চার দিনে ২০০ কোটির ব্যবসা করলো ঐশ্বরিয়ার ‘পোনিয়িন সেলভান ২’

দীর্ঘ বিরতির পর তামিল সিনেমা পোনিয়িন সেলভান দিয়ে পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। নির্মাতা মণি রত্নমের পরিচালনায় সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাজুভুরের রাজকন্যা রাণী নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর চরিত্রে অভিনয় করে অভিনয় দক্ষতার পরিচয় দিলেন সাবেক বিশ্বসুন্দরী।

২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ঐতিহাসিক ড্রামা ঘরানার সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহেই দুর্দান্ত ব্যবসা করলো সিনেমাটি। সাধারণ দর্শকের সঙ্গে সমালোচকদেরও মন জয় করেছে এই সিনেমা। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও চলছে ‘পোনিয়িন সেলভান ২’ ।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়ার পর থেকে ‘পোনিয়িন সেলভান ২’ সিনেমাটি প্রথম দুই দিনেই দেশে ৫০ কোটির ব্যবসা করে ফেলেছিলো।

প্রসঙ্গত, তৃতীয় দিনে, অর্থাৎ রোববার এই ছবি ৩০ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম তিন দিন শেষে দেশের মাটিতে মোট ৮০ কোটি টাকার ব্যবসা করে ‘পোনিয়িন সেলভান ২’। কোনো ভারতীয় ছবি হিসেবে বিশ্বজুড়ে প্রথম চার দিনেই ২০০ কোটির ব্যবসা করলো।

উল্লেখ্য ‘পোনিয়িন সেলভান ১’ বিশ্বজুড়ে প্রায় ৪৯০ কোটি টাকার ব্যবসা করেছিলো। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিলো এই ছবি। মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে এই ছবি তৈরি করেছেন। বিভিন্ন রিভিউ অনুযায়ী, ‘পোনিয়িন সেলভান ২’ তার প্রথম অংশের থেকেও বেশি পছন্দ হবে দর্শকের।

চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। তাদের মধ্যে রয়েছেন, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।

‘পোনিয়ন সেলভান ২’-এর গান ‘পি এস অ্যান্থেম’ও পছন্দ করেছে দর্শক। এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় এই গানের কথা লিখেছেন গুলজার। সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ গানের কথা ঘোষণা করেছিলেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস




মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিহানকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রিহান মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ডাক্তারপাড়া এলাকার করিম মন্ডলের ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) শাকিল খান সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে রিহানকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মামলা নং জিআর ২৮০/১৫।

গ্রেফতারকৃত রিহানকে আজ বুধবার (৩ মে) সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




হোয়াটসঅ্যাপ আইওএসে নতুন ফিচার

মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে।

নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ফরোয়ার্ড করা মিডিয়া, মেসেজে বিস্তারিত তথ্য বা নির্দেশনা যুক্ত করতে পারবে। ফলে পাঠানো বার্তাটি আরও বোধগম্য ও সহজ হবে টেকটাইমস। আগে বেটা পরীক্ষকদের জন্য ফিচারটি চালু করা হয়েছিল। বর্তমানে হালনাগাদ ভার্সনের মাধ্যমে সবার জন্য ফিচারটি চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরমটি।

সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াবেটাইনফো এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা ফরোয়ার্ড করা কোনো ছবি, ভিডিও, ডকুমেন্ট বা জিআইএফ থেকে ক্যাপশন মুছে ফেলার পর সেখানে বিস্তারিত যুক্ত করতে পারবেন।




ডিপ্লোমা পাসে নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘কৃষি কর্মকর্তা ’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কৃষি কর্মকর্তা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে কৃষি বিষয়ে ডিপ্লোমা/ বিএসএসি পাস হতে হবে।

কর্মস্থল

পুলের হাট, যশোর।

বেতন

আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা

প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা https://www.addinakij.com/career মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ মে, ২০২৩।

সূত্র: বিডিজবস।




বেরিং সাগর, আলিউশিয়ান আইল্যান্ড ও প্রাকৃতিক জীববৈচিত্র

আমার ২০২১ সালে জাহাজ নিয়ে চায়না থেকে কানাডার ভ্যানকুভার পোর্ট এ যাওয়ার পথে বেরিং সাগর এর মধ্য দিয়ে আলিউশিয়ান আইল্যান্ড এর পাশ দিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ।

আলিউশিয়ান দ্বীপপুঞ্জে ৬৯ টির মত দ্বীপ রয়েছে যার মধ্যে ১৪ টি বড় আগ্নেয়গিরি।আলিউশিয়ান দ্বীপপুঞ্জের বেশিরভাগ অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অন্তর্গত, তবে কিছু অংশ রাশিয়ান ফেডারেলের অন্তর্ভুক্ত। এই দ্বীপপুঞ্জ আলাস্কা উপদ্বীপ থেকে পশ্চিমে রাশিয়ার কামচাতকা উপদ্বীপের দিকে প্রায় ১২০০ মাইল বা ১৯০০ কিলোমিটার পর্যন্ত বিদ্যমান। এই দ্বীপপুঞ্জের উত্তরে রয়েছে বেরিং সাগর দক্ষিনে প্রশান্ত মহাসাগর। এখানে প্রায় আট হাজার মানুষ বসবাস করে।

এটি হলো চমৎকার সুন্দর দ্বীপপুঞ্জ এবং সামুদ্রিক প্রাণীর জন্য অভয়াজন্য। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, সামুদ্রিক পাখি, মাছ এবং শেলফিশের বৃহত্তম একটি অংশ। এছাড়াও এখানে রয়েছে স্টেলার সামুদ্রিক সিংহ, সামুদ্রিক ওটার, শর্ট -টেইলড অ্যালবার্টরস এবং তিমি মাছের মত প্রাণী। জাহাজ নিয়ে আইল্যান্ড এর পাশ দিয়ে গেলে দেখা যায় পাহাড়ের ওপর তুষারপাত। পাহাড়ের উপর তুষারপাত এবং উপত্যকায় তুষারপাতের দৃশ্য সত্যই মনোরম। যে কোন মানুষকেই মুগ্ধ করে দেবে এই অঞ্চলের জীববৈচিত্র্য।

এই অঞ্চলটি প্রত্যন্ত এবং অল্প জনবসতিপূর্ণ। তবে এই অঞ্চলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাওয়ার কারণে ফিশিং জাহাজ বৃদ্ধি পেয়েছে।

এই আইল্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায়, দেখা যায় তিমি মাছ। যদিও তিমি মাছের কিছু অংশই কেবল দেখা যায়।

আমাদের তোলা ছবিতে সামুদ্রিক পাখি এবং তিমি মাছের কিছু অংশ দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে তুষারপাতের পর পাহাড়ের দৃশ্য।

বেরিং সাগর উত্তর প্রশান্ত মহাসাগরের অংশ। এই সাগরের অধিকাংশ এলাকা বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকে। শীতকালে দক্ষিনে সেন্ট ম্যাথিউ দ্বীপ পর্যন্ত সাগরটি জমাট বেঁধে যায়। বেরিং সাগর বিশ্বের বহু বিপন্ন প্রজাতির প্রাণীর জন্মস্থান ও নিরাপদ আশ্রয়। বিভিন্ন দুর্লভ প্রজাতির তিমি এখানে জন্ম নেয়। এছাড়াও প্রতিবছর বিভিন্ন প্রজাতির কয়েক কোটি শীতের পাখি এ অঞ্চলেই জন্ম নেয়।

আলিউশিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার সময় আমরা ছোট বড় বিভিন্ন রকম তিমি মাছ দেখতে পাই। তিমি মাছ বা জাহাজের ক্ষয়ক্ষতি এড়াতে আমরা নিরাপদ দূরত্ব দিয়ে সেই জায়গাগুলো অতিক্রম করি। দেখলেই বোঝা যায় অঞ্চলটি সামুদ্রিক প্রাণীদের অভয়ারণ্য।

লেখক: মাস্টার মেরিনার
এক্স ক্যাডেট,বাংলাদেশ মেরিন একাডেমী চট্টগ্রাম।




মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ১২

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার ৭, আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার ১. সিআর মামলায় ৪ জন রয়েছে।

মেহেরপুর সদর থানা পুলিশ ৭ জন ও গাংনী থানা পুলিশের অভিযানে ৫ জন আসামি গ্রেফতার করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরের আমঝুপিতে বোনের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু

বোন নবীছন নেছার মৃত্যুর ১৭ ঘন্টা পর মারা গেলেন তার বড় ভাই সুন্নত আলী।
ঘটনাটি মেহেরপুৃর সদর উপজেলার আমঝুপি গ্রামের পূর্বপাড়া এলাকার।

স্থানীয়রা জানান, বিগত ৫ রমজানের দিনে নবীছন নেছা ঘরে লেম্প জালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। অবশেষে গতকাল মঙ্গলবার (২ মে) সকাল ৮ টার সময় মারা যান তিনি। বিকালে দফন শেষ করে এসে ভাই সুন্নত আলী অসুস্থ হয়ে পড়েন। পরে মঙ্গলবার (২ মে) দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

সুন্নত আলী স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের দায়ীত্ব পালন করতেন। সে ওই গ্রামের মৃত জাহিদ শেখের ছেলে।
কয়েক ঘন্টার ব্যবধানে ভাই বোনের মৃত্যু নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর ৫নং ওয়ার্ডের মালাকারপাড়ার মো. ফারুক হোসেনের ১০ মাসের শিশু কন্যা পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এঘটনা ঘটে ।

নিহতের স্বজনেরা জানান, নিহতের মা বালতিতে কাপড়চোপড় ভিজিয়ে রেখেছিলেন, পাশে ১০ মাসের শিশু শারমিলা খেলা করছিলো। পরে কাপড়চোপড় রোদে শুকায়তে দিতে গেলে শিশুটি খেলতে খেলতে বালতিতে থাকা পানিতে উল্টো ভাবে পড়ে যায়। তারপরই তার মৃত্যু হয়।

এ সময় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার বলেন, বাচ্চা টার প্রতিবেশীরা সঙ্গে করে মৃত অবস্থায় এনেছিলো। সে সময় মা বাবা কেউ ছিলো না। পানিতে ডুবার কারণে মৃত্যু হয়েছে। বিষয় টি পুলিশ কে অবগত করেছি।

এ বিষয় পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশু বাচ্চা হাওয়ায় মানবিক দিক বিবেচনা করে এসপি স্যারের সাথে কথা বলে মৃত দেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




কুষ্টিয়ায় ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালতলা এলাকা থেকে ট্রাকের চাপায় হসাইন মাল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে মিরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২ মে ) বিকাল সাড়ে ৫টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বাসস্ট্যান্ডের সন্নিকটে তালতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন মাল মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামের জামাল হোসেন মালের ছেলে।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার মিরপুর বাজার এলাকা থেকে টাইস এর কাজ শেষ করে মোটরসাইকেল যোগে অঞ্জনগাছি এলাকায় বাড়ি ফিরছিলো হোসাইন। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা নামক স্থানে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয় হোসাইন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি উদ্ধার করে করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।




আলমডাঙ্গার মধুপুরে গাঁজাসহ মহিলা ব্যবসায়ী আটক

আলমডাঙ্গার মধুপুর গ্রামে ১’শ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় জামজামি ফাঁড়িপুলিশ তাকে আটক করে। আটকৃত মহিলা মাদকব্যবসায়ী মধুপুর গ্রামের শরৎ আলীর মেয়ে শান্তি বেগম (৫০)।

পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের শরৎ আলীর মেয়ে শান্তি বেগম। দীর্ঘদিন যাবৎ তিনি পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে রমরমা গাঁজার ব্যবসা চালিয়ে আসছে।

মঙ্গলবার বিকেল ৩টায় জামজামি ফাঁড়িপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রেতা শান্তিকে বেগমকে আটক করে। আটককৃত মহিলার নিকট থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।