চুয়াডাঙ্গায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ১লা মহান মে দিবস পালিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার সকাল সাড়ে নয়টার সময় জেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়।

পরবর্তীতে ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এ সময় তিনি বলেন, আমেরিকার শিকাগো শহর থেকে যে শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল তা আজও চলমান রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও আবাসন সমস্যার অনেকাংশই সমাধান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষ তথা শ্রমিক শ্রেণির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামায়াত সরকার দেশের অনেক কল-কারখানা বন্ধ করে লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছিল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক লীগের সকল স্তরের নেতৃবৃন্দদেরকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, বীর মুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আফজালুল হক বিশ্বাস,চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




বাংলাদেশে আসছে শাহরুখের ‘পাঠান’, জানা গেলো মুক্তির তারিখ

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি।

ব্যাংক এলসিসহ সবকিছু যাচাই করে ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে ২৭ এপ্রিল চিঠিটি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে ‘পাঠান’ ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ মুক্তির জন্য বাকি আছে শুধু ফিল্ম সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি। এছাড়া সব জটিলতা কাটিয়ে উঠেছে সংশ্লিষ্টরা। সাফটা চুক্তির আওতায় শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’।

বাংলাদেশে পাঠান আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি বলেন, সোমবার সেন্সরে বোর্ডে ‘পাঠান’ জমা দেব। সেন্সর পেলেই শুক্রবার মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।’

এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। দেশের সিনেমা হলে মুক্তি পেলে ‘পাঠান’ দেখবে কি না দর্শক, এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেওয়া হবে তখনই হল থেকে বিজনেস করবে।

২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। শাহরুখ ছাড়া এখানে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম প্রমুখ।

সূত্র:ইত্তেফাক




অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গাংনীর ইউএনও

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে আগুন লেগে অসহায় দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনার এক দিন না পেরুতেই গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাড়িয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুর রহিমের দুই ছেলের বসত ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে খেটে খাওয়া অসহায় পরিবার দুটি দুশ্চিন্তায় ভুগছেন; এমন ঘটনা শুনে (১লা মে) সোমবার বেলা ১২ টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই দুটি পরিবারের লোক জনের সাথে সাক্ষাৎ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এ সময় তিনি দুটি পরিবারের লোক জনের প্রতি সমবেদনা জানান ও নগদ অর্থ প্রদান করেন। এবং সরকারি আরো সহোযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

এবিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ঘটনার দিন সকালেই মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে অগ্নিকাণ্ডের বিষয়টি আমি শুনি কিন্তু এসএসসি পরীক্ষার দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকার কারণে তৎক্ষনাৎ আমি আসতে পারিনি। পরবর্তীতে আজকে এসেছি নিজ চোখে দেখার জন্য; এখানে এসে যেটি দেখলাম দুই পরিবারের বসতঘর, রান্নাঘর, গুরুত্বপূর্ণ আসবাবপত্র সহ বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে তাৎক্ষণিক কিছু সহয়তা করেছি এবং তারা যদি আবেদন করে তাহলে সরকারি সহোযোগিতা দেওয়া হবে এমন আশ্বাস দিয়েছি।

এদিকে ইউএনও’র সহোযোগিতা ও আশ্বাসে নতুন করে ঘর বাধার স্বপ্ন দেখছেন অসহায় ওই দুটি পরিবার।




কুষ্টিয়ায় ছোট ভাইয়ের শীলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় রাশিদুল ইসলাম (২৬) নামে এক ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার সকালের দিকে ইবি থানার শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল ইসলাম ইবি থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে।

নিহতের পরিবার স্বজনেরা জানায়, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটর বসান। পরবর্তীতে গত রাতে টিউবওলেয়ের সাথে পানির মটরটি চুরি হওয়ায় বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের কথাকাটাটির সৃষ্টি হলে ঘরে পাশে থাকা মসলা বাটা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে ঘটনাস্থলে বড় ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত ওসি আননুর যাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তুচ্ছ ঘটনার জেরে তাকে হত্যা করেছে। হত্যার পর থেকে ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।




হাগিং ফেসের নিজস্ব চ্যাটজিপিটি

হাগিং ফেস, ভেনচার ক্যাপিটাল এই কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তারা ওপেনএআই-এর মতোই একটি ওপেন সোর্স প্রতিপূরক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে। অর্থাৎ এটিও অনেকটাই চ্যাটজিপিটি কিন্তু এর নাম হাগিংচ্যাট। আপাতত এর ওয়েব ইন্টারফেস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই ওয়েব ইন্টারফেসে জরুরি অ্যাপ এবং হাগিং ফেস এপিআই যুক্ত করে নানা সেবা চালু করা হবে।

হাগিংচ্যাট চ্যাটজিপিটির মতোই অনেক কাজ করতে পারে। আপনার জন্য কোড লিখে দেওয়া, ইমেইল ড্রাফট করা এবং র‍্যাপ গানও আপনাকে কম্পোজ করে দেবে। লাইওন নামে একটি সংগঠন ওপেন অ্যাসিস্ট্যান্ট নামে একটি দল করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি তৈরি করেছেন। তারা অলাভজনক প্রতিষ্ঠান। মূলত টেক্সট টু ইমেজ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের দিকেই তারা এগিয়ে যেতে চাচ্ছেন। চ্যাটজিপিটির মতো হলেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে চাচ্ছে।

গিটহাবে ওপেন অ্যাসিস্ট্যান্ট লিখেছে, ‘আমরা একটি সহকারী তৈরি করছি। এমন একজন প্রযুক্তি সহকারী আমরা তৈরি করব যা ভবিষ্যতে আপনাকে অর্থবোধক কাজ, এপিয়াই, অনেক জটিল গবেষণার কাজেও সাহায্য করতে পারবে। আপনার ব্যক্তিত্বের সঙ্গে সমন্বয় করেই আরও বড় পরিসরে ছড়িয়ে যেতে পারবে এটি।’ অর্থাৎ গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই আপনার সব কাজ সহজ করার জন্য হাত বাড়িয়ে দেবে প্রতিষ্ঠানটি। হাগিংচ্যাটের অবশ্য অনেকদূর হাটতে হবে এখনো। ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিয়ে সমালোচকরা বেশ সরব। কিন্তু অনেকেই মনে করছেন চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে বোধহয় এই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল এগিয়েই আছে।

সূত্র: টেকক্রাঞ্চ




এইচএসসি পাসে নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/মেকানিক্যাল/পাওয়ার বিষয়ে এইচএসসি পাস হতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

সর্বসাকুল্যে ১০ হাজার টাকা।

কোম্পানির সুযোগ সুবিধাদি

উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা সেবা সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র / জন্মসনদ ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ ০৬ মে ২০২৩, শনিবার সকাল ৯ টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭- এ উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

আবেদনের শেষ তারিখ

৬ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস।




মেহেরপুরের বারাদী ইউনিয়নে দুই শতাধিক ফুটবল বিতরণ

মেহেরপুর সদর উপজেলা পরিষদের অর্থায়নে বারাদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্লাব ও যুব সমাজের মধ্যে ফুটবল ও ক্রিকেট সেট বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ক্লাব ও সংগঠণগুলোর সভাপতি ও সম্পাদকদের হাতে ফুটবল ও ক্রিকেট সেট তুলে দেন।
আজ সোমবার (১ মে) সকালের দিকে বারাদী ইউনিয়ন পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে এই খেলার সামগ্রী বিতরণ করা হয়।
এই ইউনিয়নের প্রায় দুই শতাধিক ফুটবল ও ১২ সেট ক্রিকেট প্রদান করা হয়েছে।
এসময় বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের স্থানীয় নেতা আব্দুল মান্নান, প্রবীণ আওয়ামীলীগ নেতা কাজী সাহেবসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বরগণ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে বিভিন্ন শ্রমিক সংগঠণের উদ্যোগে মে দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের মেহেরপুর শাখার সভাপতি আহসান হাবীব সোনা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ প্রমূখ।

র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, শ্রমিক ইউনিয়ন বামন্দী শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাইতুল হক, লাইন সম্পাদক পলাশ আহমেদ, দরবেশপুর শাখার সভাপতি ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক আজম, মুজিবনগর শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনসার আলীসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।

এছাড়া মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেনের নেতৃত্বে র‌্যালীটি শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক) ইউসুফ আলী খোকন, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিয়াজান আলী, লাইন সম্পাদক আলামিন হোসেন, কোষাধ্যক্ষ কামাল শেখ রিংকু প্রমুখ।

মেহেরপুর জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক মালিক ঐক্য গড়ি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি এই স্লোগানে মেহেরপুরে ইমারত নির্মাণ শ্রমিকের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের একটি র‌্যালী বের করে।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের নেতৃত্বে র‌্যালীটি শহরের মালোপাড়া থেকে বের হয়ে নতুন পাড়ার মোড়, বাসস্ট্যান্ড, হোটেল বাজার, বড় বাজার মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আবুল হোসেন, শহিদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, কোষাধাক্ষ খন্দকার নাফিজুর,প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক ইসরাফিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মজনু সর্দার, মাজেদুল হক, ছাবদার আলী, ফিরোজ আলী সহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা রেলিতে অংশগ্রহণ করেন।র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।




গাংনীতে খাস জমিতে ঘর বানানোকে কেন্দ্র করে সংঘর্ষে, আহত-৩

গাংনী উপজেলার পিরতলা গ্রামে সরকারি খাস জমিতে ঘর বানানোকে কেন্দ্র করে সৃষ্ঠ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১ মে) সকালের দিকে পিরতলা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, আইনাল হোসেনের স্ত্রী শিল্পী খাতুন (২৫), ছিদ্দিক আলীর ছেলে লিমন হোসেন (১৮) ও অপরপক্ষের আলতাব হোসেনের ছেলে মাহফুজ হোসেন (২৮)।

আহতদের মধ্যে লিমন হোসেন ও শিল্পী খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাহফুজ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিল্পী খাতুন জানান, ১ শতক সরকারি খাস জমিতে আমি ঘর তৈরী করছিলাম। এসময় প্রতিপক্ষ মাহফুজ হোসেন তাতে বাধা দিয়ে আমার উপর হামলা করে।

অপরদিকে মাহফুজ হোসেন বলেন, লিমন একজন মাদকাসক্ত। তাই মাদক সেবন করে এসে আমার উপর হামলা চালিয়েছে।

এঘটনায় উভয় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তারা।




মেহেরপুরে ২ আসামি গ্রেফতার করেছে পুলিশ

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক মামলার ১ ও হত্যা মামলার ১ আসামি।
গাংনী থানা পুলিশের অভিযানে ১১০ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার ও মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
গাংনী থানা ও মেহেরপুর সদর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।