প্রাণ ফিরে পাচ্ছে ওটিটি ও প্রেক্ষাগৃহ
ওটিটিতে মুক্তি পেয়েছে রায়হান রাফীর ‘তুফান’। একই দিন প্রকাশ্যে আসে একই নির্মাতার ওয়েব ‘মায়া’র সিরিজ মুক্তির খবর। ওই দিনই সন্ধ্যায় পরীমনি ও মোস্তাফিজ নূর ইমরানের ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টারে মাতলেন থ্রিলারপ্রেমীরা।
কুসুম শিকদার জানিয়ে দিলেন, তার শরতের ‘জবা’ সিনেমা পূজায় আলোয় মুক্তি পাবে। আরেক তরুণ নির্মাতা নাহিদ হাসনাতের ‘এন্ড কাউন্টার’ মুক্তি পেল ।
শুধু ওটিটি প্ল্যাটফর্মই নয়, গত ৪ দিনে ইউটিউবেও মুক্তি পেয়েছে ২০টির বেশি নাটক। সব মিলিয়ে আভাস পাওয়া যাচ্ছে, শোবিজঅঙ্গন শিগগিরই ঘুরে দাঁড়াবে।
আগস্টে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান।
এখন অক্টোবরে এদিকে বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় তহবিল সংগ্রমে কনসার্টের আয়োজন প্রাণ ফিরে পাচ্ছে ওটিটি ও প্রেক্ষাগৃহ সিরিজটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে হইচই। পরিচালক অনম বিশ্বাস জানান, ‘এখনো দেশের রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ।
মানসিকভাবে সেদিকেই দর্শকদের মনোযোগ। কনটেন্ট না মুক্তি পেলে তো পরিস্থিতি স্বাভাবিক হবে না। কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। এটা আমাদের রুটি-রুজি। আমাদেরও তো কাজে ফিরতে হবে।
ওটিটিগুলো আর কত দিন কনটেন্ট প্রচার বন্ধ রাখবে। আমাদের ইন্ডাস্ট্রি চলমান রাখতে হবে। প্রযোজক সমিতির তথ্য অনুয়ায়ী, এ সপ্তাহে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর সিনেমা ‘নূর’ মুক্তির তালিকায় আছে। পরের সপ্তাহে রয়েছে ‘ময়না’ ও ‘উদীয়মান সূর্য’ সিনেমার নাম। পরের মাসেও ‘বিলডাকিনী’, ‘দায়মুক্তি’, ‘চরিত্র’, ‘হৈমন্তীর ইতিকথা’সহ আটটির মতো সিনেমা মুক্তির জন্য শিডিউল নেওয়া রয়েছে।
অক্টোবর থেকে সিনেমা মুক্তির সংখ্যা বাড়বে বলে মনে করছেন প্রযোজকেরা। এই সময়ে ‘নন্দিনী’ ‘দরদ, ‘সাবা’, ‘রং ঢং’সহ একাধিক সিনেমা পরিস্থিতি বুঝে মুক্তির তালিকায় যোগ হবে।
সূত্র: ইত্তেফাক