দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: নাজমুল হাসান শাওন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, দামুড়হুদা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম, বিসিআইসি সার ডিলার মো: আবু হানিফ, ইয়াসিন আলী, রবিউল ইসলামসহ উপজেলার সার ও বীজ ডিলার বৃন্দ।




অষ্টম শ্রেণি পাসে নিয়োগ দেবে আড়ং

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটিতে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

নিরাপত্তাকর্মী।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অষ্টম শ্রেণি/ এসএসসি পাস হতে হবে। আনসার/ ভিডিপি ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তার সরঞ্জামাদির সাথে পরিচিতি থাকা ক্রেতা সাধারণের সেবা দেওয়ার দক্ষতা।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আড়ং বেতন ক্রম অনুযায়ী

কোম্পানির সুযোগ সুবিধাদি

প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ফেস্টিভেল বোনাস, স্বাস্থ্য বীমা ইত্যাদি।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৬ এপ্রিল , ২০২৩।

সূত্র : বিডিজবস




সাবধান, গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

গুগল সার্চ ইঞ্জিনে থাকা বিভিন্ন বিজ্ঞাপনে ‘বাম্বলবি’ নামের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরওয়ার্কস। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, গুগল সার্চ ইঞ্জিনে থাকা ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যারটি প্রবেশ করে। এরপর গোপনে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ গুরুত্বপূর্ণ ফাইল, ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়।

সিকিউরওয়ার্কসের তথ্যমতে, ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনগুলোয় সাধারণত চ্যাটজিপিটি, জুম সফটওয়্যারসহ জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের প্রলোভন দেখানো হয়। সেসব বিজ্ঞাপনে ক্লিক করলেই বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি ওয়েবসাইট চালু হয়। ভুয়া ওয়েবসাইটগুলোয় থাকা সফটওয়্যার ডাউনলোডের লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে।

সিকিউরওয়ার্কসের পরিচালক মাইক ম্যাকলেলান জানিয়েছেন, গুগল সার্চ ইঞ্জিনে থাকা মাত্র এক শতাংশ বিজ্ঞাপনে এ ধরনের ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। ম্যালওয়্যারের আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের সফটওয়্যার নির্মাতা বা বিভিন্ন প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র: টেকরাডার




কোটচাঁদপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা আটক ১

চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে হাবিল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল  রবিবার রাতে উপজেলার তালিনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ওই ছাত্রীর মা বলেন,হাবিল উদ্দিন আমার ননদের স্বামী। সে আমাদের কেনা জমিতেই ৪/৫ বছর ধরে থাকেন। রবিবার আসরের আযানের সময় তাঁর সঙ্গে মেয়েকে ঘাস কাটতে পাঠিয়ে ছিলাম।

সন্ধ্যার লাগার সময় সে অসুস্থ্য অবস্থায় ফিরে আসে। বলে ওই দুর্ঘটনার কথা। এ সময় আমি আমার স্বামীকে বিষয়টি জানায়। এরমধ্যে সে ফোন বন্ধ করে পালানোর চেষ্টা করেন।

তবে বেশ সময় এলাকায় খোঁজা খুজির পর তাকে পাওয়া যায়। এ সময় তাকে ধরে রেখে পুলিশে খবর দেয়া হয়। ওই মেয়ে তালিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। অভিযুক্ত হাবিল উদ্দিন সম্পর্কে ওই মেয়ের ফুফা হন বলে জানা গেছে। সে ঝিনাইদহ সদর উপজেলার চন্ডীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

আজ সোমবার ওই মেয়ের পিতা বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। মামলা নাম্বার -৩,তারিখঃ ২৪-০৪-২৩।
খবর পেয়ে ধর্ষক হাবিল উদ্দিন ও ওই ছাত্রীকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন,কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজিবুল ইসলাম।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন কুমার ঘোষ বলেন,পুলিশ তাদেরকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আর মেয়েটিকে দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  কারন হিসেবে তিনি বলেন,এ ধরনের ঘটনায় যে সাপোর্ট দরকার, তা আমাদের এখানে নাই। এ জন্য রেফার্ড করা হয়।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ আজগর আলী বলেন,ধর্ষনের ঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরিক্ষা ও আসামি ২২ ধারা করনোর জন্য ঝিনাইদহ নিয়ে যাওয়া হচ্ছে।




বোর্ডের সমালোচনা করায় রুমানাকে সতর্ক করবে বিসিবি

শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ না পাওয়ায় টিম ম্যানেজমেন্টকে নিয়ে কটাক্ষ করায় রুমানা আহমেদকে মৌখিকভাবে সতর্ক করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির টিম নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, বিশ্রাম না দিয়ে দল থেকে বাদ দেয়া হয়েছে বলে টিম ম্যানেজমেন্টের কটাক্ষ করেছেন রুমানা।

রুমানার পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন সালমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার ও দিলারা আক্তার। বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের বলেন, ‘ব্যাখ্যার জন্য আমরা তাকে ডাকবো। এই প্রথম এমন মন্তব্য করলেন তিনি। এজন্য এবার আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করবো।’

তিনি আরও বলেন, ‘এটি তার মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে অপ্রত্যাশিত। আমরা যদি কোন পদক্ষেপ না নেই, ভবিষ্যতে তার এমন কথায় অনেকেই অনুপ্রাণিত হতে পারে। এজন্য তাকে সতর্ক করা দরকার ও আমরা সব ক্রিকেটারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।’

২০১১ সালে অভিষেকের পর এই প্রথম দল থেকে বাদ দেওয়া হয় রুমানাকে। দল থেকে বাদ পড়ার পর বিসিবিকে কটাক্ষ করে রুমানা বলেছিলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা এখানে যথাযথ সম্মান পান না, এমনটা অনেক দিন ধরেই হয়ে আসছে। বাংলাদেশে এটা খুবই সাধারণ বিষয়। আমি মনে করি, আমাদের দেশে সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেখানোর জায়গায় আমরা পিছিয়ে আছি। অন্যান্য দেশে ক্রিকেটারদের তাদের অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ন করা হয় এবং তাদের ফিটনেস নিয়ে খুব বেশি কথা বলা হয় না।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

তীব্র তাপদাহ উপেক্ষা করেও ঈদ আনন্দ উল্লাসে মেতেছে বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। এক মাস সিয়াম পালনের পর ঈদের দিন বিকেল থেকে উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে মেহেরপুর জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের দিনের চেয়ে দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্র গুলি ভ্রমণ পিয়াসু মানুষের ভীড় উপচেপড়া। স্বামীর হাত ধরে নববধূ, প্রেমিকার হাত ধরে প্রেমিক, আাবার পরিবার পরিজন নিয়ে ঘুরছেন একটু বিনোদনের জন্য।

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঘুরতে এসেছেন চুয়াডাঙ্গার তানভীর হুসাইন। সদ্য বিয়ে করেছেন তিনি। এটিই নববধূ পেয়ে প্রথম ঈদ। বউয়ের বায়না মেটাতে প্রথম বেড়াতে এসেছেন মুজিবনগরের ঐতিহাসিক স্থানে।

তিনি জানান, তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। ঈদের আগের দিন থেকে মেহেরপুরের আবহাওয়া অনেকটা কমে মানুষের মধ্যে সস্তি এসেছে। বিকেলে ঘুরতে এসে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে। ঈদের শুভেচ্ছাও বিনিময় হচ্ছে।

আমঝুপি নীলকুঠিবাড়তে ঘুরতে আসা নববধূ মধুমিতা জানায়,রমজান মাসের এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছে। অন্যান্য বার ঈদের আনন্দ উপভোগ করতেন পিতা-মাতা ভাই-বোনদের সাথে। এবার তার স্বামীর সাথে ঘুরতে এসেছেন নীলকুঠিবাড়িতে। এখানে ঘুরতে এসে নাগরদোলায় চড়েছেন,ইলেকট্রিক চরকিতে ঘুরেছেন, চড়েছেন কেবল কারেও। স্বামীর সাথে বায়না ধরে কিনেছেন নানা ধরনের খেলনাপাতি।

ভাটপাড়া জেলা প্রশাসক ইকোপার্ক ঘুরে দেখা মেলে কয়েক হাজার দর্শনার্থী। দর্শনার্থীদের ভিড়ে পরিপুর্ণ পার্কে মানুষ বিভিন্ন ভাবে বিনোদন নিচ্ছে। কথা হয় মেহেরপুর সরকারি কলেজের সহযোহী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের সাথে। তিনি জানান, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস, ঈদেরছুটিতে ঘর বন্দী হয়ে থাকতে চায়না মন। ছেলে মেয়েরাও বায়না ধরে ঘুরতে যাওয়ার। ছেলে মেয়ের আবদার এছাড়াও স্থানীয় পরিচিত মানুষের সাথে দেখা হবে,কথা হবে, এমন প্রত্যাশা নিয়ে ইকোপার্কে এসেছি। এখানে কয়েক হাজার মানুষ এসেছে। তবে মেহেরপুরের অনেক বিনোদনের সম্ভাবনময় জায়গা থাকলেও নেই সরকারি তেমন নজরদারী ও পৃষ্ঠপোষকতা।

জানা গেছে,মেহেরপুর জেলায় ছোটবড় চারটি বিনোদনের স্থান রয়েছে। একটি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, অনন্যা পার্ক, সদর উপজেলার আমঝুপি নীলকুঠি, ভাটপাড়া নীলকুঠি ডিসি ইকোপার্ক। এই চারটি স্থানই ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ। মেহেরপুর জেলার মানুষ অনেক বশী বিনোদন পিয়াসু। কিন্ত বিনোদনের জন্য তেমন কোন পর্যটন বা বিনোদন কেন্দ্র না থাকায় ২০১৭ সালে তৎকালীন জেলা প্রশাসক পরিমল সিংহ নিজ উদ্যোগে ভাটপাড়া গ্রামের কতিপয় যুবক,স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা,স্কুল শিক্ষক নিয়ে একটি ব্যাবস্থাপনা কমিটির মাধ্যমে নীলকুঠির ৩৩ একর জমিতে গড়ে তোলেন ইকোপার্ক। জেলা প্রশাসক বদলি হলে থমকে যায় পার্কের উন্নয়নকাজ। পার্কের সব কিছুই ধ্বংশের দ্বারপ্রান্তে। তবুও ঈদের দিন থেকে সপ্তাহ জুড়ে বিভিন্ন বয়সের মানুষের পদচারনায় মুখরিত থাকে পার্কের অভ্যন্তর।

মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম জানান, ঈদের বিনোদনের জন্য বিনোদনের স্থানগুলি পরিপুর্ণ হয়েছে। বিনোদন প্রিয় মানুষের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন ও আনসার সদস্যরা কাজ করছে। স্ব-স্ব উপজেলা প্রশাসন নিরাপত্তায় কাজ করছে। আমি নিজেও কায়েকটি স্থান ঘুরে দেখেছি। সকলে নির্বিগ্নে চলাফেরা করছে।




কোটচাঁদপুরে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও মটর সাইকেল ছিনতাই

দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুরের ঘাঘা- জালালপুর সড়কের বালুখোলা নামকস্থানে এ ঘটনা।

ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, গতকাল  শুক্রবার (২১ এপ্রিল) তারিখ বিকেলে তালসারে গিয়েছিলাম জামাই বাড়ি। ওইদিনই সন্ধ্যা রাতে আমার গ্রামের বাড়ি জালালপুর ফিরছিলাম।

পথিমধ্যে ঘাঘা- জালালপুর সড়কের বালুখোলা নামকস্থানে আসার পর দুই জন ধারালো দা দেখিয়ে আমার গতিরোধ করে।  ছিনিয়ে নেন আমার মোবাইল,নগদ ৭ হাজার টাকা আর মটর সাইকেলের চাবি। এরমধ্যে ওই স্থানে চলে আসে জালালপুর দর্গা পাড়ার কামরুল ইসলাম। তাঁর কাছে ছিল পালসার মটর সাইকেল।
সে আসার পর তাঁর কাছ থেকে মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যান।

তিনি বলেন, এ সময় আমি মটর সাইকেল থেকে নামতে গেলে,তারা আমাকে গুলি করে দিবেন বলে হুমকি দেন। এ ঘটনার পর কামরুল ইসলাম থানায় গিয়েছিল। আর আমার কাছ থেকে তালসার পুলিশ ফাঁড়ির অফিসার সব কিছু লিখে নিয়েছেন।

মটর সাইকেল দুই আরোহী কোটচাঁদপুরের জালালপুর গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ৩ টি মোবাইল ও মটর সাইকেল নিয়ে গেছেন বলে জানা গেছে।

তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজগর আলী বলেন, ঘটনা শোনার পর, আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম। সব কিছু শুনেছি। অভিযোগ করতে তাদের থানায় যাবার কথা ছিল। গেছেন কিনা জানা নাই।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) সিরাজ আলম বলেন,ওই ঘটনায়, এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ বা জিডি হয়নি।




এসএসসি পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে জিএসই অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

জিএসই অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ন্যূনতম এসএসসি, সর্বোচ্চ এইচএসসি পাস হতে হবে। বয়স ২৩ থেকে ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই বি আর টি কর্তৃক ইস্যুকৃত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কমপক্ষে তিন বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতাঃ ন্যূনতম ৫.৩ ইঞ্চি।

জিএসই অপারেটর হিসেবে যেকোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট থাকতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার নাগরিকত্ব সনদ পত্র থাকতে হবে।

কর্মস্থল

চট্টগ্রাম, ঢাকা, সিলেট, নীলফামারী (সৈয়দপুর)।

বেতন

বেতনঃ ঢাকা- ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা), চট্টগ্রাম- ২৮,০০০/- (আটাশ হাজার টাকা), সিলেট- ২৮,০০০/- (আটাশ হাজার টাকা)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা পুর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর কপি, ড্রাইভিং লাইন্সেসের কপি, অভিজ্ঞতার সনদসহ এইচ আর ডিপার্টমেন্ট, ইউ-এস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, ষষ্ঠতলা, বাসাঃ ০১, রোডঃ ০১, সেক্টরঃ ০১, উত্তরা, ঢাকা-১২৩০ বরাবর এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম এবং কর্মস্থলের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৬ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




আইওটি ইকোসিস্টেমের জন্য কোয়ালকম আনছে নতুন চিপসেট

জার্মানির হানওভার মেস ট্রেড মেলাতে এবার কোয়ালকম একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিল। মূলত শিল্প-প্রতিষ্ঠানে নানা অ্যাপ্লিকেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা একটি চিপসেট তৈরি করছে। আইওটি ডিভাইস সারাবিশ্বেই আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এজন্য তারা একাধিক নতুন চিপও নিয়ে এসেছে। কিন্তু এই কটিতেই তারা সন্তুষ্ট নয়। আস্তে আস্তে এই প্রযুক্তি ক্রমেই এগিয়ে চলেছে। আর যুক্ত হচ্ছে নতুন সব সুবিধা।

আইওটি অ্যাপ্লিকেশনে ভিডিও কোলাবোরেশন, ক্লাউড গেমিং, রিটেইল এবং আরও অনেক বড় পরিসরের কাজ যুক্ত হচ্ছে। সবকিছু বিবেচনায় কোয়ালকম আরও পাওয়ারফুল চিপ আনার চেষ্টা করছে।

নতুন QCS8550 ও QCM8550 মডেলের এই প্রসেসর দুটিতে সর্বোচ্চ কম্পিউট পাওয়ার দেওয়া হয়েছে। এসব প্রসেসরে ওয়া-ফাই ৭ প্রযুক্তি তো থাকছেই। একইসঙ্গে আরও ভালো গ্রাফিক্স ও মিডিয়া পার্ফর্ম্যান্স পাওয়া যাবে। ফলে অটোনোমাস মোবাইল রোবোট এবং ইন্ডাস্ট্রিয়াল ড্রোন পরিচালনা হবে আরও সহজ। হাতে ধরা কোনো কম্পিউটইং ডিভাইস দিয়ে নিখুঁতভাবে পরিচালনার ক্ষেত্রে অবশ্য খুব কম প্রসেসরই এখনো রয়েছে।

নেটওয়ার্ক ফাংশনের কথা বিবেচনায় মাল্টি গিগাবিট স্পিড, অতিরিক্ত রেঞ্জ এবং লো-ল্যাটেন্সি নিশ্চিত করা হয়েছে। আইওটি অ্যাপ্লিকেশনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আরও নিঁখুততার দিকে এগিয়ে যাওয়ার এই ঘোষণা একটা সুখবরই বটে।




আলমডাঙ্গায় ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে এসব চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ওই চোরচক্রের সদস্যদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। চুরির ঘটনায় গতকাল শুক্রবার দুপুর ১টায় প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান।

গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ওই চোরচক্রের সদস্যদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ । পুলিশের হাতে আটক হওয়া তিন চোরের বাড়ি উপজেলার হারদি ইউনিয়নের ওসমানপুর গ্রামে।

থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ওসমানপুর-দক্ষিণপাড়া এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে। এমন খবরের পরিপ্রেক্ষিতে প্রাগপুর ফাঁড়ির একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবজেল মন্ডলের ছেলে ওহিদুল মন্ডল (৪০), মহাসিন বুড়োর ছেলে গোলাম রসুল (৩৮), নুর মোহাম্মদের ছেলে খালেক আলী (৪৫)কে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আটক হওয়া চোরদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।