মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৮

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার করেছেন।
এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে পুরাতন মামলায় ৩ ও আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ জন, মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার হয়েছে।

শুক্রবার সকাল থেকে আজ শনিবার (৫ মে) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন পুলিশ।
সংশ্লিষ্ট থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামিদের আজ শনিবার সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




কোটচাঁদপুরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারে চার জনসহ মৃত্যুর সংখ্যা সাত

কোটচাঁদপুরের সড়ক দুর্ঘটনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। গতকাল শুক্রবার রিমা খাতুনের মৃত্যুর পর যা দাড়িয়েছে ৭ জনে। যার মধ্যে রয়েছে উপজেলার এলাঙ্গী গ্রামের একই পরিবারের ৪ সদস্য। শোকের মাতম চলছে ওই পরিবারে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের তোরাব আলী স্ত্রী শিউলি খাতুন(৫০), মেয়ের মেয়ে খুকুমনি(৭), ছেলে রুবেলের শিশু পুত্র রাফান দেড় মাস ও বউ মা রিমা খাতুন (২৫)কে নিয়ে কোটচাঁদপুর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল।

পথিমধ্যে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌছালে, সামনে থেকে আসা ক্যাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেন। এতে করে ঘটনাস্থলে মারা যান,শিশু রাফান, খুকুমনি ও ভ্যান চালক সলেমান। গুরুতর আহত হন এলাঙ্গী গ্রামের তোরাব আলীর স্ত্রী শিউলি খাতুন (৫০)ও বউমা রিমা খাতুন(২৫),কালীগঞ্জ উপজেলার তিলেচাঁদপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ (৪০),ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বৈশামারি গ্রামের নুরআলির ছেলে পেয়ারা ব্যাবসায়ী আলামিন (৬৫),

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন।

এরমধ্যে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিউলি খাতুন, টিটু শেখ। ঢাকায় নেওয়ার পথে মারা আলামিন (৬৫),এদিকে রিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ওখানেও অবস্থার উন্নতি না হওয়া ওই রাতেই রিমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করান। অবশেষে গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে মৃত্যুর কাছে হার মেনে,চলে যান না ফেরার দেশে।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় সড়ক ও পরিবহন আইনে থানায় মামলা হয়েছে। মামলা নাম্বার -০১-০৪-০৫-২৩। এলাঙ্গী গ্রামের তোরাব আলী বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলাটি করেছেন।




দর্শনায় ১২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দর্শনা থানা পুলিশের অবিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ ঝাঝাডাঙ্গার হাদী গ্রেফতার। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হাদী দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও আব্দুল মান্নানের ছেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানার এসআই তাইফ্জ্জুামান, এসআই সুজন আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তার মোড়ে।

এসময় কায়দার আলীর আব্দুর রাজ্জাকের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১২০ বোতল ফেন্সিডিলসহ হাদী (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল হতে একব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




দর্শনা-মুজিবনগর সংযুক্ত সড়কের ৮শ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ১শ ৪৯ কোটি টাকা ব্যায়ে রাস্তা নির্মাণের সাথে সংযুক্ত ৮০০ মিটার ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১১ টার দিকে দর্শনা কেরু চিনিকালের মেইন গেটের সামনে এই ড্রেন নির্মানের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। এসময় তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য আরেকবার নৌকায় ভোট দিন। এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। এসরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এ সরকারের কোন বিকল্প নেই। তাই আসুন দলমত ভুলে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। এ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জাতী উন্নত হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কর্মকর্তা চুয়াডাঙ্গা রোড এন্ড হাইওয়ে নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ’লীগের সাধারন সম্পাদক আলী মনসুর বাবু, দর্শনা পৌরসভার নব নির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু, ঠিকাদার মোঃ জহুরুল ইসলাম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ শাহাব উদ্দীন, ইদ্রিস আলী, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান খাঁন সহ রাজনৈতিক, সুধিমহল উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গার খাট থেকে পড়ে ৪ মাস বয়সের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ঘুমের মধ্যে খাট থেকে পড়ে ৪ মাস বয়সের সোলাইমান মন্ডল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টার সময় জীবনগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটে এ ঘটনা ঘটেছে। নিহত সোলাইমান মন্ডল উথলী গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুরে সোলাইমান মন্ডল তার দাদা ফজলুর হকের সাথে খাটের উপর ঘুমাচ্ছিলো। ঘুমের মধ্যে শিশু সোলাইমান মন্ডল খাটের উপর থেকে ঘরের মেঝেতে পড়ে যায়। এতে শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লাগে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৪ টার সময় চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দৃর্ঘটনায় মৃত্যর কারনে পরিবারসহ গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।




ঝিনাইদহে রাতের আঁধারে ঘুমন্ত নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ঘুমন্ত নারীদের নগ্ন-অর্ধনগ্ন ভিডিও ও ছবি ধারণ করায় প্রেমিকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৪ মে) রাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন-সাপখোলা গ্রামের আদিল উদ্দিন খাঁর ছেলে জুলকার খাঁ (৩২) ও তার প্রেমিকা শামছুল বিশ্বাসের মেয়ে জান্নাতি খাতুন (২০)।

আজ শুক্রবার (৫ মে) সকালে ঝিনাইদহের পুলিশ সুপার আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে মামুন ফেরদৌসের বাড়ির জানালা দিয়ে কে বা কারা তার ঘুমন্ত স্ত্রী ও কন্যার ভিডিও করছিল। এ সময় মোবাইলের ফ্লাস লাইটের আলো জ্বলে উঠলে ফেরদৌস ঘরের ভেতর অজ্ঞাত যুবকের হাত চেপে ধরে। এতে মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোবাইলে সাপখোলা গ্রামের প্রায় অর্ধশত নারীর আপত্তিকর ভিডিও ও ছবি পাওয়া যায়। ৪ মে ফেরদৌস বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশেল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২ আসামিকে গ্রেফতার করে।

পুলিশ সুপার বলেন, আসামি জুলকার খাঁ তার প্রেমিকা জান্নাতি খাতুনের মোবাইল দিয়ে পরিকল্পনা করে রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় নারীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। মূলত এসব ভিডিও ও ছবির মাধ্যমে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপন ও টাকা হাতিয়ে নেওয়ায় তাদের উদ্দেশ্য ছিল।




গাংনীতে স্বামীর পুরষাঙ্গ ছিড়ে দিলেন স্ত্রী

পান থেকে চুন খসলেই স্ত্রীকে পেটান কৃষক আব্দুল মালেক। মায়ের কথা শুনে বউ পেটানোর অপরাধে আগের ৩ বউ তাকে তালাক দিয়ে চলে গেছে। চতুর্থ বারের মত গার্মেন্টস কর্মী রিয়া খাতুনকে বিয়ে করেন ২ বছর আগে। এখন ঘরে একটি সন্তান। মায়ের কথা শুনে প্রায়ই রিয়ার উপর অকথ্য নির্যাতন চালান আব্দুল মালেক।

প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার দুপুরে রিয়া খাতুনকে তার স্বামী আব্দুল মালেক ও শাশুড়ি ঝাড়ু দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে আত্ম রক্ষার্থে রিয়া খাতুন তার স্বামী আব্দুল মালেকের লিঙ্গ ধরে স্বজোরে টান দেন। এতে স্বামীর পুরুষাঙ্গ উপড়ে যাওয়ার উপক্রম হয়েছে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আবীর হাসান বলেন, আব্দুল মালেকের পুরুষাঙ্গ ভিতর থেকে বের হয়ে আসার উপক্রম হয়েছে। তার পুরুষাঙ্গ ৪ টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত আব্দুল মালেক বলেন, ঘরে একটি মুরগী মলত্যাগ করেছে। এটি আমার মা স্ত্রীকে বললে সে ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। আমি তাকে নিষেধ করাই আমাকেও গালাগাল শুরু করে। আমি তাকে ঝাড়ু দিয়ে একটি কোপ দেওয়ায় আমার লিঙ্গ ধরে সে টানাটানি শুরু করে।

এদিকে রিয়া খাতুন অভিযোগ করেন আমার স্বামী তার মায়ের কথা শুনে আমার উপর প্রায় নির্যাতন করে আসছিল। আজকে আমার শাশুড়ি ছেলেকে উস্কে দিলে আমাকে মারপিট শুরু করে। নিজের আত্মরক্ষার্থে তার লিঙ্গ ধরে টান মেরে আমি প্রানে বেঁচেছি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এঘটনায় স্ত্রী রিয়া খাতুনকে তার বাড়ি থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনগত বিষয় এখন প্রক্রিয়াধীন।




দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলা ডাক বাংলা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির সভাপতি সহিদুল আলম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ লতিফ এলকিন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক খতিব আলি, চুয়াডাঙ্গা জেলা কৃষক পাটির সভাপতি আবু জাফর, দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জামাল হোসেন, জাতীয় পাটির নেতা আশরাফুল হক প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ আজম সদু।




বার্সেলোনা-ম্যানইউকে পেছনে ফেললো কলকাতা

বিশ্ব ক্রীড়ঙ্গনের অন্যতম সেরা দুই ক্লাব বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই দুই ক্লাবকে পেছনে ফেলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। আইপিলের চলমান আসরে মাঠের খেলায় ভালো অবস্থানে নেই কলকাতা। তবে বেশ সক্রিয় ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

আর এতেই এপ্রিল মাসের ফেসবুক অ্যাঙ্গেজমেন্টে খেলাধুলাভিত্তিক পেজগুলোর মধ্যে সেরা তিনে জায়গা করে নিয়েছে কলকাতা। আর সেরা তিনে জায়গা করে নিতে পেছনে ফেলেছেন লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্টস বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডকে। এপ্রিল মাসে কলকাতার সর্বমোট অ্যাঙ্গেজমেন্ট ছিল ১৯.৪ মিলিয়ন।

অন্যদিকে বার্সেলোনার ১৭.২ মিলিয়ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বমোট অ্যাঙ্গেজমেন্ট ছিল ১৫.৯ মিলিয়ন। চতুর্থস্থানে বার্সেলোনা আর পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২২ মিলিয়ন অ্যাঙ্গেজমেন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর ২৫.৯ মিলিয়ন অ্যাঙ্গেজমেন্ট নিয়ে সবার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ ৫ জন নিহত, আহত ৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্যাভারভ্যন, মটর চালিত পাখি ভ্যান ও মাইক্রোবাসে ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর পৌর এলাকার কাশিপুর পৌর ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী কালিগঞ্জের আহত অন্তর হোসেন বলেন, আজ সকাল ১১ টার সময় আমরা ক্যাবারভ্যান নিয়ে সার্জিকাল মালামাল সাপ্লাই দিতে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর শহরে ঢুকছিলাম ।

পথিমধ্যে স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌছালে,সামনের দিক থেকে মাইক্রো গাড়ি ও ইঞ্জিন চালিত ভ্যান আসছিল।

এ সময় নিয়ন্ত্রন হারিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দুই শিশু সহ তিনজন ঘটনা স্থলে মারা য়ান। যার মধ্যে রয়েছে উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ছেলে রাফান বয়স (১৫) মাস, রুবেলের ভাগ্নি খুকুমনি(৭), কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটির গ্রামের মৃত মফেজউদ্দিন এর ছেলে ভ্যান চালক সলেমান (৬৫), একই উপজেলার তিলে চাঁদপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ (৪০)যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন অ্যাম্বুলেন্স ড্রাইভার সানি।

এদিকে আহত শিউলি খাতুন (৫০) যশোর মেডিকেল হাসপাডলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত হয়েছেন রাফান এর মা রিমা খাতুন (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বৈশামারি গ্রামের নুরআলির ছেলে পেয়ারা ব্যাবসায়ী আলামিন (৬৫), কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার টিপু সুলতান ছেলে অন্তর কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি আছে।

দুর্ঘটনায় কবলিত ক্যাভারভ্যান, পাখি ভ্যান উদ্ধার করে মডেল থানায় নিয়েছেন পুলিশ। পালিয়ে গেছে মাইক্রোবাস।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন, সড়ক দুর্ঘটনায় তিন জন কে মৃত অবস্থায় পেয়েছি। আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে ৪ জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আর কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি রয়েছে ১ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।