ঝিনাইদহ ডিবির জালে আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীর গ্রেফতার

দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ২০ মামলার আসামী আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীরকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে ফরিদপুরের কোতয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে।

আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান জানান, গত ২১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেফতার করা হলেও মূলহোতা আলমগীর পলাতক ছিলো। সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর শেখের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০ টি অধিক মামলা রয়েছে।




আলমডাঙ্গার গ্রাম্য সালিশে সাক্ষ্য দেয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে ৩’শ বিঘা জমির ভুট্টাক্ষেত সহ পান বোরজে অগ্নিকান্ডের ঘটনায় গ্রাম্য সালিশে প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষ্য দেয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল সোমবার রাত ১০ টায় শিয়ালমারী ঘটেছে।

এঘটনায় অভিযুক্ত শিয়ালমারী গ্রামের জিন্নাহ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর রহমানের স্ত্রী ঈশারন খাতুন। এছাড়াও আটককৃত ব্যক্তি একই গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে জিন্নাহ আলী।

ঘটনাটি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

এলাকাসূত্রে জানাযায়, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারী বানাতখাল মাঠে গত ১৩ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩’শ বিঘা জমির ভুট্টাখেতসহ পানের বরজ পুড়ে ভস্কিভুত হয়ে যায়। অভিযুক্ত জিন্নাহ আলী তার নিজের ভুট্টাখেতে আগুন দিলে সেই আগুনের সূত্রপাত থেকে চারিদিকে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ৩০০ বিঘা ভুট্টাক্ষেত সহ পান বোরজ পুড়ে যায়। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষ্য দেন বৃদ্ধা ঈশারন খাতুন। এতে গ্রাম্য সালিশে জিন্নাহ আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার জের ধরে গত সোমবার (২২ মে) রাতে ঈশারন খাতুনকে একা পেয়ে তার নিজ বাড়ির সামনে তাকে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে জিন্নাহ।

বৃদ্ধার আত্নচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কতৃপক্ষ। বৃদ্ধা ঈশারনকে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেবার সময় তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত জিন্নাহকে আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




কোটচাঁদপুরে জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতিতে  ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ। মঙ্গলবার উপজেলার ফুলবাড়ি কমিউনিটি ক্লীনিকে এ ক্যাম্প করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ও সেবা দেন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, গাইনি কনসালটেন্ট ডাঃ ফারহানা শবনম, এনেস্থিসিয়া কনসালটেন্ট রাইসুল ইসলাম (জুয়েল), ডাঃ রাফসান রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট শাহিনুর রহমান ও ফুলবাড়ি কমিউনিটি ক্লীনিকের সিএইচসিপি জেসমিন আরা।

ওই গ্রামের সেবা গ্রহিতা, সুফিয়া বেগম ও আরজিনা খাতুন বলেন, বাড়ির পাশে কমিউনিটি সেন্টার থাকায় আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি।

এখান থেকে সব ধরনের ঔষধই আমরা পেয়ে থাকি। এ ছাড়া এ ক্লীনিকে আসলে স্বাস্থ্য বিষয় সহ বিভিন্ন ধরনের পরামর্শ ও আমরা পেয়ে থাকি। তিনি বলেন, আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পের কথা কাল মাইকিংয়ের মাধ্যমে জানতে পেরেছি।

আজ আমরা চিকিৎসা নিতে এসেছি। বাড়ির পাশে এ ধরনের চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি। সামনের দিনে এ ধরনেন ক্যাম্পের দাবিও করেন তারা।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর। এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করা হচ্ছে। যার ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প। আজ এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা দিয়েছেন।

শহর রেখে গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প করার কারন কি ? এমন প্রশ্নে তিনি বলেন,স্বাস্থ্য সেবা দোর গোড়ায় পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিউনিটি ক্লীনিক প্রতিষ্ঠা করেছেন। এ কারনে গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা।




কোটচাঁদপুরের সাবদারপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

কোটচাঁদপুরের সাবদারপুর ইউনিয়নে ২০২৩/২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিষদ মিলনায়তনে এ  বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আব্দুল মান্নান ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবদারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ, ২ নম্বরের অমেদুল ইসলাম, ৩ নম্বর ফকির মোহাম্মদ, ৪ নম্বর-আতিয়ার রহমান, ৫ নম্বর-ওসমান গনি, ৬ নম্বর-মেহেদি হাসান, ৭ নম্বর- জুল হক আলী, ৮ নম্বর- আলিম রেজা, ৯ নম্বর আক্তারুজ্জামান, মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম, ফাতেমা খাতুন, ফিরোজা খাতুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন, পরিষদের সচিব নাসরিন খাতুন, হিসাব সহকারি জুই নন্দী, উদোক্তা বিকাশ কুমার, হামিদা খাতুন।
পরে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান ২০২৩/২৪ অর্থ বছরের ১ কোটি ২৮ লাখ ৬৬ হাজার ২শ টাকার বাজেট ঘোষণা করেন।
এ বছর বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীন অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




দৈনিক ইত্তেফাকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। প্রতিষ্ঠানটি তাদের মাল্টিমিডিয়া বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৮ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মাল্টিমিডিয়া রিপোর্টার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লাইভে কথা বলার দক্ষতা থাকতে হবে। ডিজিটাল কন্টেন্ট তৈরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে সিভি পাঠাতে হবে ittefaqmultimedia@gmail.com এই ঠিকানায়।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২৮ মে, ২০২৩

cats




মুজিবনগরে গুডনেইবারর্স এর শিশু অধিকার ভিত্তিক ক্যাম্পেইন

মুজিবনগরে শিশুশ্রম, বাল্যবিবাহ,শিশুদের যৌন হয়রানি, প্রতিরোধের সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং শিশু সুরক্ষা, শিশু অধিকার, ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে, ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

সিডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ এর সঞ্চালনায় ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস, গুডনেইবারর্স এর এডমিন অফিসার অশোক মালাকার, গুডনেইবারর্স এর ইউথ লিডার শামিম খান। ক্যাম্পেইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী চিত্রশিল্পীদের পুরস্কৃত করা হয়।

শিশু অধিকার ক্যাম্পেইন অনুষ্ঠানে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।




ক্যানসার আক্রান্ত বৃদ্ধার শেষ ইচ্ছা পূরণ করলেন শাহরুখ

শয়নে-স্বপনে-জাগরণে শুধুই শাহরুখ খান। ঘরভর্তি শাহরুখের ছবি, ফিল্মের পোস্টার। ‘পাঠান’ মুক্তির পর হুইলচেয়ারে বসে হলে কিং খানের ছবি দেখতে গিয়েছিলেন। শাহরুখের কোনও ছবিই মিস করেন না তিনি। বাজিগর ছবি দেখে মেয়ের নাম ‘প্রিয়া’ রেখেছিলেন। ‘বাজিগর’ থেকে শুরু, তিন দশক ধরে এভাবেই চলছে শিবানী চক্রবর্তীর।

৬০ বছরের শিবানী দেবী লড়াই করছেন ক্যানসারের সঙ্গে। স্বপ্নের নায়ক শাহরুখ খানকে দেখাই তার শেষ ইচ্ছা। বৃদ্ধার ইচ্ছে ছিল, ‘মরে যাওয়ার আগে শাহরুখকে একবার দেখতে চান। তবে সেই ভক্তকে নিরাস করেননি কিং খান। ভক্তর ডাকে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন শাহরুখ খান। সামনাসামনি না হলেও ভার্চুয়ালি! সোমবার রাতে ভিডিও কলে শিবানীর সঙ্গে কলে কথা বলেন শাহরুখ।

উত্তর চব্বিশ পরগণার খড়দার দক্ষিণপল্লীর বাসিন্দা শিবানী চক্রবর্তী। সপ্তাহখানেক আগেই সংবাদমাধ্যমের সামনে নিজের শেষইচ্ছের কথা জানিয়েছিলেন শিবানী চক্রবর্তী।

শিবানী চক্রবর্তীর কন্যা ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘মায়ের সঙ্গে শাহরুখ স্যারের বিস্তারিত কথা হয়েছে। আমার সঙ্গে কথা বলেছেন উনি। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন, জানান উনি মায়ের জন্য প্রার্থনা করবেন। পাশাপাশি মায়ের চিকিৎসার জন্য সবরকম সাহায্যের কথা বলেন তিনি’।

২০২১ সাল নাগাদ কোমরের অপারেশন হয় শিবানী দেবীর। সেই সময়ই জানা যায়, ক্যানসার বাসা বেঁধেছে তাঁর শরীরে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার রোগ বিভাগে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন খড়দার এই বাসিন্দা। ইতিমধ্যেই ১০টি কেমো হয়েছে। তবে শিবানী দেবীর ফিরে আসার খুব বেশি সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।




মেহেরপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ অভিযান, দুটি প্রতিষ্ঠানে জরিমানা

ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয় করা ও পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রয় করাসহ নানা অভিযোগে মেহেরপুর শহরের দুইটি দোকানে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও হোটেল বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আধিকারের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এই অভিযান চালান। এসময় সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম। এছাড়া মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম তাদের সহযোগিতা করেন।

ভ্রাম্যমান অভিযানের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, সদর উপজেলার মুদিখানা, ডিপার্টমেন্টাল স্টোর, হোটেলসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মেসার্স আনকমন স্টোর নামক প্রতিষ্ঠানে দোকানে ও ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয় করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হোটেল বাজারে মেসার্স কালাম এন্ড ব্রাদার্স বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ আটার বস্তার গায়ের লেবেল ছিড়ে ফেলে বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় দোকান দুটি থেকে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্য জনসম্মুখে নষ্ট করা।




স্মার্টফোনে গেরিলা ম্যালওয়ার আতঙ্ক

২০১৮ সালে সর্বপ্রথম এই ম্যালওয়ারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সম্প্রতি ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিলসহ একাধিক দেশে প্রায় ৫০ টি ব্র্যান্ডের ফোনে এই ম্যালওয়ার প্রি-ইনস্টল অবস্থায় পাওয়া যাচ্ছে। সিকিউরিটি ফার্ম ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, প্রায় ৮ দশমিক ৫ মিলিয়ন ফোনে এই সমস্যা রয়েছে।

গেরিলা ম্যালওয়ার ফোনের জন্য খুবই খারাপ। এই ম্যালওয়ারের কারণে ব্যাটারির সমস্যা, হুটহাট বিজ্ঞাপনের ঝামেলা বাড়ে। এমনকি ব্রাউজিং করার সময় এই ম্যালওয়ার অহেতুক ফিশিং সাইট বা অ্যাপের সাজেশানে নিয়ে যায়। তবে ঝামেলা এখানেই শেষ নয়। ২০১৬ সালের ট্রায়াডা ম্যালওয়ারের মতোই এর কিছু ঝুঁকি আছে। এই ম্যালওয়ার হোয়াটসঅ্যাপকেও নিয়ন্ত্রণ করতে পারে এবং ব্যবহারকারীর ডাটা বাইরে পাঠিয়ে দিতে পারে।

আপাতত দক্ষিণ আমেরিকায় এর আক্রমণের হার বেশি। তবে এশিয়াতেও ১০ শতাংশ ফোনে এই ম্যালওয়ার আছে। এই ম্যালওয়ার অন্যান্য আইওটি ডিভাইস যেমন স্মার্ট টিভি বা অ্যাপ্লায়েন্সেও বড়সড় হুমকি হতে পারে।

সূত্র: ইত্তেফাক




রঙ্গালয় – হাফিজুর রহমান

জনগণের পিতা তুমি জনপ্রতিনিধি
সন্তানগুলোর রাখো না খেয়াল,
পছন্দ কর দেখতে সবসময় ওদের
দশাটা থাকে যেন বেহাল।

এই রকমেরই যদি হয় সমাজপতি
তুমি তাহলে কী ধরনের পিতা?
খেলা দেখ মজা নিতে আরাম করে
সেবা দেয়ার কেটে ফিতা?

গোলমেলে নীতির এখন রাজনীতি
হেলেদুলে – ঝুলে নাচে জনগণ!
বানরের মত যেমনটি নাচাবে পিতা
তেমনটি নাচলেই ভাগ্যবান।