মেহেরপুরের বিপনি বিতানগুলোতে চলছে শেষ মূহুর্তের বিকিকিনি

বৈশ্যিক সমস্যা করোনার কারণে সারাদেশের ন্যায় গত দুই বছর থমকে যাওয়া মেহেরপুরের ঈদ বাজার এখন জমজমাট বিকিকিনি। বিপনী বিতানগুলোতে সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনা।

ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রঙের আলোয় সেজেছে বিপণি বিতান গুলো। জমে উঠেছে কেনাবেচা। ২১ টি রোজার পার হলেও যেনো ক্রেতাদের ভীড় কমছেনা। পছন্দের পোশাক কিনতে জেলা ও উপজেলা শহরে ভিড় করছেন ক্রেতারা।

শুধু পোশাকের দোকান নয়, ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে কসমেটিক্স দোকানগুলোতে। তবে ক্রেতা এবং বিক্রেতাদের উভয়ই একই অভিযোগ আগের তুলনায় সকল পণ্যের দাম বেশি।

বিক্রেতারা বলছেন, গত দুই বছর করোনা কারণে দোকানে তেমন ব্যবসা করা যায়নি। এ বছর পুরোদমে ব্যবসা করতে পারছেন তারা। দ্রব্যমূল্যের দাম বেশি হওয়াই কিছুটা ব্যবসা কম হচ্ছে, এরপরও খুশি তারা।

ফাহাদ তার নানি ও মায়ের সাথে মেহেরপুর শহরে এসেছে ঈদের মার্কেট করতে। ফাহাদের মা ফাহমিদা বলেন, ছেলে একটা প্যান্ট এবং শার্ট দেখে খুব পছন্দ করেছিল। ছেলেকে পরিয়ে দিই শরীরে ফিটিং হয়েছে কিনা। তার খুব পছন্দ হয়েছে। কিন্তু সেই প্যান্ট এবং শার্ট অবশেষে বেশি দামে কিনে নিতে হয়েছে।

রাজাপুর গ্রামের সীমা খাতুন এসেছে মেহেরপুর শহরের বড়বাজার এলাকার হাজী রাবেয়া মার্কেটে। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছরে সব কিছুর দাম বেশি। আমার দুই ছেলে মেয়ের পছন্দমত জামা কাপড় কিনতে গিয়ে ১০ হাজার টাকা মত খরচ হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত নিজেদের জন্য সেই ভাবে কিছু কিনতে পারিনি।

সদর উপজেলার সোনাপুর গ্রামের আলফাজ উদ্দীন এসেছেন ঈদ মার্কেট করতে। অনেক বিপনি বিতানে ঘুরে কাহিল হয়ে পড়েছেন। অবশেষে বড় বাজারে এসেছেন কিছু কিনবে বলে। তিনি বলেন জামা প্যান্ট নেওয়ার জন্য বিভিন্ন দোকান ঘুরছি গত বছরের তুলনায় এ বছরে কাপড়ের দাম অনেক বেশি বলছে।

দারিয়াপুর গ্রামের আব্দুর রহমান ও সাবান আলী বলেন, ‘এ বছর পোশাকের আমদানি বেশি হলেও জিনিসের দাম একটু বেশি। দাম কিছুটা কম হলে, ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকত।’

পাটিপাতা কিডস এর স্বত্বাধিকার আতিক বলেন গতবারের তুলনায় মালামাল আমাদের বেশি রেটে কেনা পড়ছে। আমরা তুলনামূলক লাভ কম করে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি। মানুষ পাঁচটার জায়গায় দুইটা বা একটা কাপড় কিনছে। আমার কাপড়টা যেন আটকিয়ে না যায় সেজন্য কম লাভে দিয়ে দিচ্ছি।

হোটেল বাজার মাফীন ফ্যাশানের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বলেন, প্রতিটা জামাকাপড়ের উপর ২০০ টাকা হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। আমি গত ঈদের যে পরিমাণ মালামাল দোকানে তুলেছিলাম এবার সেই পরিমাণ মালামাল যদি আবার দোকানে তুলি তাহলে আমার এক্সটা ২ লক্ষ টাকা আরো বেশি লাগবে। তিনি আরো বলেন যে গত বৃহস্পতিবার থেকে কাস্টমাররা ঈদের কেনাকাটা শুরু করেছে। তবে অতিরিক্ত গরমে বেশিরভাগ কাস্টমার বিকেলে এবং ইফতারের পরে আসছেন।

বড় বাজার তানহা কসমেটিক্স এন্ড ফ্যাশান এর স্বত্বাধিকারী আবু তৈয়ব বলেন, বঙ্গবাজার দুর্ঘটনার প্রভাব আমাদের মেহেরপুরেও পড়েছে। যার কারণে প্রতিটি পোশাকের দাম একটু বেশি। তাছাড়া কাস্টমাররা সবসময়ই দোকানে আসছে এবং তাদের পছন্দ অনুযায়ী পোশাক কিনছে।

কাথুলি রোডে সোনিয়া স্টোরের স্বত্বাধিকারী মোঃ সামিউল ইসলাম ডালিম বলেন, সকল প্রকার প্রসাধনীর উপর ১০ থেকে ১৫ টাকা হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। এ সময় কসমেটিকসের পণ্য কিনতে আসা এক গ্রাহক বলেন আমি কিছুদিন আগে আমি কসমেটিক্সের এই পণ্যটা ৬০ টাকা করে কিনেছি সেই পণ্যটা এখন ৭০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম বলেন, ‘প্রতিটি মার্কেটেই সাদা পোশাকে পুলিশ থাকছে। বেশি সদস্য বাড়িয়ে ভ্রাম্যমাণ টিম মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আগামী দিনেও নিশ্চিন্তে মানুষ ঈদের বাজার করতে পারবে।’




মিরপুরে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারের পাশে ডা: ইফতেখার মাহমুদ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা: ইফতেখার মাহমুদ।

বসতবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এমন খবর শুনে গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বেলগাছী গ্রামে ছুটে যান। এসময় একেবারেই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে যাওয়া পরিবারের মাঝে ঘর তোলার জন্য ঢেউটিনসহ শিশু ও বয়স্কদের জন্য নতুন পোশাক এবং খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

ডা: ইফতেখার মাহমুদ বলেন, মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে চারটি, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবা। একসাথে দিতে পেরে পরম তৃপ্তি লাভ করলাম। গত দুদিেেন আটটি পরিবার সম্পুর্ন খোলা আকাশের নিচে দিনরাত কাটাচ্ছিলো। পরদিনই বিশেষ ব্যাগে খাদ্য সামগ্রী (চাউল, ডাল, আলু ও পেঁয়াজ) ভুক্তভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আটটি পরিবারের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, অসহায় পরিবারের মাঝে পরিধেয় কাপড় ও চিকিৎসা সেবা প্রদান করেছি। গরীব ও অসহায়দের মানবতার আহ্বানে যথাসময়ে সাড়া দেয়ার জন্য আমার পরিষদের সদস্যবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদ সবসময়ই অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা চেষ্টা করেছি আরও বিত্তবানদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

অসহায় পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইয়াসিন মাহমুদা স্মৃতি যুব পরিষদের আহবায়ক বিপুল হোসেন জানান, বেলগাছী গ্রামের আমির মির্জাসহ তার আশেপাশের বাড়ীঘর ও পানবরজে আগুন লাগে।আগুনে আটটি পরিবারের ক্ষতিসাধন হয়। এবং এই ৮ টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি ওইসব পরিবারের সদস্যরা। তাদের ঘর তৈরির জন্য ঢেউটিন ও নতুন পোশাক দেওয়া হয়েছে।

অসহায় ভুক্তভোগী জানান, পরনের কাপড় ছাড়া কিছুই নাই। মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই রইলো না। তবে এই দুঃসময়ে ঢেউটিন পেয়ে আপাততঃ ঘরের ব্যবস্থা করতে পারবো। ডা: ইফতেখার মাহমুদ স্যার আমাদের পাশে এসে দাঁড়ানোয় আমরা খুবই খুশি। এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামের আমির মির্জাসহ তার বাড়ীর আশেপাশে আটটি পরিবারের বসতবাড়ি সহ আশেপাশের কয়েক বিঘা জমির পানবরজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।




আলমডাঙ্গায় ভুট্টাক্ষেত ও পানের বরজে আগুন, ৫কোটি টাকার ক্ষতি

আলমডাঙ্গার খাদেমপুর মাঠে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩০০ বিঘা ভুট্টাক্ষেত ও পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, এতে অন্তত পাঁচ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল)  উপজেলার খাদেমপুর ইউনিয়নের বানাতখাল মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসসহ ৪টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোওয়ার্দী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

স্থানীয়দের অভিযোগ, বিস্তৃত মাঠের পাশে বানাত খাল দীর্ঘদিন পানিশূন্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। কৃষকদের পানের বরজে স্থাপন করা পানির সেচ পাম্প থেকে পানি উত্তোলন করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস জোয়াদ্দার জানান, সকাল সাড়ে ১০টায় হঠাৎ পানের বরজে আগুন দেখতে পান স্থানীয় কৃষকরা। মাঠে উপস্থিত কৃষকদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দীর্ঘ চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার সেন্টু মিয়া জানান, দুপুরে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ২টি ইউনিট ও আলমডাঙ্গার ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। তদন্ত করে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যাবে।




দামুড়হুদা থানা ফারিয়া‘র উদ্যেগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

দামুড়হুদা থানা ফারিয়া‘র উদ্যেগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা থানা ফারিয়া‘র সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি।

আজ  বৃহস্পতিবার বেলা ৫ টার দিকে দামুড়হুদা থানা ফারিয়া‘র আয়োজনে ক্যাফে রুপকথা হাউজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রবিত্র কোরআন তেলোয়াত করেন দামুড়হুদা মডেল থানার ইমাম হাফেজ মুফতি মাওলানা মামুনুর রশীদ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি অপেরেশন শফিউল আলম, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আ স ম দুদু ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন, দামুড়হুদা মডেল থানার এস আই শেখর চন্দ্র মল্লিক, এস আই তাপস কুমার, এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা ফারিয়ার সহসভাপতি গৌতম চন্দ্র মন্ডল দামুড়হুদা থানা ফারিয়ার অর্থ সম্পাদক ডালিম উদ্দীন, ক্রীড়া সম্পাদক আসাদুসজ্জামান আসাদ, সদস্য আবুবক্কর, ইমরান, আব্দুল খালেক, নয়ন, সোহেল, সাইদুরজামান, ফিরোজ, খুসবু, মেহেদী, ওমর ফারুক, রানাসহ দামুড়হুদা থানা ফারিয়ার সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা থানা ফারিয়ার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা থানা ফারিয়া যুগ্নসাধারণ সম্পাদক সাইদ উর রহমান।

প্রধান অতিথি দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন, এমন সন্দুর পরিবেশের একটি অনুষ্ঠানে সকলের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লেগেছে।সকল ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আছে বলেই আমরা যখন যে ওষুধ প্রয়োজন তখন সেই ওষুধ সংগ্রহ করতে পারছি।আপনারা মন খুলে কাজ করুন যে কোন সুবিধা অসুবিধা আমাকে প্রয়োজন মনে করলে আমি আপনাদের পাশে সব সময় আছি ইনশাআল্লাহ।

দামুড়হুদা থানা ফারিয়া‘র সভাপতি মোজাম্মেল হক বলেন, আমাদের আমন্ত্রণে আপনারা এসে আমাদের আনুষ্ঠানটিকে ধন্য করেছেন। আর আমাদের আশা সবার সঙ্গে সৌর্হাদ্যপৃর্ণ ব্যবহারের মার্ধ্যমে যেন কাজ করতে পারি তার জন্য দোয়া করবেন।




আলমডাঙ্গায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

আলমডাঙ্গা পৌর এলাকার রেল স্টেশন সংলগ্ন থেকে নেশাজাতীয় ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- পৌর এলাকার নওদা-বন্ডবিল গ্রামের কাহারপাড়ার মন্টুর ছেলে সজীব ওরফে ফজা (২৫) ও কালু বয়াতির ছেলে নিশান (২০)।

পুলিশ সূত্রে জানাযায়, বুধবার সন্ধ্যায় পৌর এলাকার রেল স্টেশন প্রাঙ্গণে দুই যুবক ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের খবর আসে পুলিশের নিকট। আলমডাঙ্গা থানার এসআই আমিনুর, এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মাদক বিক্রয়কালে দু’যুবককে হাতে-নাতে আটক করে। তাদের নিকট থেকে নেশাজাতীয় দ্রব্য ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এঘটনায় গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সংশ্লিষ্ট মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




গাংনীর বাওট বাধাগ্রস্থ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ

মেহেরপুরের গাংনীর বাওট বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের তিন শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়েছে।  আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বাওট বাধাগ্রস্থ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়।

রুরাল রিকন্ট্রাকশন সেন্টার( সিআরসি) কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাজিয়া সিদ্দিকা সেতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল আহমেদ। এসময় সিআরসি ও বিদ্যালয়ের পরিচালক এনামুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিথ ছিলেন।

প্রতি বছরের ন্যায় এবার ঈদের আগে ঈদ উপহার সামগ্রি পেয়ে খুশিতে বাড়ি ফেরেন প্রতিবন্ধী শিশু ও তার অভিভাবকরা। বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দরাও উপস্থিত ছিলেন।




স্নাতক পাসে নিয়োগ দেবে সোয়ান ইন্ডাস্ট্রিজ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র এক্সিকিউটিভ’পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র এক্সিকিউটিভ – কমার্শিয়াল।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ফ্রেশাররা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

ঢাকা ।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইলনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৮ মে, ২০২৩।

সূত্র : বিডিজবস।




গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদের ভিজিএফএর চাউল বিতরণ

গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফএর চাউল বিতরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চাঊল বিতরণের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে সুষ্ঠ ও সমভাবে চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ। ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭ হাজার ২৬জন উপকারভোগীদের মাঝে সরকারি এই খাদ্য সহায়তা ভিজিএফ বিতরণ করা হবে।

এসময় ইউপি সচিব, ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার আলাউদ্দীন আহম্মেদ, স্থানীয় ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।




আইওএসের জন্যও ভিপিএন যুক্ত করল অপেরা ব্রাউজার

অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস অপারেটিং সিস্টেমে বিল্ট ইন ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন যুক্ত করেছে অপেরা ব্রাউজার। ফলে ব্রাউজারে বাড়তি কোনো এক্সটেনশন যুক্ত না করেই আইফোন ব্যবহারকারীরা ভিপিএন সুবিধা ব্যবহার করতে পারবেন। আইওএসে নতুন এ সুবিধা চালুর মাধ্যমে নিজেদের সব সংস্করণে ভিপিএন সুবিধা যুক্ত করল অপেরা।

এক ব্লগ বার্তায় অপেরা কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এখন অপেরা ব্রাউজারে সুরক্ষা সুবিধাসহ ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। অপেরা ব্রাউজারের হোমপেজ থেকে এ সুবিধা চালু করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।

নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের আইপি ঠিকানা গোপন রাখার পাশাপাশি তথ্য এনক্রিপটেড আকারে আদান-প্রদান করা হবে।

ভিপিএন সেবা ব্যবহারকারীদের পরিচয় ও ব্রাউজিং ইতিহাসও গোপন রাখা হবে বলে জানিয়েছে অপেরা কর্তৃপক্ষ। অপেরা ব্রাউজারে ভিপিএন সুবিধা বিনা মূল্যে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, ২০১৯ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য প্রথম ভিপিএন সুবিধা চালু করে অপেরা।

সূত্র: গ্যাজেটস৩৬০




মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম শর্ট ফিল্ম

ক্রিকেটের বাইশ গজ থেকে রেস্টুরেন্ট, শেয়ার বাজার বা বিজ্ঞাপনের মডেল, কোন ক্ষেত্রে পা রাখেননি সাকিব আল হাসান? এবার অভিষেক হয়ে গেলো অভিনয় জগতেও। একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য সেই চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। সাকিব নিজেই গতকাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন খবরটি।

আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের শুটিং করেছিলেন সাকিব। সাকিব ছাড়া এতে আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদারসহ আরও গুণী অভিনেতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সব কাজ শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা। কাঙ্ক্ষিত মুক্তির পরই সাকিব ভক্তরা তাদের নায়ককে দেখতে পাবেন পর্দাতেও।

সূত্র: ইত্তেফাক