নামকরণ করেন দোয়েল-কোয়েল-ময়না-টিয়া।

চুয়াডাঙ্গা শহরের আঁখিতারা জেনারেল হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কল্পনা-মাহাবুব দম্পতি। আজ নবজাতকদের দেখতে হাসপাতালে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় তিনি ঐ দম্পতির হাতে ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থ সহায়তা প্রদান করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নবজাতকদের যাবতীয় চিকিৎসা খরচ বিনামূল্যে প্রদান করার জন্য অনুরোধ জানান।

ঐ দম্পতির অনুরোধে জেলা প্রশাসক মহোদয় তাদের যথাক্রমে দোয়েল, কোয়েল,ময়না ও টিয়া নামকরণ করেন।

উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট আকলিমা খাতুন।




মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ 

মাদককে না বলি ” মাদকমুক্ত মুজিবনগর গড়ি এই প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদীর রাসেলের নেতৃত্বে একটি র‍্যালী বের হয়ে বাজারের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।

মাদক বিরোধী র‍্যালী ও সমাবেসে উপস্থিত ছিলেন, মুজিবনগর থানার এস আই সাজ্জাদ এস আই অতুল , এস আই হেকমত, এস আই বিপ্লব কুমার হালদার, এস আই সজিবুর ,আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর , মুজিবনগর থানা পুলিশ সদস্য সহ আনন্দবাস গ্রামের বিভিন্ন শেণীপেশার মানুষ।

এ সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল মুজিবনগর উপজেলাকে মাদকমুক্ত করতে এবং একটি মাদক মুক্ত সুন্দর ও সুস্থ সমাজ গড়তে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।