মুজিববনগরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন

শুভ্রতা ছুঁয়ে থাকুক মননে, স্নিগ্ধ আলোয় জুড়িয়ে যায় দুচোখ,প্রাণের সঞ্চার উদ্বেলিত হোক নতুন বছরে।অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং সব অশুভ শক্তিকে বিদায় জানাতে বর্ণিল আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মুজিবনগরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এর নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানিকনগর ডিএস আমিনিয়া দাখিল মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয় ।

মঙ্গল শোভাযাত্রায় মুুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা কৃষি অফিসার আঃ মোমিন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রকিবউদ্দীন, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী স্টেশন অফিসার শাহাজাহানসহ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।




চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় পালিত হলো বাংলা নববর্ষ-১৪৩০ উৎসব।

শুক্রবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি ও মঙ্গল শোভাযাত্রা বাহির হয়। র‍্যালিটি চুয়াডাঙ্গা জেলা বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় তিনি বলেন বাঙালি জাতির ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে বাংলা নববর্ষ উৎসব। পহেলা বৈশাখ-১৪৩০ বঙ্গাব্দ। বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর। পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে, নববর্ষ এলো সাফল্যের দ্বার খুলে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা! শুভ নববর্ষ-১৪৩০।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন। এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান সহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




অ্যান্ড্রয়েডের জন্যও সেটিংসে সার্চ বার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মুঠোফোন ব্যবহারকারীদের জন্য সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে বিভিন্ন তথ্য খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। আইফোনে ইতিমধ্যে এ সুবিধা চালু রয়েছে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন এ সুবিধা চালুর জন্য এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিকভাবে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য এ সুবিধা চালু করা হবে।

জানা গেছে, চালু হতে যাওয়া সার্চ বারে কোনো বিষয়ে তথ্য খোঁজ করলে ব্যবহারকারীদের উপযোগী বিভিন্ন উত্তর দেখাবে হোয়াটসঅ্যাপ। ফলে অ্যাপটির বিভিন্ন সুবিধা জানার পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে দ্রুত তথ্য পাওয়া যাবে। শিগগিরই এ সুবিধা চালু হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




মেহেরপুরে বর্ণিল আয়োজন বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন

বর্ণিল আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মেহেরপুরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করা হয়েছে।

বর্ষবরণকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি শিল্পকলা মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম।

শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: রাফিউল আলম পিপি এম সেবা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মহা: আব্দুস সালাম, স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা—উল—জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল বাকী, মেহেরপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা সমাজসেবা অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।

পরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




নতুন বিতর্কের মুখে স্বস্তিকার ‘শিবপুর’

স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘শিবপুর’ ছবি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে স্বস্তিকার অভিযোগ দিয়েই বিতর্কের সূত্রপাত। স্বস্তিকা অভিযোগ করেছিলেন ই-মেইলে তার নগ্ন ছবির নমুনা পাঠিয়েছিলেন সন্দীপ। এই অভিযোগ নিয়ে পুলিশ এবং ইম্পার দারস্থও হয়েছিলেন স্বস্তিকা।

তবে এবার নতুন বিতর্ক হল এই ছবির আরেক প্রযোজক অজন্তা সিং রায় জানান, সব গণ্ডগোলের শুরু ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যর হাত ধরেই! আর তাই অজন্তা চারু মার্কেট থানায় অরিন্দমের নামে অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ মাধ্যমকে শিবপুর ছবির অন্যতম প্রযোজক অজন্তা জানান, এই ছবি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সন্দীপ। তিনি সংবাদ মাধ্যমকে আরও জানান, ‘সন্দীপ নিজে ইমেলগুলো পাঠান নি। পাঠিয়েছিলেন রবি শর্মা নামক এক রহস্যময় ব্যক্তি। তবে সন্দীপও সিনেমার স্বার্থে নাম সরিয়ে নেন।’

অজন্তা আরও জানান, ‘স্বস্তিকার সঙ্গে পরিচালক অরিন্দম আমাদের যোগাযোগ করতে দেননি। শুধু তাই নয়, বিগত এক বছর ধরে আমার থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন তিনি। এমনকী, প্রযোজনা সংস্থা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে অরিন্দমের নামে।’

অন্যদিকে সংবাদ মাধ্যমকে অরিন্দম জানিয়েছেন, ‘সে রকম কিছুই হয়নি। বৃস্পতিবার বিকালে আমরা দু’পক্ষই থানায় যাব। কোনও সিদ্ধান্ত হলে তার পর এই বিষয়ে কথা বলব।’

এ বিষয়ে ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। এর আগে ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানিয়েছিলেন, দুই পক্ষের বক্তব্য শুনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্বস্তিকা জানিয়েছেন, এই ছবি সংক্রান্ত কোনও প্রচারমূলক কাজে তিনি আর যুক্ত থাকবেন না।

সূত্র: ইত্তেফাক




ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে দুই পত্রিকার সাংবাদিককে হুমকি

বহুল আলোচিত মাদক ব্যবসায়ী আলমডাঙ্গার ঘণা শ্যামের খুটির জোর কোথায় জনমনে প্রশ্ন।সে এখনো পর্যন্ত বীরদর্পে ঘুরে বেড়ালেও আইনির আওতায় আনতে পারেনী প্রশাসন।এই ঘনা শ্যামের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এ সংবাদের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে দুই পত্রিকার সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে।এবং নিজে বার্চার জন্য স্হানীয় একটি পত্রিকায় প্রতিবাদও দিয়েছে।কে এই ঘনা শ্যাম তার বিরুদ্ধে একাধিক মাদক ব্যাবসায়ীর সাথে সংখ্যাত রয়েছে তার প্রমান আছে সাংবাদিকদের কাছে।

গত কয়েক মাস আগে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলোচিত মাদক ব্যাবসায়ী রশিদের বাড়িতে অবস্থান নেয়। রশিদের বাড়িতে সাংবাদিকদের দেখে পালোনোর চেষ্টা করে। শেষ পযন্ত তার শেষ রক্ষা হয়নি। ঘণা শ্যাম বলেন রশিদ আমার ব্যাবসায়ীক পার্টনার সে জেলে আছে তার জন্য কিছু বাজার ঘাট করে নিয়ে এসেছি।তার এ সব কথা ভিডিও ধারন করা আছে। ঘনা শ্যাম আরও বলেন দর্শনা থানার ওসি লুৎফুল কবির আমার পৃর্বের পরিচিত আমি তার বাজার ঘাট থেকে শুরু করে তার দেখাশুনা করি। আমি মাঝে মাঝে কিছু ফেনসিডিলের চালান ধরিয়ে দিয়। সেই সুবাদে আমার সাথে লুৎফুল কবিরের সম্পর্ক। এই ঘনা শ্যামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বাড়ি। সে প্রতিদিন মটরসাইকেল নিয়ে সকালে রাত্রে দর্শনায় চলে আসে। তাহলে কি কারনে দর্শনায় আসে জনমনে প্রশ্ন জেগেছে সাধারন মানুষের। প্রশাসনের কাছে জোর দাবি তাকে গ্রেফতার করে আইনির আওতায় নিয়ে আসলে বেরিয়ে আসবে আসল রহস্য।

গত ৮ এপ্রিল ফেইবুকে দুজন সাংবাদিকদের নাম ছবি সহ শ্রী অন্তর বিশ্বাস নামের একটি ফেইসবুক পেজে এ হুমকি প্রদান করেন। এ ঘটনায় দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানানো সহ মাদক ব্যবসায়ী ঘণা শ্যামের গ্রেফতারের দাবি জানিয়েছে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক নের্তৃবৃন্দ সহ সকল সদস্যরা।

ফেইসবুকে গত ৮ এপ্রিল দুপুর ১ টার দিকে মামুন ও চন্ঝের বিরুদ্ধে আপত্তিকর পোষ্ট দেয়।যাতে করে চরমভাবে ক্ষুন্ন হয় মান। বিষয়টি সাংবাদিক মহলে জানাজনি হলে প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিক মহল।

এ ঘটনায় অভিযুক্ত ঘনা শ্যামের শাস্তি ও গ্রেফতারের দাবিতে দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধায় দর্শনা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে আলোচনা করেন, দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আওয়াল হোসেন, সদস্য ওসমান আলী, চঞ্চল মেহমুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, কার্যনির্বাহী সদস্য ওসমান আলী, ফরহাদ হোসেন, প্রমুখ।




সবচেয়ে দামি ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের চেয়েও দামি ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। ইতোমধ্যে আইপিএলের মালিকপক্ষের সঙ্গে কথা বলেছে সৌদি সরকারের প্রতিনিধি দল। প্রস্তাবিত এই টুর্নামেন্টে ভারতের খেলোয়াড়েরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে খেলাধুলায় প্রচুর বিনিয়োগ করছে সৌদি আরব। ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় মরুর এই দেশটি। আর তাই আন্তর্জাতিকভাবে নিজেদের ইমেজ বাড়ানোর চেষ্টা করছে তারা। সৌদি আরবের ক্রিকেটে আগ্রহী হওয়ার খবরটি নিশ্চিত করেছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

সৌদি আরবের বিনিয়োগ ক্রিকেটের প্রতি দেশটির তরুণদের আগ্রহ করে তুলবে বলে মনে করেন বার্কলে। তিনি বলেন, ‘তারা অন্য যেসব খেলার সঙ্গে জড়িত, সেসব দেখে বোঝা যায়, ক্রিকেটটা আগ্রহ তৈরি করবে। খেলাধুলায় তারা যেভাবে এগিয়ে আসার চেষ্টা করছে, তাতে ক্রিকেট সৌদি আরবের জন্য মানাসই হবে। খেলাধুলায় তারা বিনিয়োগ করতে আগ্রহী এবং আঞ্চলিকভাবে তাদের অবস্থান যেমন, তাতে ক্রিকেটই সম্ভাবনাময়।’

সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড




বামন্দী ইউনিয়ন পরিষদে উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ উদযাপন

‘যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক’ পুরাতনকে পিছনে ফেলে বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখ। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদে নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৪ই এপ্রিল) সকালে বামন্দী ইউনিয়ন পরিষদের উদ্যােগে বাংলা নববর্ষ ‍উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় নববর্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, বামন্দী ইউনিয়ন পরিষদের সচিব মনিরুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সমস্ত সদস্যবৃন্দরা।

বাংলা নববর্ষের ইতিহাস, ঐতিহ্য ও উদযাপনের রীতি-নীতি নিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল। তিনি তার বক্তব্য বলেন, বামন্দী ইউনিয়ন সহ সারাদেশের সকল বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি সাংস্কৃতির রয়েছে নিজস্ব ইতিহাস। পহেলা বৈশাখ বাঙালির গৌরব ও ঐতিহ্যের সাথে সাদৃশ্য। তাই এদিনের গুরুত্ব অনেক। পহেলা বৈশাখের মাধ্যমে সকল বাঙালির ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক।




মেহেরপুরে উই হাটবাজারের উদ্বোধন

মেহেরপুরে We HatBazar এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর বড়বাজার চৌরাস্তার মোড় চেম্বার অফ কমার্সের সামনে মানবী বুটিকসে We HatBazar এর উদ্বোধন করা হয়।

এক ঝাক নারীর উদ্যোক্তা সমন্বয়ে We HatBazar  আজ থেকে পথ চলা শুরু করল নারীর উদ্যোক্তারা হলেন ফারজানা জেসমিন, রাহাতুল নেছা, খালেছা আক্তার টুসি, আশরাফিয়া আফরোজ, রেহানা মান্নান, এঞ্জেল মিলি, প্রত্যাশা পাল, আনজুম লাকি, তাসমিম রুশদি, মাহফুজা খাতুন, সেলিনা খাতুন সহ আরও  আনেকেই।

We HatBazar যেসব পণ্য পাওয়া যাবে তাহলে জবের ছাতু, উৎকৃষ্ট মুড়ি, থ্রি মিক্সড আটা, চিয়া সীড, জিংক চাল, মরিঙ্গা পাউডার, উৎকৃষ্ট স্পেশাল মসলা, বিভিন্ন ধরনের মধু, বিভিন্ন ধরনের আচার, বটিক থ্রি পিস, বাচ্চাদের ড্রেস, হাতের কাজের ড্রেস ইত্যাদি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাবে।




গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাস ফেরতের মৃত্যু

গরুর গোয়াল ঘরে বিদ্যুতের লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দুবাই প্রবাস ফেরৎ হাবিবুর রহমান (৪৫)। নিহত হাবিবুর রহমান গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বিজিবি ক্যাম্প পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১০ টার সময় বাড়িতে গোয়াল ঘরের বিদ্যুতের লাইন টানতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমানের বড় ভাই হাফিজুর রহমান বলেন, বাড়ির পাশে নিজের গরুর জন্য গোয়াল ঘর ঘরের জন্য বিদ্যুতের তার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাবিবুর রহমান। তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্্র নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন। তিনি বলেন, হাবিবুর প্রবাস থেকে ফিরে এসে টাইলস ও রাজমিস্ত্রির কাজ করছিলেন। আবারও বিদেশ যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্্রর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আবীর হাসান বলেন, হাসসপাতালে আসার আগেই মারা গেছেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল নিয়েছে।