মেহেরপুরে জেলা বিএনপির একাংশ ও জেলা ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মেহেরপুরে জেলা বিএনপির একাংশ ও জেলা ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে মেহেরপুর শহরের বড় বাজার অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি।

এসময় তারা বলেন, মেহেরপুর শহরের পৌর কলেজ তথাকথিত ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের গভার্নিং বোর্ডের সভাপতি পরিবর্তন করে গত ২২ অক্টোবর একজন সমাজ বিরোধী চিহ্নিত অপরাধী মেহেরপুর আটলান্টিকা হোটেলের অপকর্ম মামলার তালিকা ভুক্ত আসামি বহু অপকর্মের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনকে দায়িত্ব অর্জন করার প্রতিবাদে অত্র কলেজের শিক্ষার্থী তথা মেহেরপুরের জনসাধারণের পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা শিক্ষায় জাতির মেরুদন্ড, অথচ সেই প্রতিষ্ঠানে সভাপতি নিযুক্ত করা হয় একজন চিহ্নিত দূর জন ব্যক্তিকে, আমার প্রশ্ন এই প্রতিষ্ঠান থেকে কি শিক্ষা পাবে কোমলমতি শিক্ষার্থীরা? আমরা আরো মনে করি একজন দুর্বৃত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেতে সহযোগিতা করে একটি কুচক্রী মহল।

আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং মেহেরপুরের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি অনত্তবিলম্বে এডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনকে অপসারণ করে একজন শিক্ষানুরাগী সর্ব মহলে গ্রহণযোগ্য পরিচ্ছন্ন ব্যক্তি কে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুবদল নেতা মোঃ উজ্জ্বল, মোঃ ইদ্রিস, জয়নাল, চাঁদ আলী, সুরুজ, ইলিয়াস, জনি, রুবেলসহ বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা।




গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র অভিষেক অনুষ্ঠান

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আবুল কাসেম বলেন, শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদন্নোতিসহ প্রধান শিক্ষকদের নবম এবং সহকারি শিক্ষকদের দশম গ্রেডের দাবি শিক্ষক সমাজের। এই দাবির বাস্তবতা বিবেচনা করে সরকার শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল হবে বলে শিক্ষক সমাজের প্রত্যাশা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নবনির্বাচিত ”গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি” উপজেলা পরিষদ সভাকক্ষে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো: সাহাব উদ্দীনের (সদ্য অবসরপ্রাপ্ত) সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান শাহীন, সিনিয়র সহসভাপতি মো: লিয়াকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন, মো: কামরুজ্জামান চৌধুরী লিটন, বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া সম্পাদক সালমান আজিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বকুল, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।

বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকনুজ্জামান পলাশ ও হাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা: লাবনী খাতুনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, এবাদতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি কাওছার আলী, প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মীর সাদিক ওয়াহিদ নিয়ন ।

স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের সভাপতি সাহাব উদ্দীন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার, সম্মান ও মর্যাদা আদায়ের লক্ষে প্রাথমিক শিক্ষক সমিতি কাজ করছে উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, বর্তমান বাজার মূল্যের সাথে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো যায়না। আমরা সেই অধিকার নিয়ে আন্দোলন করছি। বাংলাদেশ শিক্ষক সমিতি নেতৃত্ব তৈরীর কারখানা। এখানে নতুন নতুন নেতৃত্ব তৈরী করা হয়। একটি মহল অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্য বিভ্রান্ত ও অপপ্রচার চালিয়ে অনেকগুলো সমিতি তৈরী করেছেন। এগুলো থেকে শিক্ষকদের সর্তক থাকতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে এই বৈষম্য দুরিকরনে সরকারের পক্ষ থেকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে সকল ধরনের প্রস্তাবনা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অন্তবর্তি সরকারের গঠিত শিক্ষা কমিশনকে দেওয়া হয়েছে।

প্রধান অতিথি বলেন, শিক্ষকদের মাঠ পর্যায় থেকে কর্মসূচি শুরু করতে হবে। যা পরবর্তিতে কেন্দ্রীয় পর্যায়ে চুড়ান্ত আন্দোলন করা হবে। আগামি রবিবার থেকে আমরা বিদ্যালয় পর্যায়ে কালো ব্যাজ ধারণ করবো। এবং বৃহস্পতিবার এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন নিজ নিজ ফেসবুকে পোষ্ট করা হবে।

অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, সরকারকে বিব্রত করে নয়, বিগত সরকার আমাদের উপর যে বৈষম্য করেছে সেগুলো অন্তবর্তি সরকারের কাছে আমরা তুলে ধরবো।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের কাজ করতে হবে। কোনো বিদ্যালয়ে ৫০ শিক্ষার্থী না থাকলে সরকার বিদ্যালয় বন্ধের চিন্তা করছে। বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকলে শিক্ষকতাই তো থাকবেনা।

তিনি বলেন, আমাদের বুঝতে হবে অন্তবর্তিকালীন সরকারের কতটুকু কার্যক্ষমতা আছে। কৌশল অবলম্বন করে সরকারের সাথে আলোচনা চালিয়ে দাবি আদায় করতে হবে। তাই, মানববন্ধন আর রাস্তায় দাঁড়ালে দাবি আদায় হবেনা। মাঠ পর্যায়ে পিটিআই বা যেখানে সেখানে দাড়িয়ে আন্দোলন সফল হবেনা। দাবিও আদায় হবেনা। তবে এটারও দরকার আছে যোগ করেন তিনি।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে অল্প বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি হাঁটু পর্যন্ত হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে ইস্কুলে যাওয়া কোমলমতি শিশুসহ পথচারীদের। চলাচলের সময় কাদাযুক্ত পানি দিয়ে তাদের যাতায়াত করতে হয়। জমে থাকা পানি পথচারী ও স্কুল শিক্ষার্থীদের জামাকাপড় নষ্ট করে দিচ্ছে। কখনো মোটরসাইকেল আরোহী উল্টে যাচ্ছে, আবার কখনো যাত্রীসহ পানিতে পড়ছে যানবাহন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কানাইডাঙ্গা দক্ষিণ পাড়ার রাস্তার মাঝখানে কাদাযুক্ত বৃষ্টির পানি জমে আছে। সড়কের দুই পাশে বসতবাড়ি । কাদাযুক্ত বৃষ্টির পানি দিয়ে লোকজন চলাচল করছে। এলাকাবাসীর ভাষ্য, সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার অন্যতম কারণ।

কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাজাহান আলী বলেন প্রায় ১০০ ঘর মানুষ এখানে বসবাস করে তাদের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয় সেই সাথে স্কুলে যাওয়া কোমলমতি শিশুদের যাওয়াটা কষ্ট দায় হয়ে উঠেছে।

স্থানীয় ব্যবসায়ী মো. সামসুল হক বলেন, সামান্য বৃষ্টি হলেই পানি জমে ডোবায় পরিণত হয়। এই জায়গাটি গর্ত থাকার কারণে সেই পানি আর কোনদিকে সরে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি জমে কাদাযুক্ত হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই পানি জমে এ দুর্ভোগে পড়েন এই সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকরা।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন,একটু বৃষ্টি হলেই এ জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। এক দিনের মধ্যে পানি আর কাদায় একাকার হয়ে যায়। ফলে ভোগান্তি পোহাতে হয় জনগণের। অল্প জায়গায় মাটি ভরাট অথবা পাকাকরণ করে পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দিলেই আর এমন হতো না।

জনদুর্ভোগ নিরসনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




সারা দেশে এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে ওয়ালটন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটর বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে ৩০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম : সার্ভিস এক্সপার্ট পদসংখ্যা : ৩০টি অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৩ বছর

বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল : দেশের যে কোনো স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২৬ অক্টোবর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ১০ নভেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা : রেফ্রিজারেটর ইনস্টলেশন, মেরামত, পরিসেবা, পরীক্ষা এবং সমস্যা সমাধানের দক্ষতা। অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, চিকিৎসা ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




দর্শনায় ২৩ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ রুমন মিয়াকে (৩২) আটক করেছে।আটককৃত রুমন দর্শনা থানার পারকৃষ্টপুর মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে।

আজ শনিবার বিকাল ৪ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় নাস্তিপুর গ্রামে।

এ সময় দর্শনা থানার এস আই সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাস্তিপুর গ্রামের আব্দুল মমিনের বাড়িতে। সে সময় পুলিশ আব্দুল মমিনের উঠানের পাশ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে পুলিশ রুমন মিয়াকে আটক করে।

আটককৃত রুমনকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।




উৎপাদন বিভাগের কর্মকর্তা টুটুলের নামে বেনামে সম্পদের পাহাড়

নিয়মিত বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় দেশের অন্যান্য চিনিকলের তুলনায় দর্শনা কেরুজ চিনিকলটি কর্মকর্তাদের নিকট খুবই প্রিয়। যার কারণে উৎপাদন বিভাগের কর্মকর্তা ছাত্রলীগ নেতা জাহিদুল হক টুটুল ঘুরে ফিরে ৮ বছর ধরে দর্শনা কেরুজ চিনিকলের একই চেয়ার ধরে রেখেছেন। কিছুদিনের জন্য মোবারকগঞ্জ চিনিকলে অবস্থান করলেও স্বৈরাচার আ.লীগ সরকারের হাত ধরে দর্শনা কেরুজ চিনিকলে বদলী হয়ে বহাল তবিয়তে আছেন। অভিযোগ উঠেছে চাকুরীর সুবাদে বিভিন্ন দুর্নিতি করে নিজ এলাকায় সম্পদের পাহাড় গড়েছেন বলে জনশ্রুতি রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে অভিযুক্ত কর্মকর্তা টুটুলকে বদলী করার জোর দাবি তুলেছেন সচেতন মহল।

দেশের ১৭টি চিনিকলের মধ্যে দর্শনা কেরুজ চিনিকলটি অন্যতম। বিভিন্ন কারণে অন্যান্য চিনিকলের কর্মকর্তাদের ঠিকমত মাসিক বেতন না হওয়ায় বিভিন্ন সুপারিশে বা অর্থ বিনিয়গ করে এ চিনিকলে বদলি হয়ে আসেন। তাদেরি একজন উৎপাদন বিভাগের ডিজিএম জাহিদুল হক টুটুল। আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে স্বৈরাচার সরকারের সুপারিশে প্রথমবার ২০১৩ সালে দর্শনা চিনিকলে বদলি হয়ে আসেন তিনি। ২০১৯ সাল পর্যন্ত অবস্থান করেন। কিছু দিনের জন্য মোবারকগঞ্জ চিনিকলে বদলি হয়ে গেলেও পুন:রায় পছন্দের প্রতিষ্ঠান দর্শনা চিনিকলে ফিরে আসেন। সেই থেকে বর্তমানে তিনি কেরুজ চিনিকলে অবস্থান করছেন।

একটি সূত্র জানিয়েছে, জাহিদুল হক টুটুল দুর্নিতি করে নিজ এলাকায় একাধিক আলিশান বাড়ি নির্মান করেছেন। আওয়ামী লীগ করার সুবাদে চাকুরীতে যোগদান এবং ঘুরে ফিরে লোভনিয় জায়াগায় পৌষ্টিং নিয়ে চাকুরী করায় জনমনে নানা প্রশ্ন জেগেছে। ফলে অনেকেরই প্রশ্ন স্বৈরাচার সরকারের মদদপুষ্ট টুটুলের খুঁটির জোর কোথায় ? আর কিভাবেই বা অবৈধ্য সম্পদের মালিক হলেন সেটি ক্ষতিয়ে দেখার দাবি তুলেছে সচেতন মহল।

এ ব্যাপারে অভিযুক্ত জাহিদুল হক টুটুল তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অশিকার করে বলেন, ভালো কাজারে জন্য আমাকে দর্শনা চিনিকলে রাখা হয়েছে।




বিশ্বসেরা তারকাদের নামের পাশে মেহজাবীনের নাম

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জনপ্রিয়তার খবর অজানা নয়। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী রয়েছে তার ভক্ত। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব থাকেন তিনি।

ভক্তদেরকে সময় দিতে মাঝেমধ্যে লাইভে এসে আড্ডা দেন। এমনকী বিভিন্ন পোস্টেও মন্তব্য করতে ভুলেন না মেহজাবীন। এবার সেই ভক্তকুলের জন্যই সাফল্যের আরেক মুকুট উঠলো অভিনেত্রীর মাথায়।

পৃথিবীসেরা তারকাদের কাতারে নাম লেখালেন বাংলাদেশের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী । আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের। ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় মেহজাবীনের ভক্তরা সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছে।

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবীনের। এমন অর্জনে আপ্লুত অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘এ রকম কিছু যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফেসবুক থেকে নোটিফিকেশন পাই এবং দেখি ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ রয়েছে, যেটা দেখে সত্যি খুবই ভালো লেগেছে।

এই তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য অনুভূত হয়েছে। এত বড় বড় তারকার নাম সেখানে! ভক্তদের কারণে এ তালিকায় আমার নামও যুক্ত হলো, এটা অবশ্যই বিশাল ব্যাপার। এখানে আমার কোনো ভূমিকা নেই। এটা ভক্তদের অর্জন। তবে আমার জন্য এটা সত্যি অনেক বড় পাওয়া।’

এই সফলতায় ভক্তদের উদ্দেশে মেহজাবীন বলেন, ‘তাদের উদ্দেশে কিছু বলা খুব ডিফিকাল্ট। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এত দূর আসা।

শুরুটাও যদি মনে করি লাক্স চ্যানেল আই সুপারস্টারে আমি মুকুটটা পেয়েছিলাম দর্শকের ভোটে। সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আমাকে সমর্থন দিয়েছে। আলোচনা-সমালোচনা করেছে, আমার কী করা উচিত, কেমন কাজে দেখতে চায়-এসব নিয়ে তারা বেশ সক্রিয়। সাধারণত যখন নতুন কাজ আসে, তখন শিল্পীকে নিয়ে মাতামাতি হয়। কিন্তু এখন কাজ অনেক কম করি। এমন সময়েও আমার ভক্তরা ভীষণ সক্রিয়।’

সম্প্রতি নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’র সাফল্য উপভোগ করছেন মেহজাবীন চৌধুরী। সিনেমাটি ইতোমধ্যে বুসান ও টরন্টোতে প্রদর্শন হয়েছে এবং দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। এরপর সিনেমাটি অল্টারনেটিভা ফিল্মস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।

মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নামের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন।

সূত্র: ইত্তেফাক




১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারলো ভারত

সবশেষ ২০১২ সালে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর সাদা পোশাকের ক্রিকেটে টানা ১৮টি সিরিজ জিতেছে ভারতীয়রা। অবশেষে ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারলো রোহিত শর্মার দল। বেঙ্গালুরু পর পুনে টেস্টে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ভারতকে ১১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলে ১৩ উইকেট শিকার করেছেন এই কিউই স্পিনার। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল কিউইরা। এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো স্বাগতিকরা।

পুনে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ভারতের ব্যাটিং লাইন। মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৫৩ রান খরচায় ৭ উইকেট নেন স্যান্টনার।

১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টম ল্যাথামের ব্যাটে ভর করে ২৫৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সেঞ্চুরির কাছে গিয়েও ৮৬ রানে সাজঘরে ফিরে যান ল্যাথাম। এছাড়া ৮২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর ৪টি ও রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ওপেনার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা দ্রুত আউট হলেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জয়সওয়াল।

ক্রিজে আসা শিবমন গিলকে নিয়ে রানের চাকা সচল রাখেন জয়সওয়াল। দলীয় ৯৬ রানে ৩১ বলে ২৩ রান করে আউট হন গিল। তবে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জয়সওয়াল। দলীয় ১২৭ রানে আউট হওয়ার আগে ৬৫ বলে ৭৭ রান করেন তিনি।

জয়সওয়ালের বিদায়ের ধস নামে ভারতের ব্যাটিং লাইনে। মাত্র ৪০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। বিরাট কোহলি ১৭, শরফরাজ খান ৯, ওয়াশিংটন সুন্দর ২১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান রিঝভ পন্থ।

এরপর রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজা মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ২০৬ রানে ৩৪ বলে ১৮ রান করে আউট হন অশ্বিন।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ এপেক্স ক্লাব অব নবগঙ্গার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতা

ঝিনাইদহ এপেক্স ক্লাব অব নবগঙ্গার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতা মূলক কর্মকান্ডের অংশ হিসাবে লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মকান্ড অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে শহরের নবগঙ্গা নদীর তীরে এ কর্মকান্ড অনুষ্ঠিত হয়। সেসময় পথচারীদের হাতে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতা মূলক লিফলেট বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা ও সদর হাসপাতালে ভর্তিকৃত ৫ জন ডেঙ্গু রুগীকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এপেক্স বাংলাদেশের ডিজি-০৬ শাহানাজ পারভীন সেতু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সশিয়ান মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সশিয়ান আরিফুর রহমান রাজু, জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, ঝিনাইদহ ক্লাবের সদস্য জিহান লেমন।

পরে বিভিন্ন ক্লাব থেকে আগত ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারীগণ এবং মেহেরপুর, যশোর ও ঝিনাইদহের নবগঙ্গা এপেক্সসিয়ানরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর ২য় বোর্ড মিটিং সম্পন্ন হয়।

অনুষ্ঠান শেষে এন.আই. আর. ডি. এপেক্স আতিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এইচপিভি ভাইরাস টিকার উদ্বোধন

সারাদেশের সাথে কুষ্টিয়ায় এইচপিভি ভাইরাসের ক্যান্সার প্রতিরোধক “সারভারিক্স” টিকা’র উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের আয়োজনে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এ টিকার উদ্বোধন করা হয়।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আকতার জাহানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম প্রমুখ।

সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন বলেন, সারা দেশে এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ু ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।

উল্লেখ্য, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ১০- ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রীদের এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।