১৬ এপ্রিল কুষ্টিয়ায় চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

আগামী ১৬ এপ্রিল কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রোটারি ক্লাব অব কুষ্টিয়ার এডিশনাল গভর্নর অজয় সুরেকা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের খেয়া রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব কুষ্টিয়া’র রেগুলার মিটিং ও ইফতার মাহফিলের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

কুষ্টিয়া শহরের ব্যস্ততম সড়ক এনএস রোডের জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের নিচে (বার্মিজ গলিতে) এই ভিসা আবেদন কেন্দ্র চালু করা হবে।

অজয় সুরেকা বলেন, কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের সুবিধার্থে এখানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে। আর এর ফলে আশেপাশের জেলার মানুষের অনেক উপকার হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার গণ মানুষের নেতা মাহবুব আলম হানিফ এমপি মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হলে কুষ্টিয়াসহ আশপাশে জেলার মানুষের অনেক উপকারে আসবে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দু’দেশের চমৎকার সম্পর্ক বিরাজমান এবং ব্যবসা-বাণিজ্য প্রসারসহ সাহিত্য-সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে যথেষ্ট মিল রয়েছে দেশ দুটির। পাশাপাশি ভারতীয় হাইকমিশনার থেকে প্রাপ্ত অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়ায় যে সেবা দিয়ে যাচ্ছে তা কুষ্টিয়াবাসীর অনেক উপকারে আসছে।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট আবু হাসান লিটনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ডিস্ট্রিক্ট সেক্রেটারি সৈয়দা হাবিবা, লেফটেন্যান্ট গভর্নর মো. ওবাইদুর রহমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফখরুল আলম মিলন, প্রাক্তন সভাপতি মো. আকাম উদ্দিন ও হাজি মো. রফিকুল আলম টুকু, প্রেসিডেন্ট নমিনি (২০২৪-২৫) কেএম রুয়াইম রাব্বি, সেক্রেটারি তুষার বাবু রতন, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম রনি, আবদুল খালেক, জাহিদ চৌধুরী, অধ্যাপক অজয় মৈত্র, মহব্বত হোসেন, সাব্বির আনসারী প্রমুখ।
গত ২৩ ডিসেম্বর রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং শীঘ্রই এটি চালু করণের জন্য ঘোষণা দেন।

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান কুষ্টিয়াবাসির জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উন্নয়নের পুরোধা পুরুষ, আধুনিক কুষ্টিয়ার জনক মাননীয় সাংসদ কুষ্টিয়া-৩ জননেতা মাহবুব উল আলম হানিফ ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় কুষ্টিয়াবাসীর ভোগান্তি ও কষ্ট লাঘবের লক্ষ্যে, কুষ্টিয়ার প্রাণকেন্দ্র এন এস রোড,জেলা পরিষদ ভবনের নিচ তলায়, আগামী ১৬ই এপ্রিল,রোজ রবিবার উদ্বোধন হতে যাচ্ছে ভারতীয় ভিসা সেন্টার। তিনি বলেন, কুষ্টিয়াবাসির দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হবে। আর রাজশাহী বা যশোর যেয়ে কষ্টকরে ভিসা আনতে যাওয়া লাগবে না।




ঐতিহাসিক মুুজিবনগর দিবস উদযাপনে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা

আগামী ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপনে প্রস্তুতিমূলক সভা করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুুজিবনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মুুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রস্তুতি সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,,বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান মধু, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু,উপজেলা যুব মহিলা লীগ সভাপতি তকলিমা খাতুন, সম্পাদক তহমিনা খাতুন , উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজীব, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টুসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।




মেহেরপুরে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

শক্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠার ৩১ বছর পদার্পণ উপলক্ষে দেশের ৫৫ টি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৫০টি করে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করে।

উক্ত পরিকল্পনা অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজায়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।

শক্তি ফাউন্ডেশনের ৩১ বছর পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে লিপি রানী সাহা, মেহেরপুরের এরিয়া সুপারভাইজার মোঃ আলমগীর কবীর এবং শাখা ব্যবস্থাপক শিমুল মিয়া সহ বিভিন্ন সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শক্তি ফাউন্ডেশনের লিপি রানী সাহা বলেন শক্তি ফাউন্ডেশনের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ৫৫টি জেলায় বিভিন্ন রকমের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে ৩৭ টি জেলায় এই বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হয়েছে এবং বাকি গুলো পর্যায়ক্রমে পরিচালিত হবে।

তিনি আরো বলেন বর্তমানে আমাদের দেশে জলবায়ুর যে প্রভাব পড়ছে এই প্রভাব প্রতিরোধে এবং প্রতিকারের লক্ষ্যে শক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগ গ্রহণ।




আলমডাঙ্গায় ২৮ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রাম থেকে আঠাশ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় তাকে আটক করা হয়। হাফিজুর রহমান উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের হাফিজুর রহমান। দীর্ঘদিন নিজ গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় খুচরা ইয়াবা বিক্রি করে। প্রত্যান্ত অঞ্চল হওয়ায় সে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকে।

গতকাল মঙ্গলবার বিকেলে হাফিজুর নিজ বাড়ি থেকে পাশের গ্রাম শালিকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে যায়। এসময় আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম। এসময় শালিকা গ্রাম হাফিজুরকে আটক করে পুলিশ। তার শরীর তল্লাশী করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,- মাদক অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃত হাফিজুরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে ।




ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালের দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে এই প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রস্তুতি সভাপতিত্ব করেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক আবু সায়েম, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মেহেরপু-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ আওয়ামীলীগের বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। এবং সংসদ সদস্যবৃন্দ।

আগামী ১৭ এপ্রিল মেহেরপুর এর মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন ব্যাপারে ওবায়দুল কাদের এমপি বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন।




গাংনীর দলিল লেখক সমিতির সভাপতি পিন্টুর এশিয়া গোলেন্ডন পীস এ্যাওয়ার্ড লাভ

শ্রেষ্ঠ দলিল লেখক হিসেবে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোলেন্ডন পীস এ্যাওয়ার্ড ২০২৩ প্রাপ্ত হয়েছেন গাংনীর দলিল লেখক সমিতির সভাপতি দলিল লেখক আব্দুল্লাহ আল মামুন পিন্টু।

গত ৪ এপ্রিল সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল আব্দুল্লাহ আল মামুন পিন্টুকে সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করেন। গত ৪ এপ্রিল ঢাকাস্থ হোটেল এশিয়া এ্যান্ড রিসোর্ট সেন্টারে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মামুন পিন্টুর হাতে সম্মাননা এ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ তুলে দেন সংগঠনটির মহাসচিব এমএইচ আরমান চৌধুরী।

আব্দুল্লাহ আল মামুন পিন্টু মেহেরপুর জেলার গাংনী পৌরসভা ভিটাপাড়া ৭নং ওয়ার্ডেও মৃত আব্দুল মান্নাফ এর ছেলে।

তিনি ১৯৭৯ সাল থেকে দলিল লেখক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন। ১৯৯৯ ইং সালে তিনি দলিল লেখক হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হন। সেই থেকে তিনি নিজেকে একজন সফল দলিল লেখক হিসেবে পেশায় নিয়োজিত রেখে জন সেবায় কাজ করছেন। এছাড়াও গাংনী উপজেলা দলিল লেখক সিমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সম্মাননা এ্যাওয়ার্ড পাওয়ায় গাংনীর সকল দলিল লেখকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।




গাংনীর সাহেবনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের উত্তর পাড়ায় ফাহিম হোসেন (৮) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। শিশু ফাহিম সাহেবনগর গ্রামের উত্তরপাড়ার কৃষক আরিফুল ইসলামের ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সাহেবনগর গ্রামের দামুস বিলের একটি পুকুরে ফাহিম সহ তার ২জন বন্ধু গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মাছধরার চেষ্টা করার সময় পুকুরের গভীরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে ফাহিমের বন্ধুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

সাহেবনগর গ্রামের বাসিন্দা সুজন হোসেন জানান, ফাহিম সহ তার আরো দুই বন্ধু গ্রামের দামুস বিলের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সে আকস্মিক ভাবে পানির নিচে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তার মরদেহ পানি থেকে উদ্ধার করা হয় ।

গতকাল মঙ্গলবার বিকেলে ফাহিমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার তথ্য নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী।




মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন প্রধান বিচারপতি

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধ চত্বরে একটি সফেদা চারা রোপণ করেন।

এ সময় তিনি বাংলাদেশের প্রথম রাজধানী মুক্তিযুদ্ধের সূতিকাগার মেহেরপুর জেলার ঐতিহাসিক মুুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় মেহেরপুর জজকোর্ট চত্তরে বিচারপ্রার্থীদের জন্য প্রায় ৪০ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণাধীন “ন্যায় কুঞ্জে”র ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বেলা ১২টার দিকে মুুজিবনগর পৌছালে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় তিনি মুুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্মৃতিসৌধ চত্বরে একটি সফেদার চারা রোপন করেন।

পরে তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন স্হাপনা ঘুরে-ঘুরে দেখেন এ সময় তার সাথে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার মোঃ সাইফুর রহমান, হাই কোর্ট বিচার বিভাগের রেজিস্টার এস কে এম তোফায়েল হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রফিউল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ এইচএম কবির হোসেন, সিনিয়র সরকারি জজ বেল্লাল হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, বর্ণালী রানী, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারূন জুয়েল, মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,মুুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




মাঝারি তাপদাহে পুড়ছে মেহেরপুর

মেহেরপুরে প্রায় এক সপ্তাহের বেশী তীব্র তাপদাহে মানুষ থেকে শুরু সকল প্রাণীকুল হাসফাঁস শুরু হয়েছে। জেলাতে প্রতিদিনই বাড়ছে তাবদাহের দাপট। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস চারদিক। সেই সঙ্গে গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। তাপদাহ ও প্রচন্ড গরমে রোজাদারদের কাছে ইফতারিতে ডাব, বেল, আনারস, আখের রসের চাহিদা বেড়েছে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার বেলা ৩ টার সময় মেহেরপুর জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ০৯ শতাংস। এর আগে বেলা ১২ টার সময় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দতা ছিল ১২ শতাংস। আরও এক সপ্তাহ যাবৎ এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। তবে, ২০ তারিখের পর তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী কয়েকদিনে জেলার তাপমাত্রা বেড়ে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে তাপপ্রবাহ তীব্র হতে পারে। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে প্রচন্ড গরম ও তীব্র তাপদাহে মেহেরপুর জেলা শহর, গাংনী উপজেলা শহর ও মুজিবনগর উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে ও হাটবাজারে আখের রস, বেল, তরমুজসহ অন্যান্য সরবত জাতীয় পানীয়র বিক্রি বেড়েছে।

জানা গেছে, গত ৯ দিন ধরে এ জেলায় তাবদাহের দাপট দিন দিন বাড়ছে। সকাল থেকেই সূর্য্যের প্রচণ্ড তাপে প্রকৃতি হয়ে উঠেছে রুক্ষ। সেই সঙ্গে রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। সূর্য্যের প্রখর তাপে খেটে খাওয়া সাধারণ মানুষ এক প্রকার যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘর থেকে বের হলেই গরম বাতাস বিধছে আগুনের হুংকারের মতো।

অনেকে সামান্য স্বস্তির জন্য ছুটে চলেছেন গাছের ছায়া তলে। গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুলও। তবে এ তাপদাহের কারণে অনেকটাই বিপাকে পড়ছে রোজাদারসহ নিম্ন আয়ের খেটে খাওয়া লোকজন।

গাংনী বাজারের ক্রেতা আব্দুর রহিম ও জালাল উদ্দীন এসেছিলেন বেল ও আখের রস কিনতে। তারা দুজনেই জানান, প্রচন্ড গরমের কারণে এখন বেলের দামও বেড়েছে আকাশচুম্বি। ছোট ছোট বেল পাওয়া যাচ্ছে ৩০ টাকা, মাঝারী বেল ৫০ থেকে ৬০ টাকা এবং বড় সাইজের বেল কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। তারপরেও ঠিকমত পাওয়া যাচ্ছেনা।

জেলা শহরের বড় বাজার এলাকায় ডাব কিনতে আসা তাইজেল হোসেন জানালেন, এই তীব্র গরমে ইফতারের সময় একটু আখের রস খেতে পারলে ভাল লাগে। কিন্তু আখের রস আগে এক গ্লাস ১০ টাকা ছিল। এখন সেটা বেড়ে ৩০ টাকা হয়েছে। এছাড়া এক একটা ডাব বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত।

গাংনী হাসপাতাল বাজার এলাকার ডাব বিক্রেতা শিশিরপাড়া এলাকার আমিরুল ইসলাম ও রুহুল আমিন বলেন, একটা ছোট সাইজের ডাব ৮০ থেকে ৯০ টাকা এবং বড় সাইজের একটা ডাব ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করছি। এই প্রচন্ড গরমে ডাবের চাহিদা বাড়ায় আমরা বেশি দাম দিয়ে গাছ মালিকদের কাছ থেকে ডাব কিনে আনছি। তাই ডাবের বাজার অন্যান্য সময়ের চেয়ে এই সময় বেশী।

আনারস ব্যবসায়ী শামীম জানান, এই সময়ে আনারসের চাহিদা বাড়ছে। প্রচন্ড গরমে মানুষ যখন আলসে হয়ে পড়ে। তখন আনারুস খেয়ে শরীরের ক্লান্তিতা দুর করেন।

আখের রস বিক্রেতা জাহারুল ইসলাম বলেন, বছরজুড়ে আখের রস বিক্রি হলেও রোজা আসার পর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ওই সবের ভালো চাহিদা বেড়েছে। দৈনিক ভালো বিক্রি হচ্ছে। প্রতিদিন ৪/৫ হাজার টাকার রস বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি। জাহারুল ইসলাম আরও বলেন, এমনিতেই পাড়া মহল্লায় আখের রসের ভালো চাহিদা রয়েছে। তবে রোজা আসায় তার বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। প্রতি গ্লাস আখের রস ৩০ টাকায় বিক্রি করছেন। আর এক লিটার রস বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দৈনিক ২ হাজার টাকা বিক্রি করছেন বলে জানান।

সরবত বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, রোজার শুরুতে স্বাভাবিকভাবে অন্য সময়ের মতো সরবত বিক্রি হয়না। ইফতারির সময় সারাদিনের বিক্রি একবারে হয়ে যায়। তারপরেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।




৩০ এপ্রিল হত্যা করা হবে সালমানকে, ফোনে হুমকি!

ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড ভাইজান সালমান খানকে। মার্চ মাসেই ই-মেইলে এ তারকাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে। কিন্তু এবার নিজেকে রকি ভাই দাবি করে সরাসরি মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে বলিউড তারকাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সালমানকে হত্যার হুমকি দেওয়ার পর চিন্তিত মুম্বাই পুলিশ। তারা অভিনেতাদের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখছে না।

প্রতিবেদন থেকে জানা যায়, রকি যোধপুরের বাসিন্দা। সে স্বঘোষিত গোরক্ষক। আগামী ৩০ এপ্রিল খুন করা হবে সালমানকে, এমনই হুমকি দিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, সোমবার পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। তখন ফোন করা ব্যক্তি নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই পরিচয় দিয়ে সালমান খানকে ৩০ এপ্রিল প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় তদন্ত চলছে।

এদিকে অনেক আগেই পুলিশ কাছে প্রমাণ এসেছে, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং অভিনেতাকে হত্যার পরিকল্পনা করছে। এ কারণে তারকাকে ওয়াই প্লা ক্যাটাগরির সুরক্ষা প্রদান করা হচ্ছে। অন্যদিকে সালমানের ব্যক্তিগত দেহরক্ষীরাও তৎপর হয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে যোধপুরে সিনেমার শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে সালমানের বিরুদ্ধে। তখন থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের কাঁটা হয়ে আছেন বলি নায়ক। এর আগে একাধিকবার তাকে শার্প শ্যুটার দিয়ে হত্যার জন্য চেষ্টা করেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে সে প্রকাশ্যে বলেছিল, যোধপুরে সালমানকে হত্যা করব আমরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস