জীবননগরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

জীবননগর উপজেলা শহরের দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভা মেয়র মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন। উপজেলা রিসোর্স কর্মকর্তা (ইন্সট্রাক্টর) মো. আনারুল ইসলাম।

সহকারী শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, মো. আবু হাসান, জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কাশেম। সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ.ফ.ম সালাহ উদ্দিন কবির। সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জহিরুল ইসলাম শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম তারেক। স্কুলের শ্রণি শিক্ষক যার অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা বৃত্তিপ্রাপ্ত হয়েছে নাসিমা খাতুন এবং বক্তব্য রাখেন বিশেষ অতিথিরা।

প্রধান অতিথি বলেন পৌর সভার প্রধান স্কুল হিসেবে মডেল স্কুলের সৌন্দর্য বর্ধনে তিনি সহযোগিতা করে বলে আশ্বাস দেন। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাফিয়া তাহসিন, শাফিয়া নওশীন শামা বক্তব্য রাখেন।

উল্লেখ্য চুয়াডাঙ্গা জেলায় দুটি স্কুল ১৮ টি প্রাথমিক বৃত্তি লাভ করে তন্মধ্যে দৌলৎগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারণ গ্রেডে ১০ জন মোট ১৮ জন বৃত্তি পেয়েছে।




গাংনীতে অগ্নিকান্ডে বাড়ির মালিক দগ্ধ ও ১টি গরুর মৃত্যু 

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে ওই গ্রামের আকমান আলী ও আলতাব হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১ টি গরুর মারা গেছে ও ২ টি গরু দগ্ধ হয়েছে। সেই সাথে বাড়ির মালিক আকমাল হােসেন দগ্ধ হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ ঘটনায় দুই বাড়িতে প্রায়ই ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়াও আলতাব হোসেনের বসত বাড়ীতে গুচ্ছিত ১লক্ষ ৪০হাজার টাকা পুড়ে গেছে বলেও জানা যায়।

জানা গেছে,আলতাব হোসেনের বাড়ির পাশে প্রতিবেশী মৃত হারেজুল ইসলামের ছেলে বিপুল হোসেন তামাকে তাপ দিচ্ছিলেন। এক পর্যায়ে তামাক ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ওই আগুন ছড়িয়ে পড়ে আকমান হোসেন ও আলতাব হোসেনের বসত বাড়ীর গোয়াল ঘরে।

এসময় তাদের গোয়ালে থাকা ১গরু মারা যায় ও ২টি গরু দগ্ধ হয়। খবর পেয়ে বামন্দী ফায়ার স্টেশনের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই ঘরে রাখা নগদ টাকা ও মালামাল পুড়ে যায়।




দর্শনায় ফেন্সিডিল সহ সুলতানপুরের আনোয়ার গ্রেফতার

দর্শনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ আনোয়ার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ পলাতক দেখিয়ে ২ জনের বিরুদ্ধে দায়ের করেছে মামলা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানার এসআই তাইফ্জ্জুামান, এসআই স্বপন কুমার সরকার, এসআই শামিম রেজা সহ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের সুলতানপুর গ্রামে।

এসময় গ্রামের উত্তরপাড়ার মৃত মুজাল সরদারের ছেলে রবির মুদি দোকানের সামনে পাকা রাস্তার হতে ৬০ বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী সুলতানপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ও মৃত আনছার আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা কোট হাজতে প্রেরণ করেছে।




আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে ৪ যুবকের জেল-জরিমানা

আলমডাঙ্গায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে চার মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড ও একশত’ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বেলা ১১ টায় পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্নে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ। ।

দণ্ডপ্রাপ্তরা হলেন কামালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুমন আলী (২৫),খোকন অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (১৯), মৃত সমসের মিয়ার ছেলে সুমন আলী (২১), সাইদ মোল্লার ছেলে আলামিন (২৫)।

থানা সূত্রে জানাযায়, আজ বুধবার বেলা সাড়ে ১০ টায় পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্নে যাত্রী ছাউনির নিচে চারজন যুবক প্রকাশ্যে গাঁজা সেবনকালে তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা সেবনের সরাঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল-জরিমানা করা হয়।




আমঝুপি আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুল হামিদ আর নেই

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক (বাংলা) আব্দুল হামিদ (৫৯) ইন্তেকাল করেছেন।

বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি আমঝুপির দক্ষিণপাড়ার নিজ বাড়িতে হৃদরোগে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়ার নেওয়ার পথে মিরপুরে পৌছালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আব্দুল হামিদ আমঝুপি দক্ষিণপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।




কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইঞ্জিন চালিত ভ্যান চুরি

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইঞ্জিন চালিত ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মোজাম বিশ্বাস।

ভুক্তভোগি মোজাম বিশ্বাস বলেন, গতকাল মঙ্গলবার সকাল ১১ টা বাজে। বাড়ি থেকে বের হয়ে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের উপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যায়। ফিরে এসে ভ্যানটি আর পায়নি।

এরপর অনেক খোজ করি চারিদিকে। না পেয়ে বাড়ি ফিরে যায়। তিনি বলেন, আমার সংসারে তিন কণ্যা সন্তান আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের উপর। এখন আমার বাড়ির ৫ শতক ওই মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার।

মোজাম বলেন,ভ্যানটি কালিগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনে ছিলাম। যার কিস্তি এখনও চলছে। ভ্যান হারিয়ে এখন উভয় সংকটে আমি। একদিকে কিস্তি,অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কি করবো,আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছিনা। মোজাম বিশ্বাস কালিগঞ্জ শাহপুর -ঘিঘাটি আবাসন সংলগ্ন পাড়ার বাসিন্দা। সে ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। বুধবার বিকালে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় অভিযোগ করেন।

উল্লেখ,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্য দিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কতৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভুগীদের।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মন বলেন, আজ বিকেলে এ সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরুব্বী।




দর্শনায় ৪ কোটি টাকা মৃল্যের ২২ টি স্বর্নের বারসহ বাংলা আটক

দর্শনায় ৫৮ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ কোটি টাকা মৃল্যের ২২ টি স্বর্নেন বারসহ দর্শনা মোবারকপাড়ার বাংলাকে আটক করেছে।

জানাযায় ৫ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে অভিযান চালায় জীবনগর টু দর্শনা সড়কে। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসির নেতৃত্বে অভিযান চালায় দর্শনা রেল ক্রসিং এর পাশে।

এ সময় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল উথুলী এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে। মোটর সাইকলে আরোহী উথলী অতিক্রম করে দর্শনার দিকে রওনা দেয়। এ্যাম্বুশ দল পিছু ধাওয়া করে দর্শনা মোটরসাইকেলসহ দর্শনা পৌরসভার মোবারকপাড়ার রাজ্জাক খানের ছেলে সাঈদ খান বাংলাকে (৪৫) আটক করে। বিজিবি তার মটরসাইকেল তল্লাশি করে ২২ টি স্বর্নের বার উদ্ধার করে। যার আনুমানিক মৃল্য প্রায় ৪ কেটি টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।




চ্যাটজিপিটির লাগাম টানতে ইউরোপজুড়ে আলোচনা

প্রযুক্তি দুনিয়ার এখন সবচেয়ে আলোচিত বিষয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি। কিন্তু সম্প্রতি প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইতালি। দেশটির সরকারি তথ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে, ডিজিটাল দুনিয়ায় তথ্যের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে চ্যাটজিপিটি নিষিদ্ধ করা হয়েছে। ইতালির এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্যান্য দেশও চ্যাটজিপিটিকে নিষিদ্ধ বা কঠোর বিধিনিষেধ দেওয়া যায় কি না, এ বিষয়ে আলোচনা করছে।

ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়ে নিরাপত্তা উদ্বেগের কারণে জার্মানিতে চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে দেশটির তথ্য সুরক্ষা কমিশনার। ফ্রান্স ও আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থাও চ্যাটজিপিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিস্তারিত তথ্য জানতে ইতালির সঙ্গে যোগাযোগ করেছে।

চ্যাটজিপিটির বিষয়ে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা ইতালির নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। বিষয়টি নিয়ে আমরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা নিয়মাবলি চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে মানতে বাধ্য করতেই চ্যাটজিপিটির ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইতালি। একই কারণে ইউরোপের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাও তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে ওপেনএআইয়ের কাছে জানতে চেয়েছে। এ বিষয়ে ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে ব্যক্তিগত তথ্যের ব্যবহার কমানোর জন্য কাজ চলছে।
সূত্র: রয়টার্স




ক্রাইম ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন দীঘি-বাসার

নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে ‘মার্ডার ৯০’। ওয়েব ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন আলোচিত অভিনেত্রী দীঘি ও খাইরুল বাসার।

এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। বুধবার মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে ফিল্মটির শুটিং।

গল্প ভাবনায় রয়েছেন সৈয়দ আশিক রহমান, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন আর পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

‘মার্ডার ৯০’ ওয়েব ফিল্মটি ৯০ দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো এ গল্পে উঠে এসেছে।

এ বিষয়ে আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের কাজ হবে। এর পর ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ হবে।

এতে আরও অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।

সূত্র: যুগান্তর




মেহেরপুর নিউজের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

সংবাদ প্রকাশের জেরে মেহেরপুরের অনলাইন পোর্টাল ‘মেহেরপুর নিউজের’ সম্পাদক পলাশ খন্দকার, বার্তা সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিক ডালিমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের ৫৭ ধারায় মামলা প্রত্যাহার করে নিয়েছে বাদী।

আজ বুধবার মুজিবনগরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে হাজির হয়ে বাদী কাজী কোমর উদ্দিন মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক তার আবেদন মঞ্জুর করে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

এর আগে গত সোমবার তিনি একই আদালতে মামলাটি দায়ের করেন। যদিও চলতি বছরের ১জানুয়ারি থেকে সাংবাদিক ডালিম মেহেরপুর নিউজ ছেড়ে দিয়েছেন। এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বিলুপ্ত করা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মেহেরপুর নিউজে ‘২৭ বছর পর ঐ জমি নিজের দাবী করে জোর পূর্বক গাছ কাটার অভিযোগ’ শিরোনামে গত মাসের ১১ তারিখে সংবাদ প্রকাশ করে। যাতে বাদীর মানহানি হয়েছে বলে দাবী করেছিলেন।