কার্পাসডাঙ্গা কোমরপুরে পুলিশের অভিযানে ৫১ পিচ ইয়াবাসহ ২জন আটক

দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১পিচ ইয়াবা সহ ২জনকে আটক করেছে পুলিশ।

আজ  বুধবার সন্ধা ছয়টার দিকে দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের বিল্লাল হোসেন এর মুদি দোকানের সামনে হতে ইয়াবাসহ ধৃত আসামীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের সিমান্তবর্তী হুদাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে আজিজুল হক গিরি (২৫) ও রশিদ আলীর ছেলে সোহেল রানা (২২)।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার (ইনচার্জ) সাইফুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই (নিঃ) ইমরান হোসেন, এএসআই (নি:) মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১পিচ ইয়াবা সহ ২জনকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।




গাংনীর মহাম্মদপুরে আব্দুল আলীম হত্যা মামলার আসামী গ্রেফতার

গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে আব্দুল আলীম ওরফে আলেহিম নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা মামলায় আব্দুল হান্নান নামের একজন কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে খলিশাকুন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হান্নান হত্যা মামলার ৪ নম্বর আসামী ও মহম্মদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আব্দুল আলীম ওরফে আলেহিম হত্যা মামলার ৪ নম্বর আসামী আব্দুল হান্নান খলিশাকুন্ডি বাজারের দিকে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলামের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হাসেন নেতৃত্বে গাংনীর ওসি আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আব্দুল হান্নানকে আদালতে সোপর্দ করা হবে।

গাংনী থানা সুত্রে জানাগেছে, গত ২৮এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের পূর্বপাড়া মাঠে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল গণির ছেলে আব্দুল আলীম ওরফে আলেহিম (৫০) নামের এক ভ্যান চালককে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ২৯ এপ্রিল ২০২৩ ইং তারিখে নিহত আব্দুল আলীমের স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা ন-৩১। মামলায় দুই নারীসহ মোট ১০ জনকে আসামী করা হয়।

আসামীরা হলো- আব্দুল কাদেরের ছেলে সাইদুল ইসলাম, তার ছেলে সেন্টু মিয়া, কাদেরের ছেলে আব্দুল হান্নান,বান্টু মিয়া, হান্নানের দুই ছেলে রাশেদুল ইসলাম ও রাসেল, আব্দুল হান্নানের স্ত্রী কুটিলা বেগম,বিল্লালের স্ত্রী ময়না খাতুন, ইয়াকুব আলী ও লিটন হোসেন।

মামলাটি তদন্তকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয় গাংনী থানার এসআই পিন্টু কুমার মন্ডলকে। মামলার অন্যান্য আসাীদেরর দ্রত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলে জানান ওসি আব্দুর রাজ্জাক।




দামুড়হুদায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দামুড়হুদায় কলকাতা থেকে আগত ডাক্তারদের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দামুড়হুদা গুলশান পাড়ায় আল বুখারী হাসপাতালে সকাল ৮ টায় শুরু হয় ফ্রী মেডিকেল ক্যাম্প চলে রাত ৮টা পর্যন্ত।

টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন “ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি” আন্তর্জাতিক সংস্থার আন্তর্জাতিক সভাপতি ডা: প্রকাশ মল্লিক এম.ডি (হোমিও) ডি.আই. হোম (লন্ডন), এফ. এফ হোম (নাইজেরিয়া)।

এসময় তিনি বলেন ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি একটা আন্তর্জাতিক সংস্থা, এই সংস্থার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার এবং প্রচারণা ঘটিয়ে থাকি। সেই সূত্র ধরে বাংলাদেশের আল বুখারী হাসপাতাল আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তিন সদস্যের একটি টিম বাংলাদেশে আল বুখারী হাসপাতাল লিমিটেড এর শাখা অফিস ঢাকা শনির আখড়াই আসি, এখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুইশত রোগী দেখি। চুয়াডাঙ্গাতে ডাক্তারদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার করেছি।

আল বুখারী হাসপাতালের চুয়াডাঙ্গার দামুড়হুদা শাখাতেও আমরা দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এখানেও প্রায় দুই শত রোগী দেখেছি। আমাদের উদ্দেশ্য হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষকে সচেতন করা এবং এবং সেই সঙ্গে সঙ্গে কনসারভেস তৈরি করা ও রোগের প্রতিরোধ কিভাবে করা যায় তা বোঝানো। আমরা এর আগেও বাংলাদেশে এসেছি কাজ করেছি।

বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ড আমাদেরকে অলিখিতভাবে অর্থাৎ মৌখিকভাবে পারমিশন দিয়েছেন যে প্রত্যেকটা কলেজে গিয়ে মোটিভেশনাল স্ক্রিপ্ট এবং শিক্ষকদের কর্মশালা ও ছাত্রদের কর্মশালা করার অধিকার দিয়েছে। আমরা বাংলাদেশে মোট ছয় দিন অবস্থান করবো ইতিমধ্যে তিন দিন কেটে গেছে।

আল বুখারী হাসপাতালের এখন বর্তমানে বাংলাদেশে চারটি শাখা আছে, তাদের পরিকল্পনা অনুযায়ী ৬৪টি জেলায় শাখা হবে। আমরাও আল বুখারী হাসপাতালের বাংলাদেশের সব কয়টি শাখাতেই প্রোগ্রাম করবো। মে মাসে বগুড়াতে একটা প্রোগ্রাম করবো এবং জুন মাসেও চট্টগ্রামে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যবস্থায় একটু অসচেতনতা রয়েছে। আমি যে সব রোগী পাচ্ছি তারা সব বেশিরভাগই অসচেতন। মানুষ অনেকে হোমিওপ্যাথিক ঔষধ সর্দি কাশির ঔষধ মনে করে, কিন্তুু না, ক্যান্সার থেকে শুরু করে অনেক জটিল ও দুরারোগ্য রোগ পর্যন্ত ভালো করা সম্ভব। এখানে সব ধরনের রুগীই মোটামুটি পেয়েছি। এরমধ্যে পেটের পিড়ায় ভুগছে, যৌন, বাথ ব্যথা ব্যথা জনিত, চর্ম ইত্যাদি।

হোমিওপ্যাথিক ঔষধ এবং চিকিৎসার ব্যাপারে মানুষকে সচেতন করতে পারলে খরচ কমবে এবং রোগও সারবে। দুটোর পক্ষেই ভালো। যে সকল রোগী পেয়েছি তারা দীর্ঘদিন চিকিৎসা নিয়েও কোন সূরহা হচ্ছে না। তাদেরকে চিকিৎসা দিয়েছি। আশা করছি এ সমস্ত রোগী আমাদের চিকিৎসায় এবং হসপিটালের যে চিকিৎসকগণেরা আছে তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অনুপ্রাণিত করে হোমিওপ্যাথির সঠিক চিকিৎসা দিতে পারলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি হবে।

এসময় “ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি” আন্তর্জাতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা কে “সেবারত্ন পুরস্কার ২০২২-২৩” প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্প টিমের দুই জন সহযোগী “ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি” আন্তর্জাতিক সংস্থার পদধারী ডা: নীলকমল বর্মন ও ডা: নীলাচল বেরা। এসময় আরও উপস্থিত ছিলেন আল বুখারী হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী, এম ডি ডা: মো: আব্দুল আহাদ, অতিরিক্ত পরিচালক ডা: মো: হেলাল উদ্দিন প্রমূখ।




দামুড়হুদা হাউলী ইউনিয়নে ভিডব্লিউবি পুষ্টি চাউল বিতরণ

দামুড়হুদা হাউলী ইউনিয়নে গরীব অসহায় দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি পুষ্টি চাউল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ৩৭৪ জন উপকারভূগীর মাঋে এই পুষ্টি চাউল বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিডব্লিউবি ২০২৩-২৪ চক্র ( পঞ্জিকাবর্ষ অনুযায়ী) মাসিক বরাদ্দ প্রতি কার্ডে ৩০ কেজি খাদ্য শস্য প্রদান করা হয়। উপকার ভূগিরা ২৪ মাস পর্যন্ত প্রতি কার্ডে ৩০ কেজি করে খাদ্য শস্য পাবেন এবং একই সাথে তাদেরকে সঞ্চয়ী করে তোলার জন্য প্রতি মাসে খাদ্য শস্য নেবার সময় ২০০ টাকা করে সঞ্চয় রাখতে হয়। ২৪ মাস পরে তার ৪৮শত করে টাকা সঞ্চয় ফেরত পাবে।

দরিদ্র জনগোষ্ঠীকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি একটা মহতি উদ্যোগ হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নাঈম হোসেন, ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহজামাল, আ: হান্নান পটু, রিকাত আলী, আব্দুল্লাহ সেলিমসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও

দামুড়হুদায় বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রোকসানা মিতা।  আজ বুধবার বেলা ২টার সময় তিনি সরজমিনে পরিদর্শন করেন।

২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা /কাবিটা -২য় পর্যায়) কর্মসূচির আওতায় দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুরে রাস্তায় মাটি ভরাটকরণ, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভাংগনরোধে মাটি ভরাট, দেউলি এবং পাটাচোরা গ্রামে রাস্তা ফ্ল্যাট সলিংকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, ইউপি সদস্য হাসান আলী সহ স্থানীয় এলাকবাসী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে তারই ধারাবাহিকতাই দামুড়হুদা উপজেলায় সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ সঠিক সময়ে যাতে শেষ হয় সে ব্যাপারে তিনি দিকনির্দেশনা দেন। কাজে কোন রকম ত্রুটি বিচ্যুতি মেনে নেওয়া হবে না বলে তিনি দিকনির্দেশনা দেন।




ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশ বাহিনীকে পিক আপ ভ্যান উপহার

জাহেদী ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক বিশিষ্ট শিল্পপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর নিদের্শনায় ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুলিশের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ও ঝিনাইদহ জেলা পুলিশ বাহিনীর কাজের সহযোগীতার জন্য দুইটি পিক আপ ভ্যান উপহার দেওয়া হয়।

বুধবার (৩ মে) বিকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যারয়ের সামনে পিক আপ ভ্যান দুইটির চাবি গ্রহন করেন পুলিশ বাহিনীর পক্ষে পুলিশ সুপার আশিকুর রহমান এবং জাহেদী ফাউন্ডেশনের পক্ষে চাবি হস্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ইমরান জাকারিয়া, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, জাহেদী ফাউন্ডেশনের কো অডিনেটর তবিবুর রহমান লাবু, সদস্য ইউনুস আলী, শাহীন আলমসহ অন্যান্যরা।

পিক আপ ভ্যান প্রদান সম্পর্কে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পুলিশ জনগনের বন্ধু, পুলিশের সেবার মান বৃদ্ধি লক্ষ্যে এবং দ্রুত অভিযান পরিচালনা ও মানুষের সহযোগীতার জন্য যানবাহন অতিব প্রয়োজন। আর সবকিছুই সরকারের উপর নির্ভর করে বসে থাকলে হয় না, আমাদের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের অবদান সবচেয়ে বেশি এজন্য তাদের সদা তৎপর থাকার জন্য আমাদের এই প্রয়াস। যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।




গরমে পেট ঠাণ্ডা রাখতে

গরমে পেটের সমস্যা যেন পিছু ছাড়তে চায় না। ডায়েটের সামান্য পরিবর্তনেই পেট খারাপ হয়ে যায়। তাই গরমে পেটের যত্ন নেওয়া জরুরি। চলুন জেনে নেই কোন পানীয় পানে গরমে আরাম মেলে

মৌরি পানি
পেট ঠাণ্ডা রাখতে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা কমানোয় — মৌরির জুড়ি মেলা ভার। পেটের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সকালে খেতে পারেন মৌরি ভেজানো পানি। মৌরিতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে দেয় না।

পুদিনা পানি
পেটের খেয়াল রাখতে পুদিনার বিকল্প হয় না। ওজন কমাতেও এটি কার্যকর। গরমে শরীর ঠাণ্ডা করতে পুদিনাপাতা ভেজানো পানি খেতে পারেন।

কিশমিশ ভেজানো পানি
কিশমিশের যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। গরমে সুস্থ থাকতে কিশমিশ ভেজানো জল বেশ উপকারী। খালি পেটে খেলে বেশি উপকার পাবেন।

 




সালাউদ্দিনদের ডোপ টেস্ট করাতে বললেন ব্যারিস্টার সুমন

একের পর এক বিতর্কের জন্ম দেওয়া বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে এবার দুদকে আবেদন করলেন ব্যারিস্টার সুমন। বুধবার (৩ মে) সকালে দুদক কার্যালয়ে আবেদন করতে যান ব্যারিস্টার সুমন ও তার সহযোগীরা।

সে সময় গণমাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও এমন দুর্নীতি হয় বাংলাদেশে। সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করে সালাউদ্দিনদের ডোপ টেস্ট করানো উচিত।’

এর আগেও নানা সময় ফুটবলের বিভিন্ন দুর্নীতি নিয়ে গণমাধ্যমের পাশাপাশি নিজের সোশ্যাল প্লাটফর্মগুলোতে বাফুফেকে রীতিমত ধুয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে নকল পানি কারখানায় অভিযান, জরিমানা আদায় ও সিলগালা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন অবৈধভাবে গড়ে তোলা ভলভো ব্যাটারী নামের নকল পানি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও কারখানা সিলগালা করে দিয়েছে।

আজ বুধবার (৩ মে) দুপুরের দিকে মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার মের্সাস ভাই ভাই ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারি পরিচালক মো: সজল আহমেদ এই অভিযান পরিচালনা করেন।

শুধুমাত্র মেহেরপুর পৌর সভার একটি ট্রেড লাইসেন্স নিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করে ড্রিংকিং ওয়াটার তৈরীর নামে ভলভো ব্যাটারির নকল পানি তৈরীর অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় ওই ভূঁয়া কোম্পানির মালিক মো: আহসানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। কারখানাটি যশোরের একটি কোম্পানীর নাম ব্যবহার করে শুধুমাত্র পৌর সভার ট্রেড লাইসেন্স নিয়ে কারখানা গড়ে তুলেছে। প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

এসময় মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম তাকে সহযোগীতা করেন।




মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

৩ গ্রাম হেরোইনসহ আরিফুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে মেহেরপুর সদর থানার এসআই শিবলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সদর থানার এসআই শিবলী বলেন, সংবাদ আসে আরিফুল ইসলামের বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলামের নামে এর আগেও সদর থানায় মাদকের অভিযোগে দুটি মাদকের মামলা রয়েছে। মামলা দুটি আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃত আরিফুল ইসলামকে আজ বুধবার (৩ মে) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।