দর্শনা রামনগরে থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

দর্শনা থানা পুলিশের উদ্যোগে রামনগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে দর্শনা পৌরধীন ৬ নং ওয়ার্ডে ২ নং বিট পুলিশিং এলাকার রামনগর মোড়ের বগ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দর্শনা থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সিনিয়র (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।

এসময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উঠান বৈঠকে এ আলোচনা করেন।

দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হানিফ মন্ডলের প্রানবন্ত সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ অত্র এলাকার গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তিবর্গ।।




দর্শনায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যাবসায়ী মুন্নার জেল-জরিমানা

দর্শনায় মাদকসহ আটক মনিরুল ইসলাম মুন্নাকে (২৬) জেল ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়া রেল কলোনী পাড়া থেকে তাকে মাদক সহ আটক করে।

আটককৃত আসামীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা ও রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

অভিযান সুত্রে জানাযায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস ও চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ এবং পরিদর্শক ভূপতি কুমার বর্মনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অন্যান্য অফিসার ও ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় দর্শনা পৌর এলাকায় পাঠানপাড়ার রেলকলোনী পাড়ায়।

এসময় রেল কলোনী পাড়ার কুদ্দুস সিকদারের ছেলে মনিরুল ইসলাম মুন্নার (২৬) নিজ দখলীয় বসতঘর হইতে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এরপর আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং বিচারক হিসাবে রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস।




গাংনীতে‘মেহেরপুর প্রতিদিন’ ফুটবল টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

‘মেহেরপুর প্রতিদিন’ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ বাস্তবায়নে গাংনীতে ইউপি চেয়ারম্যান ও প্রবীণ ফুটবল খেলোয়াড়দের সাথে প্রস্তুতিমুলক সভা করেছে টুর্ণামেন্ট আয়োজক কমিতি।

আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবানে প্রস্তুতিমুলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলার কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

দৈনিক মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির আহবায়ক ও মেহেরপুরের প্রাক্তণ ফুটবল খেলোয়াড় এমদাদুল হক,সদস্য সচিব মাহাবুব চান্দু,সদস্য আমিরুল ইসলাম অল্ডাম,আজমাইন হোসেন,মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহাবুব চান্দু বলেন,ফুটবল মানুষের প্রাণের খেলা। গ্রাম গঞ্জের মানুষ ফুটবল খেলাকে এখনও হৃদয়ে লালন করে। কিন্তু বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজ আনন্দদায়ক খেলা থেকে সময় পরিবর্তনের সাথে সাথে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিভিন্ন নেশায় আসক্ত হয়ে ধ্বংশ হচ্ছে যব সমাজ। যুব সমাজকে আবারও ফুটবলের দিকে ফিরিয়ে আনতে এবং মাদক থেকে দুরে রাখতে মেহেরপুর জেলার একমাত্র সরকার অনুমোদিত আঞ্চলিক পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিন বর্ণাঢ্য ও ব্যাতিক্রমধর্মী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। এ টুর্ণামেন্ট মেহেরপুর জেলার ১৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভাসহ মোট ২০ দল অংশ গ্রহন করবে। খেলাটি নির্ভুল ও সকলের কাছে গ্রহনযোগ্যতা ও স্বচ্ছতার নিমিত্তে বিভিন্ন ক্যামেরার মাধ্যমে রিপ্লে সম্প্রচার করবে।

দৈনিক মেহেরপুর প্রতিদিনের এই আয়োজন মেহেরপুর জেলার সব প্রান্ত থেকে টুর্ণামেন্টে অংশগ্রহনকারি বিজয়ীদের জন্য থাকবে জন্য থাকবে পুরুস্কার। খেলায় প্রতিযোগীদের মধ্যে কেউ জেলার বাইরে থেকে অংশ গ্রহন করতে পারবেনা। এমনকি ভিন্ন জেলা থেকে কোন খেলোয়াড় অংশ গ্রহন করতে পারবেনা।

দৈনিক মেহেরপুর প্রতিদিন পরিবারের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ইউপি চেয়ারম্যানবৃন্দরা জানান, সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে দৈনিক মেহেরপুর প্রতিদিন কৃর্তপক্ষ। বর্তমান সময়ে যুব সমাজ মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। বর্তমানে খেলাধুলা না করায় যুব সমাজ হচ্চে বিপথগামী। এসকল যুবকদের আবারও খেলাধুলায় আগ্রহী করে তুলতে মেহেরপুর প্রতিদিন কতৃপক্ষ সময় যুগপোযোগী পদক্ষেপ নিয়েছে। আমরা সকলেই এই টুর্ণামেন্টে অংশ গ্রহন করে মেহেরপুর জেলাবাসীকে উপহার দিতে চাই একটি উত্তেজনাকর ও স্বরণীয় ফুটবল টুর্ণামেন্ট।




গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে গার্মেন্টস কর্মীর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আব্দুলাহ (২৭) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুলাহ ভোলাডাঙ্গা গ্রামের মুনসুর আলীর ছেলে। আব্দুল্লাহ ঢাকার একটি গার্মেন্টসে চাকরী করছিলেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক এর বাড়িতে বিদ্যুত চালিত মোটর (সেচপাম্প) মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,আব্দুলাহ ঢাকার একটি গার্মেন্টসে চাকরী করছিলেন। গেলো ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসছিলেন। মঙ্গলবার তার দোলা ভাই একই গ্রামের আব্দুল মালেক এর বাড়িতে নষ্ট হয়ে যাওয়া মোটর (সেচপাম্প) মেরামত করছিলেন। অসাবধানবশত বিদ্যুত লাইনের তারে শরীরে স্পর্শ করে। এসময় আব্দুলাহ মারাত্বক ভাবে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিলে,কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




মেহেরপুরে ১ কেজি গাঁজাসহ আটক ১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ মামুন ওরফে মুন্না হোসেন মন্ডল(১৯) নামের এক যুবককে আটক করেছে।

আটক মোঃ মামুন ওরফে মুন্না হোসেন মন্ডল(১৯) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মকবুল হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার (২ মে) বেলা দেড়টার দিকে র‌্যাব-১২ সিপিসি গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে ধর্মদহ এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মুন্নাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।

এঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রফতারকৃত আসামীকে হস্তান্তর করা হয়েছে।




গাংনী মহিলা কলেজে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সংস্কার পরিকল্পনা গ্রহণ

গাংনী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়নে স্টুডেন্ট কাউন্সিল,  রোভার স্কাউট, হাজিরা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে কলেজ পরিচালনা পর্ষদ।

আজ মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। কলেজে অধ্যক্ষ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম এ এস ইমন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাধাক্ষ নাসির উদ্দিন, প্রভাষক রমজান আলী, সাইফুর রহমান, আসমা আক্তার বানু প্রমুখ।

সভায় স্টুডেন্ট কাউন্সিল সম্পর্কে প্রধান অতিথি বলেন, কলেজের শিক্ষার্থীরা এই কাউন্সিলের মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক উন্নত করতে পারবে। একই ভাবে তারা কোন সমস্যার সন্মুখিন হচ্ছে কিনা, লেখাপড়া করতে গিয়ে কোন বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, স্কাউটিং সহ নানামুখি সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয় ।




কুষ্টিয়ায় সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলার উদ্বোধন

কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১০দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলা-২০২৩’ এর উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার (২ মে) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের ক্যাম্পাসে জাতীয় সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শহীদুর রহমানের সভাপতিত্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাজাহান আলী।

সমকালীন প্রাসঙ্গিকতার গুরুত্ব বিবেচনায় রবীন্দ্র চর্চার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

পরে ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় রবীন্দ্র চর্চা’ শির্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ছাড়াও বক্তব্য রাখেন- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. আ ন ম রেজাউল করীম প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারত থেকে আগত লেখক ও গবেষক ইন্দ্রনাী চট্টোপাধ্যায়, কবি ও আবৃত্তি শিল্পী আলম আরা জূঁই, ভারতের নদীয়া থেকে আগত মিনা সাহা ও স্বপন মৈত্র, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লেখক ও গবেষক ইমাম মেহেদী, কবি ও সাংবাদিক মামুন রশিদ, কবি গবেষক আলীনূর ইসলাম (বঙ্গ রাখাল), পরিবেশবিদ ও লেখক গবেষক গৌতম কুমার রায়।




বিয়ে করলেন সালমান মুক্তাদির

ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির অবশেষে বিয়ে করেছেন। রোববার (৩০ এপ্রিল) বিয়ে করেছেন তিনি। সামাজিকমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে মঙ্গলবার (২ মে) তিনি নিজেই জানিয়েছেন এ ইউটিউবার-অভিনেতা।

ছবিগুলোর মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দু’জনের সুন্দর ভবিষ্যত কামনা করছেন তারা।

এদিন স্ত্রীর সঙ্গে নিজের কয়েকটি রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট করেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন সালমানের ভক্তরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।

ইউটিউবার সালমান শুরুতে মানুষদের বোকা বানানোর জন্য প্র্যাঙ্ক ভিডিও নির্মাণ করেন। এ কারণে তার এই বিয়ের ছবিগুলো মানুষকে বোকা বানানোর জন্য কিনা, সেটা নিয়ে সন্দিহান অনেকে।

সূত্র: ইত্তেফাক




ইতিহাস লিখে এশিয়া কাপে নেপাল

ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে জায়গা করে নিলো নেপাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপে জায়গা করে নিয়েছে হিমালয়ের দেশটি। এশিয়া কাপে এশিয়া দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের গ্রুপে খেলবে নেপাল।

গত সোমবার (১মে) ফাইনাল ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে রিজার্ভ ডে’তে গড়ায়। আজ মঙ্গলবার (২ মে) কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আমিরাতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেপাল।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ললিত রাজবংশীর ঘূর্ণির সামনে পড়ে অসহায় হয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাত। ৩৩.১ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন আসিফ খান। মাত্র ১৪ রানের বিনিময়ে একাই ৪ উইকেট রাজবংশী।

১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আমিরাতের বোলারেদের পাত্তাই দেয়নি স্বাগতিক ব্যাটাররা। প্রথমেই ২২ রানের মাথাতে ৩ উইকেট হারিয়ে বিপদের শঙ্কা দেখা দিলেও গুলশান ঝা ও ভিম শারকির জুটিতে আর কোনো বিপদ হতে দেয়নি নেপাল। গুলশানের ৬৭ আর ভিমের ৩৬ রানে ভর করে ৩০.৩ ওভারেই জয় তুলে নেয় নেপাল।

এই জয়ে প্রিমিয়ার কাপের চ্যাম্পিয়ন হওয়ার সাথেই এশিয়ার বিশ্বকাপখ্যাত এশিয়া কাপেও পৌঁছে গেলো নেপাল। আসন্ন এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নেপাল।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা এশিয়া কাপের। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপের আসর মাঠে গরানো নিয়েই রয়েছে শঙ্কা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে হত্যা মামলায় একজনের ৮ বছর কারাদন্ড

গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাংস বিক্রেতা সুমন হত্যা মামলায় ঘাতক আব্দুল আওয়ালকে ৮ বছর কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস।

দন্ডিত আব্দুল আওয়াল গাংনী উপজেলার কাজীপুর গ্রামের খন্দকারপাড়া এলাকার আবুল কাসেম ওরফে খুশি মন্ডলের ছেলে।

আজ মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জুন বেলা আড়াইটার দিকে নিহত সুমন ব্যবসায়ীক কাজ সেরে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় আব্দুল আওয়াল তাকে দাঁড়াতে বলেন। দাঁড়ানোর সাথে সাথে তাকে হাতুড়ি দিয়ে মাথায় ও ঘাড়ের উপর দুটি আঘাত করে আওয়াল। এতে গুরুতর আহত হন সুমন। স্থানীয়রা আহত সুমনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নেন। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় নিহতের পিতা শমসের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩৪১/৩০২ ধারায় একটি হত্যা মামলা করেন। যার গাংনী থানার মামলা নং ১২, ১৫/০৬/২০১৫ইং, ধারা ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/১১৪ দ:বি:। সেসন মামলা (দায়রা) নং ২০০/১৭, জি আর কেস নং ১৮৪ /১৫, মামলার তদন্তকারি অফিসার গাংনী থানার উপপদির্শক (এসআই) মুক্তার আলী দীর্ঘ তদন্ত করার পর আদালতে চার্জশীট প্রদান করেন। মামলাটি ৩৪১/৩০৪ ধারায় অন্তর্ভুক্তি করা হয়। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুল আউয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

মামলায় ৩৪১ ধারায় আব্দুল আওয়াল কে এক মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে অ্যাডভোকেট শফিকুল আলম কৌশলী ছিলেন।

তবে, মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী আবুল কাশেম বলেন, এই রায় আমি মানিনা। রায়ের বিরুদ্ধে আমি উচ্ছ আদালতে অ্যাপিল করবো। দিনে দুপুরে আমার ছেলে সবার সামনে হাতুড়ি পেটা করে হত্যা করলো। সবাই স্বাক্ষী দিলো। অথচ, এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মাত্র ৮ বছরের কারাদন্ড দিলো। এই রায় আমি মানতে পারছিনা।

আসামি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট একেএম শফিকুল আলম বলেন, এই রায়ের মধ্য দিয়ে আদালত ন্যায় বিচার করেছে। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।