অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে-ডিসি আজিজুল

অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করলেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম ও মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম।

গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ২ নং মহাম্মদপুর ওয়ার্ডের উপনির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। এখানে ভোটার উপস্থিতি ভাল। সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি বেশী ছিল। দুপুরের পর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে। সকলের সহযোগীতায় একটা ভাল ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভোটারদের আন্তরিকতা রয়েছে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে শান্তিতে ভোট দিতে পারেন সেটাই আমাদের কাম্য। প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। নিশ্চয় ভোটাররা আরও বেশি উপস্থিত হবেন।

এসময় গাংনী উপজেলা নির্র্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির আহমেদ শামীম, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদসহ নির্বাচনের দায়ীত্বে নিয়োজিত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মেহেরপুর পুলিশের অভিযানে গ্রেফতার-৪

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে সদর থানা পুলিশের নিয়মিত মামলার ২ ও পুলিশ আইনের ৩৪ ধরায় ১ জন এবং গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ১ আসামি গ্রেফতার হয়েছে।

বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার (২৫ মে) ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন পুলিশ। পুলিশের সংশ্লিষ্ট থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




আজ গাংনী মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের উপনির্বাচন চলছে

উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিত উল্লেখ করার মত। তবে, বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে শুরু করে।
মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের উপ নির্বাচনের রির্টানিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন কমকর্তা আব্দুল আজিজ বলেন, মটমুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, ওই ওয়ার্ডের প্রয়াত সদস্য (মেম্বর) আব্দুস সোবহানের স্ত্রী মোছা: পলি আরা (মোরগ) ও মো: কামাল হোসেন (টিউবওয়েল)।
হোগলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৬৩৯৭ জন। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ৩১৮২ এবং পুরুষ ভোটার সংখ্যা ৩২১৫ জন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই ওয়ার্ডের মেম্বর আব্দুস সোবহান নিজ বাড়িতে হলুদ সিদ্ধ করতে গিয়ে গরম পানির কড়াইয়ের মধ্যে পড়ে ঝলসে যায়। ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। পরে এই ওয়ার্ডটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজজাক বলেন, ভোট কেন্দ্র এবং বাইরে বিপুল পরিমান পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতৃ বলেন, ভোট কেন্দ্র অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।




গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে স্কুল ছাত্র নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ইটবহনকারী ট্রলি উল্টে শাহাজাদ নামের এক স্কুল ছাত্র মারা গেছে।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাওট-মহাম্মদপুর সড়কে মটমুড়াতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজাদ গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের মালথীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও চরগোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য শাজাহান বলেন, শহাজাদ নিজেই স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ি (ইটবহনকারী ট্রলি) চালিয়ে ইট আনতে যাচ্ছিল। এসময় গাড়ির টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শাহাজাদ। পরে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।

শাহাজাদের বাবা আব্দুর রাজ্জাক বলেন, আমার ছেলে স্কুলে পড়ে। আজকেই প্রথম সে এক গাড়ি চালিয়ে ইট আনতে মহাম্মদপুর ইটভাটাতে যাচ্ছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




দর্শনায় বিজিবির অভিযানে ২ মণ রুপার গহনা ও ২০টি স্বর্ণের বারসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীতান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। এ দুটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরী ৭৭ কেজি ৭শ গ্রাম রুপার গহনা ও সোয়া ২ কেজি স্বর্ণ সহ শাহানারা নামের এক নারী পাচারকারীকে আটক করেছে। পৃথক আরেক অভিযানে বিজিবির উপস্থিতি টেরপেয়ে রূপার গহনা ফেলে পালিয়েছে এক চোরাকারবরীকে।

আটককৃত নারী চোরাকারবারী শাহানারা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী।

বিজিবি জানায়, আজ বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে বিপুল পরিমান তৈরীকৃত রুপার গহনা পাচার করা হচ্ছে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্ত মেইন পিলার ৭৬ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন মোবারকপাড়া আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোবারকপাড়া আবাসিক এলাকায় বসবাসকারী মোস্তফা আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে

চোরাকারবারী সোহাগ কতৃক ফেলে যাওয়া রুপা ভর্তি ৪টি প্লাষ্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় এবং পার্শ্ববর্তী সোহাগের বসতবাড়ি হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ১২৬টি খালি প্যাকেট এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত ৪টি প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৭৭ কেজি ৭০০ গ্রাম ভারতীয় তৈরীকৃত রুপার গহনা উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সুবেদার জহির উদ্দিন বাবর বাদী হয়ে দর্শনা মোবারকপাড়ার মৃত বাবু আলীর ছেলে সোহাগ (৩০)কে পলাতক আসামী করে দর্শনা থানায় মামলা দায়ের করা সহ উদ্ধার হওয়া ভারতীয় তৈরীকৃত রুপার গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপর দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন জেলার দর্শনা থানার অন্তগর্ত বারাদী সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়নের অধিনস্থ সীমান্তের বারাদী বিওপি কমান্ডার নাঃ ‍সুবেঃ আহসান কবীর, পিবিজিএম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৯/৬-আর হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় এ্যাম্বুশ করে আনুমানিক দুপুর ১ টার দিকে একটি অটো রিক্সা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্ত দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল অটো রিক্সাটির গতিরোধ করে অটো রিক্সায় অবস্থানকারী ব্যক্তিবর্গের মধ্যে একজন বোরকা পরিহিত মহিলাকে সন্দেহ করে।

সন্দেহ ভাজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তার কাছে কোন চোরাচালানী পণ্য নেই মর্মে বিজিবি টহলকে অবহিত করেলে টহল দলের মহিলা সদস্যগণ আটককৃত চোরাকারবারী ৪৮ বছর বয়সী শাহানারা নামের নারীর দেহ তল্লাশি করে বুকের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট হতে ২০টি স্বর্ণের বার (২ কেজি ৩৪১ গ্রাম) এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত চোরাকারবরী শাহানারা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী। এ বিষয়ে হাবিলদার ওবাইদুর রহমান দর্শনা থানায় মামলা করে আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়।




দামুড়হুদায় সাধুসংঘ অনুষ্ঠানে মাহফুজ রহমান মন্জু

দামুড়হুদা হাতিভাঙ্গা পূর্ব পাড়ায় মহসীন ফকিরের আখড়া বাড়িতে দরবেশ আহমদ শাহর গুরুকার্য উপলক্ষে সাধুসংঘ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার রাত ৮টায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজর রহমান মন্জু।

এসময় তিনি বলেন যারাঁ ধর্মের কথা বলে সাম্রদায়িক চেতনায় বিশ্বাসী, তারা প্রকৃত ধর্মে বিশ্বাস করে না, এরা সাম্রদায়িক চেতনার অধিকারী , যুগে যুগে তারা এদেশের হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংসস্তূপ নিয়ে গেছেন । সুতরাং আমাদের সকলকে সব ধর্মের মানুষকে সম্মান করতে হবে, ও মানবতাকে সবার আগে গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি পূর্নতা পাবে।

আজিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সাধুগুরু তৌহিদ মাষ্টার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এস এম মহসীন আলী, যুবলীগ নেতা সদর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য হাসান মেম্বার, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শেখ হাফিজুর শামসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হাতেম, সাবেক ছাত্রলীগ নেতা খালিদ হাসান, রাজু আহম্মেদ সন্জু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ ছাত্র লীগের আহবায়ক শাহীন মোল্লা, যুগ্ন আহবায়ক এম করিম, ছাত্রলীগ নেতা জনি, হৃদয় হাসান প্রমূখ। শেষে বাউল হৃদয় দেওয়ান, আলামিন দেওয়ান ও সানজিদা খাতুন মনোমুগ্ধকর বাউল গান পরিবেশন করেন। সঞ্চালনায় ছিলেন ফরহাদ হোসেন।




চুয়াডাঙ্গায় ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আধুনিক শিক্ষা ব্যবস্থায় গড়বো দেশ, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ স্লোগানে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃবিলাল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

আগামীর স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে নতুন কারিকুলাম বিস্তরণ এক যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করেন বক্তারা। দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ গড়তে ও অভিজ্ঞতার ভিত্তিতে শিখনের এক মাইলফলক এই নতুন কারিকুলাম।এই ধরণের সমাবেশ আরও বেশি বেশি আয়োজন করতে অভিভাবকগণ আহবান করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও প্রধান শিক্ষক সকল অভিভাবককে আরও সচেতনভাবে সন্তানের প্রতি খেয়াল করবেন ও সময়মত বিদ্যালয়ে পাঠাবেন এমন আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ সহ চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ।




কোটচাঁদপুরে বিষপানে কিশোরের মৃত্যু

বিষপানে অয়ন নাহা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে স্থানীয় বেনেপাড়ার অসিম নাহার ছেলে। গতকাল মঙ্গলবার রাতে সে মারা যায়।

জানা যায়,গেল ২২ মে সকালে বীষপান করেন অয়ন নাহা। এরপর স্বজনরা তাকে প্রথমে কোটচাঁদপুর,পরে য়শোর ও সর্বশেষ চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যান।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে চিকিৎসা দিয়ে ভর্তি করে দেন। পরে তাঁর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

গতকাল মঙ্গলবার সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বুধবার সকালে তাকে তাঁর নিজ গ্রাম চৌগাছায় সমাধিস্থ করা হয়েছে।




বোনের কিডনী ও প্রধানমন্ত্রীর সহায়তায় সুস্থ হয়ে উঠবেন জেমস স্বপন মল্লিক

একেই বলে ভাইয়ের প্রতি বোনের ভালবাসা। কিডনী রোগে অসুস্থ ভাইকে কিডনী দিয়ে বিরল ভালবাসার উদাহরণ সৃষ্টি করলেন বোন চপোলা মল্লিক। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা চিকিৎসা অনুদান দিয়ে তার পাশে দাড়িয়েছেন।

আজ বুধবার (২৪ মে) ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে মুজিবনগরের প্রিয় মুখ জেমস স্বপন মল্লিক বাবুর কিডনী প্রতিস্থাপন করা হয়েছে।

এর আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের কৃতি সন্তান জেমস স্বপন মল্লিক বাবু’র চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা চিকিৎসা অনুদান দিয়েছেন এবং প্রয়োজনে আরো দেবেন বলেও আশ্বস্ত করেছেন।

জানা গেছে, জেমস স্বপন মল্লিক বিগত দুই বছর যাবৎ কিডনী রোগে ভুগছেন। বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েও কোনো ফল পাচ্ছিলেন না তিনি। অবশেষে ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে ভর্তি হন। সেখানে গিয়ে জানতে পারেন তার দেহে একটি কিডনী রয়েছে। ইতোমধ্যে কিডনীটি ৮০ শতাংশ অকেজো হয়ে পড়েছে। তাকে কিডনী না দিলে অল্পদিনের মধ্যেই মারা যাবেন। অবশেষে জেমস স্বপন মল্লিকের ছোট বোন চপোলা মল্লিক তার ভাইকে কিডনী দেওয়ার ঘোষণা দেন। পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক চেন্নাই অ্যাপোলো হাসপাতালে আজ বুধবার তার বোনের দেওয়া কিডনী প্রতিস্থাপন করা হয়েছে।

এদিকে জেমস স্বপন মল্লিক তার ফেসবুকে লেখেন, গত ৪৫ দিন ১৫ টি ডাইলাসিস গ্রহন করালাম। আপনারা সকলে আমার বোন ও আমার জন্য প্রার্থনা করবেন। আমি যেন সুস্থ হয়ে মানুষের পাশে দাড়াতে পারি। আমাকে চেন্নাই ৪ মাস থাকতে হবে। হাসপাতালের খরচ, পরিবারের ৭ জন নিয়ে নিয়ে থাকা খাওয়া, বিমান ভাড়া তাতে অনেক খরচ।

তিনি লেখেন, কৃতজ্ঞতার সাথে স্মরণ করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’কে যিনি আমার উন্নত চিকিৎসার ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। আরো দিবেন বলে আশ্বস্ত করেছেন। আমার চিকিৎসার জন্য প্রতিনিয়ত তত্বাবধানে করছেন আমার প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক অভিবাবক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ভাই।

চার্চ অব বাংলাদেশের মডারেটর বিশপ রাইট রেভা সমূয়েল সুনীল মানখীন সহ আরো দুই বিশপ।

স্মরন করছি পিজি হাসপাতালের প্রো-ভিসি স্যার কবি ও সাহিত্যিক প্রফেসর ডা.একেএম মোশাররফ হোসেন সহ অনেকে।
অপারেশনের পর বাকি সবার কৃতজ্ঞতা স্বীকার করবো। আমার ভবনের সকল এলোটীদের ধন্যবাদ।

এদিকে জেমস স্বপন মল্লিকের আশু রোগ মুক্তি কামনা করেছেন মেহেরপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বার্তা সম্পাদক জুলফিকার আলী কাননসহ মেহেরপুর প্রতিদিন পরিবার।




হোয়াটসঅ্যাপে এখন মেসেজ এডিটিং চালু

হোয়াটসঅ্যাপে চালু হলো এডিটিং ফিচার। কখনো কাউকে দ্রুত টাইপ করে মেসেজ পাঠানোর পর খেয়াল করলেন বানান ভুল। এই বানান ভুলের সমস্যা আপনাকে ভোগাতে পারে বেশ। সেক্ষেত্রে আপনার হাতে উপায় কি? উপায় ওই একটিই। এডিট করা। এতদিন সে সুযোগ ছিল না কিন্তু হোয়াটসঅ্যাপ এখন এই অপশনটি চালু করেছে।

কোনো মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে বানান ভুল বা অন্যান্য অসংগতি এখন ঠিক করার সুযোগ রয়েছে। পুরো ম্যাসেজ এখন আর ডিলেট করে আবার নতুন করে পাঠানোর বিড়ম্বনা পোহাতে হবে না। আবার ভুল করে কিছু লিখে বসলে তা সংশোধনের পথ আছে। এতদিন অফিশিয়ালি এই ফিচারটি চালু না হলেও এখন হোয়াটস অ্যাপে সহজেই এই ফিচারটি ব্যবহার করা যাবে।

সূত্র: ইত্তেফাক