অ্যামাজনে এলো টিকটকের মতো শপিং ফিড

অধিকাংশ ক্রেতাই এখন স্মার্টফোনে ক্রয় করেন৷ তাই অনলাইন প্লাটফর্ম সবসময় শপিং ফিড ভালো করার চেষ্টা করে। সামাজিক যোগাযোগমাধ্যম দ্বারা অনুপ্রাণিত হলে যে অনলাইন প্লাটফর্ম চমকে দিতে পারে তার নজির গড়লো অ্যামাজন। অ্যামাজন মার্কিন ব্যবহারকারীদের জন্য এমন একটি শপিং ফিড চালু করেছে যা দেখতে অনেকটা টিকটকের মতো। আপাতত এই সুবিধা যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাচ্ছেন।

গেল বছরের ডিসেম্বরেই টিকটকের মতো একটি শপিং ফিড নিয়ে অ্যামাজন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। এবার তারা বাস্তবেই এমন সুবিধা চালু করলো। নতুন ফিডে শর্ট ভিডিও ও ছবি থাকায় এখন সহজেই ক্রেতারা কোনো পণ্য দেখতে পারবে। এমনকি ওই পণ্যের সঙ্গে সংযুক্ত ইনফ্লুয়েন্সার ভিডিও, ক্রেতার রিভিউ ও অন্যান্য ডিটেইলও পাওয়া যাবে সহজে।

যারা নতুন গ্রাহক তাদের অ্যাপের মাধ্যমে সাইন ইন করতে হবে। তারপর সেখানে ‘লাইট বাল্ব’ নামক একটি অপশনে ক্লিক করলে ২০ টি ক্যাটাগরি তাকে সাজেস্ট করা হবে। ওই অপশন থেকে আপনি ওই ক্যাটাগরি বাছাই করবেন যেগুলো থেকে পণ্য কিনবেন৷ ফিডে কোনো পণ্যের বিবরণ জানার জন্য এখন আর পোস্টে ঢুকতে হবে না। ওই পণ্যে দুটো ট্যাপ করলেই হবে। এমনকি স্ক্রলিং এখন আরও সহজ।

ইনফ্লুয়েন্সাররাও এখন সহজেই কন্টেন্ট আপলোড করতে পারবেন। ফলে অ্যামাজন এখন পণ্যকে ঘিরে একটি বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হতেই পারে। সামাজিক যোগাযোগমাধ্যমকে অনুকরণ এই প্রথম করা হচ্ছে না। অ্যামাজনের শপিং ডিরেক্টর অলিভার ইমেইলে জানান, অ্যামাজন পণ্য নিয়ে কাজ করে। এই কাজটি আকর্ষণীয় করতেই এমন উদ্যোগ। পণ্যকে ভালোভাবে বিপণনের জন্য ক্রেতাদের এখানে যুক্ত করার জন্য তারা সবসময় কাজ করে থাকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

 মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৪ ও সদর থানা পুলিশের অভিযানে ৪ জন আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল শনিবার সকাল থেকে আজ রবিবার (৭ মে) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে গাংনী থানা পুলিশ পুরাতন মামলায় ১ জন আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ১ ও অন্যান্য মামলায় ২ জন আসামি গ্রেফতার করে। এছাড়া মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ ও মাদক মামলায় ২ আসামি গ্রেফতার করে।

মেহেরপুর সদর থানা ও গাংনী থানা সূত্রে এই খবর নিশ্চিত করেছে।

আজ রবিবার (৭ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




তিন বারের অলিম্পিক স্বর্ণ জয়ী টোরির মৃত্যু

জীবন যে বড়ই অনিশ্চিত! মৃত্যু কখন কার দুয়ারে, কে জানে। মাত্র ৩২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট টোরি বউয়ি। অলিম্পিক গেমসে তিনটি স্বর্ণ রয়েছে টোরির ঝুলিতে।

গত মঙ্গলবার (২ মে) সেই টোরির ফ্লোরিডার বাড়িতে তার মৃত দেহ পাওয়া গেছে। টোরির ম্যানেজমেন্ট কোম্পানি তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছে। তবে কীভাবে মৃত্যু সেটা জানায়নি।

আইকন ম্যানেজমেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা একজন ক্লায়েন্ট, প্রিয় বন্ধু, মেয়ে এবং বোনকে হারালাম। টোরি একজন চ্যাম্পিয়ন ছিলেন। খুব উজ্জ্বল হয়ে জ্বলেছিল যে আলো! আমাদের হৃদয় সত্যিই ভেঙে গিয়েছে। আমাদের প্রার্থনা রইল ওর পরিবার, বন্ধু-বান্ধব এবং যারা টোরিকে ভালোবাসতেন।’

বেশ কয়েক দিন ধরেই টোরির কোনো খোঁজখবর ছিল না। না তাকে দেখা যাচ্ছিল, না তার ব্যাপারে কিছু জানা যাচ্ছিল। স্থানীয় প্রশাসন টোরির খোঁজ করতে গিয়েই দেহ উদ্ধার করে। তবে টোরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ২০১৬ রিও অলিম্পিকে টোরি তিনটি পদক পেয়েছিলেন। ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন টোরি। রুপার পদক এসেছিল ১০০ মিটার রিলেতে এবং ব্রোঞ্জ জয় করেন ২০০ মিটার লড়াইয়ে।

২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের লংজাম্পে চতুর্থ হয়েছিলেন টোরি। ২০১৭ সালে লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে টোরি ৪*১০০ মিটার ও ১০০ মিটারে সোনা জিতেছিলেন। ২০২২ সালে শেষবার আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন টোরি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জাল নোটসহ রাজশাহীর যুবক আটক

মেহেরপুরে জাল টাকাসহ সাব্বির হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাব্বির হোসেন রাজশাহী জেলার তানোর উপজেলার বুরুজ পূর্বপাড়া এলাকার মৃত সাইফুদ্দীনের ছেলে।

মেহেরপুর শহরের কাথুলি বাসস্ট্যন্ড এলাকার বাবুল স্টোরে টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়েন এই জাল টাকা কারবারি।

মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার জানান, কাথুলি বাসস্ট্যান্ডের বাবুল স্টোরে জাল নোট ভাঙাতে গিয়ে ধরা পড়ে সাব্বির। পরে পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৬ টি এক হাজার জাল নোট উদ্ধার করা হয়েছে।

জাল টাকা উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় দন্ড বিধি আইনের ৪৮৯ (খ) ও (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭।
আটক আসামি সাব্বির হোসেনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




আর কত যায়গায় অভিযোগ দিলে বিচার পাবে অসহায় রাসেল ?

বিচারের দাবিতে প্রশাসনের দারে দারে ঘুরছেন মেহেরপুর শহরের গড়পাড়া এলাকার রাসেল আহমেদ নামের এক ব্যক্তি। অব্যাহত হত্যার হুমকী, বিনা কারণে মারপিট ও নির্যাতনের বিচারের দাবীতে ইতোমধ্যে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ২য় আমলী আদালতে মামলা দায়ের করেছেন যার মামলা নং সিআর ২৫৫/২০২৩ ইং।

এছাড়া ন্যায় বিচারের দাবীতে মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন দিয়েছেন তিনি। সেই সাথে মেহেরপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে একাধিক সংবাদ সম্মেলনও করেছেন ।

মামলার বিবরণে জানা গেছে, রাসেল আহম্মেদের বাবা ২ বছর আগে মারা যান। মারা যাবার পর থেকেই তার দুই চাচা মো: জয়নাল ও মো: নবাব বিভিন্ন সময়ে রাসেল আহম্মেদকে মারধর করে এবং হত্যার হুমকী দিয়ে আসছেন।

কারন হিসেবে রাসেল আহম্মেদ উল্লেখ করেছেন, পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দ্যেশ্যেই তাকে বিভিন্ন সময়ে পাগল আখ্যা দিয়ে মারধর ও হত্যা চেষ্টা করে। হত্যা চেষ্টা করার পাশাপাশি আতংক সৃষ্টির জন্য রাসেলের বাড়ির পেছনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও গোলাপ জল রেখে দেই। মৃত্যুর দিনক্ষণ গণনা শুরু করার জন্যও প্রকাশ্যে হুমকী দেন তারা। এসব কারনে, রাসেল তার পরিবারের লোকজনসহ বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন বলেও মামলার আরজিতে উল্লেখ করেন তিনি। এছাড়া বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, বাড়িতে মাদক, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র রেখে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকী দিচ্ছে ওই চক্রটি। শুধু মামলা নয়, ওই চক্রের হাত থেকে বাঁচতে ও ন্যায় বিচার পেতে রাসেল আহম্মেদ তার দুই চাচা ফৌজদারিপাড়া এলাকার মৃত মহি উদ্দীন শেখের ছেলে মো: জয়নাল, মো: নবাব, গাংনী উপজেলা শহরের চৌগাছা গ্রামের কাসেম হাজীর ছেলে মামুন অর রশিদ, মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার মৃত হাসেমের ছেলে মাসুম, মাসুদ ও জিল্লু পরস্পর যোগ সাজসে আমার পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার উদ্যেশ্যে হত্যা ও খুন গুম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাসেল ও তার একমাত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, রাসেল আহম্মেদ তার পৈত্রিক সুত্রে পাওয়া ব্যবসা প্রতিষ্ঠান মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় রাজু বীজ ভান্ডার নামক ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। এসব আসামিরা এই বীজ ভান্ডারেও হামলা চালিয়ে ৬০ হাজার টাকার ক্ষতি সাধান করে বলে অভিযোগ করেন বলে জানান তিনি।

আসামিদের মারের আঘাতে রাসেল আহম্মেদ অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর ২৫০শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।




১১৮ গাছের আম বিক্রি ৫ হাজার টাকায়!

মেহেরপুর পৌরসভার ২৪ টি ও মেহেরপুর জেলা পরিষদের ৯৪টিসহ ১১৮ টি গাছের আম বিক্রি হয়েছে মাত্র ৫ হাজার টাকায়। তবে দুটি প্রতিষ্ঠানের কেউ আম বিক্রির কোনো টেন্ডার আহবান করেনি বলে জানা গেছে। তবে, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন পৌরসভার কোন আম বিক্রি করা হয়নি।

সরেজমিনে মেহেরপুর কাথুলী-গাংনী সড়কের মেহেরপুর সীমানা পিলার থেকে কাথুলী বাজার পর্যন্ত ছোট বড় ৯৪ টি আমগাছ রয়েছে। এছাড়া মেহেরপুর পৌরসভার আওতায় রয়েছে ২৪ টি আম গাছ।

নামমাত্র আম কিনেছেন মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার জহর শেখের ছেলে রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক। সে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের কাছের লোক হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০/১৫ দিন যাবৎ প্রতিদিন ৫/৬ বস্তা করে আম ভেঙ্গেছে আব্দুর রাজ্জাক। এসব আম সে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে বাইরে চালান দিয়েছে।

গতকাল দুপুরে মেহেরপুর শহরের অদুরে পৌরসভার শেষ সীমান্তে আম ভাঙছিলেন আব্দুর রাজ্জাক। তাকে জিজ্ঞেস করতেই তিনি বলেন, আমি এই আম মেহেরপুর পৌর সভার কাছ থেকে ১ হাজার ও মেহেরপুর জেলা পরিষদ থেকে ৫ হাজার টাকায় কিনে নিয়েছি। আম গাছ বেশী নেই। মাত্র কয়েকটি আম গাছ থেকে আম সংগ্রহ করা হচ্ছে।

এবিষয়ে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আমি বিষয়টি জানিনা। কাউকে এক হাজার টাকায় আম দেওয়া হয়নি।মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহা: আব্দুস সালাম বলেন, আমি যতটুকু শুনেছি ৫/৬ হাজার টাকায় আম বিক্রি করা হয়েছে। এর বেশী কিছু বলতে পারবোনা।

জানা গেছে, মেহেরপুর জেলাতে আম সংগ্রহ নিয়ে আগামি ৮ মে জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং রয়েছে। ওই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে আম ভাঙ্গার তারিখ।

মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, কেউ পাকা আম হিসেবে বিক্রি করতে ক্যামিকেল দিয়ে আম পাকানোর চেষ্টা করলে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




গাংনী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

নাশকতার মামলায় গাংনী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। যুবদল নেতা জাহিদুল ইসলাম গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মছের উদ্দীন সর্দারের ছেলে।

বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইস্রাফিল সঙ্গীয় ফোর্সসহ আজ রবিবার দিবাগত রাতে বামন্দী বাজারে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা মামলায় জাহিদকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে গাংনী উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে বিনা উস্কানিতে মিথ্যা মামলায় যুবদলের এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবদল নেতা জাহিদুলকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




১৫ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

বাংলাদোশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে নিজ দেশ ভারতে ফিরলেন ভারতীয় নাগরিক।

অবৈধ অনুপ্রবেশকারী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রক্ষমনগর গ্রামের সাত্তার শেখের ছেলে নাসির শেখ(৪৫)।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে বাংলাদেশের বিজিবি -ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানাগেছে, ভারতীয় নাগরিক বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে গতবছরের ৭ফ্রেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ বর্ডারগার্ড ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫। এরপর আদালত তাকে দুইমাসের কারাদণ্ড প্রদান করে। দুইমাসের কারাভোগ আর ১বছর আগে শেষ হলেও দুদেশের কাগজপত্র তৈরীর কারণে তাকে আরো ১৩ মাস মেহেরপুর জেলা কারাগারে বন্দি থাকেন। ১৫ মাসের কারাভোগ শেষে তাকে গতকাল শনিবার দর্শনা চেকপোস্ট দিয়ে তার ভাই সিরাজ শেখ ও তার গ্রামের মেম্বার সফি উদ্দিন শেখের কাছে হস্তান্তর করা হয়।

এসময় বাংলাদেশ ও ভারত উভয় দেশের প্রতিনিধি দলের সমন্বয়ে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই মোঃ আবু নাঈম, দর্শনা থানার এস আই টিপু সুলতান, বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর আলম এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে,গেদে কাস্টমস অজয় নারায়ন রায়,ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা এস আই বাসুদেব ঘোষ,মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন পাল প্রমুখ।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স-এর ১০ম ব্যাচের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ আব্দুল্লাহ্ আল- মামুন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম সার্বিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশের ১০৫টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে শনিবার সকাল সাড়ে দশটার সময় ১০ম ব্যাচের সপ্তাহ ব্যাপি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়।

পুলিশ সুপার প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য পোষাকের মর্যাদা, সৌজন্যতা ও মার্জিত আচরণ, সহকর্মী ও সেবা প্রত্যাশীদের সাথে পেশাগত আচরণ ও করণীয় বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন।

উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃআবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) এইচ এম গোলাম রাব্বি, আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।




সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সাব-ইন্সপেক্টর (এসআই) (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম

সাব-ইন্সপেক্টর (এসআই) (নিরস্ত্র)।

শিক্ষাগত যোগ্যতা

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক গঠন

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এ লিংকে http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদন শুরু

৬ মে থেকে

আবেদনের শেষ তারিখ

২৭ মে, ২০২৩।

সূত্র: বাংলাদেশ পুলিশ ওয়েসবাইট।