দামুড়হুদা কাদিপুরে কিতাব আলী হত্যা মামলার রহস্য উদঘাটন

দামুড়হুদা উপজেলার কাদিপুরে মাদক ব্যবসায়ী কিতাব আলীকে (৪৮) কুপিয়ে ও গলাকেটে হত্যা মামলার ৩জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজনই হত্যা ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।

গত বৃহস্পতিবার (২০) এপ্রিল রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুই আসামি বিজ্ঞ আদলতে ফেীজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। গতকাল শুক্রবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের স্কুলপাড়ার শাহাবুদ্দিন শাবুর ছেলে জাহাঙ্গীর (৩৮), একই পাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৪) ও লোকনাথপুর মাঝেরপাড়ার মিলন হোসেনের ছেলে হাফিজুর (২০)।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘হত্যা মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ৩ জনকে গ্রেপ্তার ও হত্যা রহস্য উদঘাটন করা হয়েছে। ডিবি ও থানা পুলিশের একাধিক টিম হত্যা রহস্য উদঘাটনে কাজ করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে কিতাব আলী তাদের পরিচিত ছিলো। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কিতাব আলী ও আসামিরা ঘটনাস্থলে বসে গাঁজা সেবন করে। এসময় টাকা পয়সার লেনদেন নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কিতাব আলীর সঙ্গে থাকা একটি হাসুয়া কেড়ে নিয়ে আসামি সাইফুল ইসলাম, জাহাঙ্গীর ও হাফিজুর তাকে কুপিয়ে জখম করে। পরে গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে জাহাঙ্গীর ও হাফিজুর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গ্রেপ্তারকৃত তিন জনকেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের মাঠ থেকে কিতাব আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানায় ৩০২/৩৪ ধারায় মামলা রুজু হয়। যার নম্বর ১০




গাংনীতে বেপােরােয়া মােটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজারে মােটরসাইকেলের ধাক্কায় সাদিয়া খাতুন (১০) নামের এক শিশু মারা গেছে।  শিশু সাদিয়া মেহেরপুরে গাংনী উপজেলার বাওট গ্রামের বাজার পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।

শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশু সাদিয়া বাড়ির পাশে সড়ক পার হচ্ছিল। এসময় বেপােরােয়া গতিতে যাওয়া একটি মােটরসাইকেলে তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে ও পরে সেখান থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।




দামুড়হুদা মুক্তারপুরে এমপির তহবিল থেকে ঈদ সামগ্রী বিতরণ

দামুড়হুদা মুক্তারপুরে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সাবেক হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার (সেলুন) এর ব্যক্তিগত তহবিল থেকে দুঃস্হদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর ৮ নং ওয়ার্ডে অসহায় দুঃস্থদের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও উপজেলা যুবলীগ নেতা শেখ হাফিজুর শামসের। বিশেষ অতিথি ছিলেন মোক্তারপুর গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাবেক ছাত্র নেতা ও সাংবাদিক শেখ হাতেম, আওয়ামী লীগ নেতা জিবরাঈল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক হুইপ জননেতা সোলাইমান হক জোয়ার্দার সেলুন এমপি মহোদয় এর পক্ষ থেকে সদর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের অসহায় দুঃস্থ মানুষের জন্য ৫০০ পেকেট ঈদসামগ্রী উপহার প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাফিজুর শামসের বলেন- বর্তমান উন্নয়নমুখী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ খেঁটে খাওয়া মানুষ যাতে আনন্দ চিত্তে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারে সে জন্য তিনি আন্তরিক এবং দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় জননেতা সেলুন জোয়ার্দার এমপি মহোদয় নিজস্ব তহবিল হতে এ সামান্য ঈদ উপহার দিয়েছেন আপনারা তা সাদরে গ্রহণ করুন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ দামুড়হুদা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

চুয়াডাঙ্গা ২ আসনে যিনিই নৌকার মাঝি হবেন আমরা ঐক্য বদ্ধ ভাবে তিনাকে (নৌকাকে) বিজয় করবো ইন্নশাল্লাহ্। ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবলীগ নেতা মোঃ মিনারুল ইসলাম।




দামুড়হুদায় ওরা বন্ধু সংঘ’র পক্ষ থেকে নিন্মআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার

দামুড়হুদা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ” ওরা বন্ধু সংঘ’র পক্ষ থেকে এলাকার দরিদ্র,অসহায়, প্রতিবন্ধী,বিধবা ও নিন্মআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে ঈদপূর্বে ঈদ সামগ্রীর এ উপহার সামগ্রী সেমাই, সুজি,চিনি, সাবান,শ্যাম্পু, লবন, তেজপাতা, বাদাম,কিসমিস, আলু,পেয়াজ ও রসুন পৌঁছে দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি সাংবাদিক তানজীর ফয়সাল, উপদেষ্টা মন্ডলীর সদস্য,ইমরান হোসেন ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মিরাজুর ইসলাম মিরাজ।ঈদ সামগ্রী বিতরণ কালে সভাপতি তানজীর ফয়সাল বলেন, ২০০৩ সালের জানুয়ারিতে সম্পুর্ন অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছিলেন।আর এর পর থেকেই শুরু হয় সংগঠনটির পথচলা।

সংগঠনটি প্রতি বছরের শীত মৌসুমে শীতবস্ত্র ,মাক্স বিতরণ কার্যক্রম পালন করে থাকেন।পাশাপাশি ঈদ পূর্বে ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কাজ করে সংগঠনটি কাজ করে চলছে।তারই ধারাবাহিকতায় প্রবিত্র ঈদুল-উল ফিতর-২০২৩ উদযাপন ও ঈদুল ফিতরের আনন্দধারা সকলকের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ” ওরা বন্ধু সংঘ’র ঈদ সামগ্রী বিতরণের ছোট্ট প্রয়াস।

আগামীতেও সংগঠনটির এমন কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন,প্রিয় সংগঠন ” ওরা বন্ধু সংঘ’র পাশে থেকে যারা ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমকে সহজ ও স্বার্থক করেছেন তাদের প্রত্যেকের আন্তরিকভাবে ধন্যবাদ।” ওরা বন্ধু সংঘ ” আগামীতেও সমাজের কল্যাণে কাজ করে যাবে জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহব্বান জানান।

প্রসঙ্গত- দামুড়হুদা উপজেলার দশমী,হাউলী, দেউলী,চিৎলা সহ বিভিন্ন এলাকার প্রায় ৩৫টি পরিবারের মাঝে ঈদ পূর্বে” ঈদ উপহার ” সামগ্রী বিতরণ করা হয়।দীর্ঘদিন সংগঠনটি সমাজের নিন্ম- মধ্যবিত্ত মানুষের সহযোগীতা করে আসছেন।ফলে সংগঠনটির কার্যাবলীরতে সর্বমহলে হচ্ছে প্রশংসিত




চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় ছিন্নমূল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গতকার বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজে কেন্দ্রীয় শহিদ মিনারে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে, সমাজের ছিন্নমূল শিশুদের মাঝে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলের সার্বিক সহযোগিতার ঈদ উপহার বিতরন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, ইমরান আহাম্মেদ, আরফিন সজিব, পাপন আহামেদ সবুজ, আদিব জোয়াদ্দার, ফারহান রাব্বি,আব্দুস সালেকিন,তানজিল তন্ময়, সাহেদ,আহাদ, সাব্বির, রাইসুল, আশিক,সাওন, ঈমন, অনিক, রোমেল, আল-মামুন প্রমুখ।




দামুড়হুদা স্পের্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদা স্পোটিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় দামুড়হুদা রুপকথা কফি হাউজে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ডিএফএ এর সভাপতি ইখলাছ উদ্দিন সুজন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজান আলী, কোচ ম্যানেজার শহীদ আজম সদু। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাতেম, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সহসাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ সন্জু। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, জেলার সাবেক কৃতি খেলোয়াড় ও দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সদস্য জাকির হোসেন, আশাদুল হক, ইমরান, আশাদুল হক আশা, আরশাদ, মিঠু, সাবেক খেলোয়াড় আ: ওয়াহেদ, সুমনসহ ক্লাবের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সদস্য ইখতিয়ার উদ্দিন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি ইখলাছ উদ্দিন সুজন বলেন, পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাবে এবারের ঈদ হয়ে উঠুক আরও প্রাণোচ্ছল ও উপভোগ্য। এসময় তিনি চুয়াডাঙ্গা জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায়, ঈদ মোবারক।




মেহেরপুরে আমরা’৮৫ সংগঠনের প্রয়াত সদস্যের স্মরণে ইফতার ও দোয়া অনুষ্ঠান

মেহেরপুরে সামাজিক সংগঠন আমরা’৮৫, মেহেরপুর এর আয়োজনে সংগঠনের ০৭ জন প্রয়াত সদস্যের স্মরণে ইফতার ও দোয়া অনুষ্ঠান করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার সময় মেহেরপুর শহরের হোটেলবাজার সংগঠনের অফিসে আমরা’৮৫, মেহেরপুরের উপদেষ্টা লে. কর্নেল (অব.) আলী রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সামসুল আযম লিন্টু, উপদেষ্টা ডা জে পি আগরওয়ালা সপ্পু, সহ সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুদ রেজা।

কোষাধ্যক্ষ মাহবুবুল হক মন্টু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আশিকুজ্জাম সবুজ, অঞ্চল ভট্টাচার্য্য, জুলফিকার আলী, আবুল হাসান মিঠু, শামীমুল ইসলাম, ওয়াহেদ মুরাদ সেন্টু, মোমিনুল হক, রাজ্জাক প্রমূখ।

পরে সংগঠনের সদস্য রফিকুল আলম প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া পরিচালনা করেন।




মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের মাঝে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পক্ষ থেকে ঈদ- উল-ফিতরের ঈদ উপহার সামগ্রী দেওয়ার আয়োজন করা হয়।

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম উপস্থিত থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ছাত্র-ছাত্রীদের কিছু খাবার, তাদের মায়েদের জন্য শাড়ি এবং তাদের পছন্দমত জামা কাপড় কেনার জন্য নগদ অর্থ প্রদান করে।




সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল)। দিনভর নানা জল্পনা-কল্পনার পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। খবর আরব নিউজের।

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ঈদুল ফিতরের ছুটি ২১ এপ্রিল থেকে শুরু হবে। ছুটি থাকবে চারদিন। আগামী ২৫ এপ্রিল থেকে নিয়মিত সময়ে কাজ শুরু হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলিমদের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছিল সৌদির চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ২৯ রোজায় শেষ হলো পবিত্র রমজান মাস। শুক্রবারই ঈদের খুশিতে মেতে উঠবেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী মুসলিমরা।

তবে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদ উযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত আটটি দেশ। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।

শনিবার ঈদ উদযাপনের বিষয়ে মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ বলেছেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন।

মালয়েশিয়ার মতো চাঁদ দেখা যায়নি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। তারাও ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কমপাস।

এশিয়ার আরেক দেশ ব্রুনেইও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই, এমন কথা জানিয়েছিলেন ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ।
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) এক বিবৃতিতে জানায়, এই বিবৃতি ঈদুল ফিতরের সঠিক তারিখ নির্ধারণের উদ্দেশ্যে নয়। কারণ এটি আইনগত ও বৈজ্ঞানিক বিবেচনাসহ বিভিন্ন কারণে দিয়ে প্রভাবিত। এ বিবৃতিটির উদ্দেশ্য হলো, চাঁদ দেখার বিষয়ে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা।
বিবৃতিতে বলা হয়, সূর্যাস্তের পর ক্ষণিকের জন্য আকাশে অর্ধচন্দ্রের উপস্থিতি এর দৃশ্যমানতার জন্য নির্ভরযোগ্য সূচক নয়। অর্থাৎ, সূর্যাস্তের পর সামান্য সময়ের জন্য আকাশে চাঁদ উঠলেও তা দেখা যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

আইএসি বলেছিল, পুরোনো এবং নতুন সব মানদণ্ড বলছে, আরব বিশ্ব থেকে বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। এই প্রত্যাশা কোনো ব্যক্তি বা দলের মতামত নয়, বরং বিশেষজ্ঞদের ঐকমত্য। সব বৈজ্ঞানিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা বলতে করতে চাই, বৃহস্পতিবার আরব বা ইসলামিক বিশ্বে খালি চোখে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়, এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও সম্ভব নয়।

আমিরাতভিত্তিক সংস্থাটি জানায়, যেসব দেশে খালি চোখেই চাঁদ দেখা যায় বা এশিয়ার দেশগুলো, যারা টেলিস্কোপ দিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করে; ধারণা করা হচ্ছে, সেসব জায়গায় রমজান মাস ৩০ দিন হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)।

কিন্তু শেষপর্যন্ত আইএসি’র ধারণা ভুল প্রমাণ করে বৃহস্পতিবারই সৌদির আকাশে উদয় হলো ঈদের চাঁদ।




‌মেহেরপুরের রাইপুরে প্রবাস ফেরৎ এক ব‌্যক্তি‌কে কু‌পিয়ে হত‌্যা

পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপ‌জেলার রাইপুরে শ‌রিফুল ইসলাম (৪০) না‌মের এক প্রবাস ফেরত যুবক‌কে কু‌পিয়ে হত‌্যা করেছে প্রতিপক্ষরা।

আজ বৃহস্প‌তিবার সন্ধ‌্যা ৭টার দি‌কে মেহেরপুর জেনারেল হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। এর আ‌গে বিকাল ৩টার দি‌কে তা‌কে এ‌লোপাতা‌ড়ি কু‌পি‌য়ে জখম করে একরামুল হকসহ কয়েকজন দূর্বৃত্ত। নিহত শ‌রিফুল ইসলাম রাইপুর খা পাড়ার বাবর আলীর ছে‌লে।

স্থানীয় কাবুল মেম্বর জানান, তিন বছর আগে বিদেশে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আকছেদ আলীর ছে‌লে মোঃ এনামুল হক ওরফে খোকনের সা‌থে শ‌রিফু‌লের শত্রুতা তৈ‌রি হয়। এর পর শ‌রিফুল দুবাইয়ে চলে যায়। গত দুই মাস আগে শ‌রিফুল দে‌শে ফি‌রে আসে। আজ বিকা‌লে শ‌রিফুল মা‌ঠ থে‌কে বা‌ড়ি ফি‌রে আসার পথে এনামুল হক খোকন কৌশলে হাতিকাটার মোড়ে ডেকে নিয়ে সেসহ ক‌য়েকজন হাসুয়া দিয়ে এ‌লোপাতা‌ড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ‌জেনা‌রেল হাসপাতা‌লে ভর্তি করে। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ও‌সি সাইফুল ইসলাম ব‌লেন, ঘটনার পর থে‌কে আসামী আ‌মিনুল ইসলাম খোকন পলাতক রয়েছেন। তা‌কে আটকের চেষ্টা চলছে। এঘটনার আর কেউ জ‌ড়িত আছে কিনা তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন‌্য হাসপাতাল ম‌র্গে রাখা হয়েছে।