‘জ্বীন’ দেখে কীভাবে পাবেন লাখ টাকা, বুধবার প্রক্রিয়া জানাবে জাজ

ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এ সিনেমাটি এরই মধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করছেন ভীতিকর কিছু আছে এতে।

আর এ কারণে প্রযোজনা সংস্থা গত শনিবার ঘোষণা দিয়েছে— ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই এক লাখ টাকা পুরস্কার।’

অভিনব এমন ঘোষণাটি শুনে চারদিকে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সমালোচনার সুরে এটাকে জাজের প্রচার কৌশল বলেও আখ্যা দেন।

তবে এবার প্রযোজনা সংস্থা জাজ জানাল, এটা মোটেও প্রচার কৌশল নয়। বরং কিছুটা তড়িৎ সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করে নেওয়া হয়। তাই এবার লাখ টাকা পুরস্কার কীভাবে জেতা যাবে, তার প্রক্রিয়া জানাবে জাজ। বুধবার (১২ এপ্রিল) সেই প্রক্রিয়া খোলাসা করা হবে।

প্রসঙ্গত, ভৌতিক ধাঁচের ছবি ‘জ্বীন’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা পূজা চেরি। এ ছাড়া ছবিতে রয়েছে আরেক তারকা জুটি রোশান ও মুন। ছবিটি আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে।

সূত্র: যুগান্তর




“বোমা গুলু থুয়ে গেলাম পরের বার তোদের মাথাই ফেলবো কথাটা মোনে রাখিস”

“বিষ লাক টকা চাদা না দেওয়া পজন্ত এই ঘরে একটা ইট গাতা জদি হয় তাহলে এই বোমা গুলু থুয়ে গেলাম পরের বার তোদের মাথাই ফেলবো কথাটা মোনে রাখিস” চিরকুট সংবলিত ৪ হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১০ এপ্রিল) সকালর ৯ টার দিকে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও এসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার বিশারথ আলীর বাড়ির সামনের সিঁড়ি থেকে এই বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করেন। তবে, এগুলো আদৌ বোমা কিনা তা পরীক্ষা নিরিক্ষা করছেন পুলিশ।

এর আগে সকাল ৭ টার দিকে বিশারথ আলীর বাড়ির সিঁড়িতে বাজার করা একটি ব্যাগের উপর লাল কসটেপ মোড়ানো বোমাগুলি দেখে পুলিশকে খবর দেন বাড়ির লোক।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, হিজলবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার বিশারথ আলীর বাড়ির শিঁড়ির উপর বোমাগুলো দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। বোমার উপর একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ২০ লাখ টাকা চাঁদা দাবী করেছে দূর্বৃত্তরা। তবে এগুলো যাছাই বাছাই করা হচ্ছে।

বাড়ির মালিক বিশারথ আলী বলেন, আমি একটি বাড়ি বানাচ্ছি। একারনে, এই বোমা ও চিরকুট রেখে গেছে দূর্বৃত্তরা। এখন আমার পরিবারের মাঝে আতংক শুরু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাল কসটেপ মোড়ানো বোমা সাদৃশ্য ৪ টি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো আসলে বোমা কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এলাকায় আতংক ধরানোর জন্য যারাই এই কাজটি করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।




দর্শনা কেরুতে পন্য উৎপাদনে রেকর্ড মুনাফা অর্জন

দেশের দক্ষিণ ও পশ্চিমান্ঝলের একমাত্র অর্থনৈতিক চালিকা শক্তি দর্শনা কেরু এন্ড কোম্পানী শুধুমাত্র আখ থেকে চিনি, চিটাগুড়, বায়োফার্টিলাইজার, হ্যান্ড স্যানিটাইজার ও উন্নত মানের দেশী – বিদেশী স্প্রিরিট লিকার উৎপাদন এবং বাজারজাত করে ২০২২/২৩ অর্থ বছরে ১”শ”কোটি টাকা মুনাফা অর্জন করেছে বলে জানিয়েছেন কতৃপক্ষ ।

তবে হাইব্রিড জাতের আখ উদ্ভাবন ও উৎপাদন ও আখচাষ বাড়ানো গেলে কেরু কোম্পানীতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হবে বলে এলাকার আখচাষীরা জানালেন। ৯ মার্চ রবিবার চিনিকল সুত্রে জানা গেছে ৩ হাজার ৫শ ৭২ একর নিজস্ব জমি নিয়ে ১৯৩৮ সালে দর্শনায় কেরু এন্ড কোম্পানী লিমিটেড নামে একটি কমপ্লেক্স স্হাপিত হয়।

কেরুর নিজস্ব ২ হাজার ৪শ৫০ একর ও এলাকার আখচাষীদের আড়াই হাজার একর জমিতে আখচাষ শুরু করা হয়। কেরুর রসায়নবিদ আঃ হালিম জানান আখ থেকে চিনি বের করে নেয়ার পর, মোলাসেচ বা চিটাগুড়, ব্যাগাজ বা ছোবড়া ও প্রেসমাড বা গাদ নামে আরো ৩টি উপজাত দ্রব্য পাওয়া যায়।উপজাত দ্রব্য গুলো প্রক্রিয়া করে কান্ট্রি স্প্রিরিট লিকার,রেক্টিফাইট স্প্রিরিট, এক্সটা নিউট্রা এলকোহল, ডিনেচার্ড স্প্রিরিট, এবসুলিট এলকোহল তৈরি হয়।যা থেকে দেশী স্প্রিরিট ও ৯টি ব্রান্ডের বিদেশী ফরেন লিকার, হ্যান্ড স্যানিটাইজার, প্রেসমাড ও গাদের সাথে স্পেন্টওয়াস বা বর্জপানি দিয়ে বায়োফার্টিলাইজার উৎপাদন করা হয়। পরে বস্তাভর্তি বায়োসার ৫০ এম এল হ্যান্ড স্যানিটাইজার ও ১৮০, ৩৭৫ ও ৭৫০ এম এল বোতলে লিকার স্প্রিরিট উৎপাদন করেন।ঐ বছরে ৩৯ লাখ ২০ হাজার বোতল ফরেন লিকার ও ২৬ লাখ লিটার কান্ট্রি স্প্রিরিট লিকার উৎপাদন করা হয়।

কেরুর উৎপাদিত পন্য বিক্রি করতে নিজস্ব ১৩টি ওয়্যার হাউজ ও ৩টি বিক্রয় কেন্দ্র রয়েছে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চলতি বছরে কুয়াকাটা ও কক্সবাজারে দুটি নতুন বিক্রয় কেন্দ্রের অনুমোদন দিয়েছে, এবং রামু ও রাজশাহীতে দুটি বিক্রয় কেন্দ্র স্হাপন করার পরিকল্পনা রয়েছে বলে কেরুর জি এম (প্রশাসন) জানিয়েছেন। ২০২২/২৩ অর্থ বছরে সব কেন্দ্রে কেরুর উৎপাদিত পন্য চিনি, বায়োফার্টিলাইজার, হ্যান্ড স্যানিটাইজার কান্ট্রি স্প্রিরিট লিকার ও ফরেন লিকার স্প্রিরিট বাজারজাত ও বিক্রয় মুল্য দাঁড়িয়েছে ৩শ” ৬৭ কোটি টাকা।

কেরু চিনিকল আখচাষী কল্যান সমিতির সভাপতি আঃ হাননান ও সাধারন সম্পাদক আঃ বারি জানান অল্প সময়ে হাইব্রিড জাতের আখ উৎপাদন ও আখচাষ বৃদ্ধি করতে পারলে কেরুর বিরাট সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। পাশাপাশি চিনি ও আখের মুল্য বাড়াতে হবে, এবং আখের সাথে সাথী ফসল করা বাধ্যতা মুলক করতে হবে বলে জানান। কেরু চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন কেরু প্রতিস্ঠার পর এই প্রথম সর্বচ্চ উৎপাদিত পন্য ৩শ ৬৭ কোটি টাকা বিক্রয় হয়েছে, যা সরকারি কোষাগারে রাজস্ব দিয়ে, ৯টি কৃষি খামার ও চিনির লোকসান সমন্বয় করে ১শ” কোটি টাকা প্রফিট সম্ভব হতে পারে। আগের বছর ২০২১ সালে নিট প্রফিট ছিল ৫০ কোটি ৭০ লাখ ও মহামারি করনার মধ্যে ২০২০ সালে নিট প্রফিট ছিল ২১কোটি টাকা।

তিনি জানান গত সপ্তাহে উন্নত পদ্ধতিতে আখচাষ করে ফলন বাড়াতে এবং আখের সাথে সাথী ফসল করতে নাটোর, ফরিদপুর, মোবারকগন্জ ও কেরু চিনিকলের কর্মকর্তাদের নিয়ে তিনদিনের এক কর্মশালার উদ্বোধন করা হয়। সরকারের যুগ্ম সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন পরিচালক (অর্থ) মোঃ খন্দকার আজিম আহম্মদ এনডিসি, যুগ্ম সচিব, করপোরেশন পরিচালক (ইক্ষু ও গবেষনা) পুলক কান্তি বড়ুয়া প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন।

তিনি বলেন চলতি বছরে মিলের ৫শ ৯৩ একর অলস জমি ৬ মাসের জন্য স্হানীয়দের মধ্যে লিজ দিয়ে ৯০ লাখ ৯০ হাজার এবং ৩শ৫০ একর মুড়ি আখের জমি লিজ দিয়ে ৮১ লাখ টাকা আয় করা সম্ভব হয়েছে।

চুয়াডাঙা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলি আজগার টগর বলেন কেরু চিনিকলটি এ অন্চলের একমাত্র অর্থনৈতিক চালিকাশক্তি,যার মুল কাচমাল আখ,, সেই আখচাষ বাড়াতে নানামুখি কর্মসুচি নেওয়া হয়েছে,সাথে সাথে মিলটি আধুনিকায়ন করতে বি এম আর ও অটোমেশন এর কাজ পুরোদমে এগিয়ে চলেছে।




সভাপতি জাহিদুল সেক্রেটারী হানিফ এবং সাংবাদিক সমিতির সভাপতি পিপুল সেক্রেটারী মামুন নির্বাচিত

দর্শনা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন করা হয়। গতকাল রবিবার সন্ধায় দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্টিত সভায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।

সভায় নির্বাচিত কমিটি পর্যায়ক্রমে ২ বছর মেয়াদকালে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দায়িত্ব পালন করবে। প্রথম ১ বছর প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম ও দৈনিক মাথাভাঙ্গা দর্শনা সহকারি ব্যুরো প্রধান হানিফ মন্ডল এবং দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মাই টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক দৈনিক জনবাণী ও দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার দর্শনা প্রতিনিধি আহসান হাবীব মামুনকে নির্বাচিত করা হয়েছে।

পরবর্তীতে এ কমিটি দ্বিতীয় ১ বছর দর্শনা প্রেসক্লাবের সভাপতি মাই টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধ ও দৈনিক যুগান্তর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক দৈনিক মেহেরপুর প্রতিদিন দর্শনা প্রতিনিধি আহসান হাবীব মামুন এবং সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম ও দৈনিক মাথাভাঙ্গা দর্শনা সহকারি ব্যুরো প্রধান হানিফ মন্ডল নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সচিব দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সদস্য প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওসমান আলী, এফএ আলমঙ্গীর ও চঞ্চল মেহমুদ দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি নামে দুটি কমিটি আগামী ২ বছরের জন্য পূর্নাঙ্গ ১৩ সদস্য বিশিষ্ট উভয় কমিটি ঘোষণা করেন।

প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন, জাহিদুল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারন সম্পাদক হানিফ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ। কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন চঞ্চল মেহমুদ। সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল,সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাধারন সম্পাদক আহসান হাবিব মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, কার্যনির্বাহী সদস্য- ওসমান আলী, এফএ আলমগীর, ফরহাদ হোসেন।

উল্লেখ্য গত শুক্রবার দর্শনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ সাধারণ সম্পাদক হিসেবে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশিত হয়।

গতকাল রোববার নির্বাচন কমিটি বৈঠকে পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান ধীরু,সদস্য সচিব আওয়াল হোসেন, সদস্য ওসমান আলী ও চঞ্চল মেহমুদ এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।




গাংনীতে ৪ বাড়িতে অগ্নিকান্ড; আগুন নেভাতে গিয়ে কৃষক দগ্ধ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়ায় ৪টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে শফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষক আগুনে পুড়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন। কৃষক শফিকুল ওই গ্রামের আবু সৈয়দ মন্ডলের ছেলে।

গতকাল রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই গ্রামের শফিকুল ইসলামসহ ৪টি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির রান্না ঘরের চূলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

আহত শফিকুল ইসলাম জানান, প্রথমে আমার এক প্রতিবেশীর বাড়ির রান্না ঘরের চূলা থেকে আগুন লেগে তার পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তিতে আমার বাড়িসহ আরো ২জনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে বামন্দী ফায়ার স্টেশনে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের একটিদল দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪টি বাড়ির আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আগুন নেভাতে গিয়ে কৃষক শফিকুল আহত হয়েছেন। আহত শফিকুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মারুফ হোসেন জানান, আহত শফিকুল ইসলামের শরীরে ৬০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।




গাংনীতে সেলিম আহমেদের উদ্যোগে ইফতার মাহফিল

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল  রবিবার (৯ এপ্রিল) গাংনী উপজেলার কাজিপুর কাচারি ফুটবল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সভাপতিত্বে জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজানুল হক ইমন, কাজিপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শাহাবুদ্দিন, কাজিপুর যুবদলের আহ্বায়ক আজমাইন হোসেন, সদস্য সচিব হাসিবুর রহমান বকুলসহ জেলা, উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় তিন হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




মেহেরপুরের মদনাডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন নবাগত ডিসি

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মদনাডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

আজ রবিবার তিনি জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে এ প্রকল্প পরিদর্শন করেন। এসময় অন্তর্ভূক্তিমুলক উন্নয়নে “শেখ হাসিনা মডেল” হিসেবে আশ্রয়ণ প্রকল্পকে তুলে ধরেন এবং সুবিধাভোগীদের সাথে সময় কাটান। তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমিতে শাক-সবজি ও ফলের আবাদ করার পরামর্শ প্রদান করেন। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ২০ টি পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার রনি খাতুন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা আক্তার উপস্থিত ছিলেন। এর আগে তিনি আশ্রয়ণ প্রকল্পে পৌছালে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।




আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৬মাসের কারাদন্ড

আলমডাঙ্গায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদন্ড ও ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর এ কারাদন্ড প্রদান করেন। অভিযুক্ত রেজাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম।

আদালত সূত্রে জানাযায়, পৌর এলাকার রেলস্টেশন সন্নিকটে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে রবিউল ইসলাম নামের এক যুবককে আটক করে পুলিশ।

পরবর্তীতে উপজেলা নির্বাহি অফিসারকে অবগত করা হলে গতকাল রবিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলকে ৬ মাসের কারাদন্ড ও ২’শত টাকা জরিমানা প্রদান করে।




গাংনীতে সার বোঝায় ট্রাক ও চাউল বোঝায় নাটা হাম্বার উল্টে খাদে

সার বোঝায় দ্রুতগতির একটি ট্রাক ও চাউল বোঝায় একটি নাটা হাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়েছে। আজ রবিবার সন্ধ্যায় গাংনীর কাঁথুলী সড়কের নওপাড়া গ্রামে ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি ।

স্থানীয়রা জানান, রাফিউল এন্টার প্রাইজ নামক একটি ট্রাক যার নম্বর ঝিনাইদহ ট- ১১-৫৫২ কুষ্টিয়া থেকে ৪২৯ বস্তা রাসায়নিক সার নিয়ে গাংনীর কাথুলী সড়ক হয়ে মেহেরপুরে যাচ্ছিল। একই সাথে একটি নাটা হাম্বার গাড়ি গাংনীর খাদ্য গুদাম থেকে ১৩০ বস্তা চাউল ভর্তি করে গাড়াবাড়িয়ার দিকে যাচ্ছিল। দুটি গাড়ি নপারা বাজারের সন্নিকটে পোছালে একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি রাস্তার উপরে উল্টে যায় এবং নাটা হাম্বার গাড়িটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

রাস্তার উপরে ট্রাক উল্টে পড়ে থাকায় চরম যানজট সৃষ্টি হয়। নাটা হাম্বার ও ট্রাকের চালক পালিয়ে যাই। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লাটা হাম্বারের চালক গাড়াবাড়িয়া গ্রামের আতাহারের ছেলে ইলিয়াস হোসেন জানান, তিনি গাংনী খাদ্য গুদাম থেকে চাল ভর্তি করে গাড়াবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন এসময় দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে তার গাড়ি খাদে পড়ে যায়।

ট্রাকের চালক মেহেরপুর রায়পুর খন্দকার পাড়ার ফজলুর ছেলে সাব্বির জানান,তিনি কুষ্টিয়া থেকে সার নিয়ে মেহেরপুরে যাচ্ছিলেন। নওপাড়া বাজারে পৌঁছালে একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি আরো জানান ট্রাকটি উল্টে গিয়ে সারের সমস্ত বস্তা রাস্তায় পড়ে গেলেও তার কোন ক্ষয়ক্ষতি হয়নি।




আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

আলমডাঙ্গার হারদি কৃষি ক্লাবপাড়ায় বিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।  রবিবার রাতে দিকে ওসমানপুর ফাঁড়ি-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। শরীর তল্লাশী করে তার নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার হারদি কৃষি ক্লাবপাড়া এলাকার গুলিম আলীর ছেলে মারিফুল (২৬)। দীর্ঘদিন পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রি করে আসছে।

গতকাল রবিবার রাতের দিকে ওসমানপুর ফাঁড়িপুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিক্রির সম হাতে-নাতে মারিফুলকে আটক করে পুলিশ।

তার দেহ তল্লাশী করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এঘটনায় মারিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।