কুষ্টিয়ায় ইউএনও’র পরিচয় ব্যবহার করে চাঁদা দাবী

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ব্যক্তিবর্গকে ফোন করে অর্থ দাবী করার অভিযোগ পাওয়া গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাসের পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ব্যক্তিবর্গকে ফোন করে বিভিন্ন প্রকল্প প্রদানের বিষয় উল্লেখ করে চাঁদাবাজির চেষ্টা করা হয়।

আজ রবিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলা গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল বারী বলেন, আমাকে একটা মোবাইল নাম্বর থেকে ফোন করে বলে, আমি উপজেলা থেকে বলছি। আপনার নামে একটা প্রজেক্ট পাশ হয়েছে। দুই লাখ ৯৫ হাজার টাকার চেক পাবেন উপজেলা থেকে। এজন্য কিছু খরচবাবদ বিকাশ করে আপনাকে দিতে হবে। বিষয়টি সন্দেহ হলে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অবগত করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ আলী জানান, মুক্তিযোদ্ধাদের কোন প্রকল্প বরাদ্দ নেই। অথচ প্রকল।পর নাম ভাঙ্গিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের কাছে ফোন করে প্রতারনার মাধ্যমে টাকা দাবী করছে। বিষয়টি ইউএনওকে অবগত করেছি বলেও জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস বলেন, বিভিন্ন প্রকল্প প্রদান করা হবে এবং এসব প্রকল্প পেতে টাকা লাগবে বলে একটি প্রতারক চক্র বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ব্যক্তিবর্গকে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র পরিচয় ব্যবহার করে অর্থ দাবী করে আসছে। বিষয়টি নিয়ে কয়েকজন আমাকে অবগত করলে এধরনের কোন লেনদেনে থেকে বিরত থাকার অনুরোধ করেছি।

সাধন কুমার বিশ্বাস আরো বলেন, মানুষ এখন বেশ সচেতন। তাই কেউ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাদের উপজেলা প্রশাসনের পেজে সচেতনতামুলক পোষ্ট করেছি।




শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন রহমত উল্লাহ।

এ নিয়ে রহমত উল্লাহর আইনজীবী মো. তাবারক হোসেন ভূঁঞা বলেন, ‘আমরা মামলাটি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব।’

এর আগে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগে শাকিবের বিরুদ্ধে আরেকটি মামলা করেন রহমত উল্লাহ।

অস্ট্রেলিয়া থেকে দেশে এসে গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে, আর্থিক ক্ষতি সাধন, মিথ্যা আশ্বাস, অসদাচরণসহ বেশ কিছু বিষয়ে লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ।

এই ঘটনার পর গত ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেন আদালত।

ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান রহমত উল্লাহ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে শান্তিপূর্ন পরিবেশে এসএসসি বাংলা ১ পত্র পরীক্ষা অনুষ্ঠিত 

মুজিবনগরে ২ টি মূল কেন্দ্র ও ২টি ভেন্যুতে নিছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  প্রথম দিনের পরীক্ষায় ১ হাজার ১ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে।

মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন।

বাংলা প্রথম পত্র পরীক্ষায় উপজেলায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ১০১৫ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৪ জন। এর মধ্যে ১১ জন ছাত্রী এবং ৩ জন ছাত্র।

কেন্দ্র সচিব মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম জানান, মূল কেন্দ্র মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৮টি স্কুলের ৩৮৩ জন পরিক্ষার্থী ছিল ৪ জন অনুপস্থিত থাকার কারণে ৩৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ১২০জন, মুজিবনগর আম্রকানন মাধ্যমি বিদ্যালয়ের ৬৩জন, আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৩ জনের মধ্য অনুপস্থিত ২ জন, এটিজে আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের-১০জন, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ জন, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর ৬০ জনের মধ্যে অনুপস্থিত ১ জন, আনন্দবাস মিয়া মুনসুর একাডেমীর ২৭ জনের মধ্য অনুপস্থিত ১ জন এবং গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৪ জন। এবং ভেন্যু গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৬২ জন পরীক্ষার্থী মধ্যে ২ জন অনুপস্থিত থাকার কারণে ২৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

২৬২ জন পরিক্ষার্থীর মধ্যে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০১ জন, নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ে ৯৭ জনের মধ্যে অনুপস্থিত একজন, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় ৬৪ জনের মধ্যে অনুপস্থিত ১ জন। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

মূল কেন্দ্র দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় এর কেন্দ্র সচিব দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোবারক হোসেন জানান, এবারের এসএসসি পরীক্ষা মূল কেন্দ্র দারিয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে ও ভেন্যু দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫ টি স্কুলের ৩৭০ জন পরিক্ষার্থী মধ্যে ৬ জন ছাত্রী এবং ২ জন ছাত্র অনুপস্থিত ছিল। ১ম দিনের পরিক্ষায় ৩৬২ জন অংশগ্রহন করেছে।

স্কুলগুলি হল দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, দারিয়াপুর মধ্যমিক বালিকা বিদ্যালয়, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়, মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় এবং মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের অনুপস্থিত ৮ জন বাদে ৩৬২ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে।

প্রথম দিনে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে তিনি জানান।

কেন্দ্র সচিব দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন আরো জানান, এসএসসি ভোকেশনাল শাখায়, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, আনন্দবাস মিয়া মনসুর একাডেমি, এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর ১৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে কোন পরীক্ষার অনুপস্থিত নেই।




মিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের পানির বোতল ও কলম উপহার দিলো ছাত্রলীগ

কুষ্টিয়ার মিরপুরের আমলা-সদরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদেরকে কলম-স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ। পরীক্ষার্থীদের তৃষ্ণা নিবারণে দেওয়া হয়েছে বিশুদ্ধ পানিও।

রবিবার এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মিরপুরের আমলা-সদরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের এসব উপহার দেওয়া হয়।

এই আয়োজনের উদ্যোক্তা মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফীন। তার সঙ্গে ছিলেন মিরপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আসলাম আরেফীন জানান, শিক্ষার্থীদের মধ্যে ছাত্রনেতাদের সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতা-কর্মীদের আচরণে কিছু পরিবর্তন আনার জন্য তারা এ উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার্থীদের মাঝে তারা বিতরণ করেছেন ৫’শ কলম, ৩’শ বিশুদ্ধ খাবার পানির বোতল ও অন্যান্য শিক্ষা উপকরণ।

স্থানীয় ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরীক্ষার্থীরা।

এসএসসি পরীক্ষার্থী আমিন ও গোলাম মোস্তফার মতে, ছাত্রনেতাদের উদ্যোগ থাকতে হবে এমন পরিচ্ছন্ন ও স্পষ্ট। যা থেকে তরুণরা রাজনীতিতে উৎসাহিত হবে।

আমলা-সদরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পরীক্ষাকেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব কর্মসূচি পালন করেছে। এতে পরীক্ষায় কোনো বিঘ্ন ঘটেনি।




গাংনীতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের গাংনীতে ৫০ গ্রাম গাঁজাসহ মিনারুল ইসলাম(২৮) নামের এক মাদক পাচারকারিকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

আজ রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টার সময় গাংনী শহরের টহল পুলিশ তাকে আটক করে। আটক কৃত মিনারুল ইসলাম গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের বুদু বিশ্বাসের ছেলে।

গাংনী থানার টহল পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, এক যুবক গাঁজা গ্রাম থেকে গাঁজা নিয়ে শহরে বিক্রি করতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে বাজারের মেসার্স নাইম ট্রেডার্স নামক একটি দোকানের সামনে গেলে মিনারুল পুলিশ দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে। আমরা তাকে আটক করে দেহ তল্লাশী করি। তার কোমরে বাধা অবস্থায় একটি পলেথিন প্যাকেটে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হেমায়েতপুরের মিনারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসিহ আটক করা হয়েছে। মাদক মালায় তাকে আদালতে সোপর্দ করা হবে।




টিভিতেই দেখা যাবে টিকটক

বাংলাদেশে চালু হলো টিকটক টিভি অ্যাপ। ফলে এখন থেকে স্মার্ট টিভি ডিভাইসে নতুন এই অ্যাপটি ব্যবহার করা যাবে। টিকটক টিভি অ্যাপের সাহায্যে পরিবার ও বন্ধুরা একসঙ্গে এখন ঘরে বসেই টিকটকে মজার সব অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

মূলত ঘরে বসে টিভি দেখার যে অভিজ্ঞতা সেটি দেয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে টিকটক টিভি অ্যাপটি। টেলিভিশনের বড় পর্দার সুবিধার কারনে টিকটকের ‘ফর ইউ’ ফিড এবং ‘ফলোয়িং’ ফিডের কনটেন্টগুলো ব্যবহারকারীরা এখন আরও সহজে দেখতে পারবেন। এই ফিডগুলোতে সবচেয়ে বেশি লাইক পাওয়া এবং সবচেয়ে বেশি দেখে থাকা ভিডিওগুলো পাওয়া যায়। এসব কনটেন্টের মধ্যে রয়েছে ভিডিও গেইমিং, কমেডি, ফুড এবং প্রাণিজগত বিষয়ক। এছাড়া কেউ যদি নিজের ইচ্ছেমতো কোন কিছু দেখতে চায় তাহলে তার টিকটক অ্যাকাউন্ট থেকে টিকটক টিভি অ্যাপে লগইন করতে হবে।

বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ টিকটকে যুক্ত। বিনোদনের জন্য, নতুন কিছু শেখার জন্য,অথবা স্মৃতিপূর্ণ কোন কনটেন্ট তৈরি করার উদ্দেশ্যে মানুষ টিকটক ব্যবহার করছে। টিকটক মোবাইল অ্যাপটি সাধারনত সল্প পরিসরে ব্যবহারকারীদের আনন্দ প্রদান করে থাকে। আর এবার টিকটক টিভির মাধ্যমে পরিবার ও বন্ধুদের সাথে প্রাত্যাহিক ও সাপ্তাহিক রুটিনের অংশ হিসেবেই প্ল্যাটফর্মটি উপভোগ করা যাবে। বাংলাদেশে টিকটক টিভি পাওয়া যাচ্ছে অ্যামাজন ফায়ার টিভি, গুগল টিভি, অ্যান্ড্রয়েড টিভি ওএস ডিভাইস, এলজি স্মার্ট টিভি (২০১৮, ওয়েবওএস ৪.০ ও নতুন মডেল) এবং স্যামসাং টিভিতে। বড় পর্দায় আরও বেশি আনন্দ পেতে এবং সৃজনশীলতার প্রকাশ করতে আজ থেকেই ব্যবহারকারীরা তাদের স্মার্টটিভিতে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের রাইপুরে প্রবাসফেরত শফিকুল হত্যার প্রধান আসামি গ্রেফতার

মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী শরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি এনামুল হক খোকন (৪০) কে  হত্যার ৮ দিন পর চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

গতকাল শনিবার রাতে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে। আটক এনামুল হক খোকন সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে হত্যায় ব্যবহৃত দেশিও অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এই হত্যাকান্ডের ঘটনা তদন্ত চলমান রয়েছে আরও কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত, গত ২০ শে এপ্রিল বিকেলে মেহেরপুর সদর উপজেলার রাইপুর হাতিকাটা মোড়ে ডেকে নিয়ে গিয়ে এনামুলসহ কয়েকজন মিলে হাসুয়া দিয়ে শরিফুল ইসলাম কে কুপিয়ে আহত করে। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শরিফুলের চাচা আমদহ ইউনিয়নের সাবেক সদস্য কাবুল আলী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার দিবাগত রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে একই দিন সবাই যাচ্ছেন না। বরং দুই ভাগে যাচ্ছে পুরো স্কোয়াড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথম গ্রুপ ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। আর দ্বিতীয় বহর যাবে সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে।

প্রসঙ্গত, আইসিসির ওয়ানডে চ্যাম্পিয়ানশিপের এই সিরিজটি নিজেদের মাটিতে আয়োজন করতে ব্যর্থ হয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। দেশটির খারাপ আবহাওয়ার পূর্বাভাসের কারণে সিরিজটি আয়োজন করতে পারেনি আইরিশরা। এ কারণে প্রতিবেশী দেশ ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। তবে তার আগে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।




গাংনীতে পাট ও তামাকের গোডাউনে আগুন; ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

মেহেরপুরের গাংনীর নওয়াপাড়া পুর্বপাড়া গ্রামে একটি গোডাউনে ভয়াবহ অগ্নীকান্ডে পাট ও তামাক পুড়ে ছাই হয়েছে।

এতে গোডাউনে রাখা পাট ও তামাক পুড়ে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়ছেন গোডাউন মালিক হিন্দা গ্রামের খোকন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন জানায়, পড়া পূর্বপাড়া দেলোয়ার হোসেনের একটি গোডাউন ভাড়া নিয়ে পাট এবং আমাকে ব্যবসা করছিলেন হিন্দগ্রামের খোকন। ওই গোডাউনে ৬ হাজার কেজি তামাক ও ৯শ মন পাট মজুদ করা ছিল। সেখানো প্রতিদিনের ন্যায় কাজ করে শনিবার দিনগত মধ্যরাতে গোডাউন থেকে বের হয়ে আসি। কোন একসময় গোডাউনের মধ্যে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে এসে আগুন অনেক চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগেই গোডাউনের  মধ্যেকার পাট ও তামাক পুড়ে যায়। এতে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন।
বামুন্দি ফায়ার সার্ভিসের টীম লিডার স্টেশন অফিসার মো. ইছাহাক আলী বিশ্বাস জানান,অগ্নিকান্ডের বিষয়টি জানতে পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি একটি টিম। এটা গোডাউনে রাখা তামাক ও পার্ট পুড়ে গেছে। ওই রাত থেকে দুপুর অব্দি পর্যন্ত আমরা সেখানেই রয়েছি। তবে গোডাউনের মধ্যে রাখা তামাক ও পাট পুড়ে গেছে। অবশিষ্ট কিছু তামাক ও পাট উদ্ধার করা হয়েছে।



আলমডাঙ্গায় আইপিএল জুয়ায় বাজি, হারাতে বসেছে বসতবাড়ি

আইপিএল খেলায় বাজি ধরে তিন ভরি সোনার বাজি হেরে বসতবাড়ি খোয়াতে বসেছেন আলমডাঙ্গার এক্সচেঞ্জপাড়ার কারিগর রতন কারিগর। আলমডাঙ্গা সোনারপটির ফেন্সি জুয়েলার্সের মালিক ছিদাম কর্মকার অলংকার বানাতে কারিগর রতন পাররকে পাঁচ ভরি সোনা দেন। তারমধ্যে দুই ভরি সোনার গহনা তৈরি করে মালিককে দিলেও বাকী তিন ভরি সোনা আইপিএল জুয়ায় উড়িয়েছেন রতন পাত্র। হেরে যাওয়া স্বর্ণের মূল্য পরিশোধ করতে না পারায় রতন পাত্রের দেড় শতক জমির বসতবাড়িটি মালিক ছিদাম কর্মকারের নামে বায়নানামা করে দিতে হচ্ছে বলে সালিশ বৈঠকসূত্রে জানা যায়।

জানা গেছে, আলমডাঙ্গার সোনাপট্টির ফেন্সি জুয়েলার্সের মালিক ছিদাম কর্মকার অলংকার তৈরী করে দিতে তার কারিগর রতন পাত্রকে পাঁচ ভরি স্বর্ণ দেন। রতন পাত্র সেই স্বর্ণ নিয়ে দুই ভরি সোনার গহনা তৈরি করে দেন। বাকী তিন ভরি সোনা নিয়ে চলমান আইপিএল খেলার জুয়ার আসরে বসে। জমজমাট জুয়া খেলায় তিমি তিন ভরি সোনা হেরে যায়। এ ঘটনার পর রতন পাত্র গা- ঢাকা দেয়।

বাজি ধরার ব্যাপারটি জানাজানি হলে জুয়েলার্সের মালিক ছিদাম কর্মকার বিপাকে পড়েন। স্বর্ণ আদায় করতে তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় সোনাপট্টিতে একটি সালিশ বৈঠক ডাকেন। বৈঠকে অভিযুক্ত রতন পাত্রের বাবা আলমডাঙ্গা শহরের এক্সচেঞ্জপাড়ার কার্ত্তিক পাত্র উপস্থিত হন। দরিদ্র কার্ত্তিকপাত্র ছেলের অপকর্ম মেনে নিয়ে স্বর্ণের মূল্য প্রায় তিন লক্ষ টাকা পরিশোধ করতে দুই বছর সময় চান। ক্ষতিগ্রস্ত জুয়েলার্সের মালিক ছিদাম কর্মকার দুই বছর সময় মেনে নেন। তবে কার্ত্তিক পাত্রের এক্সচেঞ্জপাড়ার দেড় কাঠার জমির বাড়িটি ছিদাম কর্মকারের নামে স্ট্যাম্পে বায়নানামা করে দিতে বলেন। দুই বছর সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে বাড়িটি ছিদাম কর্মকারের নামে রেজিস্ট্রি করে দেওয়ার শর্তও জুড়ে দেন তিনি। এ বিষয়ে চূড়ান্ত করা হবে আগামিকাল সোমবার সালিশে।

এ ব্যাপারে ফেন্সি জুয়েলার্সের মালিক ছিদাম কর্মকার এক রহস্যজনক কারণে বাজিতে স্বর্ণ হারানো ও টাকা উদ্ধারে বিলম্বিত হওয়ায় বাড়ি লিখে নেওয়ার বিষয়ে কোন তথ্য জানাতে রাজি হননি।

তবে সালিশকারী আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, সালিশ বৈঠকে সমস্যার সমাধান হয়নি। তিনি অভিযুক্ত রতন পাত্রের বাবা কার্ত্তিক পাত্রের নিরাপত্তার স্বার্থে তার বসতবাড়ির বায়নানামা কোন ব্যক্তির নামে না করে জুয়েলারী মালিক সমিতি অথবা বণিক সমিতির নামে করার কথা বলেন। পরবর্তি বৈঠকে সিদ্ধান্ত এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।