মেহেরপু‌রে মিথ্যা মামলার অ‌ভিযোগে বাদীকে কারাগারে প্রেরণ

মে‌হেরপু‌রে হয়রা‌নির উ‌দ্দ্যেশে মিথা মামলা করায় বাদী‌কে কারাগা‌রে প‌া‌ঠি‌য়ে‌ছেন আদালত।

আজ বৃহস্প‌তিবার গাংনীর সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আমলী আদাল‌তের বিচারক এস এম শ‌রিয়ত উল্লাহ এ আ‌দেশ দেন। একই স‌ঙ্গে আদাল‌তের বেঞ্চ সহকারী‌কে বাদীর বিরু‌দ্ধে মামলা দা‌য়েরর নি‌র্দেশ দেন।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, মামলার বাদী মোঃ আবু জাফর এবং আসামী মোছাঃ চামেলী খাতুন স্বামী-স্ত্রী ছিল। আসামী মোছাঃ চামেলী খাতুন বাদীরবিরুদ্ধে সি র আর-৩০/২০২২, নারী শিশু-৯৬/২২, পরিবারিক- ২২/২২ নং মামলা দায়ের করেন, যা বিচারাধীন। মামলার আসামী মোছাঃ চামেলী খাতুন তার ও সন্তানদের খোঁজ খবর না নেওয়ায় ২০২২ সালের নভেম্বর মাসে এই মামলার নালিশকারী মোঃ আবু জাফরকে তালাক প্রদান করেন। বাদী উক্ত মামলা হতে অব্যহতি পাওয়ার জন্য একটি দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি সংক্রান্ত কিছু কাগজপত্র দাখিল করে মিথ্যা ঘটনা উ‌ল্লেখ ক‌রে বিবাদীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন।

বৃহস্প‌তিবার তদন্তকারী কর্মকর্তা আদাল‌তে প্রতি‌বেদন দা‌খিল ক‌রেন। প্রতি‌বেদ‌নে ঘটনার তারিখ গত বছ‌রের ১০ অ‌ক্টোবর বাদী হাসপাতালে চিকিৎসা গ্রহণ সংক্রান্তে কোন তথ্য পাননি।

একইসঙ্গে নালিশী দরখাস্ত, অনুসন্ধান প্রতিবেদন এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নালিশকারী কর্তৃক আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত এবং হয়রানীকর বলে আদালত মনে করেন। বিধায় মিথ্যা মামলা দায়েরের দায়ে নালিশকারীর বিরুদ্ধে ফৌজদারী আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সমীচীন বলে আদালত মনে ক‌রেন। এবং কার্যবিধির ২০৩ ধারায় মামলা‌টি খা‌রিজ ক‌রেন এবং মিথ‌্যা মামলা করার অপরা‌ধে বাদী‌কে কারাগা‌রে পাঠা‌নোর নির্দেশ দেন।




মেহেরপুর আমদহ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রওশন আলী টোকনকে শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাজিয়া সিদ্দিকা সেতু এবং জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ সহ বিভিন্ন  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




বৃদ্ধ বয়সেও শাহরুখের সঙ্গে রোমান্স করতে চান রানি

বলিউডের পর্দার অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ-রানি মুখার্জিকে শেষবার একসঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছিলো ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায়। কিং খানের সঙ্গে পর্দায় ১৭ বছর আগের করা সেই রোমান্স এখনো মিস করেন রানি। অকপটে স্বীকার করে জানিয়েও দিলেন সবাইকে যে, বৃদ্ধ হয়ে গেলেও তিনি শাহরুখের সঙ্গে রোমান্স করতে চান।

সম্প্রতি মুক্তি পেয়েছে রানি অভিনীত নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হওয়া এই সিনেমাতে একজন বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছে তিনি। সম্প্রতি সেই সিনেমার সাফল্য ভাগ করে নিতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। আর সেখানেই ফের উঠে এলো শাহরুখ প্রসঙ্গ।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেছেন, ‘শাহরুখ কিং অব রোমান্স। ওর সঙ্গে অনেক বছর কাজ করিনি। শাহরুখের সঙ্গে খুব বেশি সিনেমাতে অভিনয় করতে পারিনি, এটা আমার আক্ষেপ। আমি তো চাইবো ৮০ বছরের বুড়ি হয়ে গেলেও যেনো আমি শাহরুখের সঙ্গে সিনেমায় রোমান্স করতে পারি। এর থেকে ভালো আর কিবা হতে পারে।’

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, রানির নতুন সিনেমা মুক্তির সময় শাহরুখ খান টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে। সেখানে ‘মিসেস চ্যাটার্জি’র সাফল্য কামনা করে বলিউডের বাদশা লিখেছিলেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা! আমার রানি মূল চরিত্রে একদম জ্বলজ্বল করছেন, যা কেবল একজন রানিই পারেন। পরিচালক অসীম সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম দেখিয়েছেন। জিম সার্ভ, অনির্বাণ, সৌম্য মুখার্জি, সকলেই অসাধারণ! ‘অবশ্যই দেখা উচিত’-এর তালিকায় এই সিনেমা।’

এদিকে কেবল শাহরুখ খান নন, করণ জোহরও আবেগে ভেসেছেন এ সিনেমায় অভিনেত্রীর অভিনয় দেখে। তিনি বলেছেন, এটাই তার ক্যারিয়ারে সেরা সাফল্য। অন্যদিকে আদিত্য চোপড়া নিজেও তার স্ত্রীর অভিনয়ে অভিভূত হয়েছেন। এ সিনেমা মুক্তির পর একাধিক সাক্ষাৎকার দিয়েছেন রানি মুখার্জি।

সূত্র: হিন্দুস্থান টাইমস




হাথুরুর সহকারী দক্ষিণ আফ্রিকার পোথাস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাস। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিক পোথাসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই কাজ শুরু করবেন ৪৯ বছর বয়সী এই কোচ। সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে পোথাসের। সর্বশেষ ইংলিশ কাউন্টি হ্যাম্পশায়ারের উইকেটকিপিং কোচ ছিলেন তিনি।

বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে বেশ খুশি পোথাস। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই। আমি বিশ্বাস করি আমাদের সামনে রোমাঞ্চকর কিছু বছর অপেক্ষা করছে।’

খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পোথাসের। তবে হ্যাম্পশায়ারের হয়ে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলেছেন তিনি। ২১৮টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪টি সেঞ্চুরি ও ৬১টি ফিফটিতে তার রান ১১৪৩৮।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মেহেরপুর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকবৃন্দের সঙ্গে নবাগত জেলা প্রশাসক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ই এপ্রিল) জেলা প্রশাসকের সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মৃধা মো.মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত জেলা প্রশাসকের স্বাগত বক্তব্যের পর সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের সাংবাদিক তোজাম্মেল আযম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের সাংবাদিক মাহাবুব চান্দু, জিটিভির জেলা প্রতিনিধি রফিকুল আলম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালেরকন্ঠের সাংবাদিক ইয়াদুল মোমিন, বাসসের সাংবাদিক দিলরুবা খাতুন, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা, আরটিভির সাংবাদিক মাজেদুল হক মানিক, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান সহ প্রমুখ।

এসময় জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সার্বিক সহোযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কথা তুলে ধরা হয়।




চুয়াডাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা 

স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ দিবসটি পালন করে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার টায় ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বেলুন উড়িয়ে এ দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও সহ-সভাপতি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা মোঃ নাজমুল হামিদ রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, সুস্থ শরীর এবং সুন্দর মন তৈরি করতে হলে অবশ্যই আমাদের ক্রীড়া চর্চা এবং খেলাধুলা করতে হবে। সমাজে এখন মাদকের প্রভাব ব্যাপক। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে ক্রীড়াঙ্গণকে বড় ভূমিকা রাখতে হবে। একজন ক্রীড়াবিদ ও সংগঠক মাদক থেকে দূরে থাকেন। কোন ক্রীড়াবিদ মাদক গ্রহন করতে পারে না। এ সময় তিনি সকলকে আহ্বান করে বলেন স্মার্ট বাংলাদেশ গঠন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে মাদকহীন সমাজ গড়ে তুলতে হবে।সেইসাথে মাদকমুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই আমাদেরকে খেলাধুলার চর্চা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)সাদাত হোসেন সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতাকর্মী,ক্রীড়াবীদ ছাত্র-ছাত্রী বৃন্দ,ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




অফিস কক্ষের তালা ভাঙলেন বহিষ্কৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ

মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে স্কুলের মূল্যবান কাগজপত্র নিয়ে যায় বহিষ্কৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার সময় আবুল কালাম আজাদ হাতুড়ি রড ও অন্যান্য সরঞ্জামাদি নিয়েই স্কুলের এসে অফিস কক্ষের তালা ভাঙচুর করে স্কুলের মূল্যবান কাগজপাতি ও অন্যান্য জিনিস নিয়ে যায়।

স্কুল কমিটির সভাপতি গোলাম মোস্তফা শান্তি বলেন আমাকে অজ্ঞাত নামা এক ব্যক্তি খবর দিলে আমি দ্রুত স্কুলে এসে দেখে অফিস কক্ষে তালা ভাঙ্গা এবং ভিতরে আবুল কালাম আজাদ ও তার স্ত্রী নার্গিস খাতুন উভয়ে চেয়ারে বসে আছেন। আমি তাদের জিজ্ঞাসা করি অফিসকক্ষে তালা ভাঙ্গা কেন আবুল কালাম আজাদ বলে আমার স্কুলের তালা আমি ভেঙ্গেছি তাতে আপনার কি?

এসময় আমি বলি আপনি তো এখন বহিষ্কৃত প্রধান শিক্ষক আপনি এভাবে অফিস কক্ষের তালা ভাঙ্গতে পারেন না। এ কথা বলায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আবুল কালাম আজাদ।

এ সময় আমি হতভঙ্গ হইয়া আইনের সহায়তা চেয়ে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ করি।




মেহেরপুর পৌরসভার নতুনপাড়ায় ড্রেন সহ রাস্তার উদ্বোধন

মেহেরপুর পৌরসভা ৪নম্বর ওয়ার্ড নতুনপাড়ায় আরসিসি ড্রেন সহ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়।

গতকাল বুধবার দুপুরে মেহেরপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ায় ড্রেন সহ রাস্তা উদ্বোধনের সময় মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বলেন দীর্ঘদিন একটি মহল এই পৌরসভাকে জরাজীর্ণ অবস্থায় রেখে দিয়েছে। একটি মহল বিভিন্ন বাধা বিঘ্ন করে পৌরসভার উন্নয়নে ব্যাঘাত ঘটাচ্ছে।

তিনি আরো বলেন তাদের ক্ষমতা উজাড় করে এই পৌরসভাকে খারাপ পর্যায়ে রেখে দিয়েছে আজকে সেই সব কালো ছায়া কাটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমাদের পৌরসভা অনেকগুলো টেন্ডার হয়েছে ।

মেহেরপুর পৌরসভার সহকারি প্রকৌশলী (সিভিল) আবুহেনা মোস্তফা কামাল বলেন মেহেরপুর পৌরসভা ৪নম্বর ওয়ার্ড নতুনপাড়ায় আরসিসি ড্রেন সহ রাস্তার দৈর্ঘ্য ১৫০ মিটার।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম ৪ ও ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শারমিন আক্তার, মেহেরপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, অত্র এলাকার শিক্ষক শফিকুর রহমান সহ আওয়ামী লীগ এবং যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনকে ফুল দিয়ে বরণ করে নেন মেহেরপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এরপর পুষ্প মাল্য দিয়ে বরণ করে নেন তাহাজ উদ্দিন, মহির উদ্দিন, আব্দুল জলিল সহ এলাকাবাসীর পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন।




জীবননগরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

জীবননগর উপজেলা শহরের দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভা মেয়র মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন। উপজেলা রিসোর্স কর্মকর্তা (ইন্সট্রাক্টর) মো. আনারুল ইসলাম।

সহকারী শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, মো. আবু হাসান, জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কাশেম। সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ.ফ.ম সালাহ উদ্দিন কবির। সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জহিরুল ইসলাম শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম তারেক। স্কুলের শ্রণি শিক্ষক যার অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা বৃত্তিপ্রাপ্ত হয়েছে নাসিমা খাতুন এবং বক্তব্য রাখেন বিশেষ অতিথিরা।

প্রধান অতিথি বলেন পৌর সভার প্রধান স্কুল হিসেবে মডেল স্কুলের সৌন্দর্য বর্ধনে তিনি সহযোগিতা করে বলে আশ্বাস দেন। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাফিয়া তাহসিন, শাফিয়া নওশীন শামা বক্তব্য রাখেন।

উল্লেখ্য চুয়াডাঙ্গা জেলায় দুটি স্কুল ১৮ টি প্রাথমিক বৃত্তি লাভ করে তন্মধ্যে দৌলৎগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারণ গ্রেডে ১০ জন মোট ১৮ জন বৃত্তি পেয়েছে।




গাংনীতে অগ্নিকান্ডে বাড়ির মালিক দগ্ধ ও ১টি গরুর মৃত্যু 

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে ওই গ্রামের আকমান আলী ও আলতাব হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১ টি গরুর মারা গেছে ও ২ টি গরু দগ্ধ হয়েছে। সেই সাথে বাড়ির মালিক আকমাল হােসেন দগ্ধ হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ ঘটনায় দুই বাড়িতে প্রায়ই ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়াও আলতাব হোসেনের বসত বাড়ীতে গুচ্ছিত ১লক্ষ ৪০হাজার টাকা পুড়ে গেছে বলেও জানা যায়।

জানা গেছে,আলতাব হোসেনের বাড়ির পাশে প্রতিবেশী মৃত হারেজুল ইসলামের ছেলে বিপুল হোসেন তামাকে তাপ দিচ্ছিলেন। এক পর্যায়ে তামাক ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ওই আগুন ছড়িয়ে পড়ে আকমান হোসেন ও আলতাব হোসেনের বসত বাড়ীর গোয়াল ঘরে।

এসময় তাদের গোয়ালে থাকা ১গরু মারা যায় ও ২টি গরু দগ্ধ হয়। খবর পেয়ে বামন্দী ফায়ার স্টেশনের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই ঘরে রাখা নগদ টাকা ও মালামাল পুড়ে যায়।