জীবননগরে ভ্যারাইটি স্টোর মালিককে ৩০হাজার টাকা জরিমানা

জীবননগর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা প্রদান করেছে।

আজ সোমবার দুপুরে জীবননগর উপজেলার সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর পৌর শহরের পান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোহানা ভ্যারাইটি স্টোর থেকে নকল সিভিট বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ তেতুলের আচার, রঙ মিশ্রিত চকলেট বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ দোকানের মালিক মোঃ রিপন হোসেনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সহযোগিতা করেন জীবননগর হাসপাতালের ইন্সেফেক্টর মোঃ আনিসুর রহমান।




আলমডাঙ্গায় ইউপি সদস্যের বিরুদ্ধে সংরক্ষিত মহিলা সদস্যকে মারপিটের অভিযোগ

ভিজিডি কার্ড সঠিক ভাবে বন্ট না করায় প্রতিবাদ করাতে  সংরক্ষিত মহিলা মেম্বারকে মারপিটের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি গতকাল রবিবার উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঘটেছে। ওই ঘটনায় আজ সোমবার সংরক্ষিত মহিলা মেম্বার বাদি হয়ে ইউপি সদস্য মাসুদ রানা শিপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন পরিষদে গত ৯ এপ্রিল ভিজিডি কার্ড বিভাজন সংক্রান্ত মিটিং চলছিল। বরাবরের মত মহিলা সদস্যদের কার্ড প্রাপ্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করতে চাইলে মহিলা সদস্যরা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪ নং ওয়ার্ড মেম্বার মাসুদ রানা শিপন মহিলা সদস্যদের গালিগালি শুরু করেন ।

সংরক্ষিত মহিলা সদস্য সাবিয়া খাতুন প্রতিবাদ জানালে তাকে চেয়ার তুলে মারধর করা হয়। এতেও ক্ষান্ত না হয়ে তিনি মোবাইলফোনে পারকুলা গ্রামের লাল্টু, পাইকপাড়া গ্রামের সোহাগসহ কয়েকজন যুবককে ডেকে নেন। তারা উপস্থিত হয়ে মহিলা সদস্যদের আরেক দফা গালমন্দ করেন। মারধরের হুমকি দেন।

এ ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান আশাদুল হক মিকা জানান, “আমি উপস্থিত ছিলাম না। শুনেছি – ওই দিন পরিষদে মিটিং ছিল। মিটিং চলাকালে ওয়ার্ড মেম্বর মাসুদ রানা শিপন মহিলা মেম্বরকে গালমন্দ করেন। ধাক্কাধাকি হয়। এক পর্যায়ে চেয়ার তুলে মহিলা মেম্বর সাবিয়াকে মারতে উদ্যত হয়। তারা সকলেই মেম্বর। মহিলা মেম্বররা তিনটি ওয়ার্ডের মেম্বার। তাদেরকে গালমন্দ করা উচিত হয়নি। এতে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।”




কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দুই এম্বুলেন্সের ১ জন ড্রাইভার

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি এম্বুলেন্সের ড্রাইভার রয়েছে ১ জন। এতে করে পরিবহন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকটি ড্রাইভার এখন সময়ের দাবি এলাকাবাসির।

জানা যায়, ১ টি পৌর সভা ও ৫ টি ইউনিয়ন পরিষদ নিয়ে এ উপজেলা। এ উপজেলায় রয়েছে ১ লাখ ৪১ হাজার ১শ ২১ জন মানুষ। এ ছাড়া এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫টি উপজেলার মাঝখানে অবস্থিত। এ কারনে ওই সব উপজেলার অধিকাংশ রোগি চিকিৎসা সেবা নিতে আসেন এ কমপ্লেক্সে।যার মধ্যে রয়েছে ঝিনাইদহ সদরের কিছু অংশ, কালিগঞ্জ, মহেশপুর, চৌগাছা ও জীবননগর।

এ সব উপজেলা থেকে প্রতিনিয়ত রোগি আসে এ কমপ্লেক্সে। এ কারনে বাড়তি চাপ নিতে হয় এ কমপ্লেক্সের ডাক্তার, নার্স, সহ সংশ্লিষ্টদেরকে। এর মধ্যে রয়েছে পরিবহন সেবা অন্যতম। এ স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি এম্বুলেন্স রয়েছে। তবে ড্রাইভার রয়েছে ১ টি। এ কারনে রোগিরা সরকারি এম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে প্রাইভেট এম্বুলেন্সের সেবা নিতে গেলে ব্যয় হচ্ছে বেশি টাকা। আর এ সবের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে গড়ে উঠেছে প্রাইভেট এম্বুলেন্সের ব্যবসা। কয়েক বছর আগেও কোটচাঁদপুরে প্রাইভেট এম্বুলেন্স ছিল ১/২ টা। বর্তমানে সব মিলিয়ে প্রাইভেট এম্বুলেন্স রয়েছে ১০/১২ টি। আর সব প্রাইভেট এম্বুলেন্স সেবা নিতে গেলে মানুষের লাগে বাড়তি টাকা।

এদিকে এ কমপ্লেক্সে ২ টি এম্বুলেন্স থাকা সত্বেও এর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগিরা। এ কারনে আরেকটি এম্বুলেন্স ড্রাইভার এখন এলাকাবাসির সময়ের দাবি।

ভুক্তভোগি হেলাল উদ্দিন জানান, প্রয়োজনের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স সেবা পাওয়া যায় না। বাধ্য হয়ে ওই সময় প্রাইভেট এম্বুলেন্স সেবা নিতে হয়। গুনতে বেশি টাকা। এ কারনে স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একটা ড্রাইভার খুবই জরুরি হয়ে পড়েছে। আর এটা এখন এলাকাবাসির সময়ের দাবি।

কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কোটচাঁদপুর শাখার সহসভাপতি হাসানুজ্জামান ডাবলু বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি এম্বুলেন্স থাকা সত্বেও মানুষ প্রয়োজনের সময় এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষকে গুনতে হয় দ্বিগুন টাকা।

তিনি বলেন, এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আশ-পাশের কমপ্লেক্সের তুলনায় রোগির চাপ সব সময় বেশি হয়। এ কারনে এখান থেকে রোগি রেফার্ড ও বেশি হয়ে থাকে। এ জন্য জোরদার করা প্রয়োজন জরুরি এম্বুলেন্স সেবা। যাতে করে মানুষের এ সেবাটি নিশ্চিত করা যায়। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকটি ড্রাইভার এখন এলাকাবাসির সময়ের দাবি।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভার আজব আলী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি সচল এম্বুলেন্স রয়েছে। তবে থেকে লাভ কি। আমি কি একা দুটো কিভাবে চালাব। আরেকটি ড্রাইভার হলে কেমন হয়, এমন প্রশ্নে তিনি বলেন, অফিস চাইলে দিতে পারেন। আমার কোন সমস্যা নাই। কারন আমার চাকুরি তো সে নিয়ে নিবে না।

প্রয়োজনের সময়ে আপনাকে পাওয়া যায় না, এমন অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। জানতে চাইলে বলেন, রাত দিন ২৪ ঘন্টা আমার ডিউটি। আমি ডিউটি ঠিকমতই করি। তবে মাঝে-মধ্যে বিপদ-আপাদ তো মানুষের থাকে। সে ক্ষেত্রে অন্য ব্যবস্থা তো করতে হবে।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি এম্বুলেন্স রয়েছে। ড্রাইভার একটা। ওই ড্রাইভার অলটানেট করে চালাবেন এম্বুলেন্স।  তিনি বলেন, এ কমপ্লেক্সে একটা ড্রাইভারের পদ রয়েছে। চাইলেই হবে না। তবে কমপ্লেক্সের ১শ ভেবে কার্যক্রম চালু হলে এই সময় দুইজন ড্রাইভার চাইলে হয়তো পাওয়া যেতে পারে।




কোটচাঁদপুরে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অফির্সাস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, মডেল থানার তদন্ত ওসি জগন্নাথ চন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার অশিত বরণ পাল, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার প্রমুখ।

এ সময় পহেলা বৈশাখ উদ্যায়াপন উপলক্ষে বিভিন্ন করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিথি বৃন্দরা। সে সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জন প্রতিনিধি, এনজিও কর্মী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল রাখা, পহেলা বৈশাখ, ঈদের জামাত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।

উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন,চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা আইসিটি) কবির হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া সহ আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ সহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ ও জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ।




স্নাতক পাসে নিয়োগ দেবে বিডিজবস ডটকম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজবস ডটকম লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সিকিউটিভ, ক্লায়েন্ট সাপোর্ট ঢাকা (নারী)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। প্রার্থীর পদ সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুনরাও আবেদন করতে পারবে। তবে, প্রার্থীর কল সেন্টার ও কাস্টমার কেয়ার বিষয়ের উপর প্রশিক্ষণ থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২০-২৮ বছর।

কর্মস্থল

লালমাটিয়া, ঢাকা। তবে, ধানমণ্ডি , জিগাতলা, মোহাম্মদপুর, আদাবর এলাকার প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ

২১ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটার সময় ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব অপরিহার্য। তারই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমৎকার একটি উদ্যোগ এটির মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির ব্যবহারে সমৃদ্ধ হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। এসময় তিনি আরো বলেন এটি একটি চমৎকার উদ্যোগ তবে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারে নেতিবাচক কোন দিকে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখার জন্য অভিভাবকদের বিশেষভাবে আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিসংখ্যানের উপপরিচালক( ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।




চ্যাটজিপিটি ব্যবহারে চিকিৎসকদের সতর্কতা

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটির দেওয়া স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নির্ভুল নয়। আর তাই স্বাস্থ্য পরামর্শ জানতে চ্যাটজিপিটি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের একদল গবেষক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির একদল গবেষক চ্যাটজিপিটির কাছে স্তন ক্যানসার রোগ সম্পর্কে জানতে ২৫টি প্রশ্ন করেন। ৮৮ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিলেও সেগুলো বিস্তারিতভাবে জানাতে পারেনি চ্যাটজিপিটি। শুধু তা–ই নয়, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পুরোনো তথ্যও ব্যবহার করেছে। আর তাই স্বাস্থ্যবিষয়ক পরামর্শ জানতে চ্যাটজিপিটি ব্যবহারে সবাইকে সতর্ক করেছেন তাঁরা।

রেডিওলজি জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, একই প্রশ্নের একাধিক উত্তর দিয়েছে চ্যাটজিপিটি। অর্থাৎ, একই প্রশ্ন একাধিকবার করা হলে ভিন্ন উত্তর পাওয়া যায়। আর তাই চ্যাটজিপিটির কার্যকারিতা পরখ করতে, স্তন ক্যানসারবিষয়ক একই প্রশ্ন তিনবার করেন গবেষকেরা। এরপর চ্যাটজিপিটির দেওয়া উত্তর ম্যামোগ্রাফিতে দক্ষ তিনজন রেডিওলজিস্ট বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, উত্তরের ৮৮ ভাগ সঠিক এবং খুব সহজে সেগুলো বোঝাও যায়। তবে কিছু উত্তর সঠিক ছিল না, এমনকি কাল্পনিক ছিল বলে সতর্ক করেন তাঁরা। ফলে চ্যাটবটের দেওয়া উত্তর জেনে রোগীরা বিভ্রান্ত হতে পারেন।

গবেষকদের অন্যতম সদস্য ডা. পল ই বলেছেন, ‘স্তন ক্যানসারের লক্ষণ, কারা ঝুঁকিতে রয়েছেন, চিকিৎসা খরচ, বয়স ও ম্যামোগ্রামের তথ্য সঠিকভাবে দিয়েছে চ্যাটজিপিটি। তবে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে চ্যাটজিপিটি বেশ কিছু ভুয়া জার্নাল বা হেলথ কনসোর্টিয়ামের নিবন্ধের সূত্র উল্লেখ করে ভুল উত্তর দিয়েছে। আর তাই স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে চ্যাটজিপিটির বদলে চিকিৎসকদের ওপরই নির্ভর করা উচিত।’

গত বছরের নভেম্বরে প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের অর্থায়নে ওপেনএআই চ্যাটজিপিটি উন্মুক্ত করার পর প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়। বর্তমানে লাখ লাখ ব্যবহারকারী প্রতিদিন এই প্রযুক্তি ব্যবহার করছেন। মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের বিভিন্ন সেবায় চ্যাটজিপিটি যুক্ত করেছে। তবে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান স্বীকার করেছে, চ্যাটজিপিটি সব সময় সঠিক উত্তর নাও দিতে পারে।

সূত্র: ডেইলি মেইল




গাংনী উপজেলার সর্বস্তরের মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলার সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

আজ সোমবার (১০ এপ্রিল) ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুন্তাজ আলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ।

এসময় গাংনী উপজেলা ভুমি কর্মকর্তা সহকারী কমিশনার( ভুমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরন্জন চক্রবর্তী,মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমানসহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম বক্তব্য রাখেন ।

মতবিনিময় সভায় বিভিন্ন মহলের কাছ থেকে মেহেরপুর তথা গাংনী উপজেলার উন্নয়ন ও সম্ভাবনার কথা শোনেন। জেলা বাসীর সহযোগীতা নিয়ে মেহেরপুরের উন্নয়ন আরও গতিশীল করতে এবং বর্তমান সরকারের উন্নয়ন মানুষের দৌর গোড়ায় পৌছে দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে স্বস্ব অবস্থান থেকে সহযোগীতা কামনা করেন তিনি।




টানা ৫ বলে ছক্কা মারা রিঙ্কুকে গান গাইতে বললেন শাহরুখ!

রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন অবিশ্বাস্যভাবে। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রবল চাপের মুখে শেষ পাঁচ বলে পর পর ছক্কা মেরে দুরন্ত জয় এনে দিয়েছেন দলকে।

সবাই যখন রিঙ্কুর ব্যাটিংয়ে সন্মোহিত, তখন চুপ শাহরুখ খান। ম্যাচের পর ক্রিকেটারদের অভিনন্দন জানাতে নাইটদের সাজঘরে গিয়েছিলেন শাহরুখ।

প্রায় সবার সঙ্গেই আলাদা করে কথা বলেছিলেন কেকেআর কর্ণধার। সেই সময় রিঙ্কুকে মজার ছলে গান গাইতে বলেছিলেন শাহরুখ।

বলিউড বাদশার অনুরোধ শুনে রিঙ্কু জানিয়েছিলেন, তিনি গান গাইতে পারেন না, কেবল ব্যাট চালাতে পারেন।

রশিদ খানের হ্যাটট্রিকে ম্যাচ থেকে কার্যত ছিটকেই গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যশ দয়ালের করা শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ২৯ রান।

প্রথম বলে উমেশ যাদবের সিঙ্গেলের পর টানা পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে কলকাতাকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রিঙ্কু সিং। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোমাঞ্চকর রান তাড়ায় স্বাগতিক গুজরাট টাইটান্সকে তিন উইকেটে হারিয়েছে কলকাতা।

এবারের আইপিএলে তিন ম্যাচে এটি গুজরাটের প্রথম হার ও কলকাতার দ্বিতীয় জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাই সুদর্শন (৩৮ বলে ৫৩) ও বিজয় শঙ্করের (২৪ বলে ৬৩*) ঝড়ো ফিফটিতে চার উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহই গড়েছিল হার্দিক পান্ডিয়াবিহীন গুজরাট।

জবাবে শুরুটা ভালো না হলেও ভেঙ্কুটেশ আয়ারের ৪০ বলে ৮৩ রানের টর্নেড ইনিংসে ঘুরে দাঁড়ায় কলকাতা। অধিনায়ক নিতিশ রানা ২৯ বলে করেন ৪৫ রান।

কিন্তু ১৬তম ওভারে ভেঙ্কটেশ-ঝড় থামার পর ১৭তম ওভারের প্রথম তিন বলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে ফিরিয়ে ম্যাচের মোড় প্রায় ঘুরিয়েই দিয়েছিলেন রশিদ খান।

আইপিএলে আফগান স্পিনারের প্রথম হ্যাটট্রিক এটি। টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি চারটি হ্যাটট্রিকের রেকর্ডও গড়লেন রশিদ। কিন্তু শেষ ওভারে টানা পাঁচ ছক্কায় পাশার দান উলটে দেন কলকাতার অবিশ্বাস্য জয়ের নায়ক রিঙ্কু সিং (২১ বলে ৪৮*)।

সূত্র: যুগান্তর